যৌন নির্যাতন
চট্টগ্রামে ৪ শিশুকে যৌন নির্যাতন, শিক্ষকের মৃত্যুদণ্ড
চট্টগ্রামে একটি মাদরাসার চার শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে নাছির উদ্দীন নামে এক শিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদীন এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত শিক্ষক কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ছোট বেউলা এলাকার নুরুল ইসলামের ছেলে।
তিনি রাঙ্গুনিয়া উপজেলার আহমদিয়া আজিজুল উলুম মাদরাসার হোস্টেল সুপার হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: সংঘবদ্ধ ধর্ষণ: ১০ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন
রায় ঘোষণার সময় আসামি নাছির উদ্দিন আদালতে হাজির ছিলেন। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি জিকু বড়ুয়া বলেন, ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ১ ধারায় ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি নাছির উদ্দীনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
মামলা ও আদালতের নথির তথ্য অনুযায়ী, ২০২০ সালের ১২ অক্টোবর রাঙ্গুনিয়া উপজেলার একটি মাদরাসায় এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মাদরাসা শিক্ষক নাছির উদ্দিনের নামে মামলা করেন। পরে তদন্তে দেখা যায় একই ভাবে আরও তিন শিশুকে পালাক্রমে যৌন নির্যাতন করেছেন ওই শিক্ষক।
এই ঘটনায় তদন্ত শেষে নাছির উদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০২২ সালের ২৪ জানুয়ারি নাছিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ১১ সাক্ষীর সাক্ষ্য শেষে রবিবার এ মামলায় রায় দিলেন আদালত।
আরও পড়ুন: কুষ্টিয়ায় স্ত্রীসহ ৩ জনকে হত্যা: সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড
জয়পুরহাটে স্কুলছাত্র হত্যার ২২ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
১০ মাস আগে
মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে আনা যৌন নির্যাতনের মামলার শুনানি শুরু আপিল বিভাগে
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আপিল আদালত শুক্রবার (১৯ আগস্ট) মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনা দুজন ভুক্তভোগীর মামলা শুনানি শুরু করেছে।
ক্যালিফোর্নিয়ার দ্বিতীয় ডিস্ট্রিক্ট কোর্ট অব আপিলের তিন বিচারকের একটি প্যানেল ওয়েড রবসন ও জেমস সেফচাক নামের ওই দুজনের মামলা শুনানি শুরু করেছেন।
এই বিচারকদের মতে, এই দুজনের মামলা নিম্ন আদালতের খারিজ করা উচিত নয়। তারা জ্যাকসনের মালিকানাধীন দুটি কর্পোরেশনের সঙ্গে আইনগত লড়াই চালানোর বৈধ দাবি করতে পারে।
ক্যালিফোর্নিয়ার নতুন একটি আইনের পরিপ্রেক্ষিতে আপিল আদালত যৌন নির্যাতনের ঘটনাগুলো পুনরায় বিচার শুরু করেছে।
এর আগে ২০১৩ সালে রবসন এবং পরের বছর সেফচাক এই অভিযোগ উত্থাপন করেন।
তবে ২০১৯ সালে এইচবিও ডকুমেন্টারি ‘লিভিং নেভারল্যান্ড’-এ তাদের গল্প বলার জন্য দুই তরুণ ব্যাপকভাবে পরিচিতি লাভ করে।
একজন বিচারক ২০২১ সালের মামলাগুলো খারিজ করে দিয়েছিলেন।
আরও পড়ুন: মাইকেল জ্যাকসনের স্মৃতিমাখা ওয়েস্টলেক স্টুডিওতে চিরকুট
তিনি বলেছিলেন, এমজেজে প্রোডাকশন ইনকরপোরেশন ও এমজেজে ভেনচারস ইনকরপোরেশন বয় স্কাউট বা চার্চের মতো কাজ করবে তা আশা করা যায় না। অভিযোগকারীরা আশা করছে প্রতিষ্ঠান দুটি শিশুদের সব ধরনের সুরক্ষার দেবে।
২০০৯ সালে মারা যাওয়া জ্যাকসন কোম্পানিগুলোর একমাত্র মালিক এবং একমাত্র শেয়ারহোল্ডার ছিলেন।
উচ্চ আদালতের বিচারকরা এই মতের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন।
তাদের প্রতিবেদনে উচ্চ আদালতের বিচারকরা লিখেছেন: ‘শিশুদের যৌন নির্যাতনকারী একজন কর্মচারীকে সুবিধা দেয় একটি প্রতিষ্ঠান এবং তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় না। কারণ যৌন নির্যাতনকারী নিজেই ওই প্রতিষ্ঠানের মালিক।’
তারা আরও বলেছে, ‘শুধু প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার হওয়ার কারণে অপরাধীর কিছুই হবে না, এটা এক ধরনের বিকৃতি। তাই আমরা করপোরেশনগুলো জন্য দেওয়া রায় বাতিল করি।”
অন্যদিকে, জ্যাকসন এস্টেটের অ্যাটর্নি জোনাথন স্টেইনসাপির জানিয়েছেন তারা ‘হতাশ’।
আরও পড়ুন: মাইকেল জ্যাকসনের বায়োপিকে অভিনয় করবেন ভাতিজা জাফর
স্টেইনসাপির অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) একটি ইমেলে বলেছেন, ‘দুইজন বিশিষ্ট বিচারক গত এক দশকে বারবার এই মামলাগুলো বহুবার খারিজ করেছেন।’
তিনি বলেন, ‘আমরা সম্পূর্ণরূপে বিশ্বাস করি যে মাইকেল এই অভিযোগগুলো থেকে নির্দোষ প্রমাণিত হবে। শুধুমাত্র অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে মাইকেলের মৃত্যুর কয়েক বছর পরে এসব মামলা করা হয়েছে।’
শুক্রবার স্টেইনসাপির বলেন, ‘আমরা বিশ্বাস করি আবারও মাইকেল ন্যায়বিচার পাবেন এবং আমরা জয়লাভ করব।’
রবসন ও সেফচাকের একজন অ্যাটর্নি ভিন্স ফিনাল্ডি একটি ইমেলে বলেছেন, তারা ‘সন্তুষ্ট এবং বিস্মিত নন’ যে আদালত পূর্ববর্তী বিচারকের ‘এই মামলাগুলোতে দেওয়া ভুল রায়গুলো বাতিল করেছেন।’
তিনি বলেন, ক্যালিফোর্নিয়ায় এ ধরনের অপরাধে শাস্তির জন্য কোনো আইন ছিল না। তাই রাজ্য ও দেশজুড়ে শিশুরা বিপন্ন ছিল। আমরা ন্যায়বিচারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
আরও পড়ুন: মাইকেল শিরোনামে নির্মিত হবে ‘কিং অফ পপ’ মাইকেল জ্যাকসনের বায়োপিক
রবসন (৪০) একজন কোরিওগ্রাফার। তিনি ৫ বছর বয়সে জ্যাকসনের সঙ্গে পরিচিত হন। তিনি তিনটি জ্যাকসন মিউজিক ভিডিওতে কাজ করেছেন।
মামলায় তিনি অভিযোগ করেছেন, জ্যাকসন তাকে সাত বছর ধরে শ্লীলতাহানি করেছেন।
সেফচাক (৪৫) বলেন, পেপসির একটি বিজ্ঞাপনের চিত্রগ্রহণের সময় তিনি জ্যাকসনের সঙ্গে দেখা করেন। সেসময় তার বয়স ছিল ৯ বছর। জ্যাকসন তাকে প্রায়ই ডাকতেন এবং নির্যাতন করার আগে তাকে উপহার দিতেন।
এপি সাধারণত যৌন নির্যাতনের শিকারদের নাম প্রেকাশ করে না। কিন্তু রবসন ও সেফচাক তাদের পরিচয় ব্যবহারের অনুমোদন দিয়েছেন।
১ বছর আগে
ট্র্যান্সজেন্ডার নারী বিউটি ব্লগারকে হত্যাচেষ্টা
যৌন নির্যাতনের শিকার হয়েছেন ট্রান্সজেন্ডার নারী বিউটি ব্লগার সাদ মুআ। শুক্রবার এ ঘটনায় ভুক্তভোগী রাজধানীর ভাটারা থানায় একটি মামলা করেছেন। এছাড়াও ঘটনার বিবরণ পোস্ট করেছেন তার অফিশিয়াল ফেসবুক পেজে।
সাদ মুআ তিনজন অপরাধীর মধ্যে দুজনের ছবি প্রকাশ করে লেখেন, ‘তিনজনের এই হচ্ছে দুইজন, যারা আমাকে আটকে রেখে আমাকে টর্চার করে সব কিছু নিয়ে নেয়। মেয়েটার নাম সায়মা শিকদার নিরা, ছেলের নাম ইশতিয়াক ফুয়াদ। এই মেয়েটাকে তারা স্যার স্যার বলে ডাকছিলো। আর ওয়াকিটকি তে রাফাত বিন নুর স্যার এর সঙ্গে কথা বলছিলো আমাকে পাচার করে দেয়ার জন্য। পরে জানলাম সে যেই রাফাত এর কথা বলছিলো, তিনি আর্মিতে চাকরি করেন; আর সে এখন মিশনে দেশের বাইরে আছে। আর ছবির ছেলেটা এয়ারফোর্সে ছিলো এবং কোনো কারণ বশত ওর চাকরি চলে যায়। ছেলেটি নর্থ সাউথে পড়ে আর মেয়ে টা পরে ড্যাফোডিল এ। অথচ ছেলেটা নিজেকে আর্মি ক্যাপ্টেন বলে পরিচয় দেয়, আর মেয়েটা নিজেকে পুলিশ কর্মকর্তা বলে পরিচয় দেয়। কোথাও কোথাও বলে যে সে নর্থ সাউথে পড়ে। এছাড়া এদের পরিচিত লোকদের থেকে জানা যায়, ওদের বসুন্ধরা তে কয়েকটা বাসা ভাড়া নেয়া। সব জায়গাতে তারা স্বামী স্ত্রী পরিচয়ে মাঝে মাঝে থাকে। বসুন্ধরার বাইরেও নাকি এদের বাসা আছে।’
ভাটারা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেছেন ‘মামলাটি আজ হয়েছে। ঘটনার সম্পৃক্ততা কতটুকু তা তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণ হলে আইনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
উল্লেখ্য, সাদ মুআ বিউটি ব্লগার হিসেবে পরিচিত। মেকআপ টিউটোরিয়ালসহ বিউটি কেয়ারের নানা ধরনের ভিডিও কনটেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচিত তিনি।
আরও পড়ুন: ওয়ার্ল্ড ফিল্ম ম্যানিফেস্টেশন প্রোগ্রাম শুরু রবিবার
চিত্রনায়িকা শিমুকে হত্যার দায় স্বীকার করেছে স্বামী: পুলিশ
সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরলেন শাহরুখ খান!
২ বছর আগে
বরিশালে রিমান্ডে নারী আসামিকে যৌন নির্যাতন: ওসি-পরিদর্শক প্রত্যাহার
দায়িত্বে অবহেলা ও নারী আসামিকে যৌন নির্যাতনের অভিযোগে বরিশালের উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান ও পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান জানান, বরিশালে নারী আসামিকে রিমান্ডে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে উজিরপুর থানার পরিদর্শকের (তদন্ত) বিরুদ্ধে। এছাড়া এ ঘটনায় দায়িত্বে অবহেলা করেছেন থানার ওসি। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হবে।
আরও পড়ুনঃ যৌন নির্যাতনের অপরাধ কখনোই সহ্য করা হবে না: আইনমন্ত্রী
আদালত সূত্র জানায়, গত ২৬ জুন বরিশালের উজিরপুর উপজেলার জামবাড়ি এলাকা থেকে বাসুদেব চক্রবর্তী নামে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার ভাই বরুন চক্রবর্তী ওইদিনই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আসামি করা হয় এক নারীকে। যার সাথে তার ভাইয়ের পরকিয়া সম্পর্ক ছিল বলে দাবি করেন বরুন। এই মামলার আসামি হিসেবে ওইদিন সেই নারীকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুনঃ চট্টগ্রামে ৫ শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগে বাবুর্চি গ্রেপ্তার
থানা পুলিশের ৫ দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে গত ৩০ জুন বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উজিরপুর আমলী আদালত নারী আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ২ জুলাই ওই নারীকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় ওই নারী আদালতের কাছে তাকে শারীরিক এবং যৌন নির্যাতনের অভিযোগ করেন পুলিশের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ ৪ শিশুর বিরুদ্ধে ধর্ষণের মামলা: ওসিসহ ৭ পুলিশ বরখাস্তের রায় স্থগিত
পরীক্ষা করে শারীরিক এবং যৌন নির্যাতনের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে আদালত তার যথাযথ চিকিৎসা প্রদান এবং তাকে নির্যাতনের বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে। পরিচালকের জমা দেয়া তদন্ত প্রতিবেদনে আঘাতের চিহ্নের কথা উল্লেখ রয়েছে।
৩ বছর আগে
বোট ক্লাবের নির্বাহী কমিটি থেকে নাসিরকে বহিষ্কার
জনপ্রিয় অভিনেত্রী পরীমণির অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা বোট ক্লাব লিমিটেডের নির্বাহী কমিটি থেকে নাসির ইউ মাহমুদকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দেবে বোট ক্লাব কর্তৃপক্ষের কাছে।
সোমবার বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুনঃ পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা: প্রধান আসামি নাসিরসহ গ্রেপ্তার ৫
সংগঠনের সভাপতি ড. বেনজির আহমেদের সভাপতিত্বে সভায় কমিটির আরও আট সদস্য উপস্থিত ছিলেন।
এছাড়া বৈঠকে নাসির ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং শাহ এস আলমের ক্লাবের সদস্য পদ স্থগিত করার সিদ্ধান্ত হয়।
সভায় বলা হয়, নাসির ইউ মাহমুদ ক্লাবের নিয়ম না মেনে নির্ধারিত সময়ের বাইরে অতিথিকে ক্লাবের ভিতরে নিয়ে এসেছিলেন। যা ক্লাবের নিয়ম শৃঙ্খলার পরিপন্থী।
আরও পড়ুনঃ আমাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে: পরীমণি
এর আগে ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণির দায়ের করা যৌন নির্যাতনের মামলার প্রধান আসামি উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
৩ বছর আগে
নাসির উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা করলেন পরীমণি
ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি।
সোমবার (১৪ জুন) সাভার মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।
এতে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরও চারজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এর আগে সকালে রূপনগর থানার মাধ্যমে লিখিত অভিযোগ করেন পরীমণি।
দুপুরে মামলার বিষয়টি নিশিচত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম।
জানা যায়, গত ৯ জুন রাতে চিত্রনায়িকা পরীমণি রাতে সাভারের বিরুলিয়ার তুরাগ নদীর তীরে অবস্থিত ঢাকা বোড ক্লাবে এক ব্যক্তির সাথে জান। সেসময় তাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেন নাসির ইউ মাহমুদ নামের এক ব্যক্তি।
রবিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চেয়ে একটি স্ট্যাটাস দেন তিনি। তিনি দাবি করেছেন যে ছয় জন তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেছিল।
ফেসবুক স্ট্যাটাসের পর রবিবার রাত ১০টার দিকে তিনি সাংবাদিকদের মুখোমুখী হন।
সংবাদ সম্মেলনে এই নায়িকা জানান, তিনি জীবনের নিরাপত্তহীনতায় ভুগছেন। নিজ বাসায় তিনি নিজেকে নিরাপদ বোধ করছেন না।
আরও পড়ুন: আমাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে: পরীমণি
পরীমণি বলেন, ‘আমি সুইসাইড (আত্মহত্যা) করার মতো মেয়ে না। আজকে যদি আমি মরে যাই, সবাইকে জানাতে চাই, আমি সুইসাইড করবো না।’
এই অভিনেত্রী জানান, ‘ঢাকা বোট ক্লাবে’ তাকে হেনস্থা করা এক ব্যবসায়ী নিজেকে পুলিশের আইজিপি বেনজির আহমেদের বন্ধু হিসেবে পরিচয় দেন। ওই ব্যবসায়ীর নাম ‘নাসির উদ্দিন মামুন’ বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে।
আরও পড়ুন:‘ধর্ষণ-হত্যাচেষ্টার’ অভিযোগের পর সাংবাদিকদের যা বললেন পরীমণি
ঘটনার পর ভোর রাতে বনানী থানায় অভিযোগ করতে গেলে তার অভিযোগ গ্রহণ করা হয়নি বলে জানান এই অভিনেত্রী।
তাকে জানানো হয়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থানায় নেই। এই অভিনেত্রীর নাম্বার রেখে দিয়ে তাকে বলা হয়, ওসি আসলে তার সাথে যোগাযোগ করা হবে।
আরও পড়ুন: ফোর্বসে এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় পরীমনি
কিন্তু পরীমণির দাবি, তার সাথে থানা থেকে কোনও প্রকার যোগাযোগ করা হয়নি।
এদিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আযম মিয়া জানান, তারা এই অভিনেত্রীর কোনও অভিযোগ এখনও পাননি।
পরিমণির স্ট্যাটাসটি নিচে হুবহু তুলে ধরা হলো
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আমি পরীমণি। এই দেশের একজন বাধ্যগত নাগরিক। আমার পেশা চলচ্চিত্র।
আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।
এই বিচার কই চাইবো আমি? কোথায় চাইবো? কে করবে সঠিক বিচার ? আমি খুঁজে পাইনি গত চার দিন ধরে। থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্রবন্ধু বেনজির আহমেদ আইজিপি স্যার! আমি কাউকে পাইনা মা। যাদেরকে পেয়েছি সবাই শুধু ঘটনা বিস্তারিত জেনে, দেখছি বলে চুপ হয়ে যায়! আমি মেয়ে, আমি নায়িকা, তার আগে আমি মানুষ। আমি চুপ করে থাকতে পারিনা। আজ আমার সাথে যা হয়েছে তা যদি আমি কেবল মেয়ে বলে, লোকে কি বলবে এই গিলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে অনেকের মত (যাদের অনেক নাম এক্ষুনি মনে পরে গেল) তাদের মত আমিও কেবল তাদের দল ভারী করতে চলেছি হয়তো।
আরও পড়ুন: ‘পরীমনি’ কঠিন কাজ সহজে করেন
আফসোস ছাড়া কারোর কি করবার থাকবে তখন! আমি তাদের মত চুপ কি করে থাকতে পারি মা? আমি তো আপনাকে দেখিনি চুপ থেকে কোন অন্যায় মেনে নিতে! আমার মা যখন মারা যান তখন আমার বয়স আড়াই বছর। এতদিনে কখনো আমার এক মুহুর্ত মাকে খুব দরকার এখন, মনে হয়নি এটা। আজ মনে হচ্ছে, ভীষণ রকম মনে হচ্ছে মাকে দরকার, একটু শক্ত করে জড়িয়ে ধরার জন্যে দরকার। আমার আপনাকে দরকার মা। আমার এখন বেঁচে থাকার জন্যে আপনাকে দরকার মা।
মা আমি বাচঁতে চাই। আমাকে বাঁচিয়ে নাও মা।
৩ বছর আগে
চট্টগ্রামে ৫ শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগে বাবুর্চি গ্রেপ্তার
চট্টগ্রামের বোয়ালখালীতে ৫ শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগে এক বাবুর্চিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হাফেজ জাকের (১৯) বাঁশখালী উপজেলার পূর্ব কাথারিয়া গ্রামের নবী আহমদের ছেলে।
তিনি বোয়ালখালী উপজেলার পশ্চিম সারোয়াতলীর মাদরাসায়ে ত্যৈয়বিয়া তাহেরিয়া দরবেশীয়া সুন্নিয়া এতিম খানা ও হেফজখানায় বাবুর্চির কাজ করেন।
মঙ্গলবার সকালে মাদরাসার শিক্ষার্থীর এক অভিভাবক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে অভিযুক্ত জাকেরকে গ্রেপ্তা করে বিকালে আদালতে সোপর্দ করা হয়।
আরও পড়ুন: চাঁদপুরে হাত-পা বেঁধে ৯ বছরের শিশু ‘ধর্ষণ’, আটক ১
নির্যাতিত শিক্ষার্থীর এক অভিভাবক জানান, গত বছরের ১৭ জুলাই হেফজ শিক্ষার জন্য ছেলেকে (৯) মাদরাসায় ভর্তি করান। এবারের রমজানের বন্ধে ১২ এপ্রিল ছেলেকে বাড়ি নিয়ে যান। গতকাল ৩১ মে ছেলেকে মাদরাসায় নিয়ে যেতে চাইলে সে কান্নাকাটি করতে থাকে ও মাদরাসায় যেতে অনীহা প্রকাশ করে। এক পর্যায়ে সে জানায় মাদরাসার বাবুর্চি হাফেজ জাকের তার সাথে খারাপ কাজ করে। এছাড়াও তার আরও ৫ সহপাঠীকে বিভিন্ন সময় বলাৎকার করে আসছে বলে জানায় শিক্ষার্থী।
মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল জব্বার বলেন, ‘যথাযথ প্রক্রিয়ায় অভিযুক্ত আসামীকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’
৩ বছর আগে
খুলনা শহরের অসহায় পথবাসী নারীদের মানবেতর জীবন
খুলনা শহরের অসহায় পথবাসী নারীরা যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। সরকারের আশ্রয়ন প্রকল্পের সহায়তা বা অন্য কোন সাহায্য মেলেনি তাদের ভাগ্যে। রাস্তায় রাস্তায় মানবেতর জীবন যাপন করছেন তারা।
সোশ্যাল মিডিয়ায় খুলনাভিত্তিক বিভিন্ন গ্রুপ, পেজে এসব গৃহহীন মানুষের দুর্দশার বিষয় তুলে ধরতে দেখা গেছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কার্যকরী সাহায্য পায়নি তারা।
আরও পড়ুন: খুলনায় বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকলের নারী শ্রমিকদের মানবেতর জীবন
রূপসা ঘাট এলাকার এটলাস সী ফুডের সামনের ফুটপাতে রোদের মধ্যে কোমরের ব্যাথায় কাতরাচ্ছেন ভানু বেগম। গত পাঁচ বছর থেকে শহরের বিভিন্ন ফুটপাতেই থাকেন তিনি। স্বামী-সন্তান, পরিবার সবই ছিল, এখন কিছুই নেই তার। পাঁচটা বস্তা, একটি প্লাস্টিকের ড্রাম, একটা বালতি আর একটা ছেড়া তোষক নিয়েই তার রাস্তার সংসার।
আরও পড়ুন: করোনা: ঝিনাইদহে বন্ধ পার্ক কর্মীদের মানবেতর জীবন
তিনি জানান, ছোট বেলায় ফুপুর সাথে বরিশাল থেকে খুলনায় এসেছিলেন। বিয়ের পরে গর্ভবতী অবস্থায় তার স্বামী তাকে ছেড়ে চলে যায়। এরপর চাকরি করতেন এটলাস সী ফুড কোম্পানিতে। ফাতেমা নামের একটি মেয়েও ছিল তার। গত পাঁচ বছর আগে মেয়েকে হারিয়েছেন। তারপর থেকে ফুটপাতে থাকেন তিনি।
তিনি অভিযোগ করেন, রাস্তায় রাত কাটাতেও নানা সমস্যায় পড়তে হয় তাকে। আগে থাকতেন টুটপাড়া কবর খানার মোড়ে। সেখানে একজন নাইটগার্ড রাতে নিপীড়ন করতো তাকে। আর এখন রূপসা সন্ধ্যা বাজারের কয়েকজন নাইটগার্ড ও বখাটেরা বিরক্ত করে। সোমবার রাতে তাদের কুপ্রস্তাবে সাড়া না দেয়ায় মারধর করেছে তাকে।
আরেকজন মহিলা এক বছর থেকে সন্তান নিয়ে থাকছেন খুলনা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রেঞ্জ অফিসের সামনের ফুটপাতে। সকাল থেকে শিশু সন্তানটিকে খুঁজে পাচ্ছেন না। সন্তান হারিয়ে রাস্তার পাশে লাঠি হাতে পাগলের প্রলাপ বকছেন তিনি। এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
আরও পড়ুন: শিক্ষকের মানবেতর জীবন: বিচারের জন্য নিরলস লড়াই
রেঞ্জ অফিসের অপর পাশে আতিক এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানের ম্যানেজার ইমারুল ইসলাস জানান, গত এক বছর থেকে সাত বছরের মেয়ে নিয়ে এখানে আছে মহিলাটি। রোদ, শীত, ঝড়, বৃষ্টিতে বাচ্চা নিয়ে রাস্তাতেই থাকেন। মানুষের দেয়া খাবারে খেয়ে না খেয়ে দিন কাটে মহিলাটির।
রাস্তায় দিনযাপন করা এসব মানুষগুলোর সরকারি সহায়তা পাওয়া সম্ভব কি না, এ বিষয়ে জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক খাঁন মোতাহার হোসেন বলেন, ‘পুনর্বাসনের ক্ষেত্রে সমাজ সেবা অফিসের সহায়তার সুযোগ নেই। ভবঘুরে হলে ময়মনসিংহ ভবঘুরে পুনর্বাসন সেন্টারে পাঠানো সম্ভব। তবে তারা বয়স্ক বা প্রতিবন্ধী হলে আবেদন করলে ভাতার ব্যবস্থা করা হবে।’
৩ বছর আগে
দেশের সংবিধান ও প্রচলিত আইন মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানকে মেনে চলতে হবে: হাইকোর্ট
চট্টগ্রামের হাটহাজারীর এক মাদরাসায় শিশু নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দেশের সংবিধান ও প্রচলিত আইন মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে মেনে চলতে বলেছে হাইকোর্ট।
৩ বছর আগে
নুসরাত হত্যা: ওসি মোয়াজ্জেমের জামিন শুনানি ৩ মাস মুলতবি
ফেনীতে খুন হওয়ার আগে যৌন নির্যাতনের শিকার হওয়া মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দি ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় দণ্ডিত সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের জামিন আবেদন তিন মাসের জন্য মুলতবি করেছে হাইকোর্ট।
৩ বছর আগে