মেক্সিকো
মেক্সিকোয় অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ৩৯ জন নিহত
মেক্সিকোর সীমান্ত শহর সিউদাদ জুয়ারেজের একটি অভিবাসন কেন্দ্রে আগুন লেগে ৩৯ জন অভিবাসী মারা গেছেন। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।
দেশটির একটি সরকারি সংস্থা বলেছে, অভিবাসন কেন্দ্রে হওয়া সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর মধ্যে এটি একটি।
কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের রাস্তা থেকে আইনশৃঙ্খলা বাহিনী ৭১ জন অভিবাসীকে তুলে ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউটের (আইএনএম) অফিসে নেয়। এরপরই আগুন লাগে। সোমবার গভীর রাতে আগুন লাগার কয়েক ঘন্টা পরে টেক্সাসের এল পাসো থেকে অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক কর্মী ও ভ্যান ঘটনাস্থলে যায়।
আরও পড়ুন: মেক্সিকোয় মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে বন্দুকধারীর হামলায় নিহত ৬
ন্যাশনাল ইমিগ্রেশন ইনস্টিটিউটের তথ্যানুসারে, ৩৯ জন মারা গেছে এবং ২৯ জন আহত হয়েছেন। আহতদের অবস্থা ‘গুরুতর’।
অগ্নিকাণ্ডের সময় ওই অভিবাসী কেন্দ্রে মধ্য ও দক্ষিণ আমেরিকার ৬৮ জন পুরুষ ছিল বলে সংস্থাটি জানিয়েছে।
কর্তৃপক্ষ আগুনের কারণ অনুসন্ধান করছে এবং অভিবাসীদের সাহায্য করার জন্য জাতীয় মানবাধিকার কমিশনকে আহ্বান জানানো হয়েছে।
সম্প্রতি সিউদাদ জুয়ারেজের কর্তৃপক্ষ ও অভিবাসীদের মধ্যে উত্তেজনা বেড়েছে।
সেখানকার আশ্রয়কেন্দ্রগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার সুযোগের অপেক্ষায় বা যারা সেখানে আশ্রয়ের অনুরোধ করেছে এবং প্রক্রিয়াটির জন্য অপেক্ষা করছে এমন লোকে পূর্ণ।
৩০টিরও বেশি অভিবাসন কেন্দ্র এবং অন্যান্য অ্যাডভোকেসি সংস্থা ৯মার্চ একটি খোলা চিঠি প্রকাশ করেছে।
যাতে শহরে অভিবাসী এবং আশ্রয়প্রার্থীদের অপরাধীকরণের অভিযোগ করা হয়েছিল।
চিঠিতে অভিবাসীদের আটকে রাখার জন্য কর্তৃপক্ষের ক্ষমতার অপব্যবহার এবং অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ করা হয়েছে।
তারা আরও অভিযোগ করেছে যে পৌর পুলিশ কারণ ছাড়াই রাস্তায় মানুষকে অভিবাসন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে।
সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন সরকারের চাপে মার্কিন সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে প্রচেষ্টা বাড়িয়েছে মেক্সিকো।
দেশটির অভিবাসন কেন্দ্রগুলোতে মাঝে মাঝে বিক্ষোভ ও দাঙ্গা হয়েছে।
গত অক্টোবরে ভেনিজুয়েলার অভিবাসীরা টিজুয়ানার একটি অভিবাসন কেন্দ্রের ভিতরে দাঙ্গা করেছিল। পুলিশ ও ন্যাশনাল গার্ড সৈনারা এসে সে দাঙ্গা নিয়ন্ত্রণে বাধ্য হয়।
নভেম্বরে গুয়াতেমালার সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় শহর তাপাচুলায় মেক্সিকোর বৃহত্তম অভিবাসন কেন্দ্রে কয়েক ডজন অভিবাসী দাঙ্গা করেছিল। তবে এ দুই ঘটনায় কেউ মারা যায়নি।
আরও পড়ুন: মেক্সিকোর সীমান্তবর্তী শহরে চলমান বন্দুকযুদ্ধে নিহত ৮
মেক্সিকোর দক্ষিণে সিটি হলে মাদক চক্রের হামলায় ২০ জন নিহত
ফিফা বিশ্বকাপ ২০২২: মেসির গোলে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে আর্জেন্টিনার জয়
লিওনেল মেসির গুরুত্বপূর্ণ গোলে মেক্সিকোর বিপক্ষে ২-০ স্কোরে আর্জেন্টিনার জয় বিশ্বকাপের সম্ভাবনা এখনও টিকিয়ে রেখেছে।
মেসি যে শুধু গুরুত্বপূর্ণ গোল করেছেন তা-ই নয়, তার পাস থেকেই ম্যাচের শেষ দিকে এনজো ফার্নান্দেসের গোল দলটির জয় নিশ্চিত করে।
লুসাইল স্টেডিয়ামের ম্যাচটি বিশ্বকাপ সম্ভাবনা টিকিয়ে রেখেছে কারণ, এই পর্বের শেষ খেলায় পোল্যান্ডের বিপক্ষে মেসিদের জয় সুযোগ তৈরি করে দিবে পরের পর্বে খেলার। তবে ড্র করলেও কাগজে-কলমে হিসাবে সুযোগ থেকে যাবে তাদের।
সৌদি আরবের সঙ্গে ২-১ গোলে হারের পর এই ম্যাচ ছিল আর্জেন্টিনার ফিরে আসার লড়াই। গ্রুপ-সি তে দলটি এখন দ্বিতীয় অবস্থানে আছে। বুধবার পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টাইনরা।
আরও পড়ুন: কেমন হলো ব্রাজিল ও আর্জেন্টিনার বিশ্বকাপ দল, কার হাতে উঠবে ট্রফি?
সম্ভবত ৩৫ বছর বয়সী মেসির এটিই শেষ বিশ্বকাপ। অসংখ্য অর্জনের মাঝে শুধু বিশ্বকাপ জয়টিই এখনও ঘরে তুলতে পারেননি তিনি।
মেক্সিকোর বিপক্ষে ৬৪ মিনিটে মেসির শর্ট তার ঝুড়িতে বিশ্বকাপে ৮টি গোল এনে দেয়। এখন পর্যন্ত এই অর্জন রয়েছে আরও দুইজনের। ক্রিশ্চিয়ানো রোনালদো এবং হরহামেশাই মেসিকে যার সঙ্গে তুলনা করা হয়- ক্রিশ্চিয়ানো রোনালদো এবং হরহামেশাই।
পেলে, ম্যারাডোনার বিশ্বকাপ জয়ের ক্লাবে প্রবেশ করতে এবারের বিশ্বকাপ জয় বেশ তাৎপর্যপূর্ণ। সে যাত্রায় ম্যাচটি সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ ২০২২: সৌদি আরবের কাছে ২-১ গোলে আর্জেন্টিনার পরাজয়
গোলটি করার আগে ম্যাচটি মেসির জন্য বেশ হতাশাজনক ছিল। তিনি যতবার বল পেয়েছেন পাশাপাশি তাকে আটকানো জন্য পেয়েছেন দুইজন ডিফেন্ডার।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি সৌদি আরবের খেলার পর দলে আনেন পাঁচ পরিবর্তন। উদ্দেশ্য ছিল দলকে আরও শক্তিশালী করার। কিন্তু এই পরিবর্তন শুরুর দিকে সামান্যই পার্থক্য করতে পেরেছে। ম্যাচের ছন্দ সম্পূর্ণ ফিরে আসে মেসির গোলের পর। এবারের বিশ্বকাপে মেসির এটি দ্বিতীয় এবং আন্তর্জাতিক ম্যাচে ৯৩ তম গোল।
আরও পড়ুন: বাঁচা-মরার লড়াইয়ে মেক্সিকোর মুখোমুখি মেসির আর্জেন্টিনা
বাঁচা-মরার লড়াইয়ে মেক্সিকোর মুখোমুখি মেসির আর্জেন্টিনা
বিপর্যয়কর উদ্বোধনী ম্যাচের পর ঘুরে দাঁড়ানোর লড়াই এবার আর্জেন্টিনার। জেতার প্রত্যয় নিয়ে শনিবার গ্রুপ সি এর প্রতিপক্ষ মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির দল। কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
২০১৯ সালের কোপা আমেরিকায় ব্রাজিলের কাছে হেরে যাওয়ার পর থেকে আর্জেন্টিনা টানা ৩৬ ম্যাচে অপরাজিত থেকে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন হিসেবে রেকর্ড গড়েছিল।
তবে সমস্ত জল্পনা নস্যাৎ করে এবারের কাতার ফুটবল বিশ্বকাপ- ২০২২ অভিযানের শুরুতেই লিওনেল মেসির আর্জেন্টিনা সৌদি আরবের কাছে লজ্জার হার হারে।
ওই ম্যাচের প্রথমার্ধে পরিস্থিতি আর্জেন্টিনার নিয়ন্ত্রণে আছে বলে মনে হলেও পরপর তিনটি গোল অফসাইডের কারণে বাতিল হওয়ায় শেষ পর্যন্ত সৌদি আরবের কাছে ধরাশায়ী হয় এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে গণ্য হওয়া আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে সৌদি আরবের পরপরই দুটি গোল ম্যাচের ভাগ্য বদলে দেয় নিমিষেই। এর মধ্য দিয়ে গ্রুপ সি-পর্বের আন্ডারডগরা এমন একটি রেকর্ড করে, যা যুগে যুগে প্রতিধ্বনিত হবে।
আরও পড়ুন: আর্জেন্টিনা বনাম মেক্সিকো লাইভ স্ট্রীমিং: কোথায় কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
১৯৮৬ সালে তাদের সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর প্রায় ৪০ বছরের কাছাকাছি এসে জেতার জন্য এবারে আর্জেন্টিনা এমনিতেই চাপের মধ্যে ছিল। বিশেষ করে এবার শতাব্দীর অন্যতম সেরা কিংবদন্তী ফুটবলার মেসির শেষ বিশ্বকাপ।
তাই, স্কালোনিকে অবশ্যই দ্রুত তার সেনাদের জাগাতে হবে, যাতে আজকের ম্যাচে তারা তাদের সেরাটা খেলে মেক্সিকো হারাতে পারে।
পরিসংখ্যান যদিও আর্জেন্টিনার পক্ষে, তবুও মেক্সিকো এখন স্ট্যান্ডিংয়ে আর্জেন্টিনার এক পয়েন্ট ওপরে অবস্থান করছে।
পরিসংখ্যানই যে শেষ কথা না তা ইতোমধ্যে কাতার বিশ্বকাপের হাইভোল্টেজ কয়েকটি ম্যাচে প্রমাণিত হয়েছে। বিশ্ব এখন দেখার জন্য মুখিয়ে আছে সৌদির কাছে খাওয়া ধাক্কার পর, এবার কি করবে আর্জেন্টিনা।
অন্যদিকে, ২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী সপ্তাহে বেশ কয়েকটি গোলশূন্য অচলাবস্থার মধ্যে গত মঙ্গলবার মধ্য আমেরিকার প্রতিপক্ষ পোল্যান্ডের সঙ্গে ০-০ ড্র করে টাটা মার্টিনোর মেক্সিকো।
মেক্সিকোর সঙ্গে এ পর্যন্ত মোট ৩০ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এর মধ্যে ১৫ ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। ৪ ম্যাচ জিতেছে মেক্সিকো ও বাকি ১১ ম্যাচ ড্র হয়েছে। দুই দলের মুখোমুখি হওয়া ৩০ ম্যাচের মধ্যে ৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপে।
আর্জেন্টিনা–মেক্সিকো মুখোমুখি হওয়ার ইতিহাসে প্রথম ম্যাচটিই বিশ্বকাপে।
টানা অষ্টম বিশ্বকাপে উপস্থিত হওয়া মেক্সিকানরা তাদের শেষ সাতটি প্রচেষ্টার প্রতিটিতে শেষ ১৬-এ বাদ পড়েছে।
আর্জেন্টিনার সম্ভাব্য লাইনআপ:
ই. মার্টিনেজ, মন্টিয়েল, রোমেরো, লি মার্টিনেজ, তাগলিয়াফিকো; ডি পল, পেরেদেস, ফার্নান্দেজ; মেসি, লা মার্টিনেজ, ডি মারিয়া
মেক্সিকো সম্ভাব্য শুরু লাইনআপ:
গিয়ের্মো ওচোয়া, সানচেজ, মন্টেস, মোরেনো, গ্যালার্দো; হেরেরা, আলভারেজ, গুয়ার্দাদো; লোজানো, মার্টিনো, ভেগা
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ ২০২২: সৌদি আরবের কাছে ২-১ গোলে আর্জেন্টিনার পরাজয়
কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২: প্রথমার্ধে মেসির গোলে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা
মেক্সিকোর দক্ষিণে সিটি হলে মাদক চক্রের হামলায় ২০ জন নিহত
দক্ষিণ মেক্সিকো রাজ্যের গুয়েরেরোর পাহাড়ে একটি মাদক চক্রের গুলিতে মেয়র ও তার বাবাসহ ২০ জন নিহত হয়েছেন। শুক্রবার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, বাসিন্দারা নিহতদের দাফন করা শুরু করছে।
জানা গেছে, নিজেদেরকে টেকুইলেরোস গ্যাং হিসেবে পরিচয় দেয়া একটি মাদক চক্র এই গুলি চালানোর দায় স্বীকার করে।
গুয়েরেরো রাজ্য নিরাপত্তা পরিষদ বলেছে যে বুধবার বন্দুকধারীরা সান মিগুয়েল টোটোলাপান গ্রামের টাউন হলে প্রবেশ করে। মেয়র তখন অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন, সেসময় সেখানে গুলি চালায় দুর্বৃত্তরা।
নিহতদের মধ্যে মেয়র কনরাডো মেন্ডোজা এবং তার বাবা শহরের সাবেক মেয়র হুয়ান মেন্ডোজা অ্যাকোস্টা ছিলেন। নিহতদের অধিকাংশই স্থানীয় কর্মকর্তা বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ২ বিমানের সংঘর্ষে ৩ জন নিহত
সেই সময়ে শিশুদের মেলায় ঘেরা টাউন হলের দেয়ালগুলোও বুলেটে ছেয়ে গিয়েছিল।
তবে বাসিন্দারা জানিয়েছেন যে হামলায় কয়েক ব্লক দূরে মেয়র নিহত হয়েছেন।
টোটোলাপান ভৌগোলিকভাবে বিশাল তবে কম জনবসতিপূর্ণ পাহাড়ী জনপদ টিয়েরা ক্যালিয়েন্ট নামে পরিচিত। যেটি মেক্সিকোর সবচেয়ে সংঘাতপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটি।
মেক্সিকোর জননিরাপত্তা বিষয়ক সহকারী সেক্রেটারি রিকার্ডো মেজিয়া বলেছেন, টেকুইলেরোস এই অঞ্চলে ফ্যামিলিয়া মিচোয়াকানা গ্যাংয়ের বিরুদ্ধে লড়াই করছে এবং ভিডিওটির সত্যতা (হামলার দাবি করার ব্যাপারটি) যাচাই করা হচ্ছে।
মেজিয়া বলেন, ‘অপরাধী চক্রের মধ্যে বিরোধের প্রেক্ষাপটে এই কাজটি ঘটেছে।’
তিনি আরও বলেন, ‘টেকুইলেরোস নামে পরিচিত একটি দল কিছু সময়ের জন্য এই অঞ্চলে আধিপত্য বিস্তার করেছিল; এটি এমন একটি গোষ্ঠী ছিল যারা মূলত আফিম পাচার ও বিক্রি করত। তারা এই অঞ্চলে অপহরণ, চাঁদাবাজি এবং বেশ কয়েকটি হত্যাকাণ্ডেও জড়িত ছিল।’
টোটোলাপান বছরের পর বছর ধরে ড্রাগ গ্যাং বস রায়বেল জ্যাকোবো দে আলমন্টের দ্বারা নিয়ন্ত্রিত ছিল। যা তার ডাকনামে ‘এল টেকিলেরো’ (‘দ্য টেকিলা ড্রিংকার’) নামে পরিচিত।
এছাড়াও বুধবার, প্রতিবেশি রাজ্য মোরেলোসে মেক্সিকো সিটির দক্ষিণে কুয়ের্নাভাকা শহরে একজন রাষ্ট্রীয় আইনপ্রণেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: বিশ্বের নিঃসঙ্গতম ‘গর্তের মানুষ’ এর মৃত্যু
যুক্তরাষ্ট্রে চার মুসলিম হত্যা: অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার
বাংলাদেশ-মেক্সিকোর সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশ ও মেক্সিকো সরকারের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
শুক্রবার মেক্সিকো সিটির লস পিনোসে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারকে নিজ নিজ সরকারের পক্ষে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ও মেক্সিকো সরকারের সংস্কৃতি সচিব আলেহান্দ্রা ফ্রাউস্টো গেরেরো স্বাক্ষর করেন।
শনিবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আরও পড়ুন: বাংলাদেশ-মেক্সিকোর ফরেন সার্ভিস একাডেমির সমঝোতা স্মারক স্বাক্ষর
স্বাক্ষর অনুষ্ঠানে মেক্সিকো সরকারের পক্ষ থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. পাবলো রাফায়েল দেলা মাদ্রিদ, আইন উপদেষ্টা এরেন্দিরা ক্রজ ভিজ়েগাস এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা আর বাংলাদেশের পক্ষ থেকে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম এবং কাউন্সেলর শাহানাজ আখতার রানু উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সামরিক সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ-মেক্সিকো
প্রসঙ্গত, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে উভয় দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্মৃতিস্তম্ভ সংরক্ষণ ও পুনরুদ্ধারের জন্য নির্ধারিত গ্রন্থাগার, জাদুঘর, আর্কাইভ এবং বিভাগগুলোর মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের সুযোগ সৃষ্টি হবে। সেইসঙ্গে চিত্রশিল্পী ও কারিগর, শিল্প সমালোচক, লোকশিল্প বিশেষজ্ঞ, লোককাহিনী ও অডিওভিজ্যুয়াল প্রযোজক বিনিময় এবং শিল্পের অন্যান্য ক্ষেত্র যেমন সঙ্গীত, ভিজ্যুয়াল আর্ট, সিনেমাটোগ্রাফি সংরক্ষণে এবং পুনরুদ্ধারে এই সমঝোতা স্মারক ইতিবাচক ভূমিকা রাখবে। প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, সাহিত্যের অনুবাদ, পারফরমিং, ভিজ্যুয়াল ও সাহিত্যে সহযোগিতার পাশাপাশি উভয় দেশে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব, বইমেলা এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানে একে অপরের অংশগ্রহণকে উৎসাহিত করবে।
আরও পড়ুন: দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-মেক্সিকো
তাছাড়া এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করবে বলে আশা করা যাচ্ছে।
মেক্সিকোতে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বুধবার বাংলাদেশ দূতাবাস আয়োজিত মেক্সিকো সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।
ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা, বাংলাদেশের স্বনামধন্য নৃত্যশিল্পী লুবনা মরিয়মসহ প্রায় ৪০ জন বাংলাদেশি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইউনেস্কো ও মেক্সিকো সরকার আয়োজিত তিনদিনব্যাপী ‘মুন্ডিয়াকাল্ট ২০২২’ শীর্ষক সাংস্কৃতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী বর্তমানে মেক্সিকো সফর করছেন।
আরও পড়ুন: বলিভিয়ার প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করলেন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা
দূতাবাস আগমনের পর সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী দূতাবাস প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য ও ‘বঙ্গবন্ধু লাইব্রেরি’ পরিদর্শন করেন।
মতবিনিময় সভায় উপস্থিত বাংলাদেশিরা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিমন্ত্রীর সাথে খোলাখুলি আলোচনা করেন। তারা বাংলাদেশ থেকে মেক্সিকোর ভিসা সংগ্রহে জটিলতা, মেক্সিকোস্থ বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম চালু না হওয়া, মেক্সিকো হতে বাংলাদেশে অর্থ প্রেরণের জটিলতাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। বিষয়গুলো নিয়ে তিনি বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে আলোচনা করবার আশ্বাস প্রদান করেন।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে মেক্সিকোতে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি যথাযথভাবে তুলে ধরবার জন্য উপস্থিত বাংলাদেশিদের উদ্বুদ্ধ করেন এবং এক্ষেত্রে যার যার অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন। পরবর্তীতে নতুন প্রজন্মকে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে অবহিত করার জন্য আগতদের পক্ষ হতে মেক্সিকোতে একটি ‘বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র’ চালু করবার প্রস্তাব দেয়া হয়।
মতবিনিময় সভা শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে আগতদের নিয়ে প্রতিমন্ত্রী কেক কেটে শুভকামনা প্রকাশ করেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
আরও পড়ুন: ফেসবুকে রোহিঙ্গা বিরোধী ঘৃণামূলক বক্তব্য রোধে ব্যর্থ হয়েছে মেটা, অ্যামনেস্টির নিন্দা
ন্যাশনাল ডিফেন্স কলেজে বক্তৃতা দিলেন জাপানের রাষ্ট্রদূত
মেক্সিকোতে বাস উল্টে নিহত ৯, আহত ৪০
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে তীর্থযাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত ৯ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন।
শুক্রবার ভোরের আগে টিলা শহরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দক্ষিণাঞ্চলীয় রাজ্য চিয়াপাসের সিভিল ডিফেন্স অফিস।
আরও পড়ুন: মেক্সিকোতে পর্যটকবাহী নৌকায় হাঙরের ধাক্কা, আহত ৬
যাত্রীরা কর্পাস ক্রিস্টি ইভেন্টের একটি ফিস্টে যোগদান শেষে তাবাসকো প্রদেশে ফেরার পথে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সে প্রথম নারী প্রধান
২১২তম ওয়ার্ল্ড কাউন্সিল অব ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) সর্বসম্মতিক্রমে ১ জুলাই ২০২২ থেকে ৩০ জুন ২০২৪ পর্যন্ত দুই বছরের জন্য মারিয়া ফার্নান্দা গারজাকে আইসিসি’র প্রথম ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছে।
মঙ্গলবার মেক্সিকোয় বিশ্বের ব্যবসায়ীদের সংস্থাটির কাউন্সিল অনুষ্ঠিত হয়।
বুধবার আইসিসি,বি জানায়, আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি একে আজাদ এবং মহাসচিব আতাউর রহমান কাউন্সিলে ভার্চুয়ালি সভায় যোগ দেন।
মারিয়া আইসিসির প্রথম নারী চেয়ারম্যান। তিনি একজন মেক্সিকান ব্যবসায়ী। তিনি ইউএসএমসিএ অঞ্চল, ল্যাটিন-আমেরিকা এবং এশিয়ায় রপ্তানি ও ম্যানুফ্যাকচারিং হোম ইমপ্রুভমেন্ট সলিউশন কোম্পানি ওরেস্তিয়ার সিইও। তিনি ২০১৪-২০২০ সাল পর্যন্ত আইসিসি মেক্সিকোর চেয়ার ছিলেন।
কাউন্সিল আইসিসি ফ্রান্সের চেয়ারম্যান ফিলিপ ভারিনকে আইসিসির প্রথম ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে। এছাড়া লেবাননের ওবেদ ল ফার্মের অংশীদার প্রফেসর ড. নায়লা কোমাইর-ওবেদ এবং ভারতের জে কে পেপার লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হর্ষ পতি সিংহানিয়াকে আইসিসির ভাইস চেয়ার হিসাবে নির্বাচিত করে।
আরও পড়ুন: ন্যাশনাল প্রোডাক্টিভিটি এন্ড কোয়ালিটি এক্সিল্যান্স অ্যাওয়ার্ড পেলো ফেয়ার ইলেক্ট্রনিক্স
ভারতীয় উদ্যোক্তাদের বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আমন্ত্রণ ডিসিসিআইয়ের
৪ নভোচারীকে নিয়ে ফিরেছে স্পেসএক্স
স্পেসএক্স শুক্রবার মেক্সিকো উপসাগরে চার নভোচারীকে নিয়ে ফেরত এসেছে।
ক্যাপসুলে থাকা তিন মার্কিন মহাকাশচারী এবং একজন জার্মান নাগরিক আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে যাওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে টাম্পার কাছে ফ্লোরিডা উপকূল পাড়ি দিয়েছে।
নাসার রাজা চারি, টম মার্শবার্ন এবং কায়লা ব্যারন এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির ম্যাথিয়াস মাউরকে স্টেশনে থাকা সাত মহাকাশচারী উষ্ণ অর্ভ্যথনা জানান।
ম্যাথিয়াস মাউর বলেন, ‘এটি একটি ছয় মাসের মিশনের সমাপ্তি, কিন্তু আমি মনে করি মহাকাশ স্বপ্ন বেঁচে আছে।’
স্পেসএক্স গত সপ্তাহে একটি চার্টার ট্রিপ শেষ করেছে।
মাস্কের কোম্পানি দুই বছরেরও কম সময়ে ২৬ জনকে মহাকাশে পাঠিয়েছে। এর মধ্যে আটজন মহাকাশ পর্যটক ছিলেন।
আরও পড়ুন: মারিউপোলে ইস্পাত কারখানায় অবরুদ্ধ সেনাদের আত্মসমর্পণে অস্বীকৃতি
তেল আবিবের কাছে ছুরিকাঘাতে ৩ ইসরাইলি নিহত
বাংলাদেশ-মেক্সিকোর ফরেন সার্ভিস একাডেমির সমঝোতা স্মারক স্বাক্ষর
মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি এবং মেক্সিকোর মাতিয়াস রোমেরো ইন্সটিটিউটের মধ্যে দ্বিপক্ষীয় কূটনৈতিক সহযোগীতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার মেক্সিকোর মাতিয়াস রোমেরো ইন্সটিটিউট-এর পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার কারম্যান মোরেনো টস্কানো এবং বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমির পক্ষে রাষ্ট্রদূত আবিদা ইসলাম উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
ভাইস মিনিস্টার কারম্যান মোরেনো টস্কানো তার বক্তব্যে আশা প্রকাশ করে বলেন, এই সমঝোতা স্মারকের মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও নতুন মাত্রা পাবে।
আরও পড়ুন: বৃহত্তর বাণিজ্য-বিনিয়োগ সম্পর্কের দিকে দৃষ্টি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার
এই সমঝোতা স্মারকটি স্মাক্ষরের মধ্য দিয়ে উভয় দেশের অংশগ্রহণে যৌথ কার্যক্রম গ্রহণের পাশাপাশি তরুণ কূটনীতিকদের দক্ষতা বৃদ্ধি, দুই দেশের মধ্যে প্রভাষক ও রিসোর্স পার্সন বিনিময় এবং তথ্যাদি ও প্রকাশনা আদান- প্রদান করা সহজতর হবে। সেইসঙ্গে বাংলাদেশের শিক্ষানবীশ কূটনীতিকদের জন্য এই স্মারকটি স্প্যানিশ ভাষা শিক্ষার দ্বার উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে।
অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর শাহনাজ রানুসহ দূতাবাসের স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া প্যাসিফিক বিভাগের মহাপরিচালক ক্লডিয়া ফ্রাংকো ইহুলস ও মাতিয়াস রোমেরো ইন্সটিটিউটের পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস সহ অন্যান্য কর্মকর্তাগণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আশ্বাস আরব আমিরাতের