ইট তৈরি
পরিবেশবান্ধব ইট তৈরির দিকে এগিয়ে যেতে হবে: সাবের
ইট তৈরির গতানুগতিক পদ্ধতি থেকে পরিবেশবান্ধব পদ্ধতির দিকে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন সাবের হোসেন চৌধুরী।
তিনি বলেন, ‘ইটভাটা বন্ধ বা ভেঙে ফেলাই একমাত্র সমাধান নয়। ইট তৈরির বর্তমান গতানুগতিক পদ্ধতি থেকে পরিবেশবান্ধব পদ্ধতির দিকে আমাদের যেতে হবে। আমরা ব্লক ইটের দিকে তাকিয়ে আছি।’
বুধবার জাতীয় সংসদে লক্ষ্মীপুর-২ আসন থেকে নির্বাচিত সরকারদলীয় সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।
আরও পড়ুন: পরিবেশসংক্রান্ত অভিযোগ জানানোর হেল্পলাইন ৩৩৩-৪ এর উদ্বোধন করলেন পরিবেশমন্ত্রী
বাংলাদেশে প্রতি বছর ১৩ কোটি মেট্রিক টন কৃষি মাটি ইটভাটায় ব্যবহৃত হয় বলে জানান তিনি।
তিনি বলেন, 'দেশের খাদ্য নিরাপত্তার ওপর এর প্রভাব রয়েছে, এজন্য আমরা ব্লক ইটের দিকে এগোনোর চেষ্টা করছি।’
সাবের হোসেন চৌধুরী বলেন, প্রাথমিকভাবে প্রায় ৫০০ ইটভাটা চিহ্নিত করা হয়েছে।
তিনি বলেণ, ‘প্রতিটি ইটভাটায় বছরে গড়ে ৫০ লাখ ইট উৎপাদিত হয়, যা মোট পরিমাণ ২৫০ কোটি। বর্তমানে ব্লক ইট উৎপাদনের সক্ষমতা ৩০০ কোটি।’
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা পরিবেশবান্ধব ইট উৎপাদনের দিকে এগিয়ে যাব।
তিনি বলেন, ‘বিদ্যমান ইটভাটাগুলো আমরা পরিকল্পিতভাবে বন্ধ করব। যাতে উন্নয়ন ব্যাহত না হয়, ইটের দাম যেন না বাড়ে।’
আগামী ১-২ বছরের মধ্যে ব্লক ইটের ব্যবহার দ্রুত বাড়াতে সংসদ সদস্যদের সহযোগিতা চান তিনি।
আরও পড়ুন: জলাভূমি সংরক্ষণের জন্য ম্যাপ তৈরি করা হবে: পরিবেশমন্ত্রী
ইইউ’র বাজারে বাংলাদেশি পণ্যের আরও প্রবেশাধিকার চান পরিবেশমন্ত্রী
৯ মাস আগে
চট্টগ্রামে অবৈধ ইটভাটা সাতদিনের মধ্যে বন্ধের নির্দেশ
দূষণ রোধে চট্টগ্রামে অবৈধ ইটভাটা এক সপ্তাহের মধ্যে বন্ধ করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
৩ বছর আগে