চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
ব্যাপক বিক্রির চাপের মধ্যে শেয়ারবাজারে টানা ৪ দিন দরপতন
দেশের শেয়ারবাজারে বিক্রির ব্যাপক চাপে টানা চার কার্যদিবস বিভিন্ন কোম্পানির শেয়ার দরে পতন দেখা গেছে।
মঙ্গলবার উভয় পুঁজিবাজারের পতন দেখিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ৬ পয়েন্ট এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ১২ পয়েন্ট হারিয়েছে।
সূচকের সঙ্গে দাম বাড়ার বিপরীতে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে টানা চার কার্যদিবস দরপতন হয়েছে শেয়ারবাজারে। তবে তার আগে গত বুধবার পুঁজিবাজারে উত্থান দেখা যায়।
ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার বাজারে ৩৫৮টি কোম্পানির মোট ১৩ কোটি ৬৫ লাখ ৭৬ হাজার ৯৫৭টি শেয়ার ও ইউনিট বিনিময় হয়েছে। এসব শেয়ারে লেনদেন হয়েছে প্রায় ৬৬০ কোটি ৯৫ লাখ টাকা।
আগের দিন প্রায় ৬৩৩ কোটি ৪৯ লাখ টাকার লেনদেন হয়েছিল। আগের দিনের তুলনায় মঙ্গলবার লেনদেন কিছুটা বেড়েছে।
এদিন ৪৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২১টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৮টি কোম্পানির শেয়ারের দর।
আরও পড়ুন: বড়দিনে চীন, জাপানের শেয়ার বাজারে দরপতন
ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৬ দশমিক ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩১ পয়েন্টে। ডিএসইর অন্য দু’টি সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১ দশমিক ৩৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৭৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএস-৩০ সূচক ৪ দশমিক ৩৪ পয়েন্ট কমে ২ হাজার ১৬২ পয়েন্টে দাঁড়িয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক ১২ দশমিক ৩৬ পয়েন্ট কমে ১৮ হাজার ৭০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। মঙ্গলবার সিএসইতে ১৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৪১টি কোম্পানির দর, কমেছে ৭৩টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টি কোম্পানির দর।
দিন শেষে (মঙ্গলবার) সিএসইতে ১০ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন প্রায় ৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আরও পড়ুন: অক্টোবরের মধ্যেই শেয়ারবাজারে আসবে রাষ্ট্রমালিকানাধীন ৪ ব্যাংক: অর্থমন্ত্রী
১ বছর আগে
ডিএসইতে লেনদেন সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার লেনদেন নতুন অফিস সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে মঙ্গলবার থেকে। গ্রাহকরা সকাল ১০টা থেকে দুপুর দুইটা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন করতে পারবেন।
সোমবার একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান ইউএনবিকে বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী নতুন লেনদেনের সময়সূচি মঙ্গলবার থেকে কার্যকর হবে।
আরও পড়ুন:ক্রেডিট গ্যারান্টি ২ হাজার কোটি টাকার, ঋণ বিতরণ মাত্র ১৯২ কোটি!
বিএসইসি নির্দেশনায় বলা হয়েছে যে চলতি বছরের ১৫ নভেম্বর থেকে শেয়ার লেনদেন সকাল ১০টায় শুরু হবে এবং দুপুর আড়াইটা পর্যন্ত চলবে। তবে ১০ মিনিটের একটি পোস্ট-ক্লোজিং সেশন হবে। সমস্ত লেনদেন দুপুর আড়াইটার মধ্যে শেষ করতে হবে। এছাড়াও সকাল ৯টা ৫৫ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত একটি প্রি-ওপেনিং সেশনও থাকবে।
এদিকে ডিএসই’র লেনদেনের পাশাপাশি সরকারি সময়সূচিও পরিবর্তন হয়েছে।
মঙ্গলবার, অফিসের কার্যক্রম সকাল ৯টায় শুরু হয়ে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)ও ট্রেডিংয়ের জন্য নির্ধারিত একই সময় অনুসরণ করবে।
আরও পড়ুন:বাংলাদেশের মাথাপিছু আয় ২৮২৪ ডলার
২ বছর আগে
রবির পুঁজিবাজারে যাত্রা শুরু ২৪ ডিসেম্বর
ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আগামী ২৪ ডিসেম্বর থেকে লেনদেন শুরু করবে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড।
৩ বছর আগে