সদস্য
কুমিল্লা জেলা বিএনপির সদস্য সচিবকে অবাঞ্চিত ঘোষণা
অর্থের বিনিময়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের কমিটি গঠন করার অভিযোগে জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিনকে অবাঞ্চিত ঘোষণা করেছেন দলটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) কুমিল্লা নগরীর একটি রেঁস্তোরায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পদবঞ্চিত নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. আবু ইউসুফ বাবুল।যুবদল নেতা বাবুল বলেন,কুমিল্লা জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন আওয়ামীলীগের সুবিধাভোগী। অর্থের বিনিময়ে তিনি পছন্দের লোক নিয়ে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজলা যুবদলের কমিটি গঠন করে তারেক রহমানের পিএস পরিচয় দানকারী সানিকে টাকা দিয়ে কেন্দ্র থেকে অনুমোদন এনেছেন। যাদের বেশীরভাগই আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
আরও পড়ুন: নারীকে মারধরের অভিযোগে জকিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি গ্রেপ্তার
বিএনপি নেতা বাবুল আরও বলেন,যখন আমরা আন্দোলন সংগ্রাম করি, তখন জসিম উদ্দিন বিভিন্ন দেশে ভ্রমণে গিয়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে। তার মতো অযোগ্য লোক দলে থাকলে দলটার জন্য অনেক ক্ষতি হয়ে যাবে। আজ থেকে কমিটি বাণিজ্যে লিপ্ত থাকা জসিম উদ্দিনকে অবাঞ্চিত ঘোষণা করলাম।
উল্লেখ্য,গত ১৮ জানুয়ারি ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের কমিটি অনুমোদন দেয়া হয়। এ কমিটি ঘোষণার পর থেকে বঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ সংবাদ সম্মেলন করে তাদের দাবি দাওয়া জানান দিচ্ছেন।
সংবাদ সম্মেলনে উপজেলা উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ সরকার, যুবদল নেতা কাজী ইকরামুল হক, জামাল উদ্দিন, ইসরাফিল গাজী, লিকসন মিয়া, জাহাঙ্গীর আলম, সোহেল মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীরা।
আরও পড়ুন: সিরাজগঞ্জ জেলা বিএনপির শীর্ষ ৫ নেতা ঢাকায় গ্রেপ্তার
কক্সবাজারে ৫ আরসা সদস্য গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার (২৯ জানুয়ারি) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫, কক্সবাজার এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আরসা কমান্ডার ডা. রফিক (৫৪), সদস্য মোহাম্মদ রফিক (২০), নুরুল আমিন (৩৪), মোহাম্মদ রফিক (২১) খায়রুল আমিন (৩২)। তারা সবাই উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উখিয়া বাজারে আরসা’র আহত সদস্যদের জন্য ওষুধ সংগ্রহ করতে এলে অভিযান চালায় আর্মড পুলিশ ও র্যাবের দল। এসময় পুলিশ ও র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা, মাদক ও পুলিশ লাঞ্ছিতসহ একাধিক মামলা রয়েছে।
তাদের মামলা দিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাব।
আরও পড়ুন: ঢাকায় ৫ ‘হুজি জঙ্গি’, ১ ‘আল কায়েদা সদস্য’ গ্রেপ্তার: সিটিটিসি
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
ব্রাহ্মণবাড়িয়ায়া সাবেক এক ইউনিয়ন পরিষদ(ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
রবিবার বাঞ্ছারামপুর উপজেলায় নিহত ৪৫ বছর বয়সী সাবেক ইউপি সদস্য অলি মিয়া সলিমাবাদকে হত্যা করা হয়।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম জানান, পূর্ব শত্রুতার জের ধরে রবিবার বিকালে তাতুয়াকান্দি গ্রামে অলির প্রতিপক্ষরা তাকে নির্বিচারে কুপিয়ে গুরুতর আহত করে।
পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ দু’জনকে আটক করে লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে গৃহবধূর আত্মহত্যা!
ময়মনসিংহে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা!
জেএমবি সদস্যদের সঙ্গে কারাগারে দেখা হওয়ার পর জঙ্গি নেতা হয়ে ওঠেন ডাকাত
গ্রেপ্তার নতুন জঙ্গি গোষ্ঠী জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া’র সশস্ত্র শাখার প্রধান এবং কাউন্সিল (শুরা) সদস্য রণবীর ডাকাতির অভিযোগে জেলে থাকাকালীন জেএমবি জঙ্গিদের সঙ্গে সাক্ষাতের পর কারাগার থেকে মুক্তি পেয়ে নতুন এই গ্রুপের শীর্ষ নেতা হয়ে ওঠে।
আরও পড়ুন: নীলফামারীতে ‘জেএমবি সদস্য’ সন্দেহে গ্রেপ্তার ২
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সোমবার কক্সবাজারের একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে নতুন জঙ্গি সংগঠনের দুই সদস্যকে গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।
তিনি জানান, গতকাল মাসুকুর রহমান ওরফে রণবীর ওরফে মাসুদ ও বাশারকে গ্রেপ্তারের পর র্যাব জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পায়।
রণবীরের সহযোগী বাশার বোমা তৈরিতে বিশেষজ্ঞ।
রণবীর পোস্ট অফিসে চাকরি করতেন। তিনি একটি সশস্ত্র ডাকাত দলের নেতৃত্ব দেন এবং গ্রেপ্তার হন।
র্যাব কর্মকর্তা বলেন, কারাগারে থাকাকালীন তিনি জেএমবির নেতাকর্মীদের সঙ্গে দেখা করেন এবং তাদের সঙ্গে যোগ দেয়ার সিদ্ধান্ত নেন।
তিনি আরও বলেন, মুক্তির পর তিনি কারাগারে জেএমবি সদস্যদের সঙ্গে দেখা করতে থাকেন। তাদের পরিবারের সঙ্গেও তার যোগাযোগ ছিল।
শুরা সদস্য রাকিবের সঙ্গে ২০১৭ সালে তিনি দেখা করেন এবং পরে জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার অর্থ ও মিডিয়া শাখার প্রধান এবং একজন প্রতিষ্ঠাতা সদস্য হন।
র্যাবের সদস্যরা সোমবার(২৩ জানুয়ারি) কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকযুদ্ধের পর রনবীর ও বাশারকে গ্রেপ্তার করে।
বন্দুকযুদ্ধের পর ক্যাম্পের একটি আস্তানা থেকে অস্ত্র ও বিস্ফোরকসহ দু’জনকে আটক করে র্যাব।
আরও পড়ুন: চট্টগ্রামে নৌ ঘাঁটিতে বোমা হামলা: ৫ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড
চট্টগ্রামে গ্রেনেড উদ্ধার মামলায় জেএমবি সদস্যের সাড়ে ৫ বছর কারাদণ্ড
যাত্রাবাড়ী থেকে ১১ বছর পলাতক ‘হিযবুত তাহরীর সদস্য’ গ্রেপ্তার
ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের এক সাজাপ্রাপ্ত সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
গ্রেপ্তার তৌহিদুর রহমান তৌহিদ (৩২) জঙ্গি সংগঠনটির ‘দাওয়াহ’ ও অর্থ বিভাগের সক্রিয় সদস্য। সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ও র্যাব-২ এর সিনিয়র অতিরিক্ত পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি বিশেষ দল শনিবার ঢাকার যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে তৌহিদকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: সন্ত্রাসবিরোধী আইনে মামলা: হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়কসহ খালাস ৪
রাজধানীর হাজারীবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তৌহিদকে আসামি করা হয়। তিনি গত ১১ বছর ধরে পলাতক ছিলেন এবং জঙ্গি গোষ্ঠীটির সঙ্গে তার সম্পৃক্ততা অব্যাহত রেখেছেন বলে জানান র্যাব কর্মকর্তা।
র্যাবের এই কর্মকর্তা অনুসারে, তৌহিদ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য মিটিং করা এবং মাদরাসা ও স্কুল ছাত্রদের জঙ্গিবাদে জড়িত হতে উতসাহিত করার জন্য হিযবুত তাহরীরের লিফলেট ও পোস্টার বিতরণে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে সক্রিয়ভাবে জড়িত ছিল।
তৌহিদের তথ্যের ভিত্তিতে তার সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলে জানান র্যাবের এই সিনিয়র কর্মকর্তা।
আরও পড়ুন: হিযবুত তাহরীরের ছয়জনের রায় ফের পেছাল
চট্টগ্রামে সরকারবিরোধী লিফলেটসহ নিষিদ্ধ ‘হিযবুত তাহরীর’ নেতা আটক
কসমস ফাউন্ডেশনের উপদেষ্টা বোর্ডের সদস্য হলেন ডা. কেনেথ এক্স. রবিন্স
বিশ্বব্যাপী বিখ্যাত গবেষক, আর্কাইভিস্ট ও কিউরেটর ডা. কেনেথ এক্স. রবিন্স কসমস ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে যোগদান করেছেন।
ডা. কেনেথ রবিন্স পেশায় একজন মনোরোগ বিশেষজ্ঞ। তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে তার বি.এ. এবং নিউইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন থেকে এম.ডি. শেষ করেন।
তিনি ১৯৬০ -এর দশকে বিভিন্ন ডিলার ও নিলাম থেকে রাজপুত, ডেক্কানি, মুঘল ও দ. এশিয়ার বিভিন্ন নিদর্শন সংগ্রহ শুরু করেন এবং তার সংগ্রহগুলো ব্যবহার করে দ. এশিয়ার ইতিহাস ও সংস্কৃতির ওপর ১৪টি বই প্রকাশ করেছেন।
মহারাজা, নবাব ও ডেক্কানি সুলতান থেকে শুরু করে আফ্রো-দক্ষিণ এশীয়দের মতো সংখ্যালঘু গোষ্ঠীর ব্যাপারে তার বিশেষ আগ্রহ রয়েছে।
আরও পড়ুন: কসমস ফাউন্ডেশনের প্রদর্শনীতে আলেকজান্দ্রু পোটেকা ও নিপার শিল্পকর্ম
ডা. রবিন্স ও তার স্ত্রী জয়েস পাঁচ দশকেরও বেশি সময় ধরে এক লাখেরও বেশি আইটেম সংগ্রহ করেছেন। যেগুলো বৃহত্তর দ. এশিয়া ও ভারত মহাসাগরীয় বৃহত্তর অঞ্চলের আফ্রিকানদের ইতিহাস এবং ভারত ও এর বাইরের ইহুদি প্রবাসীদের ইতিহাসকে তুলে ধরে।
পরিষদে ডা. রবিন্সকে স্বাগত জানিয়ে কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং কসমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতউল্লাহ খান বলেন, ‘আমাদের উপদেষ্টা পরিষদে ডা. কেনেথ এক্স. রবিন্সকে পাওয়া আমাদের জন্য সম্মানের। দক্ষিণ এশীয় শিল্পকলা, ইতিহাস এবং মানুষের মধ্যে অনাবিষ্কৃত সংযোগের ব্যাপারে যে আবেগ ও অদম্য তৃষ্ণা ডা. রবিন্স তার সংগ্রহ ও প্রকাশিত রচনাগুলোর মাধ্যমে দেখিয়েছেন তা বিস্ময়কর। বাংলাদেশি শিল্প ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে পরিচিত করার জন্য কাজ করা একটি নেতৃস্থানীয় সংস্থা হিসেবে কসমস ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদে ডা. রবিন্স থাকা, আমাদের লক্ষ্যের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।’
কসমস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাহার খান বলেন, ‘যেভাবে আমাদের সংস্কৃতি একে অপরকে ঐতিহাসিকভাবে প্রভাবিত করেছে এবং অনেক ক্ষেত্রে আজও একে অপরকে প্রভাবিত করে যাচ্ছে তা মানবকল্যাণে অমূল্য অভিজ্ঞতা শেখায়। ডা. রবিন্সের এই অগ্রণী কাজ ভারত মহাসাগরীয় এলাকা জুড়ে আফ্রিকা থেকে ভারতে মানুষের চলাচল এবং জ্ঞান, সঙ্গীত, শিল্প ও সংস্কৃতির আদান-প্রদানের আকর্ষণীয় অজানা ইতিহাস বিশ্ববাসীর সামনে গবেষণার দ্বার উন্মুক্ত করতে পারে। কয়েক দশক ধরে তার বিস্তৃত অন্বেষণ অবশ্যই কসমস ফাউন্ডেশনকে সমৃদ্ধ করবে।’
কসমস ফাউন্ডেশন
কসমস ফাউন্ডেশন হলো কসমস গ্রুপের জনহিতকর শাখা। উন্নত ভবিষ্যতের দিকে বাংলাদেশের অগ্রযাত্রায় সহায়তা করার কৌশলগত অন্তর্দৃষ্টি এবং নীতিগত সমাধান প্রদানের জন্য নিবেদিত একটি ট্রাস্ট হিসেবে এটি নিবন্ধিত। ফাউন্ডেশনটি বাংলাদেশের শিল্পকে বিশ্বব্যাপী দর্শকদের মাঝে প্রচারে কাজ করে।
এটি কসমস গ্রুপের সংগ্রহশালা গ্যালারি কসমস এবং এর প্রিন্টমেকিং স্টুডিও আতেলিয়ার ৭১ এর দিকনির্দেশনা প্রদান করে।
আরও পড়ুন: নর্ডিক দেশগুলো বাংলাদেশের সঙ্গে আরও শক্তিশালী অংশীদারিত্ব করতে আগ্রহী: কসমস ডায়ালগে রাষ্ট্রদূতেরা
বাংলাদেশ-নর্ডিক সম্পর্ক নিয়ে কসমস ডায়লগ বৃহস্পতিবার
রাঙামাটিতে ইউপিডিএফ সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত
রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার রাঙ্গিপাড়ায় বুধবার প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্য নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ছিনতাই, ২ পুলিশ গুলিবিদ্ধ
নিহত সুবাহু চাকমা ওরফে গিরি (৫৫) উপজেলার বিরাজ মোহন চাকমার ছেলে ও ইউপিডিএফের সহকারী পরিচালক।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, সকাল ৯টার দিকে ইউপিডিএফের কয়েকজন সদস্য গিরির ওপর গুলি চালালে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনা তদন্তে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানান তিনি। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা নিহত
খুলনায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
খুলনায় ট্রাকের ধাক্কায় মুসাব্বির হোসেন (৩৮) নামে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার সকাল পৌনে ১০ টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন মিনাক্ষী সিনেমা হলের সামনে এ ঘটনাটি ঘটে।
নিহত মুসাব্বির হোসেন খুলনার খালিশপুর জোনের পুলিশের সহকারী কমিশনারের দেহরক্ষী ছিলেন।
খুলনা ট্রাফিক বিভাগের এটিএসআই জি এম খালিদুর রহমান বলেন, সোমবার সকাল ১০ টার দিকে মুসাব্বির ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে মিনাক্ষী সিনেমা হলের সামনে পৌঁছান। এ সময়ে পেছন থেকে একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কায় দেয়। মুসাব্বির রাস্তার ওপর পড়ে যান। ট্রাকের একটি চাকা তার শরীরের উপর উঠে যায় এবং তাকে টানতে টানতে সাত গজ দুরে নিয়ে যায়।
আরও পড়ুন: দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
তিনি আরও বলেন, সকালে মুসাব্বির ফায়ারিংয়ের জন্য ডাকাতিয়ার বিলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। কিন্তু হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকের হেলপার আলম শেখকে আটক করা হয়েছে। তবে চালক ট্রাক রেখে পালিয়ে যায়। পুলিশের হেফাজতে রাখা হয়েছে ট্রাকটি। আটক আলম শেখ পাবনার হেমায়েতপুর এলাকার জনৈক মোসলেম শেখের ছেলে।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বরেও জানান ওসি।
আরও পড়ুন: জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ শিক্ষার্থী নিহত
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পিকনিক বাসের ২ যাত্রী নিহত
সাতক্ষীরায় বিজিবি সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
সাতক্ষীরা সদর উপজেলায় এক বিজিবি সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের মাধবকাটি অন্নের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেরমত আলী (৭০) সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি গ্রামের মৃত মুনসুফ আলীর ছেলে।
আরও পড়ুন: চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
মাধবকাটি গ্রামের বাবুরালী জানান, শুক্রবার সকালে হেরমত আলী বাইসাইকেল চড়ে বাড়ি থেকে সাতক্ষীরায় আসছিলেন। পথিমধ্যে সাড়ে ৯টার দিকে অন্নের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক বিজিবি সদস্যের মোটরসাইকেল তাকে ধাক্কা মারে। এতে তিরি রাস্তায় পড়ে যান। ওই বিজিবি সদস্য আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাধবকাটি মোড়ের এক গ্রাম ডাক্তারের কাছে ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসেন। সদর হাসপাতালে চিকিৎিসাধীন অবস্থায় সকাল ১০ টার দিকে চিকিৎসক হেরমতকে মৃত ঘোষণা করেন।
তবে দুর্ঘটনার শিকার বিজিবি সদস্যের পরিচয় তারা জানাতে পারেননি।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য নিহত হেরমতের লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: চাঁদপুরে বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত, ৭ গরুর মৃত্যু
ফতুল্লায় আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে শুক্রবার গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
পুলিশ জানায়, গ্রেপ্তার আলী সাইফি (২৪) ফতুল্লা মডেল থানার অন্তর্গত তল্লা আজমেরী বাগ এলাকার আলী আশ্রাফের ছেলে।
শুক্রবার দুপুরে র্যাব-৩ এর অভিযানে তল্লা আজমেরীবাগ এলাকার একটি মসজিদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আনসার আল ইসলামের অন্য দুই সদস্য মারুফ তাকি (২৬) ও মহিবুল্লা (২৮) পালিয়ে গেছে বলে র্যাব জানিয়েছে।
আরও পড়ুন: বেনাপোলে বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১
এ ঘটনায় শুক্রবার রাতে র্যাব-৩ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের সহ গ্রেপ্তারদের সোপর্দ করেছে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) ও মামলার তদন্তকারী কর্মকর্তা কাজী মাসুদ রানা জানায়, জঙ্গি সংগঠনের সাথে জড়িত থাকার অভিযোগে র্যাব-৩’র সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
মামলায় উল্লেখ্য করা হয়, গ্রেপ্তার আহম্মদ আলী সাইফি ছাত্রজীবনে ২০১৮ সালে তথ্য প্রযুক্তির মাধ্যমে আল কায়েদা উগ্রবাদী সম্পর্কে ধারনা লাভ করে। পরবর্তীতে সে পলাতক মারুফ তাকি ও মহিবুল্লার মাধ্যমে আনাসার আল ইসলামের হয়েতল্লা আজমেরীবাগস্থ মিসবাহুল উম্মাহ হিফজ মাদরাসা থেকে উগ্রবাদী মতাদর্শ প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন।
অনলাইনে তার সহযোগী অন্যান্য আইডির সঙ্গে যোগাযোগের মাধ্যমে উগ্রবাদী মতবাদ প্রচারের জন্য বিভিন্ন ধরনের বই ও প্রচারপত্র তৈরি করত।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুইটি সিম কার্ড, ৬৪ জিবির পেনড্রাইভ ও জিহাদি বই জব্দ করা হয়।
শনিবার দুপুরে তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: বেনাপোলে সড়ক দুর্ঘটনায় ভারতীয় ট্রাকচালক নিহত
বেনাপোলে বিদেশি পিস্তল উদ্ধার, আটক ১