চলচ্চিত্র উৎসব
শুরু হলো ১৫ দিনব্যাপী তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব
শুরু হলো ১৫ দিনব্যাপী তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ১৭ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকালে জাতীয় নাট্যশালার মূল হলে এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক হায়দার রিজভী, চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন, চলচ্চিত্র নির্মাতা শামীম আখতার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, শিল্পীকলাকুশলী এবং সংগঠক, জুরি সদস্য, সিলেকশন কমিটির সদস্য ও একাডেমির কর্মকর্তারা। বর্তমানে সিনোমা হলগুলো কমে যাওয়ায় তার সংখ্যা বাড়াতে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্ববান জানান আলোচকরা।
আরও পড়ুন: প্রীতিলতাকে ধারণ করা চ্যালেঞ্জের ছিল: তিশা
‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি’ স্লোগানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে একযোগে ৬৪ জেলা শিল্পকলা একাডেমিসহ সারাদেশে ১৫ দিনব্যাপী ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০২৩’ অনুষ্ঠিত হবে।
পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে- সমকালীন চলচ্চিত্র, নারী নির্মাতাদের চলচ্চিত্র, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, ধ্রুপদী চলচ্চিত্র এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রের মধ্য থেকে সিলেকশন কমিটি কর্তৃক বাছাইকৃত মোট ৩৬টি চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হচ্ছে এবারের চলচ্চিত্র উৎসবে। এর মধ্যে ২৩টি সমকালীন চলচ্চিত্র (২০১৮-২০২২ সাল) এবং ১৩টি অন্যান্য ক্যাটাগরির চলচ্চিত্র।
পুরস্কার প্রদানের লক্ষ্যে ৭ সদস্যবিশিষ্ট জুরি বোর্ড গঠন করা হয়। উৎসবের চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও জাতীয় নাট্যশালা মিলনায়তন এবং দেশব্যাপী ৬৪ জেলার শিল্পকলা একাডেমিতে। চলচ্চিত্র প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
আরও পড়ুন: শেষ হচ্ছে শুভ-বিন্দুর অপেক্ষা
১ বছর আগে
আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবে দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনী
‘মুক্ত চলচ্চিত্র, মুক্ত প্রকাশ’-এ স্লোগানে চলছে ১৬তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। সোমাবার ‘আলমগীর কবির মেমোরিয়াল লেকচার’ শিরোনামে অনুষ্ঠানের বিশেষ আয়োজন শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
যেখানে ‘সত্যজিৎ রায়: এক অনন্য শিল্পীর পাঁচালী’ শিরোনামে অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন দিয়েছেন চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল।
তিনি সত্যজিৎ রায়ের চলচ্চিত্র সমূহের বৈচিত্রময়তা, থিম, মিউজিক, কম্পোজিশন, লাইটিংসহ নানান দিক নিয়ে আলোচনা করেছেন। আলোচনার এক পর্যায়ে তিনি বলেন, ‘সত্যজিৎ রায় নেচারকে শেক্সপিয়ারের মত করে ব্যবহার করেছেন।’অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি জাহিদুর রহিম অঞ্জন।
আরও পড়ুন: বিজ্ঞাপন দিয়ে কাজে ফিরলেন মৌসুমী
এদিকে উৎসবের অংশ হিসেবে বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদের আয়োজনে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ‘বাংলাদেশ প্যানোরামা’ শিরোনামে বিশেষ প্রদর্শনী। দুই দিনব্যাপি এ আয়োজনটি চলবে শাহবাগ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে। এখানে প্রদর্শিত হবে বেশকিছু স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র।
মঙ্গলবার বিকাল ৪টায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে ‘ন্যাশনাল পলিসি ডায়লগ’। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করবেন ইন্টারন্যাশনাল ফিল্ম ইনিশিয়েটিভ অফ বাংলাদেশ এর সভাপতি মিস সামিয়া জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা,নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ।
আরও পড়ুন: ‘নাসেক নাসেক’ গান দিয়ে কোক স্টুডিও বাংলার প্রথম সিজন শুরু
এছাড়াও আজ সন্ধ্যা ৬.৩০-এ বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মুক্তিযোদ্ধা চলচ্চিত্রজনদের সংবর্ধনার একটি বিশেষ আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
২ বছর আগে
শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব
‘মুক্ত চলচ্চিত্র, মুক্ত প্রকাশ’ এ স্লোগানে ১৬তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। শুক্রবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎসবের উদ্বোধন করেন। উৎসবটি চলবে ৪ মার্চ পর্যন্ত।
এবারের উৎসবে বাংলাদেশসহ ১৩০টি দেশের ৪১৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে সাম্প্রতিক সময়ে কান, বার্লিন, অস্কার, সানড্যান্স, লোকার্নো ও বুসান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ৬০টিরও বেশি স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র।
প্রধান অতিথির বক্তব্যে কে এম খালেদ বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয় পরিকল্পনা নিয়েছে প্রত্যেক উপজেলায় একটি করে সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে। সেখানে ছোট একটি সিনেকমপ্লেক্স ডিজাইনও করা হয়েছে। ৩০টি উপজেলায় ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আশা করছি এই বছর কাজটি আরও এগিয়ে যাবে।’
আরও পড়ুন: বিজ্ঞাপন দিয়ে কাজে ফিরলেন মৌসুমী
বিকল্পধারা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আন্দোলনে বিশেষ অবদান রাখায় মানযারেহাসিন মুরাদ ও তানভীর মোকাম্মেলকে হীরালাল সেনকে আজীবন সম্মাননা পুরস্কার দেয়া হয়।
এছাড়া প্রতিবারের মতো এবারের উৎসবেও প্রদর্শিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলোকে তিনটি পুরস্কার দেয়া হবে। উৎসবের মূল স্থান শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যশালা মিলনায়তন ও চিত্রশালা মিলনায়তন।
আরও পড়ুন: ‘নাসেক নাসেক’ গান দিয়ে কোক স্টুডিও বাংলার প্রথম সিজন শুরু
প্রতিদিন বেলা ১১টা, ৩টা, বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় মোট চারটি করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। এ ছাড়া জাতীয় জাদুঘর ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভে দেখানো হবে।
এছাড়া অনুষ্ঠানে ফেস্টিভ্যাল ডিরেক্টর ইমরান হোসেন কিরমানি, শর্ট ফিল্ম ফোরামের সভাপতি জাহিদুর রহিম অঞ্জন ও ফেস্টিভ্যালের চেয়ারম্যান নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু বক্তব্য দেন।
২ বছর আগে
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু শনিবার
৭০টি দেশের ২২৫ চলচ্চিত্র নিয়ে শনিবার ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (ডিআইএফএফ) পর্দা উঠবে।
উৎসবে ১২৫টি পূর্ণদৈর্ঘ্যের ফিচার ফিল্ম এবং ৯৬টি স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র দর্শকদের মুগ্ধ করবে, যেখানে ১৮টি পূর্ণদৈর্ঘ্য ফিচার ফিল্ম ও ২২টি স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা হবে।
বাংলাদেশ জাতীয় জাদুঘর, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ডি ঢাকা, স্টার সিনেপ্লেক্স, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সুফিয়া কামাল জাতীয় পাবলিক লাইব্রেরি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তনে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।
আরও পড়ুন: আবারও শুরু হলো শুদ্ধসঙ্গীত উৎসব
এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ওয়াইড অ্যাঙ্গেল, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, শিশুতোষ চলচ্চিত্র, উইমেন্স ফিল্মমেকার, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র এবং আধ্যাত্মিক চলচ্চিত্র- এই ১০টি বিভাগের অধীনে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।
শনিবার বিকাল ৪টার দিকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ৯ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হতে যাচ্ছে।
প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এতে বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী যোগ দেবেন।
এছাড়া চলচ্চিত্র উৎসবে ১৬-১৭ জানুয়ারি ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে ‘অষ্টম ঢাকা আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস্ কনফারেন্স ২০২২’এবং ১৬-১৯ জানুয়ারি ২০২২ অঁলিয়াস ফ্রঁয়েজ মিলনায়তনে ওয়েস্ট মিট ইস্ট: চিত্রনাট্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: পুষনা উৎসবে মেতেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা
বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন কিশোর কামাল, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং চলচ্চিত্র উৎসবের নির্বাহী কমিটির সদস্য মো. মোকাম্মেল হোসেন, ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল, ইরানি চলচ্চিত্র নির্মাতা ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান প্রোগ্রামার জোহরেহ জামানি, উৎসবের নির্বাহী কমিটির সদস্য জালাল আহমেদ ও পৃষ্ঠপোষক কমিটির সদস্য সাংবাদিক শ্যামল দত্ত প্রেস ব্রিফিং করেন।
রেইনবো ফিল্ম সোসাইটি ১৯৯২ সাল থেকে প্রতি বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে।
২ বছর আগে
সিরাজগঞ্জের ফুয়াদের স্বল্পদৈর্ঘ্য ছবি কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত!
সিরাজগঞ্জের সন্তান ফুয়াদুজ্জামান ফুয়াদ পরিচালিত ‘শব্দের ভেতর ঘর’ (দ্য হোম ইন সাউন্ড) ছবিটি বেশ কয়েকটি উৎসবে পুরস্কার জেতার পর এবার কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের দুটি শাখায় পুরস্কার জিতেছে।
শুক্রবার নিজেদের ফেসবুক পেইজে বিজয়ী ছবিগুলোর নাম জানিয়েছেন তিনি।
এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় প্রতি মাসে সারা পৃথিবী থেকে বহু চলচ্চিত্র জমা পড়ে। সেগুলোর মধ্যে থেকে অক্টোবর মাসে বেস্ট ফরেন ফিল্ম, বেস্ট এশিয়ান ফিল্ম ও বেস্ট ইয়াং ফিল্মমেকার এ তিন শাখায় ফুয়াদের ‘শব্দের ভেতর ঘর’ (দ্য হোম ইন সাউন্ড) ছবিটি মনোনয়ন পেয়েছে। পরে বেস্ট ফরেন ফিল্ম ও বেস্ট ইয়াং ফিল্মমেকার-এ দুই শাখায় বিজয়ী হয়।
আরও পড়ুন: রেহানা মরিয়ম নূর: কানের সম্মানজনক তালিকায় বাংলাদেশি চলচ্চিত্র
ছবির গল্পে দেখা যায়, সাগরপাড়ের এক তরুণের স্বপ্ন একদিন নিজে ট্রলার নিয়ে মাছ ধরতে সমুদ্রে যাবে। কিন্তু সমুদ্রের ঢেউয়ের মতো দুলতে থাকা জীবন সংগ্রামে তার সেই স্বপ্ন পূরণ হয় কি না, তা আর জানা যায় না। ১৮ মিনিট ৩৭ সেকেন্ডের এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাক্ষ্য শহীদ। ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন মাসুম শাহরিয়ার।
তরুণ চলচ্চিত্রকার ফুয়াদ জানান, কঠোর শ্রম ও অধ্যবসায়ের মধ্য দিয়ে তাকে এ ছবিটি নির্মাণ করতে হয়েছে। এ কারণেই হয়তো উৎসবগুলোর বিচারকদের ছবিটি ভালো লেগেছে। এর মধ্যে নতুন কাজ নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন বলে জানিয়েছেন তরুণ এই চিত্রনির্মাতা। এই পুরস্কারগুলো তাকে আরও নতুন নতুন কাজে অনুপ্রাণিত করবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ১২ প্রেক্ষাগৃহে ‘রেহানা মরিয়ম নূর’
ফুয়াদের এই ছবিটি এর আগে রাজশাহী ফিল্ম ফেস্টিভ্যাল, বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ও হিল ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতেছে। এ ছাড়া গোয়া, পুনে ও কেরালার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের আমন্ত্রণ পেয়েছিল ছবিটি। ফুয়াদের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘তবে কী পলায়নেই মঙ্গল’। ছয় মিনিটের এ ছবি বুযটে চলচ্চিত্র উৎসবে (২০১৮) সেরা চলচ্চিত্র, সেরা সম্পাদনা ও সেরা চিত্রগ্রাহকের পুরস্কার জিতে নিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আয়োজিত চলচ্চিত্র উৎসব, চট্টগ্রাম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব, শিলিগুড়ি শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল থেকেও তাকে ছবিটি পুরস্কার এনেছে দিয়েছে। এ ছাড়া কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট আয়োজিত চলচ্চিত্র উৎসবেও ছবিটি প্রদর্শিত হয়েছে।
৩ বছর আগে
জয়িতা ফাউন্ডেশন চলচ্চিত্র উৎসব ২০২১ এর পর্দা নামল
মুজিব শতবর্ষ ও ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী নির্মাতাদের নির্মিত চলচ্চিত্র নিয়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্টের আয়োজনে ও জয়িতা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী জয়িতা চলচ্চিত্র উৎসব ২০২১ শেষ হয়েছে।
৩ বছর আগে
পর্দা নামলো সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার সন্ধ্যায় পর্দা নামলো সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (সিআইএফএফ)।চলচ্চিত্র উৎসবটি গত ২৪ ডিসেম্বর শুরু হয়েছিল।
৩ বছর আগে