তেতুঁলিয়া
তেতুঁলিয়ায় ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে প্রায় ১৪ ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির এক অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার দেবনগর ইউনিয়নের নন্দগছ এলাকায় স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করে বন বিভাগ।
পরে সাপটি উপজেলা বন বিভাগের মাধ্যমে দিনাজপুর রাম সাগর জাতীয় উদ্যানে পাঠানো হয়। সেখানে সাপটিকে অবমুক্ত করার কথা রয়েছে।
আরও পড়ুন: রাসেলস ভাইপার মনে করে পিটিয়ে মারা হলো অজগর
বন বিভাগের তথ্যমতে, সাপটির দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট ও ওজন ৯ কেজি ২০০ গ্রাম। চলমান ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলের কারণে ভারতীয় সীমান্ত দিয়ে সাপটি বাংলাদেশে প্রবেশ করেছে বলে ধারণা করছে বন বিভাগ।
তেতুঁলিয়া উপজেলা প্রশাসন, তেতুঁলিয়া বন বিভাগ ও বিজিবি এবং স্থানীয়দের সূত্রে জানা যায়, বাংলাদেশের অভ্যন্তরে সাদেকুল ইসলাম নামে এক ব্যাক্তির বাড়ি সংলগ্ন বাঁশঝাঁড়ে বাঁশের সঙ্গে প্যাচানো অবস্থায় সাপটিকে ঝুঁলে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বনবিভাগের বিট কর্মকর্তা ও স্থানীয় জনগনের সহায়তায় সাপটি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে সাপটি তেতুঁলিয়া উপজেলা পরিষদ এলাকায় নেওয়া হয়। উদ্ধারকৃত সাপটি বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী উন্মুক্ত স্থানে অবমুক্তের জন্য দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে।
সামাজিক বন বিভাগ তেতুঁলিয়ার বিট কর্মকর্তা নুরুল হুদা বলেন, আমরা খবর পাওয়ার পরই ঘটনাস্থলে ছুটে যাই। পরে সাদেকুল নামে এক ব্যাক্তির বাঁশঝাড় থেকে স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে নামিয়ে উদ্ধার করে বস্তাবন্দি করা হয়। আমরা সাপটিকে দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে পাঠিয়েছি। সেখানে সাপটিকে অবমুক্ত করা হবে।
তেতুঁলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বী বলেন, স্থানীয়দের মাধ্যেমে অজগর সাপের বিষয়টি জানতে পেরে বন বিভাগের লোকজনকে ঘটনাস্থলে পাঠাই। পরে স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে উদ্ধার করা হয়।
তিনি বলেন, সাপটিকে দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে। এর আগেও কয়েকবার অজগর সাপ তেতুঁলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায়। আমরা ধারণা করছি সাপটি চলমান ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলের কারণে সীমান্ত দিয়ে সাপটি বাংলাদেশে প্রবেশ করেছে।
আরও পড়ুন: কাপ্তাই জাতীয় উদ্যানে ১৫ ফুট ও ১৭ কেজি ওজনের অজগর সাপ অবমুক্ত
লালমনিরহাটে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার
১ মাস আগে
পঞ্চগড়ে পৃথক ঘটনায় নিহত ৩
পঞ্চগড়ে পৃথক ঘটনায় তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার সদর ও তেঁতুলিয়া উপজেলায় এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন-তেতুঁলিয়া উপজেলার শালবাহানহাট ইউনিয়নের লোহাকাচি গ্রামের জহিরুল ইসলাম (৫০), সদর উপজেলার আজাদপুর এলাকার মৃত কানজু মোহাম্মদের ছেলে শহীদুল ইসলাম (৪০) এবং একই উপজেলার বুড়িমুটকি এলাকার মৃত মোশাররফ হোসেনের ছেলে শহিদ (৪০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ট্রাক টার্মিনাল এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জহিরুল ইসলাম নিহত হয়েছেন। এ সময় তার ছেলে এনামুল হক (৩৫) গুরুতর আহত হন। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে পরিস্থিতি শান্ত করে যান চলাচল স্বাভাবিক করে। আহত এনামুলকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাই নিহত!
পঞ্চগড় সদর উপজেলার আজাদপুর এলাকায় ডিস-ক্যাবলের সংযোগ বিছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহীদুল ইসলামের মৃত্যু হয়েছে। বিদ্যুতায়িত হয়ে অজ্ঞান হয়ে পড়লে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে তেতুঁলিয়া উপজেলার বুড়িমুটকি এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শহীদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় শহীদের ভগ্নিপতি সাদ্দাম আহত হন।
পুলিশ জানায়, তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের বুড়িমুটকি এলাকার শান্তি রানী নামে এক নারীর বাড়িতে সলিম উদ্দীন নামে এক ব্যক্তির যাতায়াত ছিল। এ নিয়ে সোমবার রাতে সলিমের সঙ্গে শহীদ ও সাদ্দামের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সলিমের লোকজনের মারধরে শহীদ ও সাদ্দাম আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের তেতুঁলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শহীদের মৃত্যু হয়। এ ঘটনায় শহীদের স্ত্রী ফেন্সি আক্তার বাদী হয়ে ১১ জনকে আসামি করে তেতুঁলিয়া মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন।
আরও পড়ুন: ফরিদপুরে মাছধরা নিয়ে বিরোধে ২ ভাই নিহত
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া ও তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া পৃথক পৃথক ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
২ বছর আগে
পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু
তেতুঁলিয়া উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শালবাহানহাট ইউনিয়নের বালাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩ বছর আগে