বেগমপাড়া
‘বেগমপাড়ার’ যাত্রীদের জন্য বিমানের ফ্লাইট চালু: মির্জা ফখরুল
বিমান বাংলাদেশ এয়ারলাইনস কানাডায় সেকেন্ড হোম বানানো যাত্রীদের সুবিধার জন্য ঢাকা-টরন্টো রুটে তাদের বাণিজ্যিক ফ্লাইট চালু করতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আপনারা নিশ্চয়ই দেখেছেন ঢাকা থেকে টরন্টোর (কানাডা) সরাসরি ফ্লাইট পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। গতকাল (রবিবার) বিমানের কর্মকর্তারা নিজেরাই বলেছেন যে তারা ফ্লাইট চালুর পেছনের কারণ জানেন না। কারণ এটি কোনভাবেই লাভজনক না।’
বিএনপি এই নেতা বলেন, ‘যারা বেগমপাড়ায় যাতায়াত করেন তাদের সুবিধার্থে বা বাংলাদেশ থেকে সরাসরি স্যুটকেস ও ট্রাঙ্কে করে টাকা পাচারের সুযোগ দিতে ফ্লাইটটি চালু করা হয়েছে।’
আরও পড়ুন: স্বাধীনতা পদক প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ বিএনপির
সোমবার জাতীয় প্রেসক্লাবে বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানের এসব কথা বলেন মির্জা ফখরুল।
বাংলাদেশ থেকে কানাডায় অর্থপাচারের বিষয়টি বুঝাতে ‘বেগমপাড়া’ নামটি দেয়া হয়েছে। পাচার হওয়া অর্থের একটি বড় অংশ দুর্নীতিবাজ ব্যক্তিদের স্ত্রী বা ‘বেগমদের’ নামে কানাডার রিয়েল এস্টেট মার্কেটে বিনিয়োগ করা হয়।
এর আগে গত ২৬ মার্চ ঢাকা-টরন্টো রুটে পরীক্ষামূলকভাবে প্রথম বাণিজ্যিক ফ্লাইট চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আরও পড়ুন: বিএনপির বইমেলা ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রদর্শনী শুরু
দেশের করুণ অবস্থার চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, লাগামহীন দুর্নীতির কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে মানুষ চরম দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষ পরিশ্রম করে টাকা রোজগার করলেও লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে।
তিনি বলেন, দেশের জনগণের কাছে বর্তমান সরকারের কোনো জবাবদিহিতা না থাকায় দুর্নীতি ও লুটপাট অব্যাহত রয়েছে। জনগণের প্রতিনিধিত্ব না থাকায় সংসদে কোনো প্রশ্ন ওঠেনি।
বিএনপি মহাসচিব বলেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।
২ বছর আগে
বিদেশে অর্থপাচার করে বাড়ি-গাড়ি ক্রয়কারীদের নিয়ে নতুন প্রতিবেদন জমার নির্দেশ
কানাডার কথিত বেগমপাড়াসহ বিদেশে অর্থপাচার করে যারা বাড়ি-গাড়ি করেছেন তাদের ব্যাপারে গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত নতুন প্রতিবেদন দাখিলের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সরকারকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছে হাইকোর্ট।
৩ বছর আগে