ভালোবাসা
মায়ের মতো মাতৃভাষাকেও ভালোবাসতে হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেছেন, আমরা দেশমাতাকে যেমন ভালোবাসি, তেমনি ভাষাকেও ভালোবাসতে হবে। বাংলা ভালোভাবে শিখতে ও ব্যবহার করতে হবে।
তিনি বলেন, ভাষার বিকৃতি যেন আমরা না করি। কমপক্ষে আরেকটি ভাষা শিখি। ইংরেজি ভাষা সারা বিশ্বে চলে, সেই ভাষা অন্তত শিখব।
আরও পড়ুন: নতুন পাঠ্যপুস্তক নিয়ে গুজবে কান দিবেন না: দীপু মনি
আর কেউ যদি তৃতীয় ও চতুর্থ ভাষা শিখো, তাহলে তো কথাই নেই। সারা পৃথিবীর দরজা তোমার জন্য খোলা।
মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর ১২টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন অলিম্পিয়াড ২০২২ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ভাষার শেখার পাশাপাশি তোমাদেরকে আইসিটিও শিখতে হবে। আইসিটিও কিন্তু এখন স্বাক্ষরতার অংশ। এক সময় আমরা শিখতাম ক, খ, এ বি সি এবং এক দুই তিন।
কিন্তু এখন আইসিটির বর্ণমালা শিখতে হচ্ছে। পাশাপাশি তোমাদেরকে বিজ্ঞান প্রযুক্তি এবং সূক্ষ্ম জ্ঞানের অধিকারী হতে হবে।
দীপু মনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম। আজকে তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পন্নোয়ন দেশ থেকে উন্নয়নশীল দেশ হয়েছি। ডিজিটাল বাংলাদেশ হয়েছি। আগামী দিনে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ হবে।
তার জন্য স্মার্ট নাগরিক লাগবে, আর সেই স্মার্ট নাগরিক হবে তোমরা। তার জন্য তোমাদেরকে সে গুণাবলী অর্জন করতে হবে।
তিনি ছেলে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি আশা করি তোমরা ছেলেরা নিজেদেরকে এমনভাবে গড়ে তুলবে, যাতে তোমরা নারীর প্রতি শ্রদ্ধাশীল হবে। তুমি যেমন মানুষ, একজন নারীও মানুষ। কাজেই তার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাস, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, হাজীগঞ্জ পাইলট সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ।
আরও পড়ুন: অনেক নতুন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নেই: দীপু মনি
তত্ত্বাবধায়ক ইস্যুটাকে পচিয়ে ফেলেছে বিএনপি: দীপু মনি
১ বছর আগে
বিএনপি সাম্প্রদায়িক দল এবং পাকিস্তানকে ভালোবাসে: ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি একটি সাম্প্রদায়িক দল যারা পাকিস্তানকে ভালোবাসে।
শনিবার নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ঢাকার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: শেখ হাসিনাকে টার্গেট করে পার পাবেন না: ওবায়দুল কাদের
সাম্প্রতিক সময়ে মির্জা ফখরুল তার বক্তব্যে বলেছিলেন যে পাকিস্তানের যুগ ভালো ছিল, এবং এটি আবারও প্রমাণ করেছে। স্বাধীনতা-পূর্ব সময়ের সঙ্গে আওয়ামী লীগের বর্তমান যুগের তুলনা করার জবাবে কাদের এমন মন্তব্য করেন।
এসময় ভবিষ্যদ্বাণী করে কাদের বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা উন্নয়নের যে রেকর্ড গড়েছেন তা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জিততে সাহায্য করবে।
কাদের শেখ হাসিনার প্রতি আস্থা রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী সব সামলাচ্ছেন এবং সব দিবেন। তিনি নেতাকর্মীদের বিএনপির অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ সুদিনের দিকে এগিয়ে যাচ্ছে।
কাউন্সিলে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন।
আরও পড়ুন: মেগাপ্রকল্প বিএনপির ‘মেগা-যন্ত্রণার’ কারণ: ওবায়দুল কাদের
বিএনপি ক্ষমতা দখলের জন্য মরিয়া: ওবায়দুল কাদের
২ বছর আগে
ভালোবেসে ১৮ বছর ধরে বাংলাদেশে যেভাবে জীবন কাটছে অস্ট্রেলিয়ার ম্যালকমের
বাংলাদেশের মেয়েকে ভালোবেসে বিয়ে করে খুলনায় নিরবে নিভৃতে জীবন যাপন করছেন অস্ট্রেলিয়ার নাগরিক চিত্র শিল্পী ম্যালকম আর্নল্ড।
অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের অ্যাডিলেডের বাসিন্দা ম্যালকম আর্নল্ডের বাবার নাম মোস্টন আর্নল্ড ও মায়ের নাম সেলিউয়া আর্নল্ড। অস্ট্রেলিয়ায় তার এক ছেলে ও দুই মেয়ে আছে, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তার। তবে তার প্রথম স্ত্রী অনেক আগেই তাকে ছেড়ে অন্যত্র চলে গেছেন। বর্তমানে ভালোবেসে এনজিও কর্মী হালিমা বেগমকে বিয়ে করে খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকার ভাড়া বাড়িতে দীর্ঘ ১৮ বছর যাবত বসবাস করছেন ম্যালকম।
৭৪ বছর বয়সী ম্যালকম মূলত একজন চিত্র শিল্পী। দীর্ঘ ৪৫ বছর ধরে তিনি ছবি আঁকার সঙ্গে জড়িত, ছবি বিক্রি করেই তার সংসার চলে। তার প্রতিটি ছবি পাঁচ হাজার টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়। অনলাইনের মাধ্যমেও তিনি ছবি বিক্রির অর্ডার পেতেন।
কিন্তু গত দু’বছর করোনার সময়ে ছবি বিক্রি প্রায় বন্ধ হয়ে যায়। ফলে তিনি অভাব অনটনে পড়েন ম্যালকম। এছাড়া তার হাটে ব্লক ধরা পড়েছে, ঠিক মতো দাঁড়াতে ও হাঁটতেও পারেন না।
অস্ট্রেলিয়ায় তার সব কিছু থাকলেও তিনি আর সেখানে ফিরে যেতে চান না। বাংলাদেশের জন্য রয়েছে তার অকৃত্রিম ভালোবাসা। যতদিন বাঁচবেন, এই দেশেই থাকতে চান তিনি। তবে তার ভিসার মেয়াদ আছে ২০২৫ সাল পর্যন্ত।
আরও পড়ুন: খুলনার রাস্তায় পড়ে থাকা সেই বৃদ্ধের ঠাঁই হলো ঢাকার বৃদ্ধাশ্রমে
২ বছর আগে
শিশুদের ভালোবাসা দিয়ে গড়ে তুলুন: প্রধানমন্ত্রী
জীবনকে অর্থপূর্ণ ও সাফল্যমণ্ডিত করতে সন্তানদের সঠিকভাবে ভালোবাসা ও স্নেহ দিয়ে গড়ে তোলার জন্য দেশের জনগণকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই আমি দেশের মানুষের কাছে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, ভালোবাসা দেয়া, জীবনকে সার্থক এবং অর্থবহ করে তোলার আহ্বান জানাই।
সোমবার শেখ রাসেল দিবস-২০২১ এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, ভালোবাসা দিয়ে শিশুদের সঠিকভাবে তৈরি করা সবার দায়িত্ব এবং আদর্শ হওয়া উচিত।
পড়ুন: রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় বোঝা: প্রধানমন্ত্রী
‘শেখ রাসেল দিবস’ পালিত হচ্ছে আজ
তিনি বলেন, তার সরকার বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক চেতনায় উন্নত ও সমৃদ্ধশালী ‘সোনার বাংলা’ হিসেবে গড়ে তুলতে চায় যেখানে কোনো অন্যায় থাকবে না এবং মানুষ একটি সুন্দর জীবন উপভোগ করবে।
শিক্ষাকে শিশুদের জন্য অমূল্য সম্পদ হিসেবে বর্ণনা করে শেখ হাসিনা তাদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার এবং প্রযুক্তির এই যুগে ডিজিটাল মাধ্যম থেকে ভালো কিছু শেখার আহ্বান জানান।
তিনি বলেন, ‘এই সম্পদ (শিক্ষা) কখনও হারিয়ে যাবে না বা কেউ তা ছিনিয়ে নিতে পারে না। শিক্ষা একজন মানুষের জীবনের সবচেয়ে অমূল্য সম্পদ।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান আধুনিক এবং প্রযুক্তির যুগে সরকার ডিজিটাল শিক্ষার সুযোগ সম্প্রসারিত করছে। আজ বিশ্ব আমাদের হাতের মুঠোয়, কারণ সেখান থেকে সবকিছু জানা যায়। তাই এটি থেকে তোমরা শুধু ভালো জিনিসগুলো শিখবে এবং নিজেকে সঠিকভাবে নিজেকে গড়ে তুলবে।’
পড়ুন: খাদ্য অপচয় বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
কুমিল্লার ঘটনায় অপরাধীদের খুঁজে বের করার আহ্বান প্রধানমন্ত্রীর
৩ বছর আগে
রাজধানী শহরকে ভালোবাসার আহ্বান ডিএনসিসি মেয়রের
দেশকে ভালোবেসে যেভাবে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন ঠিক সেভাবেই রাজধানী শহর ঢাকাকে ভালোবাসতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
৪ বছর আগে