জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস
ইউক্রেনে পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, তিনি বুধবার ইউক্রেনে পৌঁছেছেন।
গুতেরেস টুইট করেছেন, ‘মস্কো সফরের পর আমি ইউক্রেনে পৌঁছেছি।’
তিনি বলেন, জাতিসংঘ মানবিক সহায়তা সম্প্রসারণের কাজ চালিয়ে যাবে এবং সংঘাতপূর্ণ এলাকা থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হবে। এছাড়া তিনি এই শত্রুতা শেষ করার আহ্বান জানান।
আরও পড়ুন: পুতিন ও জেলেনস্কির সঙ্গে দেখা করবেন জাতিসংঘের মহাসচিব
‘এই যুদ্ধ যত তাড়াতাড়ি শেষ হবে, ইউক্রেন, রাশিয়া ও বিশ্বের স্বার্থে ততই ভালো হবে’বলেন জাতিসংঘের মহাসচিব।
গত ২৬ এপ্রিল গুতেরেস মস্কো সফর করেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেন।
২ বছর আগে
বাংলাদেশ ‘উন্নয়নের বিস্ময়’: বললেন জাতিসংঘের মহাসচিব
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন। এসময় তিনি এটিকে ‘বিস্ময়কর’ বলে অভিহিত করেছেন।
জাতিসংঘের মহাসচিব বিভিন্ন খাত এবং মানবতার উন্নয়নে বাংলাদেশের প্রশংসা করেছেন। তিনি ‘বিস্ময়কর উন্নয়নে’র জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সচিবালয় ভবনে শেখ হাসিনা ও আন্তোনিও গুতেরেসের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।
আরও পড়ুন: জলবায়ুর প্রভাব মোকাবিলায় জোরালো পদক্ষেপ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন সভাস্থলে পৌঁছান, জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আপনার বাড়িতে স্বাগতম।’
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা আন্তোনিও গুতেরেসের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘জাতিসংঘ ও বাংলাদেশ উভয়ই জলবায়ু, অর্থায়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)সহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার ভাগাভাগি করে নিয়েছে। আমরা সাধারণ অগ্রাধিকারগুলো ভাগ করে নিই, তা জলবায়ু, অর্থায়ন বা এসডিজি হোক। বাংলাদেশের অগ্রাধিকারগুলোই জাতিসংঘের অগ্রাধিকার।’
জাতিসংঘে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় এ সংস্থায় আরও বেশি বাংলাদেশিকে উচ্চপদে নিয়োগের জন্য মহাসচিবের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা আপনার প্রধান হাতিয়ার, কিন্তু আপনার বিভিন্ন উচ্চ পদে মাত্র কয়েকজন বাংলাদেশি আছেন।’
আরও পড়ুন: সম্ভাবনাময় খাতে মার্কিন বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
উত্তরে মহাসচিব আশ্বাস দেন, তারা বিষয়টি বিবেচনা করবেন।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ও জাতিসংঘ অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত। বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে সেনা নিয়োগে এক নম্বর দেশ। জাতিসংঘের কাছে বাংলাদেশ একটি রোল মডেল। কারণ এটি একটি দরিদ্র অর্থনীতি থেকে বেরিয়ে আসা প্রাণবন্ত অর্থনীতির দেশ ‘ এ কারণেই জাতিসংঘ সবসময় বাংলাদেশকে সম্মান করে উল্লেখ করে ডা.মোমেন বলেন, ‘বাংলাদেশ জাতিসংঘের জন্য একটি সফলতার গল্প। ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্য হওয়ার পর থেকে বাংলদেশ এই সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
ডা. মোমেন আরও বলেন, ‘বাংলাদেশি শান্তিরক্ষীরা যেখানেই কাজ করেন না কেনো তাদের একটি ব্র্যান্ড নাম তৈরি করেছে। তাই আমরা অন্যান্য এলাকাতেও বাংলাদেশিদের নিয়োগ করতে বলেছিলাম।’
আরও পড়ুন: জাতিসংঘের ৭৬তম অধিবেশনের উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রী
৩ বছর আগে
কোভিড-১৯ টিকার সমবন্টন নিশ্চিত করতে জাতিসংঘের আহ্বান
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে বুধবার জীবন রক্ষাকারী চিকিৎসা নিশ্চিতের জন্য আবেদন জানিয়েছে কোভিড-১৯ টিকা সমবন্টনের লক্ষ্যে কাজ করা আন্তর্জাতিক সংস্থাগুলো।
৩ বছর আগে
শেখ হাসিনার নেতৃত্বে জাতিসংঘ প্রধানের প্রশংসা
আন্তর্জাতিক পরিমণ্ডলে জলবায়ু পরিবর্তনের বিষয়টি তুলে ধরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
৪ বছর আগে