নোঙ্গর
মোংলা বন্দর একসঙ্গে ভিড়েছে চার বিদেশি বাণিজ্যিক জাহাজ
মোংলা বন্দর জেটিতে একইসঙ্গে ভিড়েছে চারটি বিদেশি বাণিজ্যিক জাহাজ। এটিকে বন্দরের চ্যানেলের ড্রেজিংয়ের ফল বলে মনে করা হচ্ছে।
সোমবার (২৪ মার্চ) দুপুরের পর জাহাজগুলো বন্দর জেটির বিভিন্ন স্থানে নোঙ্গর করে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি জানান, পানামার পতাকাবাহী জাহাজ এম ভি জুপিটার ৪ হাজার ৮৩ টন মেশিনারিজ পণ্য নিয়ে বন্দরের ৫ নম্বর জেটিতে, সাউথ কোরিয়ার পতাকাবাহী জাহাজ এম ভি মেরিগোল্ড ৫ হাজার টন চিটাগুড় নিয়ে বন্দরের ৬ নম্বর জেটিতে, হংকংয়ের পতাকাবাহী জাহাজ এম ভি হ্যান হুই ১ হাজার ৯৭০ দশমিক ৪১০ টন স্টিলের পাইপ পণ্য নিয়ে বন্দরের ৭ নম্বর জেটিতে এবং বারবাডোসের পতাকাবাহী জাহাজ এম ভি আনকা ব্লু ১ হাজর ৭৬৯ দশমিক ০৬৯ মেট্রিক টন মেশিনারিজ মালামাল নিয়ে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে। জেটিতে অবস্থানরত চারটি জাহাজে মোট ১২ হাজার ৮২২ দশমিক ৪৭৯ টন মালামাল রয়েছে।
আরও পড়ুন: মোংলায় বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতি, অস্ত্রসহ আটক ৫
সোমবার মোংলা বন্দর জেটিতে একদিনে চারটি বিদেশি বাণিজ্যিক জাহাজসহ মোংলা বন্দরের পোর্ট গ্রাইন্ডের মধ্যে বেসক্রিকে ২টি, হারবারিয়ায় ৫টি, গ্যাস কোম্পানিতে ২টি পয়েন্টে বর্তমানে মোট ১৪টি বাণিজ্যিক জাহাজ পণ্য খালাসের জন্য অবস্থান করছে। এ সব জাহাজে-বিভিন্ন ধরনের মেশিনারিজ, চিটাগুড়, স্টিলের পাইপ, চাল, কয়লা, ক্লিংকার ও সার রয়েছে।
বন্দরের উপসচিব আরও জানান, মোংলা বন্দরের বহিঃনোঙ্গরে বঙ্গোপসাগর মোহনা আউটার বার ড্রেজিং সম্পন্ন হয়েছে। বর্তমানে ইনার বার ড্রেজিং চলমান। ফলে চ্যানেলের গভীরতা বৃদ্ধি হওয়ার ফলে বিদেশ থেকে এখন সরাসরি বন্দর জেটিতে এসে ভিড়তে পারছে বাণিজ্যিক জাহাজগুলো। আজ একসঙ্গে পণ্যবোঝাই চারচি জাহাজ বন্দরের জেটিতে নোঙ্গর করাটা বন্দরের চ্যানেল ড্রেজিংয়ের একটি সুফল বলেও জনান তিনি।
৬ দিন আগে
কক্সবাজারে ১০ লাখ মাস্ক উৎপাদন করল রোহিঙ্গা ও স্থানীয়রা
নতুন আর্থ-সামাজিক অবস্থায় টিকে থাকতে অসহায় পরিবারগুলোকে সহায়তা করতে রোহিঙ্গা ও স্থানীয় সম্প্রদায়ের সদস্যদের স্বনির্ভর ও জীবিকার সুযোগ করে দিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)।
১৫৭৩ দিন আগে