মেক্সিকো
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪, আহত ৫
মেক্সিকোর মধ্যাঞ্চলীয় জাকাটেকাস রাজ্যে একটি যাত্রীবাহী বাস ও ট্রাক্টর-ট্রেইলারের সংঘর্ষে ২৪ জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
ন্যাশনাল গার্ডের সমন্বয়ক হুয়ান মানরিকেজ বলেন, শনিবার ভোরে ভুট্টা বহনকারী ট্রাক থেকে ট্রেইলারটি বিচ্ছিন্ন হয়ে গেলে বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বাসটি ডান পাশে উল্টে যায়।
এক ভিডিও বিবৃতিতে জাকাটেকাস সরকারের সেক্রেটারি জেনারেল রদ্রিগো রেইস বলেন, বাসটি পশ্চিমাঞ্চলীয় নায়ারিত রাজ্যের টেপিক থেকে উত্তরাঞ্চলীয় চিহুয়াহুয়া রাজ্যের সিউদাদ জুয়ারেজ যাচ্ছিল। দুর্ঘটনার কারণে বন্ধ থাকায় ওই মহাসড়ক এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।
আহতদের মেক্সিকোর সোশ্যাল সিকিউরিটি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান রেইয়েস।
তিনি আরও বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। জ্যাকাটেকাসের গভর্নর ডেভিড মনরিয়াল সমস্ত ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তা করার জন্য রাজ্যের ক্ষতিগ্রস্তদের সহায়তা কমিশনকে নির্দেশ দিয়েছেন।’
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা মৃত্যুর অন্যতম প্রধান কারণ। মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যাটিস্টিকস অ্যান্ড জিওগ্রাফি অনুসারে, ২০২৩ সালে শহর ও শহরতলিতে ৩ লাখ ৮১ হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ৮০০ জনেরও বেশি নিহত এবং ৯০ হাজার ৫০০ জন আহত হয়।
আরও পড়ুন: মেক্সিকোয় সহিংসতায় ৩০ বেসামরিক নাগরিক নিহত
৩ সপ্তাহ আগে
মেক্সিকোর পশ্চিমাঞ্চলে অপরাধী চক্রের মধ্যে সংঘর্ষে নিহত ১১
মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় নায়ারিত রাজ্যে অপরাধী চক্রগুলোর মধ্যে সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এই সংঘর্ষ হয়।
রাজ্যের নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 'লাস আন্তেনাস' নামে পরিচিত একটি এলাকায় তাদের মৃতদেহগুলো পাওয়া গেছে। কর্তৃপক্ষ মৃতদেহগুলো সরিয়ে তদন্তের জন্য প্রমাণ সংগ্রহ করছে।’
স্থানীয় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকায় নিরাপত্তা অভিযান জোরদার করেছে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই সংঘর্ষে জালিসকো নিউ জেনারেশন কার্টেল এবং সিনালোয়া কার্টেলের সদস্যরা জড়িত থাকতে পারে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে, হুয়াজিকোরির পার্বত্য এলাকায় বেশ কয়েকটি সশস্ত্র সংঘর্ষ হয়। ফলে এই এলাকার পরিবারগুলো বাস্তুচ্যুত হয়ে রাজ্যের অন্যান্য পৌরসভায় আশ্রয় নেয়। এর ফলে তাদের কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: মৌসুমের প্রথম গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘আলবার্তো’র আঘাতে টেক্সাস-মেক্সিকোতে ভারী বৃষ্টি, নিহত ৩
২ মাস আগে
মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হলেন ক্লাউদিয়া শাইনবাউম
মেক্সিকোর ২০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ক্লাউদিয়া শাইনবাউম।
স্থানীয় সময় রবিবার (২ জুন) দেশটির নির্বাচনি কর্তৃপক্ষ একটি পরিসংখ্যানগত নমুনা ঘোষণা করেন। যেখানে ক্লাউদিয়া শাইনবাউম এগিয়ে রয়েছেন।
এর পরই ডাউনটাউনের একটি হোটেলে শেইনবাউম হাসিমুখে বলেন, ‘আমি হব মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট।’ তিনি বলেন, ‘আমার একার দ্বারা এটি সম্ভব হয়নি। আমরা সবাই এটা করতে পেরেছি, আমাদের নেত্রীরা, যারা আমাদের মাতৃভূমি দিয়েছে, আমাদের মা, আমাদের মেয়ে এবং আমাদের নাতনিরাও সঙ্গে রয়েছেন।’
তিনি বলেন, 'আমরা প্রমাণ করেছি যে মেক্সিকো একটি গণতান্ত্রিক দেশ, যেখানে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।’
ন্যাশনাল ইলেক্টোরাল ইনস্টিটিউটের প্রেসিডেন্ট জানিয়েছেন, পরিসংখ্যানগত নমুনা অনুযায়ী, শেইনবাউম ৫৮ দশমিক ৩ শতাংশ থেকে ৬০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন। বিরোধী প্রার্থী জোচিটল গ্যালভেজ পেয়েছেন ২৬ দশমিক ৬ শতাংশ থেকে ২৮ দশমিক ৬ শতাংশ ভোট। এছাড়া আরেক প্রার্থী জর্জ আলভারেজ মায়েনেজ পেয়েছেন ৯ দশমিক ৯ শতাংশ থেকে ১০ দশমিক ৮ শতাংশ ভোট ছিল। শেইনবাউমের মোরেনা পার্টিও কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে বলে ধারণা করা হয়েছিল।
জলবায়ু বিজ্ঞানী ও মেক্সিকো সিটির সাবেক মেয়র বলেন, তার দুই প্রতিদ্বন্দ্বী তাকে ফোন করে জয়কে স্বাগত জানিয়েছেন।
প্রায় ৫০ শতাংশ ভোটকেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী আনুষ্ঠানিক প্রাথমিক গণনায় নিকটতম প্রতিদ্বন্দ্বী গালভেজের চেয়ে ২৮ পয়েন্ট এগিয়ে রয়েছেন মেক্সিকোর সাবেক মেয়র শাইনবাউম।
এখানে একটি বিষয় লক্ষ্যণীয় হলো প্রধান দুই প্রার্থী নারী হওয়া সত্ত্বেও রবিবার মেক্সিকো ইতিহাস গড়বে, তা নিয়ে সংশয় ছিল না। শাইনবাউমই হবেন ইহুদি বংশোদ্ভুত প্রথম ব্যক্তি হিসেবে ক্যাথলিক অধ্যুষিত দেশটির নেতৃত্ব দেবেন।
আরও পড়ুন: মেক্সিকোয় ঝড়ের কবলে নির্বাচনি সমাবেশ, ৯ জন নিহত
আগামী ১ অক্টোবর থেকে তার ছয় বছরের মেয়াদ শুরু হবে। মেক্সিকোর সংবিধান পুনর্নির্বাচনের সুযোগ নেই।
এই বামপন্থী নেত্রী বলেছেন, তিনি বিশ্বাস করেন অর্থনৈতিক বৈষম্য মোকাবিলা এবং একটি শক্তিশালী সামাজিক সুরক্ষা জাল সরবরাহে সরকারের দৃঢ় ভূমিকা রয়েছে। যা অনেকটা তার রাজনৈতিক উপদেষ্টা প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডরের মতো।
লোপেজ ওব্রাদর যে রাজনৈতিক আন্দোলন তৈরি করেছিলেন তা শোইনবাউম প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হওয়ার পরও তা টিকে থাকবে বলে ইঙ্গিত দেয়।
তার অভিষিক্ত উত্তরসূরি, ৬১ বছর বয়সী শাইনবাউম গ্যালভেজের উৎসাহী চ্যালেঞ্জ সত্ত্বেও তারবার্তায় প্রচারণায় নেতৃত্ব দিয়েছিলেন। মেক্সিকোতে এবারই প্রথম প্রধান দুই প্রতিপক্ষই ছিল নারী।
নির্বাচনি কর্তৃপক্ষের ঘোষণার পরপরই লোপেজ ওব্রাদর বলেন, 'অবশ্যই আমি ক্লাউদিয়া শাইনবাউমকে আমার শ্রদ্ধার সঙ্গে অভিনন্দন জানাচ্ছি। ২০০ বছরের মধ্যে তিনিই হতে যাচ্ছেন মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট।’
ব্যবধান ধরে রাখতে পারলে ২০১৮ সালের পর তার ব্যাপক বিজয়ের দিকে এগিয়ে যাবে। লোপেজ ওব্রাদর দুটি ব্যর্থ চেষ্টার পরে ৫৩ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে জয়ী হন। ত্রিমুখী প্রতিযোগিতায় ন্যাশনাল অ্যাকশন ২২ দশমিক ৩ শতাংশ এবং ইনস্টিটিউশনাল রেভল্যুশনারি পার্টি ১৬ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছিল।
তারপরও লোপেজ ওব্রাদর যে ধরনের প্রশ্নাতীত ভক্তি উপভোগ করেছেন, শাইনবাউমের ক্ষেত্রে তা উপভোগ করার সম্ভাবনা কম।
আরও পড়ুন: প্রথম নারী প্রেসিডেন্ট পাওয়ার আশায় মেক্সিকোতে ভোট গ্রহণ সম্পন্ন
৫ মাস আগে
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বাস দুর্ঘটনায় ১৬ অভিবাসী নিহত, আহত ২৯
ভেনেজুয়েলা ও হাইতি থেকে আসা অন্তত ১৬ অভিবাসী শুক্রবার মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মেক্সিকোর ন্যাশনাল ইমিগ্রেশন ইন্সটিটিউট প্রাথমিকভাবে ১৮ জনের মৃত্যুর খবর দিলেও পরে সংখ্যা কমিয়ে আনে। দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যের প্রসিকিউটররা পরে বলেছেন, কিছু লাশ টুকরো হয়ে যাওয়ায় অতিরিক্ত গণনা করা হয়েছে এবং প্রকৃত নিহতের সংখ্যা ১৬।
উভয় সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে দুই নারী ও তিন শিশু রয়েছে এবং ২৯ জন আহত হয়েছে। তাদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যায়, দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যের মহাসড়কের একটি বাঁকা অংশে বাসটি উল্টে গেছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, গাড়িতে মোট ৫৫ জন অভিবাসী ছিলেন, যাদের বেশিরভাগই ভেনেজুয়েলার।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ও মেক্সিকোয় আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় হিলারি
মেক্সিকোয় অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ৩৯ জন নিহত
১ বছর আগে
বাংলাদেশে হালাল মাংস রপ্তানির আগ্রহ প্রকাশ মেক্সিকোর ব্যবসায়ীদের
বাংলাদেশে হালাল মাংস রপ্তানির পাশাপাশি দুই দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেছেন মেক্সিকোর ব্যবসায়ীরা।
মেক্সিকো সিটিতে বাংলাদেশ দূতাবাস এবং ইবারো আমেরিকানা ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত ‘ অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচন: বাংলাদেশ ও মেক্সিকোর সেতুবন্ধন’ শীর্ষক সেমিনারে তারা এই আগ্রহ প্রকাশ করেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের অনেক কোম্পানি বাংলদেশে বিনিয়োগ করতে চায়: বাণিজ্যমন্ত্রী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ ছাড়া, সেমিনারে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান, মেক্সিকান বিজনেস কাউন্সিল ফর ফরেন ট্রেড, ইনভেস্টমেন্ট অ্যান্ড টেকনোলজি-সিওএমসিই’র এশিয়া ও ওশেনিয়া বিভাগের প্রেসিডেন্ট সার্জিও লে লোপেজ, মেক্সিকান প্রজাতন্ত্রের আমদানি ও রপ্তানিকারকদের জাতীয় সমিতি এএনআইইআরএম’র ডিরেক্টর মিসায়েল ড্যানিয়েল রেয়েস এবং মেক্সিকান কাউন্সিল অন ফরেন রিলেশনসের মহাপরিচালক নাথান উলফ লাস্টবেডার সেমিনারে বক্তব্য রাখেন।
বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে দুই দেশের ব্যবসায়ীদের (বিজনেস টু বিজনেস পিপল) মধ্যে যোগাযোগ বৃদ্ধির আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বাংলাদেশে চলমান বিভিন্ন মেগা প্রকল্পগুলোর বাস্তবায়নের কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী জানান, দেশের যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিসহ সব খাতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে।
করোনা মহাসংকটের পর রাশিয়া-ইউক্রেন সংঘাতের মতো বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও স্থিতিশীলতার কথাও তুলে ধরেন টিপু মুনশি।
আরও পড়ুন: দেশের বড় প্রকল্পে বিনিয়োগ করতে চায় জাপান: বাণিজ্যমন্ত্রী
সিওএমসিই ও এএনআইইআরএম’র প্রতিনিধিরা বাংলাদেশে হালাল মাংস রপ্তানির আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে ব্যবসায়ীদের মধ্যে সংযোগ বাড়ানোর কথাও বলেন তারা।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করে বাণিজ্য বাজারের বৈচিত্র্যের উপর জোর দিতে উভয় দেশের ব্যবসায়ীদের অনুরোধ জানান সিওএমসিই’র মহাপরিচালক নাথান উলফ লাস্টবেডার।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুর রহিম খান বাংলাদেশের অনুকূল বাণিজ্য ল্যান্ডস্কেপ নিয়ে আলোচনা করেন। দেশটির ব্যবসায়ী নেতা ও নীতিনির্ধারকদের কৃষি, ওষুধ, আইসিটি, খেলাধুলা, শিক্ষা ও সংস্কৃতির মতো ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সুযোগ অন্বেষণ করার জন্য আমন্ত্রণ জানান তিনি।
আরও পড়ুন: বাণিজ্য সম্পর্কিত গবেষণা ও প্রযুক্তিগত সহযোগিতার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
ইবারো আমেরিকানা ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল ট্রেড বিভাগের সমন্বয়ক ড. আরিবেল কনটেরাস সুয়ারেজ, মেক্সিকোর অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি ও সহযোগিতার ক্ষেত্রগুলো তুলে ধরেন।
মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম সেমিনারটি পরিচালনা করেন। রাষ্ট্রদূত তার বক্তব্যে সমন্বয়মূলক অংশীদারিত্ব, কৌশলগত বিনিয়োগ, উদ্ভাবনী অনুশীলন, দক্ষতা উন্নয়ন ও বাজার অনুসন্ধানের জন্য উভয় দেশের ব্যবসায়ীদের আহ্বান জানান।
১ বছর আগে
যুক্তরাষ্ট্র ও মেক্সিকোয় আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় হিলারি
প্রশান্ত মহাসাগরের মেক্সিকো উপকূল বরাবর আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় হিলারি। স্থানীয় সময় শুক্রবার (১৮ আগস্ট) শক্তিশালী ক্যাটাগরি-৪ এ রূপান্তরিত হয়ে হিলারি এ আঘাত হানে।
এটি ৮৪ বছরের মধ্যে প্রথম গ্রীষ্মমণ্ডলীয় ঝড় হিসেবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আঘাত হানছে। এর প্রভাবে সীমান্ত শহর টিজুয়ানাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা দিয়েছে।
আবহাওয়াবিদরা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়ে সতর্ক করে জানিয়েছেন, ঝড়টির প্রভাবে ওই অঞ্চলজুড়ে ভয়াবহ বন্যা, ভূমিধস ও এমনকি টর্নেডোও হতে পারে।
হিলারি শুক্রবার পর্যন্ত দ্রুত শক্তি সঞ্চয় করেছে। তবে এরপর কিছুটা শক্তি হারিয়েছে। ঝড়টির কেন্দ্রে সর্বোচ্চ বাতাসের বেগ ঘণ্টায় ১৪৫ মাইল (২৩০ কিলোমিটার)। তবে সন্ধ্যায় উপকূলে আঘাত হানার সময় এর গতিবেগ থাকবে ঘণ্টায় ১৩০ মাইল (২১৫ কিলোমিটার)।
তা সত্ত্বেও, শনিবার (১৯ আগস্ট) রাতে মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে এটি ঘূর্ণিঝড় হিসেবে এবং রবিবার (২০ আগস্ট) দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় হিসেবে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
হিলারি ইতোমধ্যে জনজীবন বিপর্যস্ত করেছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আয়োজিত মেজর লিগ বেসবল এর রবিবারের তিনটি খেলার সময় পুনঃনির্ধারণ করা হয়েছে।
ন্যাশনাল পার্ক সার্ভিস জোশুয়া ট্রি ন্যাশনাল পার্ক এবং মোজাভে ন্যাশনাল প্রিজার্ভ বন্ধ করে দিয়েছে। যাতে মানুষ বন্যার মধ্যে আটকে না পড়ে।
অ্যারিজোনাসহ সারা রাজ্যের শহরগুলো বন্যার পানি ঠেকাতে বালির ব্যাগ মজুত রেখেছে।
আরও পড়ুন: চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে দাবদাহে ১৪৭ জনের মৃত্যু
ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্যমতে, ১৯৩৯ সালের ২৫ সেপ্টেম্বরের পর কোনো গ্রীষ্মমণ্ডলীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আঘাত হানেনি।
যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র জীবন ও সম্পদের সম্ভাব্য হুমকির বিষয়ে জনগণকে সতর্ক করেছে।
সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, হিলারি প্রশান্ত মহাসাগরীয় বন্দর শহর এনসেনাডা থেকে প্রায় ২০০ মাইল (৩৩০ কিলোমিটার) দক্ষিণে বাজা উপদ্বীপের একটি কম জনবহুল এলাকা বরাবর এগিয়ে যাচ্ছে।
এটি উত্তর দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে তিজুয়ানাতে ভারী বৃষ্টিপাত হতে পারে।
মেয়র মন্টসেরাট ক্যাবলেরো রামিরেজ বলেছেন, তারা নিবিড়ভাবে ঘূর্ণিঝড়ের গতিপথ পর্যবেক্ষণ করছেন।
১ দশমিক ৯ মিলিয়ন মানুষের বসবাসকারী এই সীমান্ত শহরটি বিশেষ করে পাহাড়ি এলাকার কারণে ভূমিধস ও বন্যার ঝুঁকিতে রয়েছে।
এ ছাড়াও, কয়েক ডজন মানুষ এখানকার সড়ক ও খালের তীরে বাস করে। যার মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন আসা অভিবাসীরাও রয়েছে।
ক্যাবলেরো রামিরেজ বলেছেন, উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে চারটি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হচ্ছে এবং ঝুঁকিপূর্ণ অঞ্চলে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে।
তিনি বলেন, ‘এটি বিশ্বের সবচেয়ে বেশি পর্যটক আসা সীমান্তের মধ্যে একটি এবং আমাদের প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে একটি ঝুঁকিপূর্ণ শহর।’
অন্যদিকে, মূল ভূখণ্ডের কিছু অংশে আঘাত হানা গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের ব্যাপারে নজরদারি জারি করেছে মেক্সিকো এবং ১৮ হাজার সেনাসদস্য প্রস্তুত রেখেছে।
শুক্রবার সন্ধ্যায় হিলারি বাজা উপদ্বীপের দক্ষিণ প্রান্তের কাছে কাবো সান লুকাসের দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে প্রায় ৩১০ মাইল (৪৯৫ কিলোমিটার) জুড়ে কেন্দ্রীভূত ছিল।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ২০২৩ সালে নির্বিচারে গুলির ঘটনা ঘটেছে ৪০০টিরও বেশি
এটি উত্তর-পশ্চিমে ঘণ্টায় ১২ মাইল (১৯ কিলোমিটার) বেগে অগ্রসর হচ্ছিল এবং এটি আরও উত্তরের দিকে এগোবে বলে ধারণা করা হচ্ছে।
শহরটির কর্মকর্তা ফ্লোরা আগুইলার বলেন, কাবো সান লুকাসের কয়েকটি স্কুল অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হচ্ছে।
কর্টেজ সাগরের তীরের বাজা ক্যালিফোর্নিয়া সুর রাজ্যের মনোরম রাজধানী লা পাজে সাঁতারুদের সমুদ্র থেকে দূরে রাখতে পুলিশ সৈকতে টহল দিচ্ছে। পাঁচটি এলাকায় স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।
জাতীয় আবহাওয়া পরিষেবার সান দিয়েগো অফিস জানিয়েছে, ধারণা করা হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের শক্তি নিয়ে সোমবার সকালে হিলারি ক্যালিফোর্নিয়ায় আঘাত হানবে। তবে শনিবার সকাল থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘূর্ণিঝড় কর্মকর্তারা বলেছেন, ঝড়টির প্রভাবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৩ থেকে ৬ ইঞ্চি (৮-১৫ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়া ও দক্ষিণ নেভাদার অংশে কোনো কোনো জায়গায় ১০ ইঞ্চি (২৫ সেন্টিমিটার) পর্যন্ত বৃষ্টি হতে পারে।
আলবানি বিশ্ববিদ্যালয়ের একজন বায়ুমণ্ডলীয় বিজ্ঞানী ও প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বিশেষজ্ঞ ক্রিস্টেন কোরবোসিয়েরো বলেন, বছরের এই সময়ে ‘দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ২ থেকে ৩ ইঞ্চি বৃষ্টিপাতের কথা শোনা যায় না।’
ইয়েল ক্লাইমেট সংযোগের আবহাওয়াবিদ ও সাবেক সরকারি ইন-ফ্লাইট হারিকেন আবহাওয়াবিদ জেফ মাস্টারস বলেছেন, এই অঞ্চলে এবার ১০০ বছরের মধ্যে সর্বাধিক বৃষ্টি হতে পারে এবং নেভাদায় সর্বকালের বৃষ্টিপাতের রেকর্ড ভাঙার সম্ভাবনা রয়েছে।
প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই অঞ্চলে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির উদ্ধারকারীরা অবস্থান করেছে।
শুক্রবার ক্যাম্প ডেভিডে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি এই ঝড়ের ব্যাপারে সবাইকে সতর্কতা অবলম্বন করতে এবং রাষ্ট্র ও স্থানীয় কর্মকর্তাদের নির্দেশনা শুনতে অনুরোধ করছি।’
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের টেক্সাসে উপকূলে ভেসে এসেছে কয়েক হাজার মরা মাছ
১ বছর আগে
মেক্সিকোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে বদ্ধপরিকর বাংলাদেশ
মেক্সিকো সিটিস্থ বাংলাদেশ দূতাবাস বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫২তম বার্ষিকী উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
উল্লেখ্য, এই অনুষ্ঠানটি ২৬ মার্চের জন্য নির্ধারিত হলেও পবিত্র রমজান মাসের কারণে অনুষ্ঠানটি ২৮ এপ্রিল অনুষ্ঠিত হয়।
ঊক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, শিক্ষাবিদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সম্মানিত অতিথি ছিলেন মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া প্যাসিফিক বিভাগের মহাপরিচালক ফার্নান্দো গঞ্জালেজ সাইফে।
অনুষ্ঠানে মহাপরিচালক সাইফে তার বক্তব্যে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে ঘনিষ্ঠ ও ক্রমবর্ধমান বন্ধুত্বের কথা তুলে ধরে এই সম্পর্ককে আরও জোরদার করতে মেক্সিকোর অঙ্গীকারের কথা উল্লেখ করেন।
আরও পড়ুন: বাংলাদেশ-মেক্সিকোর সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর
২০২২ সালের নভেম্বরে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় ফরেন অফিস কন্সাল্টেশনে অংশগ্রহণের সুবাদে তিনি বাংলাদেশের যে অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক অগ্রগতি প্রত্যক্ষ করেন তার ভূয়সী প্রশংসা করেছেন।
দুই দেশের মধ্যের দ্বিপক্ষীয় সম্পর্ককের ‘উজ্জ্বল সম্ভাবনা’ এর কথা উল্লেখ করে তিনি এই সম্পর্ককে আরও গতিশীল, শক্তিশালী ও বাস্তবমুখী করে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান।
উল্লেখ্য, এ বছর ঢাকায় মেক্সিকোর দূতাবাস স্থাপনের প্রেক্ষাপটে তার এই অঙ্গীকার বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, যা দুই দেশের মধ্যে বৃহত্তর সহযোগিতা, যোগাযোগ ও অংশীদারিত্বের নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে আশা করা যাচ্ছে।
রাষ্ট্রদূত আবিদা ইসলাম তার সংক্ষিপ্ত বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদসহ বীর মুক্তিযোদ্ধা এবং দুই লাখ বীরাঙ্গণার অপরিসীম অবদানের জন্য তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
আরও পড়ুন: মেক্সিকোতে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী
পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যকার স্থায়ী বন্ধনের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, এ বছর ঢাকায় মেক্সিকোর দূতাবাস স্থাপনের মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে এবং সহযোগিতার নতুন সুযোগ উন্মোচিত হবে।
পরে অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার পরিবেশনের মধ্য দিয়ে আপ্যায়ন করা হয়, যা তাদের বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের স্বাদ দেয়।
উল্লেখ্য, মেক্সিকো সিটিস্থ বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে সহযোগিতার জন্য নতুন পথ অনুসন্ধানে কাজ করে চলেছে।
আরও পড়ুন: বাংলাদেশ-মেক্সিকোর ফরেন সার্ভিস একাডেমির সমঝোতা স্মারক স্বাক্ষর
১ বছর আগে
মেক্সিকোয় অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ৩৯ জন নিহত
মেক্সিকোর সীমান্ত শহর সিউদাদ জুয়ারেজের একটি অভিবাসন কেন্দ্রে আগুন লেগে ৩৯ জন অভিবাসী মারা গেছেন। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।
দেশটির একটি সরকারি সংস্থা বলেছে, অভিবাসন কেন্দ্রে হওয়া সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর মধ্যে এটি একটি।
কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের রাস্তা থেকে আইনশৃঙ্খলা বাহিনী ৭১ জন অভিবাসীকে তুলে ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউটের (আইএনএম) অফিসে নেয়। এরপরই আগুন লাগে। সোমবার গভীর রাতে আগুন লাগার কয়েক ঘন্টা পরে টেক্সাসের এল পাসো থেকে অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক কর্মী ও ভ্যান ঘটনাস্থলে যায়।
আরও পড়ুন: মেক্সিকোয় মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে বন্দুকধারীর হামলায় নিহত ৬
ন্যাশনাল ইমিগ্রেশন ইনস্টিটিউটের তথ্যানুসারে, ৩৯ জন মারা গেছে এবং ২৯ জন আহত হয়েছেন। আহতদের অবস্থা ‘গুরুতর’।
অগ্নিকাণ্ডের সময় ওই অভিবাসী কেন্দ্রে মধ্য ও দক্ষিণ আমেরিকার ৬৮ জন পুরুষ ছিল বলে সংস্থাটি জানিয়েছে।
কর্তৃপক্ষ আগুনের কারণ অনুসন্ধান করছে এবং অভিবাসীদের সাহায্য করার জন্য জাতীয় মানবাধিকার কমিশনকে আহ্বান জানানো হয়েছে।
সম্প্রতি সিউদাদ জুয়ারেজের কর্তৃপক্ষ ও অভিবাসীদের মধ্যে উত্তেজনা বেড়েছে।
সেখানকার আশ্রয়কেন্দ্রগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার সুযোগের অপেক্ষায় বা যারা সেখানে আশ্রয়ের অনুরোধ করেছে এবং প্রক্রিয়াটির জন্য অপেক্ষা করছে এমন লোকে পূর্ণ।
৩০টিরও বেশি অভিবাসন কেন্দ্র এবং অন্যান্য অ্যাডভোকেসি সংস্থা ৯মার্চ একটি খোলা চিঠি প্রকাশ করেছে।
যাতে শহরে অভিবাসী এবং আশ্রয়প্রার্থীদের অপরাধীকরণের অভিযোগ করা হয়েছিল।
চিঠিতে অভিবাসীদের আটকে রাখার জন্য কর্তৃপক্ষের ক্ষমতার অপব্যবহার এবং অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ করা হয়েছে।
তারা আরও অভিযোগ করেছে যে পৌর পুলিশ কারণ ছাড়াই রাস্তায় মানুষকে অভিবাসন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে।
সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন সরকারের চাপে মার্কিন সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে প্রচেষ্টা বাড়িয়েছে মেক্সিকো।
দেশটির অভিবাসন কেন্দ্রগুলোতে মাঝে মাঝে বিক্ষোভ ও দাঙ্গা হয়েছে।
গত অক্টোবরে ভেনিজুয়েলার অভিবাসীরা টিজুয়ানার একটি অভিবাসন কেন্দ্রের ভিতরে দাঙ্গা করেছিল। পুলিশ ও ন্যাশনাল গার্ড সৈনারা এসে সে দাঙ্গা নিয়ন্ত্রণে বাধ্য হয়।
নভেম্বরে গুয়াতেমালার সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় শহর তাপাচুলায় মেক্সিকোর বৃহত্তম অভিবাসন কেন্দ্রে কয়েক ডজন অভিবাসী দাঙ্গা করেছিল। তবে এ দুই ঘটনায় কেউ মারা যায়নি।
আরও পড়ুন: মেক্সিকোর সীমান্তবর্তী শহরে চলমান বন্দুকযুদ্ধে নিহত ৮
মেক্সিকোর দক্ষিণে সিটি হলে মাদক চক্রের হামলায় ২০ জন নিহত
১ বছর আগে
ফিফা বিশ্বকাপ ২০২২: মেসির গোলে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে আর্জেন্টিনার জয়
লিওনেল মেসির গুরুত্বপূর্ণ গোলে মেক্সিকোর বিপক্ষে ২-০ স্কোরে আর্জেন্টিনার জয় বিশ্বকাপের সম্ভাবনা এখনও টিকিয়ে রেখেছে।
মেসি যে শুধু গুরুত্বপূর্ণ গোল করেছেন তা-ই নয়, তার পাস থেকেই ম্যাচের শেষ দিকে এনজো ফার্নান্দেসের গোল দলটির জয় নিশ্চিত করে।
লুসাইল স্টেডিয়ামের ম্যাচটি বিশ্বকাপ সম্ভাবনা টিকিয়ে রেখেছে কারণ, এই পর্বের শেষ খেলায় পোল্যান্ডের বিপক্ষে মেসিদের জয় সুযোগ তৈরি করে দিবে পরের পর্বে খেলার। তবে ড্র করলেও কাগজে-কলমে হিসাবে সুযোগ থেকে যাবে তাদের।
সৌদি আরবের সঙ্গে ২-১ গোলে হারের পর এই ম্যাচ ছিল আর্জেন্টিনার ফিরে আসার লড়াই। গ্রুপ-সি তে দলটি এখন দ্বিতীয় অবস্থানে আছে। বুধবার পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টাইনরা।
আরও পড়ুন: কেমন হলো ব্রাজিল ও আর্জেন্টিনার বিশ্বকাপ দল, কার হাতে উঠবে ট্রফি?
সম্ভবত ৩৫ বছর বয়সী মেসির এটিই শেষ বিশ্বকাপ। অসংখ্য অর্জনের মাঝে শুধু বিশ্বকাপ জয়টিই এখনও ঘরে তুলতে পারেননি তিনি।
মেক্সিকোর বিপক্ষে ৬৪ মিনিটে মেসির শর্ট তার ঝুড়িতে বিশ্বকাপে ৮টি গোল এনে দেয়। এখন পর্যন্ত এই অর্জন রয়েছে আরও দুইজনের। ক্রিশ্চিয়ানো রোনালদো এবং হরহামেশাই মেসিকে যার সঙ্গে তুলনা করা হয়- ক্রিশ্চিয়ানো রোনালদো এবং হরহামেশাই।
পেলে, ম্যারাডোনার বিশ্বকাপ জয়ের ক্লাবে প্রবেশ করতে এবারের বিশ্বকাপ জয় বেশ তাৎপর্যপূর্ণ। সে যাত্রায় ম্যাচটি সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ ২০২২: সৌদি আরবের কাছে ২-১ গোলে আর্জেন্টিনার পরাজয়
গোলটি করার আগে ম্যাচটি মেসির জন্য বেশ হতাশাজনক ছিল। তিনি যতবার বল পেয়েছেন পাশাপাশি তাকে আটকানো জন্য পেয়েছেন দুইজন ডিফেন্ডার।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি সৌদি আরবের খেলার পর দলে আনেন পাঁচ পরিবর্তন। উদ্দেশ্য ছিল দলকে আরও শক্তিশালী করার। কিন্তু এই পরিবর্তন শুরুর দিকে সামান্যই পার্থক্য করতে পেরেছে। ম্যাচের ছন্দ সম্পূর্ণ ফিরে আসে মেসির গোলের পর। এবারের বিশ্বকাপে মেসির এটি দ্বিতীয় এবং আন্তর্জাতিক ম্যাচে ৯৩ তম গোল।
আরও পড়ুন: বাঁচা-মরার লড়াইয়ে মেক্সিকোর মুখোমুখি মেসির আর্জেন্টিনা
১ বছর আগে
বাঁচা-মরার লড়াইয়ে মেক্সিকোর মুখোমুখি মেসির আর্জেন্টিনা
বিপর্যয়কর উদ্বোধনী ম্যাচের পর ঘুরে দাঁড়ানোর লড়াই এবার আর্জেন্টিনার। জেতার প্রত্যয় নিয়ে শনিবার গ্রুপ সি এর প্রতিপক্ষ মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির দল। কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
২০১৯ সালের কোপা আমেরিকায় ব্রাজিলের কাছে হেরে যাওয়ার পর থেকে আর্জেন্টিনা টানা ৩৬ ম্যাচে অপরাজিত থেকে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন হিসেবে রেকর্ড গড়েছিল।
তবে সমস্ত জল্পনা নস্যাৎ করে এবারের কাতার ফুটবল বিশ্বকাপ- ২০২২ অভিযানের শুরুতেই লিওনেল মেসির আর্জেন্টিনা সৌদি আরবের কাছে লজ্জার হার হারে।
ওই ম্যাচের প্রথমার্ধে পরিস্থিতি আর্জেন্টিনার নিয়ন্ত্রণে আছে বলে মনে হলেও পরপর তিনটি গোল অফসাইডের কারণে বাতিল হওয়ায় শেষ পর্যন্ত সৌদি আরবের কাছে ধরাশায়ী হয় এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে গণ্য হওয়া আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে সৌদি আরবের পরপরই দুটি গোল ম্যাচের ভাগ্য বদলে দেয় নিমিষেই। এর মধ্য দিয়ে গ্রুপ সি-পর্বের আন্ডারডগরা এমন একটি রেকর্ড করে, যা যুগে যুগে প্রতিধ্বনিত হবে।
আরও পড়ুন: আর্জেন্টিনা বনাম মেক্সিকো লাইভ স্ট্রীমিং: কোথায় কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
১৯৮৬ সালে তাদের সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর প্রায় ৪০ বছরের কাছাকাছি এসে জেতার জন্য এবারে আর্জেন্টিনা এমনিতেই চাপের মধ্যে ছিল। বিশেষ করে এবার শতাব্দীর অন্যতম সেরা কিংবদন্তী ফুটবলার মেসির শেষ বিশ্বকাপ।
তাই, স্কালোনিকে অবশ্যই দ্রুত তার সেনাদের জাগাতে হবে, যাতে আজকের ম্যাচে তারা তাদের সেরাটা খেলে মেক্সিকো হারাতে পারে।
পরিসংখ্যান যদিও আর্জেন্টিনার পক্ষে, তবুও মেক্সিকো এখন স্ট্যান্ডিংয়ে আর্জেন্টিনার এক পয়েন্ট ওপরে অবস্থান করছে।
পরিসংখ্যানই যে শেষ কথা না তা ইতোমধ্যে কাতার বিশ্বকাপের হাইভোল্টেজ কয়েকটি ম্যাচে প্রমাণিত হয়েছে। বিশ্ব এখন দেখার জন্য মুখিয়ে আছে সৌদির কাছে খাওয়া ধাক্কার পর, এবার কি করবে আর্জেন্টিনা।
অন্যদিকে, ২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী সপ্তাহে বেশ কয়েকটি গোলশূন্য অচলাবস্থার মধ্যে গত মঙ্গলবার মধ্য আমেরিকার প্রতিপক্ষ পোল্যান্ডের সঙ্গে ০-০ ড্র করে টাটা মার্টিনোর মেক্সিকো।
মেক্সিকোর সঙ্গে এ পর্যন্ত মোট ৩০ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এর মধ্যে ১৫ ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। ৪ ম্যাচ জিতেছে মেক্সিকো ও বাকি ১১ ম্যাচ ড্র হয়েছে। দুই দলের মুখোমুখি হওয়া ৩০ ম্যাচের মধ্যে ৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপে।
আর্জেন্টিনা–মেক্সিকো মুখোমুখি হওয়ার ইতিহাসে প্রথম ম্যাচটিই বিশ্বকাপে।
টানা অষ্টম বিশ্বকাপে উপস্থিত হওয়া মেক্সিকানরা তাদের শেষ সাতটি প্রচেষ্টার প্রতিটিতে শেষ ১৬-এ বাদ পড়েছে।
আর্জেন্টিনার সম্ভাব্য লাইনআপ:
ই. মার্টিনেজ, মন্টিয়েল, রোমেরো, লি মার্টিনেজ, তাগলিয়াফিকো; ডি পল, পেরেদেস, ফার্নান্দেজ; মেসি, লা মার্টিনেজ, ডি মারিয়া
মেক্সিকো সম্ভাব্য শুরু লাইনআপ:
গিয়ের্মো ওচোয়া, সানচেজ, মন্টেস, মোরেনো, গ্যালার্দো; হেরেরা, আলভারেজ, গুয়ার্দাদো; লোজানো, মার্টিনো, ভেগা
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ ২০২২: সৌদি আরবের কাছে ২-১ গোলে আর্জেন্টিনার পরাজয়
কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২: প্রথমার্ধে মেসির গোলে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা
১ বছর আগে