নওগাঁ-রাজশাহী মহাসড়ক
নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
নওগাঁ সদরের বাবলাতলী এলাকায় ট্রাক ও যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে পাঁচ জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নওঁগা-রাজশাহী মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-জান্নাতুল ফেরদৌস (৩৮), মকবুল হোসেন (৬০), দেলোয়ার হোসেন (৪৭), সিএনজি চালিত অটোরিকশার চালক সেলিম উদ্দিন (৪৫) ও ট্রাকের হেলপার লেলিন হোসেন (৩৫)।
এছাড়া নুর জাহান (৩২) নামে আহত একজনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসা জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন: টেকনাফে সড়ক দুর্ঘটনায় ২ রোহিঙ্গা নিহত
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, শুক্রবার সকালে নওগাঁ থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাক রাজশাহীর দিকে যাচ্ছিলো এবং নিয়ামতপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজিটি নওগাঁর দিকে যাচ্ছিল। এসময় নওগাঁ রাজশাহী মহাসড়কের বাবলাতলী নামক স্থানে পৌঁছালে একটি ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি পার্শ্ববর্তী পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলে পাঁচ জন নিহত হন।
লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলেও জানান ওসি।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিন জানান, নিহতদের প্রত্যেকের পরিবারকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ২৫ হাজার টাকা করে অনুদান দেয়া হবে। এছাড়া তাদের পারিবারিক অবস্থা বিবেচনা করে জেলা প্রশাসকের তহবিল থেকে প্রয়োজনে আরও অনুদান দেয়া হবে।
২ বছর আগে
নওগাঁয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
সদর উপজেলার হাপানিয়া জবার মোড় এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
৪ বছর আগে