আরোহী নিহত
সিলেট-তামাবিল সড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৫
সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে বাসচাপায় তালহা (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সারীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গতকাল (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাফলং থেকে ছেড়ে আসা একটি সিলেটগামী বাসের সঙ্গে দরবস্ত থেকে আসা জৈন্তাপুরগামী দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী নিহত হন এবং অপর পাঁচজন গুরুতর আহত হন।
ঘটনার পরপরই চালক বাস নিয়ে দ্রুত পালিয়ে যান। ঘটনার পর সিলেট-তামাবিল মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্দ ছিল।
নিহত তালহা জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কাঞ্জরগ্রামের তাজউদ্দিনের ছেলে।
আহতরা হলেন— উপজেলার সারীঘাট ডৌডিক গ্রামের শুক্কুর মিয়ার ছেলে শাকিল (২০), একই গ্রামের মাওলানা আব্দুল ওয়াহিদ এর ছেলে জুনেদ আহমদ (১৮), মনির আলীর ছেলে শাহরিয়ার (২০), আরফান আলীর ছেলে ইব্রাহীম আহমদ (২২) এবং উপজেলার গুজ্ছগ্রামের জিয়া উদ্দিনের ছেলে ফরহাদ আলী (১৫)।
আরও পড়ুন: ত্রিশালে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই আরোহী নিহত
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানার একটি পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে নিহত তালহার মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত দুটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়।
তামাবিল হইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে। আহতদের চিকিৎসার খোঁজ খবর নেওয়া হচ্ছে।
৯৬ দিন আগে
ওভারটেক করতে গিয়ে ট্রাক্টরের নিচে মোটরসাইকেল, আরোহী নিহত
কুষ্টিয়ার কুমারখালীতে একটি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সুরুজ আলী (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৯ মে) দুপুর ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সুরুজ আলী (২২)। তিনি উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়া এলাকার শফিকু্ল ইসলামের ছেলে। তিনি কু্ষ্টিয়া শহরের একটি ফার্মেসীতে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: টঙ্গীতে হাত-পা বাঁধা প্রতিবন্ধী সরকারি কর্মচারীর লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, কুমারখালী থেকে মোটরসাইকেল করে সুরুজ কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। পথে সুরুজ ট্রাক্টরকে ওভারটেক করতে গেলে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি অজ্ঞাত বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ সুরুজ ছিটকে ট্রাক্টরের নিচে পড়েন। এ সময় ট্রাক্টরের চাকা তার বুকের ওপর উঠে যায় এবং ঘটনাস্থলেই মারা যান সুরুজ।
কুষ্টিয়ার চৌড়হাঁস হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জয়দেব কুমার সরকার বলেন, ‘ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়েই এই দুর্ঘটনা। মোটরসাইকেল ও ট্রাক্টরটিকে জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
১৯৯ দিন আগে
সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) জৈন্তাপুর উপজেলার কাটাগাং নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর গ্রামের মৃত আলি আহমদের ছেলে দেলোয়ার হোসেন ও আগফৌদ পাঁচ সেউতি গ্রামের মো তোফায়েল।
হাইওয়ে পুলিশ জানায়, রবিবার দুপুর ২টার দিকে তিনজন আরোহী একটি মোটরসাইকেল করে জৈন্তাপুর সদরে আসার পথে কাটাগাং নামক স্থানে পৌঁছালে মালবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
স্থানীয়রা জানান, এ সময় বৃষ্টি হচ্ছিল। ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘স্থানীয়দের সহায়তায় নিহত দুজন ও আহতকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। তারপর থেকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।’
ঘাতক ট্রাকটি আটকে কাজ করছে পুলিশ বলে জানান তিনি।
২৮৪ দিন আগে
সিলেটে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের সংঘর্ষে আরোহী নিহত
সিলেটের ওসমানীনগরে মোটরসাইকেলকে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে মাহবুব হাসান পংকি নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় নিহতের ছেলে রাফি আহমদ (১৩) গুরুতর আহত হয়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ৭টায় উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের কসেরতল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাহবুব হাসান (৩৫) উপজেলার সাদীপুর ইউনিয়নের চাতলপাড় গ্রামের রমজান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মাহবুব হাসান পংকি ও তার ছেলে মোটরসাইকেলে করে গোয়ালাবাজারের দিকে যাচ্ছিলেন। উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের কসেরতল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জগামী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলসহ আরোহীরা অ্যাম্বুলেন্সের নিচে ঢুকে পড়ে।
ঘটনার পর পর স্থানীয়রা গুরুতর আহত মোটরসাইকেল আরোহী পংকি ও তার ছেলে রাফিকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে মাহবুব হাসান পংকির মৃত্যু হয়। নিহত পংকির ছেলে রাফির অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাদিউল ইসলাম হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
৩৫৯ দিন আগে
নরসিংদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৫
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাসাইলে যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন তিনটি মোটরসাইকেলের আরও পাঁচ আরোহী।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে মহাসড়কের বাসাইল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেন (২৬) পুরান ঢাকার কেরাণীগঞ্জের রফিকুল ইসলামের ছেলে।
আহতরা হলো- একই এলাকার হাবিব, ইয়ামিন নরসিংদীর জিনারদী এলাকার আতিকুর রহামন, আরিফ এবং সুজন মিয়া।
স্থানীয়রা জানায়, দুটি মোটরসাইকেলে করে সিলেট থেকে আনন্দ ভ্রমণ শেষে পুরান ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় যাচ্ছিলেন আরিফ ও তার দুই বন্ধু। একই সময়ে আরেকটি মোটরসাইকেলে নরসিংদীর জিনারদী এলাকার অপর তিনজন ঢাকা অভিমুখে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা মিতালী পরিবহনের (ফাহিমা এন্টারপ্রাইজের) দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরিফ হোসেনের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
ইটাখোলা হাইওয়ে পুলিশের উপপুলিশ পরিদর্শক বিল্লাল হোসেন জানান, পুলিশ এবং সেনাবাহিনীর সহায়তায় আহত এবং নিহত ব্যক্তিদেরকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত বাসটি ঘটনাস্থলে থাকলেও পালিয়েছে চালক ও সহযোগী।
এব্যাপারে ইটাখোলা হাইওয়ে থানায় একটি মামলা রুজু হয়েছে। বাসটি আটক রয়েছে বলে জানান তিনি।
৪৫৩ দিন আগে
চুয়াডাঙ্গায় পাখিভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
চুয়াডাঙ্গার জীবননগরে পাখিভ্যানের ধাক্কায় জিয়ারুল হক নামে বাইসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর-যশোর মহাসড়কের বাঁকা ব্রিকস ফিল্ডের আশপাশে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
নিহত জিয়ারুল হক জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের মৃত জহির মণ্ডলের ছেলে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, জিয়ারুল বাড়ি থেকে বাইসাইকেল করে জীবননগর বাজারে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মোটরচালিত একটি পাখিভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে জিয়ারুল সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোস্তাফিজুর রহমান সুজন বলেন, আমরা হাসপাতালে তাকে মৃত অবস্থায় পেয়েছি।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবিদ হাসান বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় বাস উল্টে নিহত ৫
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষার্থী নিহত
৫৬৬ দিন আগে
চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
চুয়াডাঙ্গা সদরে মহিলা কলেজ রোডে মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় আব্দুর রশিদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার (১২ মে) সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
নিহত আব্দুর রশিদ চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুক গড়গড়ি গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুর রশিদ মোটরসাইকেল যোগে কর্মস্থল যাচ্ছিল। পথে দ্রুতগতির একটি মাটি বোঝাই ট্রাক্টর ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার জুবায়দা জামান জয়া বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই আব্দুর রশিদের মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত, চালক আহত
নাটোরে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত
৫৭১ দিন আগে
শৈলকুপায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ঝিনাইদহের শৈলকুপায় বালু বোঝায় ট্রাকের ধাক্কায় মেহেদী হাসান (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই আরোহী আহত হয়েছেন।
সোমবার (২০ নভেম্বর) সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের গাড়াগঞ্জ তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নিহত মেহেদী হাসান যশোর জেলা সদরের পুলেরহাট গ্রামের নাসির উদ্দিনের ছেলে। আহতরা হলেন- মোস্তফা কামাল ও পল্লব বিশ্বাস। তারা সবাই যশোরের আবেদিন ইকুপমেন্ট ট্রিটমেন্ট কোম্পানির ৩ জন কর্মচারী।
স্থানীয়রা জানায়, মোটরসাইকেলযোগে তিন যুবক গাড়াগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে তিন আরোহী গুরুতর আহত হন।
খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মেহেদি নামের ওই যুবক মারা যান। আহত দুজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুরদাস মন্ডল বলেন, লাশ সদর হাসপাতালে আছে। দুর্ঘটনার বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুন: দিনাজপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
৭৪৫ দিন আগে
দিনাজপুরে ট্রাকচাপায় ভ্যানচালক ও আরোহী নিহত, আটক ১
দিনাজপুরের পাবর্তীপুরে ট্রাকচাপায় আরোহীসহ ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় ট্রাকচালককে আটকের দাবি করেছে পাবর্তীপুরের মডেল থানা পুলিশ।
বুধবার সকাল ৭টার দিকে উপজেলার চাঁন্দাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক আবুল কালাম (৫০) ধুপিপাড়ার মীর্জা সুলতানের ছেলে। আরোহী আশরাফুল ইসলাম (২৫) আব্দুল মান্নানের ছেলে। সম্পর্কে আবুল কালাম হচ্ছেন আশরাফুলের খালু।
পাবর্তীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, পরিত্যক্ত পলিথিন টোকানোর জন্য ভ্যান চালিয়ে রাস্তায় চলার সময় চাঁন্দাপাড়া এলাকায় ট্রাকের চাপায় দুর্ঘটনাস্থলে আরোহী আশরাফুল ইসলাম এবং ভ্যানচালক আবুল কালাম নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, লাশ উদ্ধারসহ ঘাতক ট্রাক জব্দ এবং চালক রিয়াজুল ইসলামকে আটক করা হয়েছে।
মামলার প্রস্তুতি নিচ্ছেন নিহতের স্বজনরা বলে জানান ওসি।
আরও পড়ুন: সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
৯৪৬ দিন আগে
চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রামের পাহাড়তলীকে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত এবং একজন আহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের এ কে খান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ হোসেন (৩৬) চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার করেরহাটের বাসিন্দা মো. শাহজাহানের ছেলে। এছাড়া তিনি করেরহাট বাজারের সাজ্জাদ ক্লথ এন্ড গার্মেন্টসের সত্ত্বাধিকারী।
আরও পড়ুন: চকরিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
আহত পাঠাও মোটরসাইকেল চালক মাহমুদ (৪০) নগরীর বন্দর থানাধীন কাটগড় নিউ টাউন এলাকার নুরুল ইসলামের ছেলে।
তিনি (চমেক হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
স্থানীয়রা জানান, সকালে দোকানের জন্য মালামাল কিনতে মিরসরাই থেকে এ কে খান এলাকায় নামে সাজ্জাদ। পরে পাঠাও মোটরসাইকেলে করে রিয়াজ উদ্দিন বাজারে যাবার পথে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। পরে আহত দুইজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা সাজ্জাদকে মৃত ঘোষণা করে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ কে খান মোড়ে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে এক মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে।
চমেক হাসপাতালে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, পাহাড়তলী এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজনকে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
৯৯২ দিন আগে