বহর
ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে নবম এটিআর ৭২-৬০০
বাংলাদেশের অন্যতম বৃহৎ বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলার বিমান বহরে যুক্ত হতে চলেছে নবম এটিআর ৭২-৬০০।
রবিবার (২৩ জুলাই) বিকাল ৪টায় এয়ারক্রাফটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে বলে আশা করছে ইউএস-বাংলার কর্তৃপক্ষ।
নতুন বিমানটি যুক্ত হলে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২০টি এয়ারক্রাফট হবে। এর মধ্যে ৮টি বোয়িং ৭৩৭-৮০০ ও ৯টি এটিআর ৭২-৬০০ এবং ৩টি ড্যাশ ৮টি কিউ ৪০০এয়ারক্রাফট।
আরও পড়ুন: জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে ইউএস-বাংলার ঢাকা-দিল্লি ফ্লাইট শুরু
নতুন এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটটি ফ্রান্সের ব্লাগনাক এয়ারপোর্ট থেকে মিশরের কায়রো হয়ে ওমানের মাস্কাট থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে। এতে ৭২টি আসন বিশিষ্ট বিমানটি দিয়ে অভ্যন্তরীণ বিভিন্ন রুট ও কলকাতায় ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে অভ্যন্তরীণ সকল রুটসহ আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে। চলতি বছর বহরে আরও ছয়টি ওয়াইড বডি এয়ারক্রাফট যুক্ত করার পরিকল্পনা আছে ইউএস-বাংলার।
নতুন যুক্ত হতে যাওয়া এয়ারক্রাফটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন।
আরও পড়ুন: স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ড ২০২৩: দক্ষিণ এশিয়ায় ইউএস-বাংলার অনন্য স্বীকৃতি
১ বছর আগে
মালিতে জাতিসংঘ শান্তিরক্ষী বহরে হামলায় নিহত ১, আহত ৩
উত্তর মালিতে জাতিসংঘের একটি শান্তিরক্ষী বহরে সন্ত্রাসীদের হামলায় জর্ডানের এক শান্তিরক্ষী নিহত এবং অন্তত তিনজন জর্দানিয়ান শান্তিরক্ষী আহত হয়েছে।
বুধবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, বহরের শান্তিরক্ষীরা প্রায় এক ঘণ্টা ধরে হামলাকারীদের সঙ্গে নিরবিচ্ছিন্ন গোলাগুলি করেছে।
ডুজারিক বলেছেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি শান্তিরক্ষীদের পরিবার এবং সরকার ও জর্ডানের জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ডুজারিক বলেছেন, মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের তথ্যমতে মাত্র এক সপ্তাহের মধ্যে উত্তর কিদাল অঞ্চলে এটি পঞ্চমবার হামলা।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ হামলার নিন্দা জানিয়ে প্রকাশিত এক বিবৃতিতে মালির কর্তৃপক্ষকে তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানায়।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে হাসপাতালে বন্দুক হামলা, বন্দুকধারীসহ নিহত ৫
বিবৃতিতে আরও বলা হয়েছে, কাউন্সিল শান্তিরক্ষীদের ওপর হামলাকে আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধ হিসেবে পরিগণিত করতে পারে।
মালি ২০১২ সাল থেকে একটি ইসলামিক চরমপন্থী বিদ্রোহগোষ্ঠীকে নিয়ন্ত্রণে লড়াই করেছে। ফরাসি নেতৃত্বাধীন সামরিক অভিযানের সাহায্যে মালির উত্তরাঞ্চলীয় শহরগুলো থেকে চরমপন্থী বিদ্রোহীদের বিতারিত করা হয়। কিন্তু তারা পুনরায় সংগঠিত হয় এবং তারপর থেকেই মালিয়ান সেনাবাহিনী ও তার সহযোগীদের ওপর হামলা চালিয়ে আসছে বিদ্রোহীরা।
জাতিসংঘ বলেছে, ২০১৩ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ২৫০ জনেরও বেশি শান্তিরক্ষী এবং কর্মী মারা গেছে। এর ফলে মালি জাতিসংঘের শান্তিরক্ষীদের জন্য অন্যতম বিপজ্জনক দেশে পরিণত হয়েছে।
আরও পড়ুন: লভিভের পশ্চিমাংশে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৫
হামলার আগে স্কুলের দরজায় তালা দেয়া হয়নি: টেক্সাস পুলিশ
২ বছর আগে
বিমানের বহরে ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ যুক্ত করলেন প্রধানমন্ত্রী
জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ও দক্ষিণ এশিয়া অঞ্চলের স্বল্প দূরত্বের ফ্লাইট পরিচালনায় সক্ষমতা বাড়াতে প্রতিষ্ঠানটির বহরে যুক্ত হয়েছে নতুন একটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ।
৩ বছর আগে