বয়লার বিস্ফোরণ
ভোলায় ধান সেদ্ধ করার বয়লার বিস্ফোরণে নিহত ১, আহত ২
ভোলায় ধান সেদ্ধ করার বয়লার বিস্ফোরণে মো. আল-আমিন নামে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ফিরোজ ও ব্রয়লার মিল মালিক মনির।
শুক্রবার (১৫ নভেম্বর) শুক্রবার ভোর ৫টার দিকে চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ২ নম্বর চর আফজাল গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত মো. আল-আমিন ধান সেদ্ধ করার বয়লারে কাজ করতেন। আহত ফিরোজ এবং আল-আমিন আপন দুই ভাই।
আরও পড়ুন: নিখোঁজের ৭ দিন পর শিশু মুনতাহার লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, তিনদিন আগে ধান সেদ্ধ করার চুল্লিটি তৈরি করা হয়েছে। এছাড়া প্রতিদিন ভোর ৫টার দিকে আগুন দেওয়া হয় চুল্লিতে।
এলাকাবাসীরা জানান, ভোর ৫টার দিকে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। দৌড়ে এসে ঘটনাস্থলে দেখতে পাই নিহত ও আহতরা পড়ে আছে।
বিস্ফোরণে ধান সেদ্ধ করার চুল্লির পাইপ অন্তত ৪ থেকে ৫ গজ দূরে গিয়ে ছিটকে পড়ে। ছিন্নভিন্ন ইটের টুকরোগুলো পড়ে আছে পুরো মাঠ জুড়ে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাশন সদর হাসপাতালে নিয়ে গেলে আল-আমিনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
আহত ফিরোজকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়। মিল মালিক মনির চরফ্যাশন সদর হাসপাতালে চিকিৎসাধীন।
চরফ্যাসন থানার উপপরিদর্শক (এসআই) ছিদ্দিকুর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: কুমিল্লায় পুকুরে ডুবে নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার
১ মাস আগে
গাজীপুরে বয়লার বিস্ফোরণে চীনের নাগরিক নিহত
গাজীপুরে ব্যাটারি তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে পু জুকি নামে এক চীনের নাগরিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় কাশিমপুর থানার দক্ষিণ পানিশাইলের পলাশ হাউজিং এলাকার টং রুইদা ইন্ডাস্ট্রিজ কারখানায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: পাবনায় বয়লার বিস্ফোরণে শিশুসহ নিহত ২
জানা যায়, মঙ্গলবার বয়লারটিতে বিস্ফোরণে ৫ বাংলাদেশিসহ ৬ জন আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় চীনা প্রকৌশলীর মৃত্যু হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, কাশিমপুরের দক্ষিণ পানিশাইল এলাকার পলাশ হাউজিং এ আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টারও কম সময়ে আগুন নির্বাপণ করে। বয়লার ও ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তদন্ত ছাড়া দুর্ঘটনার কারণ বলা যাচ্ছে না।
গাজীপুর মহানগর পুলিশের কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় কাশিমপুরের পলাশ হাউজিং এলাকায় এক চায়না ব্যাটারি কারখানায় বিস্ফোরণে এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: দিনাজপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে ৩ শ্রমিক আহত
সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বয়লার বিস্ফোরণে নিহত ১, আহত ৩
৮ মাস আগে
পাবনায় বয়লার বিস্ফোরণে শিশুসহ নিহত ২
পাবনার ফরিদপুরে চালকলে ধান সিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণে শিশুসহ ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাশিপুর গ্রামের জাহাঙ্গীরের ধানের চাতালে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুর উপজেলার কাশিপুর গ্রামের আব্দুর রাজ্জারের ছেলে ও চালকলের মালিক জাহাঙ্গীর আলম (৩৭)। অপরজন চাতালে কাজ করা গোপাল নগর গ্রামের পাখি খাতুনের ছেলে তারেক হোসেন (৫)।
জানা গেছে, ফরিদপুর থানার কাশিপুর গ্রামের জাহাঙ্গীরের ধানের চাতালে চালকলের ধান সিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় চাতালের মালিক জাহাঙ্গীর আলমের শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: গোপালগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
অপরজন তারেক হোসেনের গায়ে বয়লারের টুকরা আঘাত করে গুরুতর আহত হয়। এ সময় ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বয়লার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে চাতালের মালিকের শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে তার মৃত্যু হয়। আর শিশুটি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মারা যায়।
তিনি আরও বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়। তিনিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লাশ পরিবারকে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
৯ মাস আগে
সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বয়লার বিস্ফোরণে নিহত ১, আহত ৩
জেলার সীতাকুণ্ডে একটি শিপ ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজে বয়লার বিস্ফোরণে দগ্ধ হয়ে একজন নিহত ও তিন শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শনিবার (১৯ জুন) দুপুর ২টার দিকে উপজেলার মাদামবিবিরহাট এলাকায় সাগর উপকুলে অবস্থিত শওকত আলী চৌধুরীর মালিকানাধীন মেসার্স এস এন কর্পোরেশন শীপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত রিপন চাকমা (২৬) ইয়ার্ডের কাটারম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি খাগড়াছড়ি জেলার দীঘিনালার কালাচানের ছেলে বলে জানা গেছে।
আরও পড়ুন: ভারতে সিলিন্ডার বিস্ফোরণে ৭ জনের মর্মান্তিক মৃত্যু, ভবন ধ্বস
আহতরা হলেন লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার আবুল হাসেমের ছেলে ফিটারম্যান মো. সোহেল (২৯), নওগাঁ জেলার চান্দা থানার খোরশেদ আলমের ছেলে ফিটারম্যান রকেট হোসেন (২৪) এবং ঢাকার মিরপুরের মো. আবুর হাসেমের ছেলে ফিটারম্যান মো. মিন্টু (৪১)।
আরও পড়ুন: সিলিন্ডার বিস্ফোরণে চট্টগ্রামে একই পরিবারের আহত ৫
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পুরাতন জাহাজে গ্যাস দিয়ে কাটিং করার সময় হঠাৎ একটি বয়লার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় কর্মরত অবস্থায় চার শ্রমিক দগ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করলে রিপন চাকমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত তিনজন চমেক হাসপাতালের ২৪ ও ২৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।
আরও পড়ুন: আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, ৪ ইউনিটে উৎপাদন বন্ধ
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিস্ফোরণ স্থান থেকে উদ্ধার করে চার শ্রমিককে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত ঘোষণা করেন।’
এ ঘটনায় আহতরাও আশঙ্কাজনক বলে তিনি জানিয়েছেন।
৩ বছর আগে
সাভারে কারখানার গ্যাস হিটার বিস্ফোরণে নারী শ্রমিক নিহত
সাভারের আশুলিয়ায় মঙ্গলবার সকালে গৌরিপুর ন্যাচারাল সোয়েটার ভিলেজ কারখানার গ্যাস হিটার মেশিন বিস্ফোরণে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।
৫ বছর আগে