নাম
বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন
বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করেছে অন্তবর্তী সরকার।
বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে ‘যমুনা সেতু’ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম ‘কর্ণফুলী টানেল’ করে বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে সেতু বিভাগ।
যমুনা বহুমুখী সেতু যমুনা নদীর ওপর অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। ১৯৯৮ সালের ২৩ জুন চালু হয় এই সেতু। সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে সেতুটির নামকরণ করা হয়। এ সেতু বাংলাদেশের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করে দুই অংশকে একত্রিত করেছে।
অন্যদিকে, চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে প্রথমবারের মতো নির্মিত হয় টানেল। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ২০২৩ সালের ২৮ অক্টোবর টানেলটি উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর নাম দেওয়া হয় বঙ্গবন্ধু টানেল। চট্টগ্রাম নগরের পতেঙ্গা প্রান্ত থেকে শুরু হয়ে টানেল শেষ হয়েছে আনোয়ারা প্রান্তে।
আরও পড়ুন: সাইফুজ্জামান চৌধুরীর বাড়িতে যেতেই কর্ণফুলী টানেল করা হয়েছে: প্রেস সচিব
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নামে থাকা বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৭ আগস্টই টানেল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামফলক সরিয়ে নেওয়া হয়েছিল।
৬৫ দিন আগে
৪ মহাসড়ক ও ৮ সেতুর নাম পরিবর্তন
সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় থাকা ৪টি মহাসড়ক ও ৮টি সেতুর নাম পরিবর্তন করেছে সরকার। যার সবকটিই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে নামকরণ করা হয়েছিল।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে নামে ঢাকা-মাওয়া মহাসড়কের নাম পরিবর্তন করে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে করা হয়েছে।
অন্যদিকে সিলেটের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের নাম পরিবর্তন করে বিমানবন্দর বাইপাস
ইন্টারসেকশন-লালবাগ-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ জাতীয় মহাসড়ক করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
আরও পড়ুন: স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, মাদারীপুর থেকে শরীয়তপুর পর্যন্ত শেখ হাসিনা মহাসড়কের নামকরণ করা হয়েছে ‘কাজিরটেক সেতু-শরীয়তপুর মহাসড়ক’, শেখ হাসিনা সরণির নামকরণ করা হয়েছে বড়তাকিয়া (আবু তোরাব) মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়ক। পীরগঞ্জ উপজেলার ওয়াজেদ মিয়া সেতুর নামকরণ করা হয়েছে কাচদাহ সেতু, পটুয়াখালীর শেখ কামাল সেতুর নামকরণ করা হয়েছে আন্দর মানিক সেতু, পটুয়াখালীর শেখ জামাল সেতুর নামকরণ করা হয়েছে সোনাতলা সেতু।
এছাড়া শেখ রাসেল সেতুর নামকরণ করা হয়েছে খাপড়াভাঙ্গা সেতু, পিরোজপুরের শহীদ শেখ ফজলুল হক মনি সেতুর নামকরণ করা হয়েছে ইন্দুরকানি সেতু।
পিরোজপুরের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নামকরণ করা হয়েছে বেকুটিয়া সেতু, নারায়ণগঞ্জের সুলতানা কামাল সেতুর নামকরণ করা হয়েছে ডেমরা সেতু এবং বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর নামকরণ করা হয়েছে দপদপিয়া সেতু।
৬৭ দিন আগে
ঋণখেলাপিদের নাম প্রকাশ করুন: বাম গণতান্ত্রিক জোট
এক কোটি টাকার বেশি ঋণখেলাপিদের নাম প্রকাশ এবং এ ধরনের ঋণ পাওয়ার প্রক্রিয়া প্রকাশ করার দাবি জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের (এলডিএ) নেতারা।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সামনে এক সমাবেশে তারা এ দাবি জানান।
অর্থপাচারের অভিযোগ খতিয়ে দেখে বিস্তারিত প্রকাশ করতে বাংলাদেশ ব্যাংকের কাছে দাবি জানান তারা।
বাম জোট প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে এবং কেন্দ্রীয় ব্যাংক অভিমুখে পদযাত্রা করে। সেখানে থেমে মিছিল করেন তারা।
আরও পড়ুন: রাজধানীর বিভিন্ন স্থানে হরতাল উপলক্ষে বিএনপি ও জোটের সমাবেশ
প্রেস ক্লাবের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন এলডিএর সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
বাংলাদেশ ব্যাংকের সামনে বক্তব্য রাখেন- বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগ নেতা আবদুস সাত্তার, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক পার্টির কার্যকরী সভাপতি আবদুল আলীন প্রমুখ।
সমাবেশ সঞ্চালনা করেন সিপিবি নেতা সাজেদুল হক রুবেল।
অর্থনীতিবিদ আকাশ বলেন, ‘লুটেরাদের সঙ্গে হাত মিলিয়ে বেসরকারি খাতের উন্নয়ন সম্ভব নয়।’
তিনি বলেন, খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। কিন্তু তাতে পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ‘খেলাপি ঋণ বেড়েই চলেছে। সরকারের এ ধরনের প্রচেষ্টার মাধ্যমে প্রকৃত অপরাধীদের রক্ষা করা হচ্ছে।’
তিনি বলেন, খেলাপিদের ক্ষমতার উৎস ক্ষমতাসীন দলের সমর্থন। এখন তারা ক্ষমতাসীন দলের অব্যাহত সমর্থন পাচ্ছেন।
ঋণখেলাপিদের তালিকা প্রকাশ করে তাদের বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশের আর্থিক খাতের অব্যবস্থাপনার দায় বাংলাদেশ ব্যাংক এড়াতে পারে না।
প্রিন্স কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীন হওয়ার এবং দলীয় প্রভাবের বাইরে কাজ করার আহ্বান জানান।
তিনি কেন্দ্রীয় ব্যাংককে তথ্যটি উন্মুক্ত ও স্বচ্ছ করার আহ্বান জানান।
আরও পড়ুন: মহাজোট প্রার্থীর পক্ষেই অবস্থান সাতক্ষীরা জেলা আ. লীগের
জিএম কাদেরের সঙ্গে নির্বাচনী জোট না করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ রওশনের
৪৩৮ দিন আগে
নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে শপথ নিতে ২৫ জন সংসদ সদস্যকে মন্ত্রী ও ১১ জনকে প্রতিমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বুধবার(১০ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিসভার সদস্যরা হলেন-
আ ক ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, আসাদুজ্জামান খান কামাল, ডা. দীপু মনি, মো. তাজুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক, ড. হাছান মাহমুদ, মো. আব্দুস শহীদ, সাধন চন্দ্র মজুমদার, র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী, মো. আব্দুর রহমান, নারায়ন চন্দ্র চন্দ্র, আব্দুস সালাম, মহিবুল হাসান চেীধুরী, ফরহাদ হোসেন, মো. ফরিদুল হক খান, মো. জিল্লুর হাকিম, সাবের হোসেন চেীধুরী, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান, ইয়াফেস ওসমান, সামন্ত লাল সেন।
আরও পড়ুন: বাংলাদেশের সব পক্ষকে সহিংসতা পরিহারের আহ্বান জাতিসংঘের
প্রতিমন্ত্রী
সিমিন হোসেন (রিমি), নসরুল হামিদ, জুনাইদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, মো. মহিববুর রহমান, খালিদ মাহমুদ চেীধুরী, জাহিদ ফারুক, কুজেন্দ্র লাল ত্রিপুরা, বেগম রুমানা আলী, শফিকুর রহমান চেীধুরী, আহসানুল ইসলাম (টিটু)।
তাদের মধ্যে ইয়াফেস ওসমান ও ড. সামন্ত লাল সেন টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ নেবেন।
দপ্তরের বিষয়ে সচিব বলেন, আগামীকাল শপথ গ্রহণের পর তা জানা যাবে।
আরও পড়ুন: বঙ্গভবনে নতুন মন্ত্রীদের আপ্যায়নে যা থাকছে
৪৭৮ দিন আগে
ইউএনকপে আইজিপি’র নাম অন্তর্ভুক্তি: ফখরুলের সমালোচনা
জাতিসংঘের চিফ অব পুলিশ সামিটে (ইউএনকপ) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদের নাম অন্তর্ভূক্তির সমালোচনা করেছে বিএনপি। দলটির মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সম্মেলনে আইজিপিকে বাংলাদেশের প্রতিনিধি করে সরকার সকল মানবাধিকার লঙ্ঘনকারীদের বৈধতা দেয়ার চেষ্টা করছে।
শনিবার গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, সরকারের দায়িত্বহীন, অহংকারী আচরণ দেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ককে ঝুঁকিতে ঠেলে দিচ্ছে।
এই বিএনপি নেতা বলেন, ‘বেনজির আহমেদ যিনি গুমের মত ভয়ানক মানবাধিকার লঙ্ঘনের কাজের নির্দেশ দিয়েছিলেন, বিরোধী নেতাকর্মীদের হত্যা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন তাকে জাতিসংঘের প্রতিনিধি দলের সদস্য করে সকল
মানবাধিকার লঙ্ঘনকারীকে বৈধতা দেয়ার চেষ্টা করছেন অবৈধ আওয়ামী লীগ সরকার।’
তিনি বলেন, বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুমের মতো মৌলিক মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত বেনজির আহমেদসহ র্যাবের সাতজন বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও আগামী ৩১
আগস্ট শুরু হতে যাওয়া দুই দিনের পুলিশ প্রধান সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি করা হয়েছে আইজিপিকে।
মির্জা ফখরুল বলেন, ‘পুলিশ সম্মেলনে অংশগ্রহণে আইজিপিকে শর্তাধীন দুই দিনের যুক্তরাষ্ট্রের ভিসা সাধারণ মানুষের মধ্যে সন্দেহ তৈরি করছে। বাংলাদেশ এরকম প্রতিনিধি জাতিসংঘে পাঠিয়ে সরকার ইচ্ছাকৃতভাবে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে।’
তিনি বলেন, আইজিপির শর্তযুক্ত ভিসা দিয়ে জাতিসংঘের সম্মেলন ছাড়া আর কোনও কর্মকাণ্ডে তিনি অংশ নিতে পারবেন না।
ফখরুল বলেন,‘ আমরা মনে করি এরূপ শর্তযুক্ত ভিসা প্রদানের মাধ্যমে বাংলাদেশকে অপমান করা হয়েছে।’
জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দলের সদস্য হিসেবে বেনজির বৃহস্পতিবার(২৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন। তারা রবিবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন।
জাতিসংঘের সদর দপ্তরে ‘জাতিসংঘ পুলিশ প্রধান সম্মেলন(ইউএনকপ)-২০২২’ এ মন্ত্রী, পুলিশ প্রধান, আঞ্চলিক এবং পেশাদার পুলিশ সংস্থাগুলোর জ্যেষ্ঠ প্রতিনিধিরা একত্রিত হবেন।
গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র মৌলিক মানবাধিকার লঙ্ঘনের দায়ে বেনজির আহমেদসহ র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। বেনজির আহমেদ পুলিশের মহাপরিদর্শক নিযুক্ত হওয়ার আগে র্যাবের মহাপরিচালক ছিলেন।
আরও পড়ুন:সরকারের পতনই এখন বিএনপির একমাত্র লক্ষ্য: ফখরুল
অন্যের সহায়তায় যারা ক্ষমতায় আছে তারা বাংলাদেশকে শাসন করতে পারে না: ফখরুল
৯৭৯ দিন আগে
বঙ্গবন্ধুর নামে বানান ভুল: ইবি রেজিস্ট্রারকে কারণ দর্শানোর নোটিশ
বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামে বানান ভুল থাকা একাডেমিক ক্যালেন্ডারের প্রুফ কপি কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের কাছে জমা দেয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আবদুল লতিফকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
১৬০৪ দিন আগে