ষষ্ঠ শ্রেণি
প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বলাৎকারের অভিযোগ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ ওই প্রতিবেশী যুবকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার যুবক আবু সাঈদ রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর গ্রামের সামছুল হকের ছেলে। এবারের এইচএসসি পরীক্ষায় পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং করছিলেন তিনি।
আরও পড়ুন: বলাৎকারে বাধা দেয়ায় হত্যা করা হয় শিশু তামিমকে
শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনাটি ঘটেছে।
এরপর রবিবার (১৪ জানুয়ারি) ওই যুবকের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন শিশুটির বাবা।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে শিশু বলাৎকার: যুবককে আমৃত্যু সশ্রম কারাদণ্ড
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, বাবার মামলা দায়ের সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক আবু সাঈদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন তারা।
পাশাপাশি বালৎকারের শিকার শিশুটিকে সোমবার দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজের হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করিয়েছেন তারা। আবু সাঈদকে আদালতে তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ফেনীতে কিশোরকে বলাৎকারের অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার
ছাত্রকে বলাৎকারের দায়ে মাদরাসা শিক্ষকের যাবজ্জীবন
১১ মাস আগে
কুড়িগ্রামে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’, গ্রেপ্তার ১
জেলার রৌমারীতে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার নুরুল ইসলাম (৪০) উপজেলার সদর ইউনিয়নের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
তবে অভিযুক্ত নুরুল ইসলামের ছোট ভাই আব্দুল লতিফের দাবি, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন প্রতিপক্ষ।
রৌমারী থানার পরিদর্শক (তদন্ত) এমআর সাঈদ বলেন, বুধবার বিকালে কৌশলে ডেকে নেয় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে। পরে ওইদিন রাত পর্যন্ত তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
তিনি বলেন, মামলা দায়েরের পর সন্ধ্যার দিকে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়। ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীকে পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পড়ুন: গাইবান্ধায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
নরসিংদীতে নারী পোশাক শ্রমিককে ধর্ষণ: ৪ জনের যাবজ্জীবন
২ বছর আগে
ষষ্ঠ শ্রেণির ভর্তিতে বয়সের শর্ত হাইকোর্টে স্থগিত
ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদনের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করে তিন বছর আগে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নীতিমালার কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করার সময় আরও এক সপ্তাহ বাড়াতে নির্দেশ দেয়া হয়েছে।
৩ বছর আগে