র্যাব-৬
খুলনায় সেনাবাহিনীতে চাকরির ভুয়া নিয়োগপত্র, প্রতারক গ্রেপ্তার
সেনাবাহিনীতে চাকরির নাম করে ভুয়া নিয়োগপত্র দেয়া এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব-৬। এসময় তার কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, ব্যাংকের চেক ও মোবাইলফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মো. নুর ইসলাম (৪৬) খুলনার ডুমুরিয়া উপজেলার বাসিন্দা।
শনিবার র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ এ তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ জানতে পারে ডুমুরিয়া এলাকায় চাকুরি দেয়ার নামে এক প্রতারক বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছেন। সেই সঙ্গে কিছু ভুয়া নিয়োগপত্র দিয়েছেন।
আরও পড়ুন:খুলনায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে ১৫ জন আহত
র্যাব-৬ এর একটি আভিযানিক দল রাত ৯টায় ডুমুরিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে প্রতারক মো. নুর ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে সেনাবাহিনীর চাকরির ভুয়া নিয়োগপত্র দুটি, একটি পাতা চেক ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। জব্দ আলামত ও গ্রেপ্তার আসামিকে ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে র্যাব কর্মকর্তা জানান।
আরও পড়ুন:খুলনায় এলপি গ্যাস ক্রস ফিলিং চক্রের ৩ সদস্য আটক
বৃষ্টি অভাবে খুলনায় ফসল আবাদে নদীর পানি ব্যবহার
২ বছর আগে
খুলনায় দুই ভাই আটক, অস্ত্র উদ্ধার
খুলনায় ডাকাত সন্দেহে দুই ভাইকে আটক করা হয়েছে। সোমবার রাতে সোনাডাঙ্গা আবু বক্কর খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি করেছে র্যাব ।
আরও পড়ুনঃ গাজীপুরে র্যাবের সাথে ‘গোলাগুলিতে ’ যুবক নিহত
আটক দুই ভাই হলেন, সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার মো. হেলাল শিকদার (২৩) ও জেল্লাল (১৯)।
র্যাব-৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার রাতে র্যাব-৬ (সদর কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, সোনাডাঙ্গা আবু বক্কর খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কতিপয় ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে ওই স্থানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে হেলাল ও জেল্লালকে আটক করা হয়।
আরও পড়ুনঃ র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ টঙ্গীতে ‘হত্যা মামলার আসামি’ নিহত
এ সময় তাদের কাছ থেকে ৩টি দেশে তৈরি হাসুয়া উদ্ধার করে জব্দ করা হয়েছে।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও ভারতীয় রুপিসহ আটক ২
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মহনগরীর সোনাডাঙ্গা থানায় পেনাল কোডের ১৮৬০ সালের ৩৯৯ ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও র্যাব জানায়।
৩ বছর আগে
যশোরে অস্ত্রসহ যুবক আটক
যশোর শহরতলীর চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার একটি বিদেশি রিভলবারসহ এক যুবককে আটক করেছে র্যাব সদস্যরা।
৪ বছর আগে