বাস চাপা
চুয়াডাঙ্গায় বাস চাপায় প্রতিবন্ধী কিশোরের মৃত্যু
চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে নুরনবী (১৬) নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে জীবননগর উপজেলার উথলী গ্রামের আমতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরনবী একই উপজেলার সিংনগর গ্রামের মসজিদ পাড়ার হাসেম আলীর ছেলে।
আরও পড়ুন: নড়াইলের ব্যবসায়ীকে কুপিয়ে জখম, ৪ দিন পর মৃত্যু
এ ঘটনায় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয় উত্তেজিত জনতা।
খবর পেয়ে জীবননগর থানা পুলিশ এবং জীবননগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ২ ঘণ্টা পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
প্রতক্ষদর্শীরা জানায়, সিংনগর গ্রামের প্রতিবন্ধী নুরনবী বাইসাইকেলযোগে বিকেল সাড়ে ৪টার সময় বাড়ি থেকে বের হয়ে উথলী বাসস্ট্যান্ডে যাচ্ছিল। সে সাড়ে ৫টার দিকে উথলীর আমতলায় প্রধান সড়কে উঠলে জীবননগর থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী যাত্রীবাহী বাস খাতুন এন্টারপ্রাইজ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে নুরনবী রাস্তার ওপর ছিটকে পড়লে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: দেশে আরও ২৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই
কুমিল্লায় দুই গ্রুপের সংঘর্ষে এক জনের মৃত্যু
৭ মাস আগে
বাগেরহাটে বাস চাপায় সাবেক পৌর কাউন্সিলর নিহত, আহত ১
বাগেরহাটে বাসচাপায় মোটরসাইকেল আরোহী সাবেক কাউন্সিলর নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেলচালক। শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মনিরুজ্জামান মনি (৬৫) বাগেরহাট শহরের সরুই এলাকার মো. নুর মোহাম্মদ মল্লিকের ছেলে এবং বাগেরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপির পৌর কমিটির সাবেক সাধারণ সম্পাদক।
আরও পড়ুন: মাদারীপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বাগেরহাট কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শনিবার সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাটের আল আরাফা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রাবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে মনি নিহত হন এবং মোটরসাইকেলচালক আহত হন।
তিনি আরও জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পৌঁছে একজনের লাশ দেখতে পাই। লাশটি সুরতহালের জন্য ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করলেও তার চালক ও সহকারী পালিয়ে গেছে। ভাড়ার মোটরসাইকেল যোগে মনি বাগেরহাট থেকে খুলনায় যাচ্ছিলেন। তার লাশ পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
আরও পড়ুন: সীতাকুণ্ডে বাস চাপায় অটোরিকশাচালক নিহত
গাইবান্ধায় বাস চাপায় অটোরিকশার চালকসহ নিহত ৪
১০ মাস আগে
সীতাকুণ্ডে বাস চাপায় অটোরিকশাচালক নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসচাপায় এক সিএনজি অটোরিকশাচালক নিহত হয়েছেন। শনিবার (২৬ আগস্ট) সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালক মোহাম্মদ সাহাব উদ্দিন (৩৫) বাঁশবাড়িয়া ইউনিয়নের মধ্যম বাঁশবাড়িয়া এলাকার আব্দুল মালেকের ছেলে।
আরও পড়ুন: গোপালগঞ্জে বাস চাপায় নিহত ৩
স্থানীয়রা জানায়, মোহাম্মদ সাহাব উদ্দিন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দেশে ফিরে একটি সিএনজি কিনে নিজেই চালাতেন। সিএনজি অটোরিকশা চালাতে গিয়ে প্রাণ হারালেন।
বার আউলিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) দীপক কুমার সিংহ জানান, অটোরিকশা চালক পেট্রোল পাম্প থেকে গ্যাস নিয়ে সড়কে ওঠার সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী বাস অটোরিকশাকে চাপা দেয়।
এসময় চালক সাহাব উদ্দিন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তবে বাসটি আটক করা যায়নি। নিহতের পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: গাইবান্ধায় বাস চাপায় অটোরিকশার চালকসহ নিহত ৪
মাদারীপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
১ বছর আগে
গাইবান্ধায় বাস চাপায় অটোরিকশার চালকসহ নিহত ৪
গাইবান্ধায় যাত্রীবাহী বাসের চাপায় একটি সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
শুক্রবার (২১ এপ্রিল) বিকাল পাঁচটার দিকে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বালুয়া তালতলা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নিহতরা হলেন- অটোরিকশার চালক আব্দুল লতিফ, যাত্রী ইদ্রিস, রোহান। অপর নিহত ও আহত যাত্রীর নাম, পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফ আনোয়ার জানিয়েছেন, বিকালে গোবিন্দগঞ্জ থেকে চারজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা পলাশবাড়ির দিকে আসছিলো। পথে রংপুরগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ চার যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও একজন।
নিহতদের সবার বাড়ি গোবিন্দগঞ্জের বিভিন্ন গ্রামে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আরও পড়ুন: ৩ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯
শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
১ বছর আগে
গোপালগঞ্জে বাস চাপায় নিহত ৩
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের চাপায় প্রাণ গেছে দুই যুবকসহ তিন জনের। মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার জের ধরে মহাসড়কের ওই স্থানে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। এ সময় যানজটের সৃষ্টি হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই সবজি ব্যবসায়ীর
নিহত ব্যক্তিরা হলেন-ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের সামচুল হকের ছেলে মোটরসাইকেলচালক এম এ হাসিব এবং কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের বাইসাইকেল আরোহী লোকমান শেখের ছেলে নবীর শেখ (২২) ও রাজা মিয়ার ছেলে আবদুর রহিম (২০)।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মানবিন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পোনা বাসস্ট্যান্ডে একটি মোটরসাইকেল ও বাইসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলচালক হাসিব ঘটনাস্থলেই মারা যান। বাইসাইকেল আরোহী নবীর শেখ ও আবদুর রহিম মারাত্মক আহত হন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যক্তিরা হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী ১০০ উপজেলা শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে বাইসাইকেল আরোহী ওই যুবক নবীর ও আবদুর রহিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক হাফিজ জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনার আগেই মারা যান।
আরও পড়ুন: রাজধানীতে বিআরটিসি বাসের চাপায় শিশুর মৃত্যু
ট্রাক ও মাইক্রোবাসের চাপায় নিহত ২, আহত ১০
১ বছর আগে
মাদারীপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মাদারীপুরের রাজৈরে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত স্বপন শেখ (২৫) ফিলিং স্টেশনের কর্মচারী।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার আমগ্রামে রাত ১১ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদশর্ক (এসআই) গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ১১ টার দিকে রাজৈর উপজেলার আমগ্রাম ব্রিজের ওপর বিপরীত দিক থেকে আসা একটি মোটরকেলকে সাকুরা পরিবহনের একটি দ্রুততম বাস চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী স্বপন শেখ নিহত হয়।
লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান এসআই।
আরও পড়ুন: কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ৩ শিক্ষার্থী নিহত, আহত ১
বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল প্রতিযোগিতায় কলেজছাত্র নিহত
১ বছর আগে
জামালপুরে বাসচাপায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর
জামালপুর জেলার মাদারগঞ্জ পৌরসভার পূর্ব দারোগাবাড়ি মোড়ে সোমবার যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।
৪ বছর আগে