কিশোর হত্যা
চুয়াডাঙ্গায় কিশোর হত্যায় একজনের আমৃত্যু কারাদণ্ড
চুয়াডাঙ্গায় আলোচিত কিশোর রুবেল (১৪) হত্যার দায়ে আসামি মো. সোহাগকে (২০) আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. মাসুদ আলী এই রায় ঘোষণা করেন।
নিহত রুবেল হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের ইয়ামিন আলীর ছেলে এবং আসামি সোহাগ একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এসএম শরীফউদ্দিন হাসু জানান, বয়স বিবেচনায় আসামির বিরুদ্ধে আমৃত্য কারাদণ্ড দিয়েছেন আদালত। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে কোটা আন্দোলন: ২৭ মামলায় ৭০৩ গ্রেপ্তার
মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৭ জুন বিকেলে কিশোর ভ্যানচালক রুবেলকে সদর উপজেলার দশমাইল বাজারে ভাড়ায় নিয়ে যাওয়ার কথা বলে বের হন সোহাগ আহম্মেদ। এ সময় প্রলোভন দেখিয়ে কুতুবপুর মর্তুজাপুর গ্রামের মাঠের ভেতর নিয়ে গিয়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করে রুবেলকে হত্যা করেন সোহাগ। ওই ঘটনায় নিহতের বাবা ইয়ামিন আলী পরদিন চুয়াডাঙ্গা সদর থানায় সোহাগের নামে হত্যা মামলা দায়ের করেন। সোহাগ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
গত বছরের ২৮ জুন চুয়াডাঙ্গা সদর থানায় একমাত্র আসামি সোহাগের বিরুদ্ধে মামলা রুজু হয়। একই বছরের ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ একমাত্র আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বৃহস্পতিবার দুপুরে আসামি সোহাগ আহম্মেদকে যাবজ্জীবন (আমৃত্যু) সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত।
আরও পড়ুন: বিএনপির ২ নেতাসহ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গ্রেপ্তার
৪ মাস আগে
কুমিল্লায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ৮
কুমিল্লায় বৃহস্পতিবার পরীক্ষা কেন্দ্রের সামনে কলেজছাত্রকে হত্যার ঘটনায় আট দাখিল পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মো. সিয়াম (১৭) কুমিল্লার তিতাস উপজেলার চর মোহনপুর গ্রামের হেলাল উদ্দিন সরকারের ছেলে এবং মুন্সীগঞ্জ টেকনিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র।
আরও পড়ুন: এসএসসি প্রশ্নপত্র ফাঁস: প্রধান শিক্ষকসহ আটক ৩
গ্রেপ্তাররা হলেন, মেঘনা উপজেলার ব্রাহ্মণচর নোয়াগাঁও গ্রামের জয় মিয়ার ছেলে সাকিব হোসেন (১৯), নাজির হোসেনের ছেলে নাজমুল হাসান (১৯), জোনায়েদ ইসলাম শুভ (১৭), শফিক মিয়ার ছেলে সাইমুন মিয়া (১৯), আওলাদ হোসেনের ছেলে মাসুম বিল্লাহ রনি (১৯), বালুচর গ্রামের নুরুল হকের ছেলে ওমর ফারুক (১৯), আবুল কাশেমের ছেলে জুনায়েদ আহমেদ সৌরভ (১৯) ও করিমাবাদ গ্রামের হেলালের ছেলে মুকুল আহমেদ রাব্বি (১৭)।
পুলিশ জানায়, সিয়ামের এক চাচাতো বোনের সঙ্গে অভিযুক্ত নাজমুলের প্রেমের সম্পর্ক ছিল। সিয়াম সম্পর্কের বিরোধিতা করায় এবং মেয়েটি যে এলাকায় থাকত সেখানে নাজমুলকে যেতে নিষেধ করায় উভয়ের মধ্যে শত্রুতা তৈরি হয়।
আরও পড়ুন: যৌতুকের দাবিতে নির্যাতন: স্ত্রীর মামলায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বৃহস্পতিবার সিয়াম তার এক চাচাতো ভাইকে নিয়ে তিতাস উপজেলার গাজীপুর আজিজিয়া সিনিয়র দাখিল মাদরাসার পরীক্ষা কেন্দ্রে গেলে এই হত্যাকাণ্ড ঘটে।
সিয়ামকে একা পেয়ে নাজমুল ও তার সহযোগীরা তার ওপর হামলা এবং একপর্যায়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করে।
‘বৃহস্পতিবার রাতে সিয়ামের বাবা হেলাল বাদী হয়ে নাজমুলসহ সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন, এর ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ডাকাতি মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস জানান, শুক্রবার আট আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
২ বছর আগে
ফরিদপুরে কিশোরকে হত্যা করে রিকশা ছিনতাই!
ফরিদপুর সদরে কিশোরকে হত্যার পর তার রিকশা ছিনতাই করে নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকালে উপজেলার মাচ্চর ইউনিয়নের উত্তর দয়ারামপুরে এই ঘটনা ঘটে।
নিহত সাব্বির বিশ্বাস (১৫) চরমাধবদিয়া ইউনিয়নের আছিরুদ্দিন মুন্সিরডাঙ্গী গ্রামের ঘোড়াগাড়ির চালক আলমগীর বিশ্বাসের ছেলে ও অষ্টম শ্রেণির ছাত্র। পড়াশোনার খরচ জোগাতে অটো রিকশা চালাতো।
আরও পড়ুন: বিশ্বনাথে চালককে ছুরিকাঘাত করে টমটম ছিনতাই
সাব্বিরের চাচা জাহাঙ্গীর বিশ্বাস জানান, সাব্বির গোলডাঙ্গির পদ্মার চর হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। শুক্রবার সকালে ব্যাটারি চালিত রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় সাব্বির। পরে রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। শনিবার সকালে একটি খেতে স্থানীয়রা সাব্বিরের লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে।
আরও পড়ুন: গাজীপুরে চালককে হত্যা পর অটোরিকশা ছিনতাই
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই রিকশা চালকের রিকশাটি ছিনতাই করে তাকে হত্যা করা হয়েছে।
২ বছর আগে
বগুড়ায় কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
জেলার শাজাহানপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
৩ বছর আগে