আবাহনী
বিপিএল ফুটবলে আবারও পয়েন্ট হারিয়েছে ঢাকা আবাহনী
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে আবারও পয়েন্ট হারিয়েছে ঢাকা আবাহনী। শনিবার তাদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসি-এর সঙ্গে গোলশূন্য ড্র হওয়ার পর একাদশ দল হয়েছে।
সাবেক চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী তাদের প্রথম ম্যাচে নবাগত ফোর্টিস এসসির বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর তাদের লিগ অভিযানে হতাশাজনক সূচনা করেছে।
ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দিনের ম্যাচের পর, স্কাই ব্লু ব্রিগেড চার ম্যাচে আট পয়েন্ট করে শেখ জামাল ডিসির সঙ্গে লিগ টেবিলের দ্বিতীয় স্থান ভাগ করে নিয়েছে।
আরও পড়ুন:সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস টানা চারটি লিগ ম্যাচ থেকে ১২ পয়েন্ট অর্জন করে এখন পর্যন্ত লিগে আধিপত্য বিস্তার করেছে।
বিকালে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে, রহমতগঞ্জ এমএফএস বিপিএলে তাদের চতুর্থ ম্যাচে নবাগত আজমপুর এফসি উত্তরাকে ১-০ গোলে হারিয়ে বিপিএলে তাদের প্রথম জয়ের স্বাদ পায়।
৭৮ মিনিটে রহমতগঞ্জের হয়ে ম্যাচ জেতানো গোলটি করেন কলম্বিয়ান খেলোয়াড় ভ্যালেন্সিয়া।
আরও পড়ুন: ড্র নিয়ে মাঠ ছাড়লো ঢাকা মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী
১ বছর আগে
ক্ষমা চাইলেন সাকিব!
‘বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, সাকিব আল হাসান’, যেন ক্রিকেটে বিতর্ক তৈরি করাই তার নেশা। আবারও আলোচনার ঝড় তুললেন তিনি।
শুক্রবার বিশ্ববিখ্যাত এই অলরাউন্ডার ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি২০ ক্রিকেট লীগের খেলায় উইকেট পতনের দাবি জানিয়ে ব্যর্থ হয়ে মেজাজ হারিয়ে স্ট্যাম্পে লাথি মারেন। পরবর্তী ওভারে আবারও মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে যান এবং স্ট্যাম্প তুলে মাটিতে ছুড়ে ফেলেন।
আরও পড়ুন: আইসিসি র্যাংকিং: নেতৃত্বে আছেন সাকিব, বাবর আর বোল্ট
ক্রিকেট ভদ্র লোকের খেলা হলেও, সকল ভদ্রতার বাঁধ যেন আজ ভেঙে যায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের।
কিন্তু এত নাটকীয়তার ম্যাচটি অবশ্য জিতে যায় সাকিবের দল মোহামেডান।
আরও পড়ুন: পুত্র সন্তানের বাবা হলেন সাকিব
তবে দিন শেষে ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে ক্ষমা চেয়েছেন সাকিব। তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে লেখেন, ‘প্রিয় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা, যারাই আজকের ম্যাচে আমার আচরণ দেখে কষ্ট পেয়েছেন বিশেষ করে ঘরে বসে যারা খেলা দেখেছেন, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। আমার মতো অভিজ্ঞ একজন ক্রিকেটারের কাছ থেকে এমনটা মোটেও কাম্য নয়, কিন্তু মাঝে মাঝে প্রতিকুল পরিবেশে এমনটা হতেই পারে। এমন ভুলের জন্য সকল দল, কর্তৃপক্ষ, টুর্নামেন্ট সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও অর্গানাইজিং কমিটির কাছে ক্ষমা চাচ্ছি। আশা করি ভবিষ্যতে এমন কোন কাজে আমি আর জড়াবোনা। সকলের জন্য ভালোবাসা।’
৩ বছর আগে
ত্যাগীদের রাজনীতিতে সুযোগ করে দেয়ার আহ্বান কাদেরের
দুর্নীতিবাজদের নির্মূল করে সৎ ও ত্যাগীদের রাজনীতিতে সুযোগ করে দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
৩ বছর আগে