কোভিডের নতুন ধরন
শিল্প কারখানা খুলে দেয়ার দাবি গার্মেন্টস মালিকদের
শিল্প কারখানা খুলে দিতে সরকারের কাছে আবারও অনুরোধ জানিয়েছে গার্মেন্টস মালিকরা।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সাথে বৈঠক করে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা এই দাবি জানান।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেন, আমরা সব ব্যবসায়ী পক্ষ থেকে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে দেখা করতে এসেছিলাম। এই লকডাউনে সব ধরনের শিল্পকে যেন কাজ করার সুযোগ দেয়া হয়। এটাই আমরা উনার কাছে অনুরোধ করতে আসছি।
আরও পড়ুন: করোনাতেও কৃষি মন্ত্রণালয়ের এডিপি বাস্তবায়নের হার ৯৮ শতাংশ
তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রিপরিষদ সচিবের মাধ্যমে আমরা এই অনুরোধটা করেছি। উনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন এবং এই সিদ্ধান্তটা খুব তাড়াতাড়ি দেবেন। এই করোনা পরিস্থিতি সংক্রমণ মৃত্যু সবকিছু মাথায় রেখে সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে সরকারের বিবেচনা করবে আমরা আশা করছি।
পড়ুন: খুলনা বিভাগে করোনায় আরও ৪১ মৃত্যু
বিশ্বে করোনায় ৪১ লাখ ৮৬ হাজারের অধিক প্রাণহানি
প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ দিয়েছে সরকার। এটি আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে।
৩ বছর আগে
বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া
করোনা পরিস্থিতি উদ্বেগজনক হলেও পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জৈব সুরক্ষা বলয়ের প্রস্তুতি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া সন্তুষ্টি জানিয়েছে।
এদিকে, অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে বিসিবি তাদের পরিকল্পনার কথা জানিয়েছে। সফরকারী দল ঢাকার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ২৯ জুলাই অস্ট্রেলিয়া ঢাকায় আসবে।
পড়ুন: ২০৩২ গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ব্রিসবেনে
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘বিসিবি এবং ক্রিকেট অস্ট্রেলিয়া এই সফরটি নিশ্চিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। কোভিড -১৯ মহামারির কারণে স্বাভাবিকভাবেই এটি একটি চ্যালেঞ্জ ছিল, কারণ এই সময়ে যে কোনও ক্রিকেট সিরিজ রাখার জন্য স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপত্তা একটি অগ্রাধিকার বিষয়।
তিনি বলেন, ‘আমরা দুই দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের স্বাস্থ্য সুরক্ষা দিতে বদ্ধ পরিকর। আমরা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে একটি ভালো সিরিজের প্রত্যাশায় রয়েছি।’
ক্রিকেট অস্ট্রেলিয়া এই সফরের জন্য বাংলাদেশের প্রস্তাবিত বায়ো-সুরক্ষা ব্যবস্থায় খুশি বলে জানা গেছে।
বিসিবি এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়াকে প্রস্তাব দিয়েছিল যে সিরিজটি ঢাকা এবং চট্টগ্রামের দুটি ভেন্যুতে হবে, তবে কোভিড-১৯ পরিস্থিতির কারণে অস্ট্রেলিয়া তাতে রাজি হয়নি।
পড়ুন: সাকিব নৈপুণ্যে সিরিজ জিতল বাংলাদেশ
১৭ মাস পর টেস্ট জয় বাংলাদেশের
অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামী সপ্তাহে ক্যারিবীয় সফর শেষে থেকে একটি চার্টার্ড বিমানে ঢাকায় আসবে। তারা সরাসরি বিমানবন্দর থেকে টিম হোটেলে চলে যাবেন।
২০২০ সালের জুনে টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফরে আসার কথা ছিল, যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল। তবে কোভিড-১৯ পরিস্থিতির কারণে তারা সফরটি বাতিল করে। যদিও তখন কোভিড-১৯ পরিস্থিতি এখনকার চেয়ে ভালো ছিল।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বর্তমানে জিম্বাবুয়ে সফরে রয়েছে। ইতোমধ্যে টেস্ট এবং ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। টি-টোয়েন্টি সিরিজে শেষে তারা দেশের উদ্দেশে রওনা দিবে।
৩ বছর আগে
রামেকের করোনা ইউনিটে একদিনে ১৪ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টার মধ্যে তাদের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ছয়জন। বাকিদের মধ্যে উপসর্গে চারজন এবং করোনা নেগেটিভ হওয়ার পর চারজন মারা গেছেন। মৃতদের মধ্যে নয়জন পুরুষ এবং পাঁচজন নারী।
গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন। সোমবার সকাল পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ৪৫৪টি বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ৫১৮ জন। এদের মধ্যে ২২৯ জনের করোনা পজিটিভ রয়েছে। আর সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৩৬ জন। নেগেটিভ হওয়ার পর করোনার পরবর্তি জটিলাতার কারণে চিকিৎসাধীন ৫২ জন। আর করোনার আইসিইউ ওয়ার্ডে ভর্তি রয়েছেন ১৯ জন।
আরও পড়ুন: শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে আর অপেক্ষা নয়: ইউনিসেফ-ইউনেস্কো
এদিকে, রাজশাহীতে ফের বেড়েছে করোনাভাইরাস শনাক্তের হার। রবিবার দুটি ল্যাবে রাজশাহী জেলার ৫১৩ জনের নমুনা পরীক্ষা করে ১৫২ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ৪ দশমিক ৫৮ শতাংশ বেড়ে করোনা শনাক্তের হার ২৯ দশমিক ৬৩ শতাংশ। এর আগের দিন শনিবার ছিল ২৫ দশমিক ০৫ শতাংশ।
শামীম ইয়াজদানী জানান, এ দিন রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল পৃথক দুটি ল্যাবে তিন জেলার ৬৫৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ এসেছে ১৮৬ জনের। রাজশাহী জেলা ছাড়াও চাঁপাইনবাগঞ্জের ১০ জনের নমুনা পরীক্ষা করে সবার নেগেটিভ এসেছে। এছাড়াও নওগাঁর ১৩৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়।
আরও পড়ুন: বাগেরহাটে করোনা ও উপসর্গে ৪ মৃত্যু, শনাক্ত ১৯৬
বরিশাল বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যু ২২, শনাক্ত ৫৭৫
৩ বছর আগে
দেশে কোভিডের নতুন ধরন: বিশেষজ্ঞরা বলছেন চিন্তার কিছু নেই
দেশে কোভিড-১৯-এর যে নতুন ধরন শনাক্ত হয়েছে তার সাথে যুক্তরাজ্যে ধরা পড়া ভাইরাসের কিছুটা মিল রয়েছে বলে খবর প্রকাশের পর জনগণের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক।
৩ বছর আগে