নাচোল
চাঁপাইনবাবগঞ্জে পানির পাম্পে মিলছে তরল দাহ্য পদার্থ
চাঁপাইনবাবগঞ্জে বিশুদ্ধ পানি উত্তোলনের জন্য বসানো বিদ্যুৎ চালিত একটি পানির পাম্পে পানির পরিবর্তে উঠছে এক ধরনের তরল দাহ্য পদার্থ। তরল পদার্থের গন্ধ ডিজেলের মতো। ওই তরল পদার্থে কাগজ ভিজিয়ে আগুন ধরালে সেটি জ্বলছে।
জেলার বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত নাচোল উপজেলার ভোলামোড় এলাকায় এই তরল দাহ্য পদার্থ পাওয়া গিয়েছে।
স্থানীয় অধিবাসী আব্দুল আওয়াল জানান, এ এলাকায় সুপেয় পানি সরবরাহের জন্য প্রায় তিন বছর আগে উপজেলা প্রশাসন থেকে একটি বিদ্যুৎ চালিত পানির পাম্প স্থাপন করা হয়। দেড় মাস আগে পাম্পটি নষ্ট হয়ে গেলে দুর্ভোগে পড়ে এলাকাবাসী।
গত বুধবার বিকেলে নিজস্ব উদ্যোগে পাম্পটি ঠিক করার কাজ শুরু করে এলাকাবাসী।
পাম্প মেরামত করতে ভূগর্ভস্থ পানির স্তর কত নিচে তা পরীক্ষা করার জন্য একটি বোতল দড়িতে বেঁধে পাম্পের পাইপে ঢোকানো হয়। এক পর্যায়ে বোতলটি পানি ভর্তি বলে মনে হলে উপরে তোলা হয়। প্রায় ১৪০ ফুট নিচ থেকে তোলা সেই বোতলে পানির পরিবর্তে এক ধরনের তরল পদার্থ পাওয়া যায় যেটির গন্ধ অনেকটা ডিজেলের মতো।
কয়েক বার তোলার পর একই রকম তরল পদার্থ আসলে সেটি একটি পাত্রে রেখে তাতে শুকনো কাগজ ডুবিয়ে ভেজানো হয়। কাগজটিতে দিয়াশলাই দিয়ে আগুন ধরানো হলে কাগজটি জ্বলে ওঠে।
এরপর ঘটনাটি উপজেলা চেয়ারম্যানকে জানানো হয়।
আব্দুল আওয়াল আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে কয়েকজন এসে বিষয়টি দেখে গেছেন। তারা পাইপের মুখটি কাপড় দিয়ে বেঁধে রাখতে বলে গেছেন।
তিনি আরও বলেন, ঘটনাটি আশেপাশে দ্রুত ছড়িয়ে পড়েছে। কৌতুহল নিয়ে অনেকেই দেখতে আসছেন।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খান জানান, ঘটনাটি জানার পর বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করতে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
৮ মাস আগে
নাচোলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে হুসেন আলী (৬৬) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নাচোল রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হুসেন আলী ওই উপজেলার গুঠাইল গ্রামের মৃত সাইফুদ্দিনের ছেলে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
নচোল পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম জানান, হুসেন আলী সকাল ১১টার দিকে নাচোল রেল স্টেশনের পশ্চিম দিকে রেললাইনে দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছিলেন। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুরগামী কমিউটারট্রেনটি দ্রুত চলে এলে তিনি রেল লাইন থেকে সরবার আগেই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে থানা পুলিশ পাঠানো হয়েছিলো। তবে ঘটনাস্থল রেললাইন হওয়ায় এটি দেখার বিষয় রেলওয়ে পুলিশের।
এছাড়া জিআরপি পুলিশ জানায়, লাশটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে কৃষি শ্রমিকের মৃত্যু
ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়লো রাজমিস্ত্রি
২ বছর আগে
নাচোলে ইউনিয়ন সমাজকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা সমাজসেবা অফিস থেকে বুধবার রাতে শামীম হোসেন (৩৩) নামে এক কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শামীম হোসেন নাচোল পৌরসভার মাস্টারপাড়া এলাকার সামসুদ্দিনের ছেলে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, শামীমের এক বন্ধু বিকাল থেকে শামীমকে মোবাইল ফোনে না পেয়ে তার স্ত্রীকে ফোন দিয়ে জানান। এরপর শামীমের খোঁজ না পেয়ে এক পর্যায়ে রাত সোয়া ৯টার দিকে তার স্ত্রী ও বাবাসহ কয়েকজন অফিসে আসে। এসে দেখে অফিসের দরজা ভেতর থেকে ছিটকিনি দিয়ে বন্ধ। দরজা একটু ঢিলা থাকায় তারা একটি কাঠি দিয়ে ছিটকিনি খুলে ভেতরে গিয়ে দেখে তার লাশ। এরপর পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অফিস কক্ষের জানালার গ্রীলের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশের ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান ওসি।
আরও পড়ুন: এমসি কলেজের ছাত্রাবাসে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছাত্রাবাস থেকে ইবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
২ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে মশা তাড়ানোর ধোঁয়ার আগুনে পুড়ল ২৭টি গরু
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মশা তাড়ানোর ধোঁয়া থেকে আগুন লেগে ২৭টি গরু মারা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কসবা ইউনিয়নের আখিলা গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে।
আগুনে পুড়ে আখিলা গ্রামের মৃত আলহাজ্ব সমির উদ্দিনের ছেলে আলহাজ্ব সলেমানের খামারে থাকা ২৭টি গরুর সবগুলোই মারা গেছে।
মারা যাওয়া গরুর মধ্যে রয়েছে- ৩টি বড় ষাড় গরু,, ২২টি শাহীওয়াল বড় বকনা ও ২টি বাছুর। আগুনে পুড়ে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত খামারি, স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাড়ির সঙ্গে লাগানো আলহাজ্ব সলেমানের খামারে আগুন লেগে সবগুলো গরু মারা যায়। গরুর খামারে মশা তাড়ানোর ধোঁয়া থেকেআগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জের শান ফেব্রিক্সে আগুন
আরও জানা যায়, মশা তাড়ানোর ধোঁয়া থেকে পরবর্তীতে বৈদ্যুতিক সংযোগের সঙ্গে সূত্রপাত ঘটে আগুন লাগে। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) শামছুল আজম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আহম্মেদ, নাচোল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিন্টু রহমানসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল পরিদর্শন করেছেন। আগুনে ২৭টি গরু মারা যাবার পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নাচোল থানায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ইব্রাহিম আলী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম পাঠানো হয়। পরে ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে গরু ছাড়া আর কোন হতাহতের ঘটনা ঘটেনি৷ মশা তাড়ানোর ধোঁয়ার আগুনের সাথে বৈদ্যুতিক তারের সংযোগ হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।
আরও পড়ুন: ভৈরবে আগুনে পুড়ে শিশুর মৃত্যু
মিরপুরে পাঁচ তলা ভবনে আগুন
২ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত সার মজুদের দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড
নাচোলে অতিরিক্ত পরিমাণ রাসায়নিক সার মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
৪ বছর আগে