আরোহী
গোলাপগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সিলেটের গোলাপগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সানজু আহমদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে পুরকায়স্থ বাজার-গোলাপগঞ্জ সড়কের দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
নিহত সানজু উপজেলার দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ ছাদিরের ছেলে।
স্থানীয়রা জানায়, বাড়ি থেকে পুরকায়স্থ বাজার যাওয়ার সময় পিকআপের ধাক্কায় সানজু সড়কে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) (মিডিয়া অফিসার) পার্থ সারথী দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
সিলেটে জুন মাসে ২৭টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত
৫ মাস আগে
কালীগঞ্জে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত
লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকচাপায় একরামুল হক নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১৩ মে) উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নিহত বাইসাইকেল আরোহী একরামুল হক কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর এলাকার বাসিন্দা।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, রাস্তার পাশ দিয়ে বাইসাইকেল চালিয়ে বাড়ি যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত, চালক আহত
৭ মাস আগে
জৈন্তাপুরে পিকআপের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটের জৈন্তাপুর উপজেলায় দ্রুতগামী ডিআই পিকআপের ধাক্কায় তিনটি মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গেছে। এ ঘটনায় ২ মোটরসাইলে আরোহী নিহত ও চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ মার্চ) রাত পৌনে ১০টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার মোকামবাড়ী গ্রামের আলা উদ্দিনের ছেলে শিহাব ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীর ছেলে ফয়সাল রেজা।
আহতরা হলেন- মোকামবাড়ী গ্রামের আব্দুল হান্নানের ছেলে পাবেল ও মোকামপুঞ্জি গ্রামের খাট খাঁশিয়ার ছেলে আর্মি খাশিয়া। এছাড়াও বাকি আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত পৌনে ১০টায় মোকামপুঞ্জিগামী দ্রুতগামী ডিআই পিকআপ জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে তিনটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
পরে স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাব ও রেজাকে মৃত ঘোষণা করেন। গুরুত্বর তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়।
এদিকে এ ঘটনায় সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় উত্তেজিত জনতা। পরে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও তামাবিল হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। বর্তমানে সিলেট-তামাবিল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ টাইলস মিস্ত্রির মৃত্যু, আহত ২ মাছ ব্যবসায়ী
৯ মাস আগে
যশোরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
যশোরের চৌগাছায় ট্রাকচাপায় ২ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ডিসেম্বর) বিকাল ৪টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের পলুয়া মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে উপজেলার পাশাপোল ইউনিয়নের মালিগাতি গ্রামের মৃত আলী বক্সের ছেলে নুর ইসলাম (৪৩) এবং তার নিকট আত্মীয় একই ইউনিয়নের দুড়িয়ালী গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে আয়ুব হোসেন (৫৪) মোটরসাইকেল যোগে পাশাপোল বাজার হতে ঝিকরগাছার ছুটিপুর বাজারে যাচ্ছিলেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
পথিমধ্যে চৌগাছা উপজেলার পলুয়া গ্রামের জামে মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।
ট্রাকচালক ও তার হেলপার ট্রাকটি ফেলে পালিয়ে গেছেন।
আরও পড়ুন: ময়মনসিংহে ট্রাকচাপায় ২ জন নিহত
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় নিহত ২ ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে আটক করার পর পুলিশি অভিযান চলছে।
আরও পড়ুন: মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ট্রাকচাপায় পথচারী নিহত
১ বছর আগে
ফেনীতে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ফেনীর দাগনভূঞায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষে রতন কুমার দেবনাথ (৫৫) নামে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে সাড়ে ১০টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপজেলা গেট সংলগ্ন পাকিস্তান বাজানে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ১২ কলেজছাত্রী আহত
নিহত রতন কুমার দেবনাথ গ্রামীণ ব্যাংকের দাগনভূঞা এরিয়া ম্যানেজার ও জামালপুর জেলার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সকালে রিপন তার অফিসে যাচ্ছিলেন। এসময় বিপরীত থেকে আসা একটা কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফেনী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মোস্তফা কামাল কাভার্ডভ্যান ও মোটরসাইকেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বাস দুর্ঘটনায় নিহত ৩০
১ বছর আগে
লক্ষ্মীপুরে ট্রাকের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
লক্ষ্মীপুরের রামগতিতে মালবাহী একটি ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১০ নভেম্বর) উপজেলার রামদয়াল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আরিফ হোসেন ও মোহাম্মদ মোমিন।
আরও পড়ুন: চট্টগ্রামে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার আরিফ ও মোমিন মোটরসাইকেলে করে হাজীগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় রামগতি রামদয়াল বাজারে মোড়ে পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকচালককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানায়, দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে এবং আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷
আরও পড়ুন: বরিশালে বালুবাহী ট্রাকের চাপায় দুই শ্রমিকের মৃত্যু
বরিশালে বালুবাহী ট্রাকের চাপায় দুই শ্রমিকের মৃত্যু
১ বছর আগে
যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আরোহী আহত
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীসহ নিহত ২
নিহত মোটরসাইকেল চালক উদ্দিন (৪৬) এবং আহত আরোহীর নাম সাথী আক্তার (৩৩)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল ১১টা ২০ মিনিটে সাথী ও তার চাচাতো ভাই জসিম মোটরসাইকেলে করে যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ডের পেছনে যাওয়ার সময় লাভলী পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে সাথী ও জসিম সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে সাথীকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে নিয়ে আসে।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু
ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
১ বছর আগে
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও একজন।
মঙ্গলবার (২৭ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মাঠের হাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত
নিহত মেহেদী হাসান নয়ন উপজেলার ঢোল ভাংগা এলাকার বাসিন্দা। তবে আহতের নাম জানাযায়নি।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে মেহেদী হাসান নয়ন তার পুত্রকে নিয়ে মোটরসাইকেলের পেট্রোল নিতে আসেন মাঠেরহাটে একটি পাম্পে।
পেট্রোল নিয়ে বাড়ি ফেরার পথে পলাশবাড়ীগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
গুরুতর আহত অবস্থায় মেহেদী হাসান নয়নসহ দুজনকে প্রথমে গাইবান্ধা জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মেহেদী হাসান নয়ন মারা যায়। আহত ব্যক্তিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, দুর্ঘটনায় নিহত হয়েছে একজন। এছাড়া দুর্ঘটনা কবলিত বাসটিকে জব্দ করার চেষ্টা করছি।
আরও পড়ুন: নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত
মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় কনস্টেবলসহ নিহত ৩
১ বছর আগে
নওগাঁয় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নওগাঁয় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলার নওগাঁ-রানীনগর সড়কের চকবুলাকি গ্রামের মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
নিহত আনিকুল ইসলাম অনিক (১৬) বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের কেঁল্লাপাড়া গ্রামের আজাদ সরদারের ছেলে এবং নওগাঁ শহরের সীমান্ত পাবলিক স্কুলের শিক্ষার্থী।
আরও পড়ুন: ভারতে মিউজিশিয়ানদের বহনকারী বাস দুর্ঘটনায় নিহত ১৩
স্থানীয়রা জানিয়েছে, জেলার রানীনগর উপজেলার ত্রিমোহনীর হাট বার ছিল। অনিক তার চাচাকে ত্রিমোহনী হাটে নামিয়ে দিয়ে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিল।
পথিমধ্যে নওগাঁ-রানীনগর সড়কের চকবুলাকি গ্রামের মসজিদের পাশে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ছিটকে পড়ে আহত হয় অনিক। স্থানীয়রা তাকে উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে তার অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাকটি জব্দ করেছে, তবে চালক পালিয়ে গেছে।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: রেলের ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
১ বছর আগে
কুমিল্লায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
কুমিল্লায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৭ এপ্রিল) দুপুর সোয়া ১ টার দিকে ক্যান্টনমেন্ট সংলগ্ন টিপরাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বুড়িচং উপজেলার শরিফপুর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে আব্দুল বাতেন এবং বরুড়া উপজেলার পোমতলা এলাকার মোখলেস মিয়ার ছেলে মিজানুর রহমান।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে নিউ জনতা নামে বাসটি কোম্পানিগঞ্জের দিকে যাচ্ছিল। ক্যান্টনমেন্ট অফিসের সামনে এলে বাসটি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত দুই জনের লাশ এবং দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করেছে ময়নামতি হাইওয়ে পুলিশ।
আরও পড়ুন: শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
সিলেটে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
১ বছর আগে