বন্ধুত্বপূর্ণ
ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও স্বাভাবিক সম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বরাবরের মতোই দেখছেন উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, পারস্পরিক স্বার্থ রক্ষা করে ভারতের সঙ্গে স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখতে চায় বাংলাদেশ।
তিনি বলেন, ‘আমি এটাকে মমতার মন্তব্যকে তার হিসেবেই দেখতে চাই। তিনি কেন এ ধরনের মন্তব্য করলেন তা আমার বোধগম্য নয়।’
সোমবার (২ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেন তিনি এ কথা বলেন।
হোসেন বলেন, রাজনীতিবিদরা বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে মন্তব্য করলেও তিনি ব্যক্তিগতভাবে মনে করেন এটি তার(মমতার) কাছ থেকে সঠিক পদক্ষেপ নয়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে চলমান পরিস্থিতি মোকাবিলায় ইউনিয়নভুক্ত দেশগুলোকে শান্তিরক্ষা মিশন মোতায়েনের জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: পর্তুগালে জাতিসংঘ সভ্যতা জোটের দশম গ্লোবাল ফোরামে যোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা
এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে মমতা বলেন, ‘ বাংলাদেশে আমাদের পরিবার আছে...সম্পদ ও প্রিয়জনরা আছে। এ বিষয়ে ভারত সরকার যে অবস্থান নেবে আমরা তা মেনে নেব। কিন্তু আমরা বিশ্বের যেকোনো জায়গায় ধর্মীয় ভিত্তিতে নৃশংসতার নিন্দা করি এবং কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীর কাছে হস্তক্ষেপের আবেদন জানাই।’
এর আগে উপদেষ্টা ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অবস্থানরত কূটনীতিকদের সংখ্যালঘু ইস্যুতে ব্রিফ করেন এবং সরকারের অবস্থান ব্যাখ্যা করেন এবং বর্তমান পরিস্থিতি তুলে ধরেন।
তিনি বলেন, সংবাদমাধ্যমের একাংশ, বিশেষ করে ভারতের সংবাদমাধ্যম অপপ্রচারে লিপ্ত। তিনি বলেন, ‘আমরা বলেছি, সমাজে আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছি। আমরা বলছি না যে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেনি, তবে এগুলো বিচ্ছিন্ন এবং সব শাসনামলেই কমবেশি ঘটে।’
হোসেন বলেন, সরকার কূটনীতিকদের জানিয়েছে যে, ধর্মীয় সম্প্রীতি সমাজের অংশ এবং সরকার এটি বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি বলেন, দেশ খারাপ পরিস্থিতির দিকে এগোচ্ছে- এমনটি বোঝানোর জন্য দেশীয় ও বৈশ্বিকভাবে চেষ্টা চলছে। ‘আমাদের ভুলে গেলে চলবে না যে, বিশ্বব্যাপী একটি গোষ্ঠী (সরকারের বিরুদ্ধে) প্রচারণা চালাচ্ছে।’
উপদেষ্টা বলেন, দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সরকার কঠোর হাতে তা দমন করবে।
এক প্রশ্নের জবাবে তিনি ভারত সম্পর্কে সুনির্দিষ্ট কিছু না বললেও গণমাধ্যমের বিষয় উঠে এসেছে।
তিনি বলেন, ব্রিফিংয়ে কূটনীতিকদের সঙ্গে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের একজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো পরিস্থিতিতে ইসকনের সাবেক নেতা চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে তা কূটনীতিকদের জানিয়েছেন। তিনি এখন কারাগারে আছেন।
তিনি বলেন, সরকার দেশে কোনো সাম্প্রদায়িক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবে না এবং সব নাগরিককে সমান চোখে দেখে।
সরকার অনেক ক্ষেত্রে সমস্যা সমাধানে করেছেন উল্লেখ করে হোসেন বলেন, ‘আমরা বলিনি যে দেশে কোনো সমস্যা নেই। যেখানে যে সমস্যা আছে, আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করছি।’
চলতি মাসে নির্ধারিত ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, 'আমি মনে করি এটি অনুষ্ঠিত হবে।’
হোসেন স্বীকার করেন, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ধারায় পরিবর্তন এসেছে।
আরও পড়ুন: আফ্রিকা-বাংলাদেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স: পররাষ্ট্র উপদেষ্টা
২ সপ্তাহ আগে
বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদার হয়ে কাজ করতে আগ্রহী সুইজারল্যান্ড
সুইজারল্যান্ড বাংলাদেশের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ, বিশ্বস্ত ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে এবং উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদার হয়ে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত রেতো রেংগলি।
সোমবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি।
এসময় উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সুইজারল্যান্ড সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে কাজ করতে চায়।
আরও পড়ুন: গণতন্ত্র, নির্যাতনের শিকারদের পুনর্বাসনে সহায়তায় আগ্রহী ডেনমার্ক
এছাড়া উপদেষ্টা দেশের বস্ত্র ও পাটখাত এবং নৌপরিবহন খাতে সুইজারল্যান্ডের সহযোগিতা চান।
দেশের বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত বস্ত্র ও পাটকলগুলোতে বিনিয়োগে সুইজারল্যান্ডকে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি।
তিনি রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশে পাট ও বস্ত্রসহ মেশিনারিজখাতে বিনিয়োগ লাভজনক।
এছাড়াও নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে দেশের বন্দরগুলোর কার্যক্রমে আধুনিক ব্যবস্থাপনা ও দেশের জন্য কনটেইনার হ্যান্ডলিং আধুনিকায়নে সুইজারল্যান্ডের সহযোগিতাও কামনা করেন তিনি।
আরও পড়ুন: আড়িয়াল বিল দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপের নির্দেশ পানিসম্পদ উপদেষ্টার
উপদেষ্টা বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ে বিদেশি বিনিয়োগের সম্ভাব্য খাতগুলো বিনিয়োগের বিষয়ে যোগাযোগের জন্য সচিবকে নির্দেশনা দেন।
বাংলাদেশের সম্ভাবনাময় যুব সমাজের প্রশংসা করে রাষ্ট্রদূত রেতো রেংগলি বলেন, বাংলাদেশ শিক্ষার হার, জিডিপিসহ বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে। একটি উজ্জ্বল সম্ভাবনাময় তরুণ সমাজ আছে। সুইজারল্যান্ড এ দুদেশের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ, বিশ্বস্ত ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে এবং উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদার হয়ে কাজ করবে।
সাক্ষাৎকালে আরও ছিলেন- সাক্ষাৎকালে সুইজারল্যান্ড অ্যাম্বাসির কাউন্সিলর আলবার্তো জিওভানিত্তি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সঞ্জয় কুমার বণিক।
আরও পড়ুন: ত্রাণ উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
৩ মাস আগে
বাংলাদেশ সবার সঙ্গে সমানভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের স্বার্থে বাংলাদেশ সবার সঙ্গে সমানভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে।
তিনি বলেন, প্রতিটি দেশের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশের অগ্রগতির জন্য প্রহরীর মতো জেগে থাকুন: ছাত্রলীগের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
যেহেতু আমরা জাতির পিতার দেওয়া নীতি অনুসরণ করছি- তাই সবার সঙ্গে সমানভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছি। আমাদের লক্ষ্য আমাদের দেশের জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করা।
রবিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনী নির্বাচন বোর্ড-২০২৩-এ ভাষণকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, তার সরকার সফলভাবে দেশের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করেছে।
জনগণের জীবনযাত্রার উন্নয়নে সরকারের লক্ষ্যে সহযোগিতার জন্য তিনি সশস্ত্র বাহিনী এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি বলেন, আমরা কারও সঙ্গে যুদ্ধে জড়াব না। আমরা সবার সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব।
তিনি বলেন, তার সরকারও সফলভাবে এই ধরনের সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্রনীতিতে ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’ নীতি অনুসরণ করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, আমরা কারো সঙ্গে যুদ্ধ চাই না। আমরা শান্তিতে থাকতে চাই। তবে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি নিতে হবে।
আরও পড়ুন: সরকার উৎখাতের হুমকি বা নিষেধাজ্ঞা দিয়ে কোনো লাভ হবে না: প্রধানমন্ত্রী
আরেকটি স্বপ্ন পূরণ হলো: দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১ বছর আগে
ভারত-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্মরণে ঢাকায় মৈত্রী সপ্তাহ উদযাপন
বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বের ওপর আলোকপাত করে ‘মৈত্রী দিবস’ উদযাপনের অংশ হিসেবে ‘মৈত্রী সপ্তাহ’ উদযাপিত হয়েছে। ঢাকায় ৩০ নভেম্বর শুরু হয়ে ০৫ ডিসেম্বর শেষ হয়েছে এই ‘মৈত্রী সপ্তাহ’।
১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে নয়াদিল্লির কূটনৈতিক স্বীকৃতি উপলক্ষে সোমবার দুই বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশের ‘মৈত্রী দিবস’ উদযাপনের জন্য সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
মৈত্রী সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে ঢাকার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে (আইজিসিসি) ১৯৭১ সালে মুক্তির পথ এবং বিজয় দিবসের দিকে নিয়ে যাওয়া ঘটনাগুলির স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের অমূল্য অভিজ্ঞতা বিনিময় করেন এবং বিজয় দিবসে শেষ হওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলী বর্ণনা করেন।
আরও পড়ুন: ভারতের সঙ্গে রক্তের সম্পর্ক অক্ষুণ্ন থাকবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায়: প্রধানমন্ত্রী
ভারত ভ্রমণের লাল তালিকায় বাংলাদেশ নেই: পররাষ্ট্রমন্ত্রী
৩ বছর আগে
স্বাধীনতা দিবসে কেনিয়ার পেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী
কেনিয়ার জামহুরি দিবস (স্বাধীনতা দিবস) উপলক্ষে কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়েত্তাকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৪ বছর আগে