সমঝোতা
সমঝোতার জন্য আমাদের ‘দুঃখিত ও ক্ষমা চাই’ শব্দগুলো শুনতে হবে: জার্মান রাষ্ট্রদূত
সমঝোতা প্রচেষ্টার জন্য মনের পরিবর্তন এবং রক্তাক্ত ও প্রতিশোধপরায়ণ অতীতের স্মৃতি মুছে ফেলার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার।
জার্মান ঐক্য দিবস উপলক্ষে সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় দূতাবাসে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ‘সমঝোতার জন্য আমাদের দুঃখিত শব্দটি শুনতে হবে। যে অপরাধ ও ভুল করা হয়েছে তার জন্য ক্ষমা চাইতে হবে। আমারও ভুল হতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত আমি এটি এখানে শুনিনি।’
রাষ্ট্রদূত বলেন, তদন্ত ও সত্য স্বীকার করা ছাড়া সমঝোতা সম্ভব নয়।
সংবর্ধনা অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ক্রমবর্ধমান সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন।
রাষ্ট্রদূত ট্রস্টার সম্প্রতি বাংলাদেশের একজন সুপরিচিত, অভিজ্ঞ ও চিন্তাশীল রাজনীতিবিদ, যিনি এই দেশের শান্তিপূর্ণ ভবিষ্যত সম্পর্কে যা বলেছেন তা 'অত্যন্ত মর্মস্পর্শী' এবং 'প্রত্যয়ী' বলে মনে করেন। তাকে তিনি শ্রদ্ধাও করেন বলেও জানান।
রাজনীতিবিদ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রদূত বলেন, ‘এটি এমন একটি ধারণা যা সাম্প্রতিক অতীতে দক্ষিণ আফ্রিকা বা রুয়ান্ডার মতো দেশগুলোতে ভাল কাজ করেছে, তবে ইউরোপেও সমানভাবে কাজ করেছে। বাংলাদেশে এমনটি না হওয়ার এবং উন্নত সাম্প্রদায়িকতায় অবদান রাখার কোনো কারণ আমি দেখি না।’
ট্রস্টার উল্লেখ করেন যে, তারা সবাই এমন একটি ভবনে দাঁড়িয়ে ছিলেন যা দুটি দেশের যৌথ মালিকানাধীন, যারা শতাব্দীর পর শতাব্দী ধরে শত্রু ছিল।
‘ফ্রান্স ও জার্মানি সিদ্ধান্ত নিয়েছে যে, পুনর্মিলনই হচ্ছে আমাদের জনগণের শান্তিপূর্ণ অস্তিত্বের দিকে এগিয়ে যাওয়ার পথ এবং একটি মুক্ত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ইউরোপের জন্য তাদের আকাঙ্ক্ষার একটি প্রয়োজনীয় পূর্বশর্ত।’
রাষ্ট্রদূত বলেন, 'আমি মনে করি ফ্রান্স ও জার্মানি, পুরো ইউরোপীয় ইউনিয়ন এক্ষেত্রে সাফল্যের সাক্ষ্য।’
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জেনেভায় মানবাধিকার বিষয়ক উচ্চ প্রতিনিধির কার্যালয়ের সহায়তায় ২০২৪ সালের জুলাই ও আগস্টের ঘটনাবলীর যথাযথ তদন্ত শুরু করে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের অনেক মানুষের প্রত্যাশা পূরণ করছে। জার্মান সরকার ওএইচসিএইচআরের এই কার্যক্রমে ৫০ হাজার ইউরো দিয়েছে।
জার্মান রাষ্ট্রদূত বলেন, 'আমি আস্থাবান যে, চ্যালেঞ্জিং সময়েও বাংলাদেশ ও জার্মানির মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সুসম্পর্ক বিকশিত ও প্রস্ফুটিত হওয়ার ধারা অব্যাহত থাকবে।
তিনি বলেন, জার্মানি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাজ ও মিশনকে সমর্থন করে এবং অতীতের মতো এবারও সহায়তা করতে প্রস্তুত রয়েছে।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে জার্মান ফেডারেল চ্যান্সেলর ওলাফ শলৎস প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে লেখা চিঠিতে বলেন, 'আপনার দেশের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে আপনি দায়িত্ব গ্রহণ করছেন। আমি আপনাকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সামনের কাজগুলোর জন্য দুর্দান্ত শক্তি এবং সাফল্য কামনা করি।’
রাষ্ট্রদূত বলেন, জার্মানি গত ৫২ বছর ধরে বাংলাদেশের প্রশংসনীয় উন্নয়নে একটি প্রমাণিত অংশীদার এবং এর সাফল্যে অবদান রাখতে পেরে আমরা গর্বিত।
সর্বশেষ সরকারি আলোচনার সময়, জার্মানি প্রধানত নবায়ণযোগ্য জ্বালানি, শক্তি দক্ষতা এবং জলবায়ু স্থিতিস্থাপকতার ক্ষেত্রে দেশগুলোর মধ্যে সহযোগিতার জন্য অতিরিক্ত ১৭৬ মিলিয়ন ইউরো দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন: বাংলাদেশে আরও বিনিয়োগ ও দ. কোরিয়ায় শ্রমিক নিয়োগ করুন: রাষ্ট্রদূতকে অধ্যাপক ইউনূস
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে উদারভাবে রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে, বাংলাদেশের ওপর যে ভারী বোঝা চাপানো হচ্ছে তা জার্মানি খুব ভালো করেই বুঝতে পারে।
জার্মানি নিজেই সাম্প্রতিক বছরগুলোতে বহু মানুষকে আশ্রয় ও সুরক্ষা দিয়েছে৷ জার্মানি বর্তমানে তার সীমান্তের মধ্যে ৩১ লাখেরও বেশি শরণার্থী এবং আশ্রয়প্রার্থীদের যত্ন নিচ্ছে।
জার্মানি রোহিঙ্গাদের সঙ্গে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রেখেছে। ২০১৭ সাল থেকে শরণার্থী শিবিরের আশেপাশে মানবিক কার্যক্রমে ৩০৫ মিলিয়ন ইউরো দিয়েছে দেশটি।
রাষ্ট্রদূত ট্রস্টার বলেন, অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশ ও জার্মানির সম্পর্ক আগের মতোই অব্যাহত রয়েছে। জার্মানি বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্যের দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক দেশ। অন্যান্য প্রতিশ্রুতিশীল খাতে ব্যবসা সম্প্রসারণের অনেক সুযোগ রয়েছে বলে জানান তিনি।
জার্মান সরকার দেশে দ্রুত নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার প্রশংসা করেছে এবং যে সংস্কার শুরু হয়েছে তা স্বীকার করেছে। মধ্যে উল্লেখযোগ্য হলো ব্যাংকিং খাত।
দূতাবাসের পক্ষ থেকে জার্মান ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে এবং তারা সবাই বাংলাদেশের প্রতি অব্যাহত আগ্রহ প্রকাশ করেছেন।
রাষ্ট্রদূত বলেন, 'বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এজেন্ডার সাফল্যকে সাধুবাদ জানাবেন তারা। এর ফলে তারা বাংলাদেশের সঙ্গে তাদের ব্যবসা জোরদার ও সম্প্রসারিত করতে পারবেন।’
জার্মান সরকার ধরে নিয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে সহযোগিতার সাধারণ ভিত্তি - দ্বিপক্ষীয়ভাবে পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তার সহযোগিতার কাঠামোটি বিস্তৃত হয়েছে।
রাষ্ট্রদূত বলেন, তারা এখন আগের চেয়ে অনেক বেশি গণতান্ত্রিক মূল্যবোধ ও বিশ্বাসের অংশীদার এবং তারা যৌথভাবে এর সর্বোত্তম ব্যবহার করতে আশাবাদী, বাংলাদেশের জনগণের সুবিধার জন্য, স্বাধীনতা, অংশগ্রহণমূলক গণতন্ত্র এবং সকলের জন্য আরও সমৃদ্ধির জন্য হঠাৎ করে যে সুযোগ এসেছে তা গ্রহণ করতে।
ট্রস্টার বলেন, 'গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা এই মূল্যবোধে বিশ্বাস করি এবং আমরা দেখেছি যে বাংলাদেশের সমাজের একটি বড় অংশ এই আকাঙ্ক্ষার জন্য চূড়ান্ত পর্যন্ত প্রচুর ব্যক্তিগত ত্যাগ স্বীকার করতে ইচ্ছুক ছিল। ‘
তিনি বলেন, ‘আমরা এই দুঃখজনক ক্ষতির জন্য শোক করছি এবং তাদের এবং তাদের অসামান্য সাহসকে আমাদের স্মৃতিতে রাখব।’
জার্মান রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অনেক নাগরিক মনে করেন, তাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন বাস্তবায়নের জন্য কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রয়োজন।
আরও পড়ুন: বাংলাদেশে বিনিয়োগের চমৎকার সুযোগ রয়েছে: জার্মান রাষ্ট্রদূতকে পররাষ্ট্রমন্ত্রী
১ মাস আগে
বাকৃবি ও ম্যাভেরিক ইনোভেশনের সমঝোতা স্মারক সই
বাকৃবির সঙ্গে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ম্যাভেরিক ইনোভেশনের শিক্ষা ও গবেষণায় সহযোগিতামূলক সম্পর্ক তৈরিতে সমঝোতা স্মারক সই হয়েছে।
পোল্ট্রি বিজ্ঞান বিভাগের আয়োজনে বাকৃবির পশুপালন অনুষদের ডিন অফিসের সম্মেলন কক্ষে সোমবার (৭ অক্টোবর) ওই সমঝোতা স্মারক সই হয়।
আরও পড়ুন: পবিপ্রবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম
বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ম্যাভেরিক ইনোভেশনের দেখাদেখি অন্যান্য প্রতিষ্ঠান এগিয়ে আসলে কৃষক বা খামারিরাই লাভবান হবে। তার উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পাবে।
উপাচার্য বলেন, বাকৃবির গবেষণাগারে বিজ্ঞানীদের উদ্ভাবিত ফলাফল মাঠ পর্যায়ে প্রয়োগ করতে না পারলে দেশের কোনো লাভ হবে না। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জনগণের টাকায় পড়াশোনা করছে।
উপাচার্য আরও বলেন, এই টাকার সঠিক মূল্যায়ন তখনই হবে যখন শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞানকে মাঠ পর্যায়ে প্রয়োগের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। একটি প্রাইভেট প্রতিষ্ঠানের মাধ্যমে তারা খুব সহজেই ওই সুযোগটি পেতে পারে।
ইউজিসির অধ্যাপক ড. সচ্ছিদান্দন দাস চৌধুরী বলেন, দেশের জন্য পশুপালন অনুষদের পোল্ট্রি বিজ্ঞান বিভাগ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মূল কাজ শিক্ষার্থীদের শিক্ষাদান করা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা। সম্পূর্ণ গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান না হয়েও বাকৃবির গবেষকরা দেশের কল্যাণে অভূতপূর্ব অবদান রেখেছে।
তিনি আরও বলেন, বাকৃবি ও ম্যাভেরিক ইনোভেশনের সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে দেশই প্রকৃতপক্ষে উপকৃত হবে। কারণ একত্রিত হয়ে কাজ করায় গবেষণার মান বৃদ্ধি পাবে, আন্তর্জাতিক পরিমন্ডলেও সমাদৃত হবে।
তবে অগ্রাধিকার ভিত্তিতে প্রাণীর উৎপাদনমুখী গবেষণাকে এগিয়ে রাখার কথাও জানান অধ্যাপক ড. সচ্ছিদান্দন দাস।
ম্যাভেরিক ইনোভেশনের ড. কবির চৌধুরী বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণাখাতে সামর্থ্য অনেক বেশি। তবে নলেজ শেয়ারিং, যৌথভাবে কাজ করলে আরও অনেক বেশি কিছু অর্জন সম্ভব।
আরও পড়ুন: ওয়েবমেট্রিক্স র্যাংকিংয়ে দেশের সেরা বাকৃবি
২ মাস আগে
অভিন্ন জলরাশি বিষয়ে সমঝোতা না হলে বাংলাদেশে বন্যা নিয়ন্ত্রণ কষ্টকর: পরিবেশ উপদেষ্টা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অভিন্ন জলরাশি বিষয়ে সমঝোতা না হলে ভবিষ্যতে বন্যা নিয়ন্ত্রণ বাংলাদেশের জন্য কষ্টকর হবে।
তিনি বলেন, অভিন্ন জলরাশির ব্যবস্থাপনা বিষয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ সমঝোতায় এখনও পৌঁছাতে পারিনি। এটি বড় চ্যালেঞ্জ। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচতে আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার আহ্বান পরিবেশ উপদেষ্টার
রবিবার (৬ অক্টোবর) ঢাকায় মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে ‘কপ নেটওয়ার্ক কনভেনশন-২০২৪’ এর উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের পর্যাপ্ত সম্পদ বা প্রযুক্তিগত জ্ঞান নেই। সেজন্য আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্ষয়ক্ষতিসহ অন্যান্য তহবিলে দেশকে পর্যাপ্ত পরিমাণ আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানিয়ে আসছি।
আরও পড়ুন: ১ নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হবে: পরিবেশ উপদেষ্টা
উপদেষ্টা বলেন, এই প্রভাব থেকে বাঁচতে আঞ্চলিক পর্যায়েও সহযোগিতা বাড়ানো দরকার। কারণ, কী পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, কখন পানি ছেড়ে দেওয়া হবে, এগুলোর ওপর আগাম সতর্কতার বিষয়ে সমঝোতা না থাকলে বাংলাদেশের মানুষের জন্য এর প্রভাব মোকাবিলা কষ্টকর হয়ে যাবে।
এমন অবস্থা থেকে উত্তরণের জন্য দীর্ঘমেয়াদি সমাধান চাইলে আন্তর্জাতিক পরিমণ্ডল এবং আঞ্চলিক পর্যায় দুটিই গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: ১ অক্টোবর থেকে সুপারমার্কেট, ১ নভেম্বর থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ: পরিবেশ উপদেষ্টা
২ মাস আগে
শেখ হাসিনা-লি কিয়াং বৈঠক: ২২ সমঝোতা স্মারক সই
বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রিমিয়ার অব দ্য স্টেট কাউন্সিল লি কিয়াংয়ের সঙ্গে দু'দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১০ জুলাই) সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
পরে দুপুরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী দু'দেশের মধ্যে ২১টি সমঝোতা স্মারক সই প্রত্যক্ষ করেন। এসময় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বাংলাদেশকে ১ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণাও দিয়েছেন। এছাড়া সাতটি ঘোষণাও দেওয়া হয়।
পরে বেইজিংয়ের সেন্ট রেজিস হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের উপস্থিতিতে ২১টি সমঝোতা স্মারক সই হয়।
চীনের সঙ্গে সই করা স্মারকগুলো হলো-
১. ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ সহযোগিতা জোরদার করার বিষয়ে সমঝোতা।
২. চায়না ন্যাশনাল ফাইন্যান্সিয়াল রেগুলেটরি অ্যাডমিনিস্ট্রেশন (এনএফআরএ) এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে ব্যাংকিং এবং বিমা নিয়ন্ত্রণ-সংক্রান্ত সমঝোতা।
৩. বাংলাদেশ থেকে চীনে আম রপ্তানির জন্য উদ্ভিদ স্বাস্থ্য সম্পর্কিত (ফাইটোস্যানিটারি) উপকরণ বিষয়ে প্রটোকল।
৪. অর্থনৈতিক উন্নয়ন নীতি সহায়তা ক্ষেত্রে সমঝোতা।
৫. বাণিজ্য ও বিনিয়োগ সহায়তা সমঝোতা।
৬. বাংলাদেশে প্রকল্পে চায়না-এইড ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টারের ‘সম্ভ্যাবতা সমীক্ষা’ বিষয়ে আলোচনার কার্যবিবরণী।
৭. চীনের সহায়তায় ষষ্ঠ বাংলাদেশ-চায়না মৈত্রী সেতু সংস্কার প্রকল্পপত্র বিনিময়।
৮. নাটেশ্বর প্রত্নতাত্বিক স্থাপনা পার্ক প্রকল্পে চায়না-এইড কনস্ট্রাকশনের সম্ভ্যাবতা সমীক্ষাপত্র বিনিময়।
৯. চীনের সহায়তায় নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু প্রকল্পপত্র বিনিময়।
১০. মেডিকেল সেবা এবং জনস্বাস্থ্য বিষয়ে সহযোগিতা শক্তিশালীকরণ সমঝোতা।
১১. অবকাঠামোগত সহযোগিতা জোরদারে সমঝোতা।
১২. গ্রিন অ্যান্ড লো-কার্বন উন্নয়ন বিষয়ে সহযোগিতা।
১৩. বন্যার মৌসুমে ইয়ালুজাংবু (ব্রহ্মপুত্র) নদীর হাইড্রোলজিক্যাল তথ্য বাংলাদেশকে দেওয়ার বিধিবিষয়ক সমঝোতা স্মারক নবায়ন।
১৪. চীনের জাতীয় বেতার ও টেলিভিশন প্রশাসন এবং বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা।
১৫. চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং বাংলাদেশ সংবাদ সংস্থার মধ্যে পারস্পরিক সমঝোতা।
১৬. চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং বিটিভির মধ্যে সমঝোতা।
১৭. সিনহুয়া নিউজ এজেন্সি ও বিটিভির মধ্যে সমঝোতা।
১৮. চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এবং বাংলদেশের জাতীয় সংবাদ সংস্থা বাসসের মধ্যে সমঝোতা।
১৯. সিনহুয়া সংবাদ সংস্থা এবং বাংলাদেশ টেলিভিশনের মধ্যে সমঝোতা।
২০. চীনের শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সমঝাতা স্মারক নবায়ন।
২১. টেকসই অবকাঠামো উন্নয়নে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বিষয়ে সমঝোতা।
সাতটি ঘোষণাপত্র হলো-
১. চীন-বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ে যৌথ সম্ভ্যাবতা সমীক্ষা সমাপ্তি ঘোষণা।
২. চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি ত্বরান্বিত করা নিয়ে আলোচনা শুরুর ঘোষণা।
৩. ডিজিটাল কানেক্টিভিটি প্রকল্পের জন্য টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের আধুনিকীকরণের সমাপ্তির ঘোষণা।
৪. ডাবল পাইপ লাইন প্রকল্পের সঙ্গে সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের ট্রায়াল রান সমাপ্তির ঘোষণা।
৫. রাজশাহী ওয়াসা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালুর ঘোষণা।
৬. বাংলাদেশে লুবান ওয়ার্কশপ নির্মাণের ঘোষণা।
৭. চীনের শ্যানডং এগ্রিকালচারাল ইউনিভার্সিটির সাথে গাজীপুরস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার ঘোষণা।
অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, বাণিজ্য প্রতিমন্ত্রী, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিব, অন্যান্য সচিবসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী উচ্চপর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন।
চীনের শ্যানডং এগ্রিকালচারাল ইউনিভার্সিটির সঙ্গে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারকটি সইয়ের সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া ও চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
৫ মাস আগে
ভারতের সঙ্গে সমঝোতা নিয়ে অপপ্রচারে লিপ্ত বিএনপি-জামায়াত: তথ্য প্রতিমন্ত্রী
ভারতের সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারকের সকল ধারা না পড়ে এবং না বুঝেই বিএনপি অপপ্রচার ও মিথ্যাচার করছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, ‘ধারাগুলো খন্ডিতভাবে তুলে ধরে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।’
সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার (১ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরে স্বাক্ষরিত সমঝোতা স্মারক নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘কিছুদিন আগে প্রধানমন্ত্রী ভারত সফর করেন। সেখানে কিছু সমঝোতা স্মারক সই হয়েছে। এই সমঝোতা স্মারকের বিষয়গুলো নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, ক্ষেত্রবিশেষে কিছু কিছু মূলধারার গণমাধ্যমেও ভুল তথ্য চলে এসেছে।’
আরও পড়ুন: বার্ষিক কর্মসম্পাদন চুক্তি জনগণের আস্থা তৈরি করবে: তথ্য প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি, বিএনপি ও জামায়াতের পক্ষ থেকেও বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা এ নিয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছেন। সর্বশেষ মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যুক্ত হয়েছেন সেই অপপ্রচারে। রবিবার তিনি একটি প্রেস কনফারেন্সে যে বক্তব্য দিয়েছেন, সেগুলো একেবারেই অসত্য এবং ডাহা মিথ্যা কথা। সমঝোতা স্মারকের সবগুলো ধারা উনি হয়তো পড়েননি বা যারা অপপ্রচার করেছে তারাও পড়েননি। সব ধারা না পড়ে খণ্ডিতভাবে এগুলো তুলে ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।’
এসময় তিনি বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক সমঝোতা স্মারক কোনোভাবেই সরকারের নতজানু পররাষ্ট্রনীতি নয়, বরং এটি উভয় দেশের জন্যই লাভজনক।’
‘বিএনপি অপপ্রচার করছে যে, বাংলার বুক চিরে ভারতের ট্রেন চললে বাংলাদেশের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে। এটি মোটেই সঠিক নয়। সমঝোতা স্মারকের ৩ নম্বর ধারায় পরিষ্কার বলা হয়েছে- রেড ট্রাফিক তথা অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরকসহ বিপজ্জনক ও আপত্তিকর পণ্য পরিবহন করা যাবে না। সমঝোতা স্মারকের ৪ নম্বর ধারায় এটাও বলা হয়েছে- বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য ও মানুষের চলাচল, সংশ্লিষ্ট দেশের জাতীয় আইন, প্রবিধান এবং প্রশাসনিক বিধানের অধীনে হবে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি এটা বলে না যে, ভারতের মধ্য দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল ও ভুটান পর্যন্ত চলবে। নেপাল-ভুটান থেকে ভারতের মধ্য দিয়ে ট্রেন বাংলাদেশে আসবে এবং কলকাতা বন্দর ব্যবহার না করে মোংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করবে।’
‘তারা এটাও বলে না যে, ভারতের অভ্যন্তরীণ বিদ্যুৎ গ্রিডের মাধ্যমে তাদের ট্রান্সমিশন লাইন ব্যবহার করে ভারতের বুক চিরে বাংলাদেশ নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে।’
ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর বেশ কিছু কূটনৈতিক সাফল্য ও অর্জন তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ আন্তর্জাতিক ফোরামে গিয়ে নিষ্পত্তি করে বাংলাদেশের পক্ষে রায় এনেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তিনি অত্যাধুনিক চীনা সাবমেরিন যুক্ত করে বাংলাদেশ নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তর করে দেশকে সামরিকভাবে শক্তিশালী করেছেন। বঙ্গবন্ধুকন্যা ভারতের সঙ্গে স্থলসীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং ছিটমহল সমস্যার সমাধানের মধ্য দিয়ে দশ হাজার একর জমি বাংলাদেশের মধ্যে সংযুক্ত করেছেন। ভারতের গ্যাস ব্যবহার করে ভারতে উৎপাদিত বিদ্যুৎ ত্রিপুরার পালাটানা থেকে কম খরচে আমদানি করে বাংলাদেশে নিয়ে এসেছেন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার।’
আরও পড়ুন: তথ্যের সততা নিশ্চিতের অঙ্গীকার করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
‘গঙ্গার পানি বণ্টন চুক্তিতে ভারতকে রাজি করিয়ে, গঙ্গার পানির ন্যায্য হিস্যা শেখ হাসিনাই আদায় করেছেন। আর বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তো গঙ্গার পানির কথা বলতেই ভুলে গিয়েছিলেন- একথা দেশের সবাই জানে। তিস্তার পানি বণ্টন চুক্তির জন্য ভারতকে চাপের মধ্যে শেখ হাসিনাই রেখেছেন। এই চুক্তি হলেও তার হাত ধরেই হবে। বিএনপি ক্ষমতায় থাকতে তিস্তার পানি বণ্টন নিয়ে তাদের কোনো চিন্তা ছিল বলে প্রমাণ পাওয়া যায় না।’
বিএনপির রাজনীতি ‘নতজানু’ উল্লেখ করে তিনি বলেন, ‘২০১৪ সালে বিজেপি প্রথম ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গ বিএনপি মিষ্টি বিতরণ করেছিল। ভারতকে গ্যাস দেওয়ার মুচলেকা দিয়ে ২০০১ সালে ক্ষমতায় এসেছিল বিএনপি।’
৫ মাস আগে
অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সই হওয়া এ সমঝোতা স্মারকের মাধ্যমে এ দুইটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চতর শিক্ষা ও সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হলো।
আরও পড়ুন: আগামী রমজানে পণ্যের দাম বেঁধে দেওয়া হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় এ বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য মাইক ফেরগুসনসহ উভয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সমঝোতা স্মারকের আওতায় উভয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পারস্পরিক সফর বিনিময় করবেন।
এছাড়া চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত শিক্ষক ও প্রতিনিধিরা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় সফরসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
এতে বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষার মান বৃদ্ধিসহ ভবিষ্যতে অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয় এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই হয়।
আরও পড়ুন: সেহরি ও ইফতারে খেতে পারেন যেসব স্বাস্থ্যকর দেশি ফল
চিনির কিছু স্বাস্থ্যকর প্রাকৃতিক বিকল্প
৯ মাস আগে
জলবায়ু আলোচনার চূড়ান্ত: দুবাই জলবায়ু প্যাকেজ নিয়ে শেষ দিনে সমঝোতার চেষ্টা
বহুল আলোচিত ও প্রথম দিনে ইতিহাস সৃষ্টি করা দুবাই জলবায়ু সম্মেলন শেষ হচ্ছে মঙ্গলবার (১২ ডিসেম্বর)। রিপোর্ট লেখা পর্যন্ত আজ শেষ দিনের আলোচনায় দুবাই জলবায়ু প্যাকেজ নিয়ে সমঝোতার চেষ্টা চলছে।
বাংলাদেশ প্রতিনিধিদল জানায়, আজ কেবলমাত্র দুটি ইস্যু সামনে আছে। একটি হচ্ছে, জলবায়ু প্রশমনে বৈশ্বিক কার্বন নির্গমন কমানোর উচ্চাভিলাসী লক্ষ্যমাত্রা গ্রহণ এবং দ্বিতীয়টি হচ্ছে- জলবায়ু সংকট উত্তরণে দেশগুলোর সদিচ্ছা প্রকাশ।
আরও পড়ুন: বাংলাদেশে জলবায়ু অগ্রাধিকার সমর্থনে ৪০০ মিলিয়ন ডলার দেবে এডিবি
দুবাই জলবায়ু সামিট শেষ দিনে চূড়ান্ত চুক্তিতে বিশ্ববাসীকে কী উপহার দেবে সেটা দেখার অপেক্ষায় অধীর বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলো। আজ দুবাইয়ের স্থানীয় সময় রাত পর্যন্ত চলবে আলোচনা।
জীবাশ্ম জ্বালানি বন্ধ বা কমিয়ে আনার প্রশ্নে দুবাই জলবায়ু আলোচনায় এক অচল অবস্থা বিরাজ করছে। এই অচল অবস্থা নিরসনে আপ্রাণ চেষ্টা চালিযে যাচ্ছন সম্মেলনের সভাপতি সংযুক্ত আরব আমিরাতের পরিবেশমন্ত্রী সুলতান আল জাবের। তিনি যেকোনো মূল্যে দেশগুলোকে নিয়ে একটি সমঝোতায় পৌঁছে দুবাইকে জলবায়ু সম্মেলনের ইতিহাসে স্মরণীয় করে রাখতে চাইছেন। এ লক্ষে সম্মেলনের (কপ) সভাপতি বিভিন্ন দেশের মন্ত্রীদের সঙ্গে দফায় দফায় ‘মজলিশ’ করে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছেন।
জলবায়ু সম্মেলনের শেষ দিনে এসে সব পক্ষকে সন্তুষ্ট করে ঐকমত্যের ভিত্তিতে একটি চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া কঠিন কাজ। তাই শেষ দিনের কাজকে সহজ করার জন্য দুই দিন আগে থেকেই ‘গ্রাউন্ড ওয়ার্ক’ শুরু করেছেন কপ সভাপতি সুলতান আল জাবের।
রবিবার থেকে তিনি গ্রুপে গ্রুপে বিভিন্ন দেশের মন্ত্রীদের সঙ্গে বৈঠক শুরু করেন। আরবি ভাষায় যাকে ‘মজলিশ’ হিসেবে অভিহিত করা হয়। তিনি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সতর্ক করে দিয়েছেন। তিনি প্রতিনিধিদের সমঝোতার মানসিকতা নিয়ে চূড়ান্ত সামিটে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।
কী আছে দুবাই জলবায়ু প্যাকেজে
আরও পড়ুন: জলবায়ু সংকটের বিজ্ঞানভিত্তিক সমাধানসহ অভিযোজন তহবিল দ্বিগুন করার দাবি বাংলাদেশের
ক্ষয়ক্ষতি তহবিল কার্যকর, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রযুক্তির বিকাশ ঘটানো, অভিযোজন কার্যক্রম দ্রততর করার জন্য গ্লোবাল গোল অ্যাডাপটেশন গ্রহণ, মিথেন গ্যাস নির্গমন কমিয়ে বৈশ্বিক ক্ষুধা নিবারণে একটি রোডম্যাপ প্রণয়ণ, কার্বন নির্গমন কমাতে ওয়ার্ক প্রোগ্রাম অন মিটিগেশন গ্রহণ, বৈশ্বিক মূল্যায়নের মাধ্যমে পাঁচশালা পরিকল্পনা গ্রহণ, ১০০ বিলিয়ন ডলারের অর্থায়ন এবং ২০২৫ সাল থেকে নতুন অর্থায়নের লক্ষ্য নির্ধারণ। মূলত জলবায়ু সংকট নিরসনে সব বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করেই সাজানো হয়েছে দুবাই জলবায়ু প্যাকেজ।
এরমধ্যে বৈশ্বেক মূল্যায়নের পাঁচশালা পরিকল্পনাটি এবারের সম্মেলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্যারিস চুক্তিতে পাঁচ বছর পর পর বৈশ্বিক মূল্যায়নের কথা বলা হয়েছে। সেই মূল্যায়নের মাধ্যমে পরবর্তী পাঁচ বছরের জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে।
এই মূল্যায়নেই বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি দেড় ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখতে কী পরিমাণ কার্বন নির্গমন কমাতে হবে। এজন্য কার্বন নির্গমনের জন্য দায়ী জীবাশ্ম জালানি কতটা ফেজ আউট বা ফেজ ডাউন করতে হবে।
ক্ষয়ক্ষতির জন্য কী পরিমাণ অর্থের প্রয়োজন হবে, অভিযোজন বা প্রশমনের জন্য কী পরিমাণ অর্থ লাগবে সব বিষয়ই এই পরিকল্পনায় তুলে ধরা হয়েছে। এই মূল্যায়ন ও মিটিগেশন ওয়ার্ক প্রোগ্রাম অনুমোদন হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে তেল উৎপাদনকারী দেশগুলো। তাদের তেলের ব্যবসা কমে যাবে। এজন্য তেল উৎপাদনকারী দেশগুলোর চার শতাধিক লবিস্ট যেমন দুবাইতে সক্রিয় রয়েছে, তেমনি তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেক জীবাশ্ম জালানি বন্ধের বিরুদ্ধে বাধা দেওয়ার জন্য সদস্য দেশগুলোকে চিঠি দিয়েছে।
আরও পড়ুন: জলবায়ু অগ্রাধিকার সহায়তা হিসেবে এডিবির কাছ থেকে ৪০০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ
১ বছর আগে
সব দলকে নির্বাচনে আনার দায়িত্ব থেকে সরে আসছে ইসি
নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, সামনের দিনগুলোতে রাজনৈতিক অঙ্গনে কোনো সমঝোতা না হলে, যেসব দলই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত তাদের নিয়েই তারা নির্বাচন করবেন।
তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা করা নির্বাচন কমিশনের (ইসি) কাজ নয়। আমরা সংবিধান অনুযায়ী এগিয়ে যাচ্ছি। অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করব। রাজনৈতিক সমঝোতা আমাদের জন্য বড় বিষয় নয়।’
রবিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: বিশ্বাসযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ নিতে চাই: সিইসি
এক প্রশ্নের জবাবে ইসি রাশেদা সুলতানা বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের কোনো উদ্যোগ নেই।
তিনি বলেন, ‘ইসি যদি কোনো সংলাপের আয়োজনের কোনো উদ্যোগ নেয়, তাহলে তা জানানো হবে। আমরা আস্থার জায়গা নিয়ে কাজ করছি। তাদের (বর্জনকারীদের) আত্মবিশ্বাস ও মানসিকতা গড়ে তোলা তাদের প্রয়োজন।’
সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের আন্তরিকতার কোনো ঘাটতি নেই উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান আমাদের অঙ্গীকার।
তিনি বলেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এটা বিশ্বাস করা না করা তাদের ব্যাপার। এখানে আমাদের কিছু করার নেই। এখন পর্যন্ত আমরা কোথাও কোনো ভুল করেছি? কোনো আইন লঙ্ঘন করেছি? আমরা সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করছি। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আমরা ক্রমাগত এজন্য চেষ্টা করছি।’
সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের সমর্থনের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের সহযোগিতা নিতে হবে। তাদের (সরকার) সমর্থন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
তিনি আরও বলেন, ‘সরকারও চায় একটি সুষ্ঠু নির্বাচন। আমরা এতে বিশ্বাস করি। তবে আমরা পারব কি না, তা এখনই বলা যাবে না। আমরা আমাদের মতো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের চেষ্টা করছি।’
আরও পড়ুন: সরকারের হাতিয়ার হিসেবে কাজ করছেন সিইসি: খসরু
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে কোনো ঘাটতি হবে না: সিইসি
১ বছর আগে
বাংলাদেশ-মিয়ানমার ভিসা অব্যাহতি সমঝোতা স্মারক পুনর্বহাল
বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টে ভিসা অব্যাহতি সংক্রান্ত সমঝোতা স্মারকের অনুচ্ছেদ ২ পুনরায় কার্যকর করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন সমঝোতা স্মারকটি পুনরায় চালুর বিষয়ে মিয়ানমারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। অবশেষে ১৪ সেপ্টেম্বর মিয়ানমার সরকার এ বিষয়ে সম্মতি দেয়।
দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সমঝোতা স্মারকটি পুনরায় চালুর বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। বাংলাদেশ দূতাবাস, ইয়াংগুন বাংলাদেশ সরকারের এ সিদ্ধান্ত কূটনৈতিক মাধ্যমে মিয়ানমার সরকারকে জানিয়েছে।
আরও পড়ুন: ‘মিয়ানমারে আমাদের নিজের ঘরে ফিরতে সাহায্য করুন’
এর আগে ২০০৪ সালে সই হওয়া এই সমঝোতা স্মারকের ২ নম্বর অনুচ্ছেদটি মিয়ানমার সরকার ২০২০ সালের ২৮ মার্চ কোভিড-১৯ অতিমারির পরিপ্রেক্ষিতে স্বপ্রণোদিতভাবে স্থগিত ঘোষণা করে।
এ সমঝোতার আলোকে দু’দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারী ব্যক্তিরা অনধিক ৯০ দিন পরস্পরের দেশে ভিসা ব্যতীত অবস্থান করতে পারবে। সমঝোতা স্মারকটি পুনরায় চালু হওয়ায় শুধু সরকারি পর্যায়ে যোগাযোগই বৃদ্ধি পাবে না, বরং দুদেশের মধ্যে বিদ্যমান দ্বি-পাক্ষিক সম্পর্কেরও উন্নতি ঘটবে।
আরও পড়ুন: বাংলাদেশ ও মিয়ানমার হয়ে চীনের বুলেট ট্রেন ভারত যাবে
১ বছর আগে
বাংলাদেশ-হাঙ্গেরির মধ্যে ৩টি সমঝোতা স্মারক ও চুক্তি সই
বাংলাদেশ ও হাঙ্গেরি মধ্যে অর্থনৈতিক ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক সই হয়েছে।
সোমবার নিউইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী পিটার সিজ্জার্তোর উপস্থিতিতে নথিগুলো সই হয়।
তিনটি বিষয় হলো: 'অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে চুক্তি', '২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্টিপেনডিয়াম হাঙ্গারিকাম প্রোগ্রামের কাঠামোর আওতায় সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক সই' এবং '২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত স্বাস্থ্য খাতে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক সই'।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সাইডলাইনে দ্বিপক্ষীয় বৈঠকে তারা সই করেন।
বৈঠকে দুই দেশের মন্ত্রীরা খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তারা বিশ্বজুড়ে মানুষের দুর্ভোগ কমাতে যুদ্ধের অবসানের প্রয়োজনীয়তার বিষয়েও সম্মত হন।
আরও পড়ুন: গায়ানার পক্ষে আইসিজে রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ: মোমেন
তারা হাঙ্গেরির প্রধানমন্ত্রীর প্রস্তাবিত বাংলাদেশ সফর নিয়ে আলোচনা করেন এবং আশা প্রকাশ করেন যে এই সফরে তিনটি চুক্তি ‘দ্বৈত কর পরিহার’, ‘বিনিয়োগের নিরপত্তা বিষয়ক চুক্তি’ এবং ‘পানি সহযোগিতার চুক্তি’ সই হবে।
মন্ত্রীরা দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে হাঙ্গেরির সহযোগিতা কামনা করেন। রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখতে হাঙ্গেরির প্রচেষ্টা থাকবে বলে হাঙ্গেরির পররাষ্ট্র মন্ত্রী জানান।
মোমেন বাংলাদেশি নাগরিকদের জন্য ঢাকা থেকে হাঙ্গেরির ভিসার আবেদনের প্রক্রিয়া সহজ করার জন্য হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে, হাঙ্গেরির মন্ত্রী জানান যে বুদাপেস্ট ইতোমধ্যেই এ বিষয়ে উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।
আরও পড়ুন: ‘বন্ধু পরামর্শ দিতে পারে’: মোমেন
১ বছর আগে