নারী শ্রমিক
বগুড়ায় ট্রাকচাপায় নারী শ্রমিকের মৃত্যু
বগুড়ায় বালুবাহী একটি ট্রাকের চাপায় রেহেনা খাতুন (৩৪) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ২ জন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার দ্বিতীয় বাইপাস মোল্লা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
রেহেনা খামারকান্দি দক্ষিণপাড়া এলাকার মৃত জামাল উদ্দিন ফকিরের স্ত্রী।
বগুড়া সদর থানার নারুলী ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, সকালে ফ্যাক্টরিতে যাওয়ার জন্য হেঁটে রওনা দেন রেহেনা। পথে মোল্লাবাড়ির সামনে একটি মোটরসাইকেল ও বালুবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ওই ট্রাক রেহেনাকে চাপা দিলে তিনি মারা যান।
তিনি আরও বলেন, মোটরসাইকেলে থাকা দুইজন আহত হন। এ ঘটনায় ট্রাক জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
আরও পড়ুন: ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, শিশুসহ আহত ৪
১ মাস আগে
পোশাক কারখানায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করছে বিকাশ
তৈরি পোশাক খাতের নারী শ্রমিকদের জন্য পাচঁটি কারাখানায় স্যানিটারি ন্যাপকিন কেনার ভেন্ডিং মেশিন স্থাপন করেছে বিকাশ। হাতের কাছে জরুরি স্যানিটারি ন্যাপকিন পাওয়ার সুবিধা নিশ্চিত করার মাধ্যমে পোশাক কারখানায় নারীবান্ধব স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করার লক্ষ্যেই বিকাশের এই উদ্যোগ।
সম্প্রতি সাভারের আশুলিয়ার অনন্ত গার্মেন্টস, নিউএজ অ্যাপারেলস, গাজীপুরে মেগা ডেনিম, হ্যামস গার্মেন্টস ও চট্টগ্রামের ইন্ডিপেনডেন্ট অ্যাপারেলস কারখানায় ভেন্ডিং মেশিন স্থাপনের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
ভার্টিক্যাল ইনোভেশনস এর প্রযুক্তিগত সহায়তায় পোশাক কারখানায় এই অটোমেটিক স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনগুলো স্থাপন করছে বিকাশ। বিকাশ অ্যাপ থেকে কিউআর কোড স্ক্যান করে অথবা *২৪৭# ডায়াল করে সহজেই ভেন্ডিং মেশিন থেকে স্যানিটারি ন্যাপকিন কিনতে পারবেন নারী শ্রমিকরা। শ্রমিকদের সুবিধার্থে ভেন্ডিং মেশিনের পাশেই ধাপে ধাপে পেমেন্ট করার পদ্ধতি প্রদর্শন করা হয়েছে।
আরও পড়ুন: আইএফআইসি ব্যাংকের সাথে বিকাশের সরাসরি লেনদেন সেবার উদ্বোধন
বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, ‘পোশাক কারখানায় নারী শ্রমিকদের শারীরিক সুস্বাস্থ্যের কথা মাথায় রেখেই আমরা এই স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনের উদ্যোগ নিয়েছি। ফ্যাক্টরি প্রাঙ্গনে অবস্থিত এই মেশিন থেকে সহজেই নারী শ্রমিকরা বাজার মূল্যের চেয়ে কম দামে ন্যাপকিন কিনতে পারবেন। এই উদ্যোগকে আগামীতে পর্যায়ক্রমে আরও বড় পরিসরে নিয়ে যাবে বিকাশ।’
পোশাক খাতের শ্রমিকদের সহজ, নিরাপদ ও সাশ্রয়ী ডিজিটাল বেতন বিতরণ ব্যবস্থা এবং তাদের জন্য টেকসই আর্থিক ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করছে বিকাশ।
এই ইকো-সিস্টেমের অংশ হিসেবে ফ্যাক্টরির ভেতরেই ন্যায্য মূল্যের দোকান ‘সুলভ বাজার’স্থাপন করছে বিকাশ যেখানে বিকাশ পেমেন্টে শ্রমিকদের জন্য বিভিন্ন পণ্যে থাকছে আকর্ষণীয় ছাড়।
আরও পড়ুন: বিকাশে মোবাইল রিচার্জে ৩০ শতাংশ ক্যাশব্যাক
৩ বছর আগে
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ নারী শ্রমিক নিহত
গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী-ভৈরব রেল সড়কের আড়িখোলা রেল স্টেশনের আউটার সিগনালের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালীগঞ্জ পৌরসভার ভাদগাতী গ্রামের কবিরের স্ত্রী জেসমিন (৪২) ও বড়নগর গ্রামের কামরুলের স্ত্রী শাহীনুর (২৫)। তারা দুজনই হামীম গ্রুপের শ্রমিক।
আরও পড়ুন: পাবনায় ট্রেনে কাটা পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
স্থানীয়রা জানান, সকালে ওই দুই নারী শ্রমিক কারখানায় কাজে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস এবং বিপরীত দিক থেকে আসা সুরমা মেইল ট্রেন খঞ্জনা এলাকায় পৌঁছায়। এসময় তারা দুজন খঞ্জনা এলাকায় রেলওয়ের সিগনালের খুঁটির পাশে ছিলেন। দুই দিক থেকে ট্রেন আসতে দেখে তারা ছুটোছুটি করতে গিয়ে সুরমা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
কালীগঞ্জের আড়িখোলা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাইদুল ইসলাম জানান, সকালে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ও ঢাকাগামী সুরমা মেইল ট্রেন আড়িখোলা স্টেশন এলাকা অতিক্রম করেছে। ধারণা করা হচ্ছে, ওই সময়ে ট্রেনে কাটা পড়েই দুই নারীর মৃত্যু হয়েছে।
৩ বছর আগে
খুলনায় বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকলের নারী শ্রমিকদের মানবেতর জীবন
সরকারের সিদ্ধান্তে চলতি বছরের ১ জুলাই দেশে রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ হয়ে যায়। এর মধ্যে খুলনার নয়টি মিল রয়েছে। এসব মিলে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ৪০ হাজার শ্রমিক কর্মরত ছিলেন। যার বড় একটি অংশ নারী শ্রমিক। করোনার প্রাদুর্ভাবের মধ্যে মিলগুলো বন্ধ হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন এসব শ্রমিকরা।
৪ বছর আগে
বেশির ভাগ পোশাক শ্রমিক বেতন পেয়েছেন ডিজিটাল মাধ্যমে
তৈরি পোশাক খাতে গত ১৬ মে’র মধ্যে প্রায় ৬৭ শতাংশ শ্রমিকের বেতন হয়েছে বলে এক সমীক্ষায় উঠে এসেছে।
৪ বছর আগে
নারায়ণগঞ্জে বেতন না পেয়ে খালি হাতেই ফিরলেন ৬৯ শ্রমিক
নারায়ণগঞ্জের ফতুল্লায় বেতনের দাবিতে ৬৯ জন শ্রমিক একটি রপ্তানীমুখী পোশাক কারখানার গেটের সামনে সাড়ে ৮ ঘণ্টা অপেক্ষার পরও বেতন পেলেন না।
৪ বছর আগে
বিদেশে গিয়ে প্রতারণার শিকার হচ্ছে ফরিদপুরের নারীরা
দরিদ্র পরিবারে স্বচ্ছলতা আনতে দালালের মাধ্যমে বিদেশে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন ফরিদপুরের অনেক নারী। এরই মধ্যে নিঃস্ব হয়েছেন অনেকে। কোনো কোনো ক্ষেত্রে নারী শ্রমিকদের জীবনও দিতে হচ্ছে।
৪ বছর আগে
২০১৯ সালে অভিবাসন ১০ শতাংশ কমেছে: রামরু
২০১৯ সালে রেমিটেন্সের প্রবৃদ্ধি সত্ত্বেও বাংলাদেশ থেকে আগের বছরের তুলনায় প্রায় ১০ শতাংশ শ্রম অভিবাসন কমেছে বলে একটি গবেষণা জানিয়েছে।
৪ বছর আগে
সাভারে কারখানার গ্যাস হিটার বিস্ফোরণে নারী শ্রমিক নিহত
সাভারের আশুলিয়ায় মঙ্গলবার সকালে গৌরিপুর ন্যাচারাল সোয়েটার ভিলেজ কারখানার গ্যাস হিটার মেশিন বিস্ফোরণে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।
৫ বছর আগে