গোসল
পদ্মায় গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে করতে নেমে ফরহাদ নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী উপজেলার মডেল থানার সামনে পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
ফরহাদ গোদাগাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীমন্তপুর গ্রামের মনিরুল ইসলাম বাবুর ছেলে। গোদাগাড়ী সরকারি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরহাদসহ কয়েক বন্ধু দুপুরে পদ্মা নদীতে গোসল করতে নামলে এক পর্যায়ে পানিতে ডুবে যায় ফরহাদ।
আরও পড়ুন: যশোরে দেয়ালচাপায় নির্মাণ শ্রমিক নিহত
স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় রাজশাহীর ডুবরিরা তার লাশ উদ্ধার করে।
রাজশাহী ফায়ার সর্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, ‘ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল পাঠানো হয়। পরে ডুবুরি দল নিখোঁজ ফরহাদের লাশ উদ্ধার করে।’
৪০ দিন আগে
গোবিন্দগঞ্জে করতোয়ায় নদীতে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আবু বক্কর ও হোসাইন মিয়া নামে সাত বছর বয়সি দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাতানা বালুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: নদীতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু
মৃত আবু বক্কর ওই গ্রামের বুলু মিয়ার ছেলে এবং হোসাইন ফুলবাড়ী ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের করতোয়া নদীর বন্যার পানিতে গোসল করতে নেমে আবু বক্কর ও হোসাইন নিখোঁজ হয়। পরে স্বজনরা পানিতে খোঁজাখুঁজি করে লাশ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বলেন, সুরতহাল শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: পিরোজপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
২০০ দিন আগে
কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে আতহার নূর কায়েম(১৭) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছে।
শুক্রবার (১৬আগস্ট) সকালে কলাতলী সমুদ্র তীরে এই ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষার্থী উখিয়া বালুখালী এলাকার বশির আহমেদের ছেলে। নিখোঁজ আতহার নূর কায়েম কক্সবাজার ডিসি কলেজের ২০২৪ সালের এইচএসসি পরিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেন, পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বিচকর্মী শফিউল করিম।
আরও পড়ুন: মিঠামইন হাওরে গোসল করতে নেমে তরুণ নিখোঁজ
তিনি বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে আসে। ফুটবল খেলা শেষে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামলে স্রোতে ভেসে যায় ওই শিক্ষার্থী। বিষয়টি আমাদের জানালে তাৎক্ষণিক ‘সি লাইফ গার্ড’ নিয়ে আমরা উদ্ধার কাজে নামি। এখনো উদ্ধার কার্যক্রম চলমান। তবে এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।
নিখোঁজ ওই শিক্ষার্থীর বাবা বশির আহমেদ বলেন, আমরা সবাই ঘুমে ছিলাম। আমার অজান্তেই ছেলে ঘুম থেকে উঠে সমুদ্রে চলে আসে। ঘুম থেকে উঠে শুনি আমার 'ধন' সাগরে ভেসে গেছে।
আরও পড়ুন: ভোলায় ট্রলারডুবিতে নিখোঁজ ৮ জেলে, জীবিত উদ্ধার ৫
২৪৫ দিন আগে
নদীতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরের বুড়ি তিস্তা নদীতে গোসল করতে নেমে মীম (১১) ও হাসি (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের বাগচির খামার ইন্দারারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিংড়ায় আত্রাই নদীতে পড়ে শিশুর মৃত্যু
নিহত মীম উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের বাগচির খামার ইন্দারারপাড় এলাকায় মোন্নাফ মিয়া এবং হাসি একই এলাকার হাবিবুর রহমানে মেয়ে।
উলিপুর থানার উপপরিদর্শক (এসআই) গোলক চন্দ্র বর্মন বলেন, ‘বুড়ি তিস্তা নদীতে শুক্রবার দুপুরে দাদি হাসেনা বেগমকে সঙ্গে নিয়ে হাসি ও মীম গোসল করতে যায়। গোসলের উদ্দেশ্যে দুই শিশু পানিতে ডুব দেয়। ১৫ মিনিট অতিবাহিত হওয়ার পরও তাদের সাড়াশব্দ না পেয়ে তাদের দাদির চিৎকারে লোকজন এসে খোঁজাখুঁজি শুরু করে। পরে নদী থেকে হাসি ও মীমের লাশ উদ্ধার করা হয়।’
আরও পড়ুন: পিরোজপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
২৬৬ দিন আগে
লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে ৩ শিশু নিখোঁজ
নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই ভাইসহ তিন শিশু নিখোঁজ হয়েছে।
বুধবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় এই ঘটনা ঘটে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস নদীতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।
নিখোঁজ দুই শিশু দিপু (১১) ও ওপু (১০) মহেষপুর গ্রামের কালাম সরদারের এবং সরদারের ছেলে জয় (১০)।
এলাকাবাসী জানায়, দুপুরে চার শিশু রামকৃষ্ণপুর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে এক শিশু উঠে আসলেও দিপু, ও ওপু নিখোঁজ হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জেলেদের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে।
উদ্ধার অভিযানে অংশ নিতে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবিরি দলকে তলব করা হয়েছে বলে জানান লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ।
২৭৫ দিন আগে
মিঠামইন হাওরে গোসল করতে নেমে তরুণ নিখোঁজ
বন্ধুদের সঙ্গে কিশোরগঞ্জের মিঠামইন জিরো পয়েন্টের হাওরে গোসল করতে নেমে আবীর হোসেন (২০) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (১২ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের মিঠামইন জিরোপয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: মেঘনায় ড্রেজার ডুবির ঘটনায় ২ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৩
আবীর হোসেন ঢাকার উত্তর মুগদা পাড়ার বাসিন্দা আবদুল আলিম ও আঁখি আক্তার দম্পতির ছেলে।
প্রত্যক্ষদর্শী পর্যটক সুজন আহমেদ ইমরান বলেন, আমরা বন্ধুরা একসঙ্গে হাওরে গোসল করছিলাম। পাশেই গোসল করছিল আবীররা। হঠাৎ আবীরের সঙ্গে থাকা একজন ডুবে যাচ্ছিল। তাকে বাঁচতে গিয়ে তলিয়ে যায় আবীর। আমরা আবীরকে উদ্ধার করতে চেষ্টা করি। ততক্ষণে পানিতে তলিয়ে ভেসে গেছে। পরে ফায়ার সার্ভিসে খবর দেই।
মিঠামইন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আমাদের ডুবরি দল কিশোরগঞ্জ থেকে রওনা হয়েছে। তারা এলে উদ্ধার অভিযান শুরু হবে।’
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন: নেপালে ভূমিধসে ২ বাস নদীতে ভেসে গিয়ে ৬০ যাত্রী নিখোঁজ
টাঙ্গন নদীতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
২৮০ দিন আগে
পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
হবিগঞ্জের ফুটবল খেলার পর পুকুরে গোসল করতে নেমে ডুবে প্রলয় দাস (৭) ও সূর্য দাস (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ জুন) দুপুরে আজমিরীগঞ্জের বদলপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশু প্রলয় দাস মাহমুদপুর গ্রামের গোবিন্দ দাসের ছেলে এবং প্রলয় দাস একই গ্রামের রুবেল দাসের ছেলে।
আরও পড়ুন: সিলেটে খালের পানিতে পড়ে শিশুর মৃত্যু
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে প্রলয় ও সূর্য দাস অন্যান্য শিশুদের সঙ্গে মাহমুদপুর মাঠে ফুটবল খেলা শেষে মাঠ সংলগ্ন পুকুরে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে প্রলয় ও সূর্য পুকুরের সিঁড়ি থেকে পা পিছলে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। স্থানীয়রা পুকুর থেকে প্রলয় ও সূর্যকে উদ্ধার করে তাদের পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, পরিবার থেকে ময়নাতদন্ত ছাড়া শিশুদের লাশ নেওয়ার জন্য আবেদন করা হয়েছে।
আরও পড়ুন: নদীতে পড়ে আদিবাসী শিশুর মৃত্যু
রংপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
২৯৩ দিন আগে
রাতারগুলে গোসলে নেমে কিশোর নিখোঁজ
সিলেটের গোয়াইনঘাটে চেঙ্গেরখাল নদীর মটরঘাট এলাকায় গোসল করতে নেমে শামিম আহমদ (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।
শুক্রবার (২৮ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধারে কাজ করছে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
আরও পড়ুন: মেহেরপুরে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
নিখোঁজ কিশোর শামীম আহমদ (১৭) সিলেট এয়ারপোর্ট থানাধীন হালদারপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে।
রাতারগুল সোয়াম ফরেস্টের ভেতরে প্রবেশের ইজারাকৃত মটরঘাট খেয়াঘাটে চার পর্যটক ঘুরতে যায়। মটরঘাট খেয়াঘাটের সিঁড়ি দিয়ে ওই চার পর্যটক চেঙ্গেরখাল নদীর পানিতে নামেন। এসময় একজন পর্যটক সাঁতার না জানার কারণে পানির নিচে তলিয়ে যান। অপর তিন পর্যটক সাঁতার কেটে ফিরে আসতে সক্ষম হন।
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। নিখোঁজ পর্যটককে উদ্ধারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: পদ্মায় গোসল করতে নেমে ২ ভাইসহ ৩ শিশুর মৃত্যু
মেঘনায় গোসলে নেমে স্ত্রীর সামনে ডুবে গেলেন স্বামী
২৯৪ দিন আগে
রংপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
রংপুরে নদীতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ জুন) দুপুরে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের ভুরারঘাটে ঘাঘট নদীতে গোসল করতে নেমে তাদের মৃত্যু হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে খালে ডুবে দুই শিশু নিখোঁজ
নিহতরা হলো- আজমাইন (১১) ভুরারঘাট এলাকার আনিসুল ইসলামের মেয়ে এবং জিম (৭) রতন মিয়ার ছেলে। নিহতরা সম্পর্কে জ্যাঠাত-চাচাতো ভাই-বোন।
আজমাইন স্থানীয় নর্থ বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণি ও জিম ওই প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার আতাউর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে ২ শিশুর লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: দিনাজপুরে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
শরীয়তপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
২৯৬ দিন আগে
পদ্মায় গোসল করতে নেমে ২ ভাইসহ ৩ শিশুর মৃত্যু
পাবনা সদরের পদ্মা নদীতে পানিতে ডুবে আপন দুই ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার চরতারাপুর ইউনিয়নের ভাদুরিয়া ডাঙ্গীর পদ্মা নদীতে সোমবার (২৪ জুন) দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটে।
নিহতরা হলো- চরতারাপুর ইউনিয়নের নতুন গোহাইবাড়ি এলাকার আলাল প্রামানিকের দুই ছেলে ছাব্বির হোসেন (১৪) ও সিয়াম হোসেন (১০) এবং চরতারাপুর ইউনিয়নের আটঘরিয়াপাড়া গ্রামের ইসলাম সরদারের ছেলে নূর হোসেন (১০)।
আরও পড়ুন: কাশির সিরাপের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে সেবনে ২ যুবকের মৃত্যু
স্থানীয়রা জানান, সোমবার দুপুর ১টার দিকে ছাব্বির, সিয়াম, নূর ও তাদের সঙ্গে আরও একজন বাড়ির পাশের একটি আম গাছে পতাকা টাঙাচ্ছিল। রোদের সময়ে পতাকা টাঙাতে নিষেধ করলে তারা বাড়ি থেকে গামছা নিয়ে নদীতে গোসল করতে যায়। স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে জীবিত উদ্ধার করতে পারলেও অপর তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
নিহতের বাবা আলাল বলেন, আমি এখন কেমনে বেঁচে থাকব। আমিতো একেবারে সব হারালাম। দুই ছেলে একই সঙ্গে ছেড়ে চলে গেল।
চরতারাপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাবু বলেন, বন্ধুরা মিলে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যায়। একজনকে বাঁচানো গেলেও তিনজনকে বাঁচানো সম্ভব হয়নি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী বলেন, একসঙ্গে গোসলে নেমে তিনজনের মৃত্যুর বিষয়টি খুবই বেদনাদায়ক।
আরও পড়ুন: চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু
২৯৮ দিন আগে