বেগমপাড়া
বেগমপাড়ার সম্পত্তি উদ্ধারে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় কানাডীয় হাইকমিশনার অজিত সিংয়ের বৈঠকে তিনি এমন মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা বলেন, আমাদের জনগণের কাছ থেকে চুরি হয়ে যাওয়া অর্থ দিয়ে বেগমপাড়ায় সম্পত্তি কেনা হয়েছে। সেই সম্পত্তি উদ্ধারে আপনাদের সহায়তা দরকার—এগুলো সবাই আমাদের জনগণের সম্পত্তি।
ইউনূস বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনার ঘনিষ্ঠ রাজনীতিবিদ, সহযোগী ও অলিগার্করা হাজার হাজার কোটি ডলার বাংলাদেশ থেকে লুট করেছে। সেই অর্থের একটা অংশ কানাডায় পাচার করেছে এবং টরোন্টোর কুখ্যাত বেগমপাড়ায় সম্পদ কিনেছে।
আরও পড়ুন: একুশের টান প্রজন্মের ঊর্ধ্বে, ছাত্র-জনতার অভ্যুত্থান তারই জ্বলন্ত প্রমাণ: প্রধান উপদেষ্টা
পাচারকারীদের শনাক্ত, সম্পদ জব্দ ও উদ্ধারে কানাডার সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময়ে চুরি হয়ে যাওয়া অর্থ উদ্ধারে ইউনূসের নেতৃত্বাধীন সরকার যে উদ্যোগ নিয়েছে, তার প্রশংসা করেছেন কানাডীয় হাইকমিশনার, কানাডা সহায়তা করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
কানাডার হাইকমিশনার জানান, কানাডার সরকার চিহ্নিত ব্যক্তিদের পাচার করা অর্থ জব্দ এবং তা পুনরুদ্ধারের জন্য একটি ‘প্রক্রিয়া’ চালু রেখেছে। বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার কর্মসূচিকে সহযোগিতা প্রদানে তার দেশ প্রস্তুত রয়েছে।
রাষ্ট্র সংস্কার কর্মসূচির প্রতি ইঙ্গিত করে অজিত সিং বলেন, আপনারা যে মহৎ কাজ করছেন, আমরা তা সমর্থন করি। এরইমধ্যে যে অগ্রগতি হয়েছে, তা প্রশংসনীয়। আমরা জানতে আগ্রহী, আরও কীভাবে আপনাদের সাহায্য করতে পারি।
কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বাড়াতে আগ্রহী। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে কানাডার একজন মন্ত্রী শিগগিরই বাংলাদেশ সফরে আসবেন বলেও জানান তিনি।
অধ্যাপক ইউনূস নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করেন। তিনি বলেন, ঢাকা আরও বেশি কানাডীয় বিনিয়োগ প্রত্যাশা করছে।
কানাডার হাইকমিশনারকে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত রয়েছে। আমরা আপনাদের দেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ করতে চাই এবং আমরা চাই কানাডীয় কোম্পানিগুলো তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করুক।
আরও পড়ুন: অনলাইনে মামলা গ্রহণ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা আরও বলেন, বর্তমানে বহু বাংলাদেশি কানাডায় বসবাস ও পড়াশোনা করছে। তাই ঢাকায় কানাডার একটি ভিসা অফিস স্থাপন করা প্রয়োজন।
বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
৪৬ দিন আগে
‘বেগমপাড়ার’ যাত্রীদের জন্য বিমানের ফ্লাইট চালু: মির্জা ফখরুল
বিমান বাংলাদেশ এয়ারলাইনস কানাডায় সেকেন্ড হোম বানানো যাত্রীদের সুবিধার জন্য ঢাকা-টরন্টো রুটে তাদের বাণিজ্যিক ফ্লাইট চালু করতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আপনারা নিশ্চয়ই দেখেছেন ঢাকা থেকে টরন্টোর (কানাডা) সরাসরি ফ্লাইট পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। গতকাল (রবিবার) বিমানের কর্মকর্তারা নিজেরাই বলেছেন যে তারা ফ্লাইট চালুর পেছনের কারণ জানেন না। কারণ এটি কোনভাবেই লাভজনক না।’
বিএনপি এই নেতা বলেন, ‘যারা বেগমপাড়ায় যাতায়াত করেন তাদের সুবিধার্থে বা বাংলাদেশ থেকে সরাসরি স্যুটকেস ও ট্রাঙ্কে করে টাকা পাচারের সুযোগ দিতে ফ্লাইটটি চালু করা হয়েছে।’
আরও পড়ুন: স্বাধীনতা পদক প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ বিএনপির
সোমবার জাতীয় প্রেসক্লাবে বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানের এসব কথা বলেন মির্জা ফখরুল।
বাংলাদেশ থেকে কানাডায় অর্থপাচারের বিষয়টি বুঝাতে ‘বেগমপাড়া’ নামটি দেয়া হয়েছে। পাচার হওয়া অর্থের একটি বড় অংশ দুর্নীতিবাজ ব্যক্তিদের স্ত্রী বা ‘বেগমদের’ নামে কানাডার রিয়েল এস্টেট মার্কেটে বিনিয়োগ করা হয়।
এর আগে গত ২৬ মার্চ ঢাকা-টরন্টো রুটে পরীক্ষামূলকভাবে প্রথম বাণিজ্যিক ফ্লাইট চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আরও পড়ুন: বিএনপির বইমেলা ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রদর্শনী শুরু
দেশের করুণ অবস্থার চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, লাগামহীন দুর্নীতির কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে মানুষ চরম দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষ পরিশ্রম করে টাকা রোজগার করলেও লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে।
তিনি বলেন, দেশের জনগণের কাছে বর্তমান সরকারের কোনো জবাবদিহিতা না থাকায় দুর্নীতি ও লুটপাট অব্যাহত রয়েছে। জনগণের প্রতিনিধিত্ব না থাকায় সংসদে কোনো প্রশ্ন ওঠেনি।
বিএনপি মহাসচিব বলেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।
১০৯০ দিন আগে
বিদেশে অর্থপাচার করে বাড়ি-গাড়ি ক্রয়কারীদের নিয়ে নতুন প্রতিবেদন জমার নির্দেশ
কানাডার কথিত বেগমপাড়াসহ বিদেশে অর্থপাচার করে যারা বাড়ি-গাড়ি করেছেন তাদের ব্যাপারে গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত নতুন প্রতিবেদন দাখিলের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সরকারকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছে হাইকোর্ট।
১৫৫৬ দিন আগে