বাড়ি দখলমুক্ত হয়নি
শহীদ বুদ্ধিজীবী ড. জিসি দেবের বাড়িটি আজও দখলমুক্ত হয়নি
স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রহরে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোবিন্দ চন্দ্র দেব ((জিসি দেব)। সরকার ২০০৮ সালে তাকে স্বাধীনতা পুরস্কারে (মরণোত্তর) ভূষিত করে। কিন্তু তার পৈতৃক বাড়িটি এখনও দখলমুক্ত না হওয়ায় হতাশ সিলেটের বিয়ানীবাজারের সচেতন মানুষ।
৪ বছর আগে