ভবনধস
চীনে ভবনধসে নিহত বেড়ে ৫৩
মধ্য চীনে এক সপ্তাহ আগে হওয়া একটি ভবনধসের ঘটনায় এ পর্যন্ত ৫৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া এক সপ্তাহের অনুসন্ধানে এখন পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে , দুর্ঘটনাস্থলের অনুসন্ধান কাজ সমাপ্ত ঘোষণা করা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গত ২৯ এপ্রিল বিকালে চাংশা শহরের আবাসিক ও বাণিজ্যিক ভবনটি হঠাৎ করে ধসে পড়ে।
আরও পড়ুন: চীনে বিধ্বস্ত বিমানের ৪৯ হাজারের বেশি টুকরো উদ্ধার
দেশটির ভবন তৈরির নীতিমালা উপেক্ষা ও অনন্য নিয়ম লঙ্ঘনের সন্দেহে অন্তত ৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছে- ভবনের মালিক, নকশা ও নির্মাণের দায়িত্বে থাকা তিনজন এবং অন্য পাঁচজন যারা ভবনের চতুর্থ থেকে ষষ্ঠ তলায় গেস্ট হাউসে নিরাপত্তার দায়িত্বে ছিলো।
এছাড়াও ভবনটিতে ফ্লাট, একটি ক্যাফে ও একটি রেস্তোরাঁও ছিল।
আরও পড়ুন: ১৩২ যাত্রী নিয়ে চীনা বিমান বিধ্বস্ত
চীনে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু
১০৯০ দিন আগে
নারায়ণগঞ্জে ভবন ধস: ৪৬ ঘণ্টা পর আরেক শিশুর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জে দুদিন আগে নির্মাণাধীন ভবন ধসের ঘটনায় ভেতরে আটকে পড়া শিশু ইফতেখার আহমেদ ওয়াজিদের লাশ মঙ্গলবার দুপুরে উদ্ধার করা হয়েছে। নিহত ওয়াজেদ ওই এলাকার মোহাম্মদ রুবেলের ছেলে।
২০০৩ দিন আগে
নারায়ণগঞ্জে চার তলা ভবন ধসে শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জ শহরের ১নং বাবুরাইল এলাকায় চার তলা ভবন ধসে শোয়েব (১২) নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম উদ্ধার কাজ চালাচ্ছে।
২০০৫ দিন আগে
কচুয়ায় জরাজীর্ণ ভবনে চলছে ফায়ার সার্ভিস স্টেশনের কার্যক্রম
চাঁদপুর, ২৬ জুলাই (ইউএনবি)- জেলার কচুয়া উপজেলা সদরে অবস্থিত কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবনটি যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। ফলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি নিয়েই কাজ করছেন দমকল কর্মীরা।
২১০৫ দিন আগে