রিকশা
শহীদ নাফিজকে বহনকারী ‘রিকশা’ জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করা হবে
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ গোলাম নাফিজকে বহনকারী রিকশাটি জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করা হবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বৃহস্পতিবার(৭ নভেম্বর) গণভবন পরিদর্শন শেষে এ ঘোষণা দেন।
পরিদর্শনকালে উপদেষ্টা নাহিদ ঘটনার দিন গুলিবিদ্ধ নাফিজকে হাসপাতালে নিয়ে যাওয়ার সাহসিকতার জন্য রিকশাচালক নূর মোহাম্মদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংকটময় মুহূর্তে ভূমিকার জন্য নূর মোহাম্মদকে আর্থিক সহায়তার আশ্বাসও দেন তিনি।
গত ৫ নভেম্বর প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রিকশাটি যেখানে রাখা হয়েছিল, সেটি মালিক বিক্রি করে দিয়েছেন। প্রতিবেদনটি পড়ে উপদেষ্টা নাহিদ ইসলাম দ্রুত রিকশা ও এর মালিককে খুঁজে বের করার জন্য তার অফিসকে নির্দেশ দেন।
নূর মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, লন্ডনে বসবাসরত বাংলাদেশি আহসানুল কবির সিদ্দিকী কায়সারের কাছে ৩৫ হাজার টাকায় রিকশাটি বিক্রি করেছেন তিনি। কায়সার রিকশার গুরুত্ব সম্পর্কে অবহিত হলে এটি জাদুঘরে দান করার ইচ্ছা প্রকাশ করেন।
এরপর বৃহস্পতিবার জাদুঘর কমিটির যুগ্ম আহ্বায়ক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের কাছে আনুষ্ঠানিকভাবে রিকশাটি হস্তান্তর করা হয়।
২০২৪ সালের ৪ আগস্ট ঢাকার ফার্মগেটে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের সময় নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী গোলাম নাফিজকে। নাফিজকে গুলি করার পর পুলিশ তাকে জীবিত অবস্থায় পা ঝুলন্ত করে একটি রিকশার তুলে রাখে। যেখানে সে তখনও হাত দিয়ে রিকশার রড ধরে ছিল। রিকশাচালক নুর মোহাম্মদ নাফিজকে হাসপাতালে নিয়ে যান। তবে পরে আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহী করে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় অন্তর্বর্তী সরকার: নাহিদ ইসলাম
১ মাস আগে
ফরিদপুরে রিকশা গ্যারেজে বিস্ফোরণ, উড়ে গেছে যুবকের ২ আঙুল
ফরিদপুরের চরকমলাপুরে একটি রিকশার গ্যারেজে বারুদের বিস্ফোরণে শামীম হোসেন নামে এক যুবক আহত হয়েছেন। শুক্রবার (২৪ মে) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে শামীমের ডান চোখ, ডান হাতের দুইটি আঙুল ও কনুইয়ের মাংস বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উদ্ধার করে ফরিদপুরের বিএসএমএমসি কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ৩
আহত শামীম হোসেন সালথা উপজেলার লক্ষ্মণদিয়া গ্রামের মঙ্গল মোল্যার ছেলে। তিনি শহরের চরকমলাপুর জোড়া ব্রিজ সংলগ্ন জনৈক মনির হোসেনের গ্যারেজের কর্মচারী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকালে ওই গ্যারেজের বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে যায়। তারা শামীমকে আহত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে যায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, বিষয়টি আসলেই কী ঘটেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে বোমা তৈরির কোনো সরঞ্জাম পাওয়া যায়নি। তাই বোমা তৈরি করা হচ্ছিল কি না সেটি নিশ্চিত না।
তিনি আরও বলেন, তবে ওই যুবক সম্ভবত পাইপের মধ্যে বিস্ফোরকজাতীয় কিছু ঢুকাচ্ছিল। আমরা তেমন কিছু আলামত পেয়েছি। আহত শামীমকে জিজ্ঞাসাবাদের পরেই বিষয়টি সঠিকভাবে জানা যাবে।
আরও পড়ুন: ভোলায় সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ, আহত ৪
মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি আহত
৬ মাস আগে
গ্যালারি অন হুইলস: ইউনেস্কোর ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় রিকশা পেইন্টারদের কসমস ফাউন্ডেশনের সংবর্ধনা
ঢাকার রিকশা পেইন্টারদের একটি দলকে সম্মান জানিয়ে 'গ্যালারি অন হুইলস' শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করেছে কসমস ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর বারিধারার ব্যক্তিগত জাদুঘরে কসমস ফাউন্ডেশনের শিল্প শাখা গ্যালারি কসমসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চলতি মাসের শুরুতে রিকশা ও রিকশা চিত্রগুলোকে ইউনেস্কো তার ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দিয়েছে।
কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতউল্লাহ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত লিও টিটো এল আউসান জুনিয়র, কসমস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. ইফতেখার আহমেদ চৌধুরী এবং কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্প্রদায়, সুশীল সমাজ, সাংস্কৃতিক ও বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ হানিফ পাপ্পু, সৈয়দ আহমেদ হোসেন, এস এ নূর আলী, মো. মনির হোসেন ও মোহাম্মদ সোলেমানসহ বিভিন্ন রিকশা চিত্রশিল্পী ও দেশি-বিদেশি গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফিলিপাইনের রাষ্ট্রদূত বলেন, ‘‘ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি ঐতিহ্যের তালিকায় এই উল্লেখযোগ্য অন্তর্ভুক্তিকে সম্মান জানাতে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য রিকশা চিত্রশিল্পীদের এবং কসমস ফাউন্ডেশনকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। এই বছর আমরা ঢাকায় আমাদের ঐতিহ্যবাহী (স্বাধীনতা) কুচকাওয়াজের অংশ হিসেবে 'অ্যাডর্ন-এ-রিকশা'- শিরোনামের একটি অনন্য অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। যা ছিল আমাদের দেশের আইকনিক বাহনের প্রতি শ্রদ্ধা এবং আমাদের সমৃদ্ধি ও ফিলিপিনো উৎসবের রং।’’
অনুষ্ঠানটি যে অভূতপূর্ব সাড়া পেয়েছে এবং ফিলিপাইনের ‘আতি আতিহান’ উৎসবের মতো বিশ্বব্যাপী ঐতিহ্যবাহী উৎসবগুলোর কথা উল্লেখ করে রাষ্ট্রদূত লিও বলেন, এই অর্জন উদযাপনের জন্য বাংলাদেশেরও একটি রিকশা-থিমভিত্তিক বার্ষিক উৎসব হওয়া উচিত।
কসমস ফাউন্ডেশনের সভাপতি ড. ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, ‘‘যখন আমরা বড় হয়েছি, আমরা পেছনে প্রাণবন্ত ও অর্থবহ চিত্রকর্ম সম্বলিত রিকশা দেখেছি– এবং সবসময় উপলব্ধি করেছি যে এই কাজের উল্লেখযোগ্য শৈল্পিক মূল্য রয়েছে। আমি এনায়েতউল্লাহ খান ও কসমসকে অভিনন্দন জানাতে চাই এটি উপলব্ধি করার জন্য এবং আজ রাতে আমাদের সামনে এর গুরুত্ব তুলে ধরার জন্য। এই শিল্প আমাদের জীবদ্দশায় বহুদূরে এগিয়ে যাবে। কারণ রিকশা ও রিকশাচিত্র যানবাহনের চেয়ে বেশি, ঢাকা ও এর জনগণের সঙ্গে এর এক ধরনের অনন্য ও চিরায়ত বন্ধন রয়েছে। এটি সেই সম্পর্কের সারমর্ম, যা সহজাতভাবে কখনই ফিকে হওয়ার নয়, ইউনেস্কো একেই স্বীকৃতি দিয়েছে এবং আমরা আজ এখানে তা উদযাপন করছি।’’
আরও পড়ুন: ‘বিজয়’: বিজয় দিবস উপলক্ষে বিশিষ্ট চিত্রশিল্পী-মুক্তিযোদ্ধা বীরেন সোম ও শিশু শিল্পীদের নিয়ে গ্যালারি কসমসের দিনব্যাপী আর্ট ইভেন্ট
১ বছর আগে
সিদ্ধিরগঞ্জে বাসচাপায় রিকশাচালক নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসচাপায় এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডের সাহেবপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায় নি।
এ ঘটনায় বাসচালক ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: শৈলকুপায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে হিমালয় পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে ব্যাটারিচালিত রিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে রিকশাচালক রিকশা থেকে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর বাসটি রিকশাচালকের উপর দিয়েই চলে যাওয়ায় ঘটনাস্থলেই রিকশাচালকের মৃত্যু হয়। পরবর্তীতে পুলিশসহ স্থানীয় জনতা বাসটি জব্দ করে।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, খবর পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
তিনি আরও জানান, ঘাতক চালক ও হেলপারকে আটক করা হয়েছে। নিহতের নাম-পরিচয় জানার জন্যে পিবিআইকে জানানো হয়েছে। এ ঘটনার পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: ভোলায় বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ১, আহত ১
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নানী-নাতনি নিহত
১ বছর আগে
পাবনায় তুচ্ছ ঘটনার জেরে রিকশা চালককে গুলি করে হত্যার অভিযোগ
পাবনার ঈশ্বরদীতে তুচ্ছ ঘটনার জেরে এক রিকশাচালককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (৪ জানুয়ারি) রাত ৯টায় ঈশ্বরদী পৌর শহরের পশ্চিম টেংরি কড়ইতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মামুন হোসেন (২৬) ঈশ্বরদী পৌর শহরের পিয়ারখালী মহল্লার মানিক হোসেনের ছেলে।
আহতরা হলেন-পশ্চিমটেংরি পিয়ারখালী মহল্লার শরীফ উদ্দিনের ছেলে রকি হোসেন (২৬) এবং একই এলাকার বাবু হোসেনের ছেলে সুমন হোসেন (২৮)।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন-ঈশ্বরদী পৌর যুবলীগের সদস্য আনোয়ার উদ্দিন, ১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হৃদয় হোসেন এবং ছাত্রলীগ কর্মী ইব্রাহিম। আনোয়ার উদ্দিন ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিনের ভাই।
আরও পড়ুন: বিজয় মেলাকে কেন্দ্র করে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬
প্রত্যক্ষদর্শী পারভেজ বলেন, ‘দ্রুতগতির একটি ভুটভুটি গাড়ি থামিয়ে আমরা চালককে এত দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণ জিজ্ঞাসা করছিলাম। ভুটভুটিটি থামানোর সময় পেছনে থাকা একটি লেগুনা ভুটভুটির পেছনে ধাক্কা খেয়ে সামনের গ্লাস ভেঙে যায়। এ সময় ভুটভুটি চালকের চাবি কেড়ে নিয়ে তার কাছ থেকে জরিমানা দাবি করেন লেগুনা চালক। এ বিষয়ে তাকে বাধা দিলে এক নারীকে ধাক্কা দেন। তর্কাতর্কির একপর্যায়ে রেগে ওই জায়গা থেকে লেগুনা চালক চলে যান। পরে ভুটভুটি চালকও ওই জায়গা থেকে চলে যান।’
পারভেজ আরও বলেন, ‘এ ঘটনার কিছুক্ষণ পর আনোয়ার, হৃদয় ও ইব্রাহিমসহ কয়েকজন লোক এসে আমাকে জিজ্ঞাসা করেন কেন আমরা জরিমানা নিতে বাধা দিয়েছি এবং লেগুনা চালককে তাড়িয়ে দিয়েছি। এ সময় মামুন, রকি ও সুমনসহ আশপাশের লোকজন এসে তাদের থামানোর চেষ্টা করলে আনোয়ার তার কোমরে থাকা পিস্তল বের করে গুলি করেন। এতে মামুন ও রকি হোসেন গুলিবিদ্ধ হন। সুমনকে ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যান তারা।’
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানন্তর করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়াও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত
রাঙামাটিতে ইউপিডিএফ সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত
১ বছর আগে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে রিকশা ভ্যানচালকদের সংঘর্ষ, আহত ১২
সাভারের আশুলিয়ায় পুলিশ ও অটো রিকশা-ভ্যান চালকদের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ কর্মকর্তাসহ ১২ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে শহরের পল্লীবিদ্যুৎ এলাকার ‘আমার স্কুলের’ সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, হাইওয়ে পুলিশ কর্তৃক হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে মহাসড়কে অটোরিকশা ও ভ্যানচালকেরা গত শনিবার থেকে বিক্ষোভ করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় রিকশা-ভ্যান চালকেরা জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। দুপুরের দিকে ‘আমার স্কুলের’ কাছে মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালনকালে তীব্র যানজট সৃষ্টি হয়। এ সময় আশুলিয়া থানা পুলিশ এসে অবরোধে বাধা দিলে অটোরিকশা ও ভ্যান চালকেরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের প্রতিহত করতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তাসহ উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অটোরিকশা চালক মোতালেব, রিপন, সুবাস, দ্বীন ইসলাম ও সিরাজুলের নাম জানা গেছে। তাদেরকে স্থানীয় একাধিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০
তাৎক্ষণিকভাবে অন্য আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ঘটনার এক পর্যায়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়। মহাসড়কে অটোরিকশা ও ভ্যান চালকদের জরিমানার নামে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের চাঁদাবাজি এবং হয়রানির অভিযোগ তুলে তা বন্ধে ওই এলাকার দুই শতাধিক শ্রমিক তিনদিনের বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিলেন। সোমবার ছিল কর্মসূচির শেষ দিন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, মহাসড়ক অবরোধের ব্যাপারে আশুলিয়া থানা পুলিশসহ আমাদের টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে মহাসড়কে চাঁদাবাজি ও হয়রানির বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন বলে তিনি উল্লেখ করেন।
আশুলিয়া থানার ওসি কামরুজ্জামান জানান, পুলিশ আহতের ঘটনায় এক মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: ঢাকায় ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষে আহত ৩৫
ভোলা-বরিশাল সীমান্তে চর দখল নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ২০
২ বছর আগে
চট্টগ্রামে বাসচাপায় দুজনের মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারীতে বাসচাপায় ব্যাটারি চালিত রিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। শনিবার ভোরে হাটহাজারী-নাজিরহাট সড়কের উপজেলার ধলই ইউনিয়নের মনিয়াপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের বালুখালী গ্রামের মৃত হিমাংশু বড়ুয়ার ছেলে নিকাশ বড়ুয়া (৪৫) ও রিকশাচালক আব্দুল কাদের ওরুফে দিলদার (৫০)।
আরও পড়ুন: রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় গোয়েন্দা সংস্থার ২ সদস্য নিহত
নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ ওমর ফারুক বলেন, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নাজিরহাট থেকে রিকশায় মাছ নিয়ে সরকারহাটের দিকে যাচ্ছিলেন তারা। পথে মনিয়াপুকুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বাস ব্যাটারি চালিত রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বলেও জানান তিনি।
২ বছর আগে
রায়েরবাগে রিকশা গ্যারেজে স্থানীয় দুর্বৃত্তদের হামলায় আহত ৩
নগরীর রায়েরবাগ এলাকায় শনিবার একটি রিকশা গ্যারেজে স্থানীয় দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ দুজনসহ তিনজন আহত হয়েছেন।
আহতরা হলেন- আরিফ হোসেন (৩২), মো. খোকন (৩৫) ও ইউনুস (৫৫), সবাই রিকশা ব্যবসায়ী।
সকাল সাড়ে ১১টার দিকে রায়েরবাগের সাদেক খান লেনে অবস্থিত গ্যারেজে এ ঘটনা ঘটে।
আহত আরিফ জানান, তিনি তার রিকশা গ্যারেজে রাখতেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় দুর্বৃত্তদের গুলিতে কৃষক নিহত
তিনি আরও জানান, স্থানীয় কিছু গুন্ডা তাদের অবিলম্বে গ্যারেজ খালি করতে বলে। পরে গ্যারেজে রিকশা রাখার জন্য অগ্রিম টাকা হিসেবে দেয়া ৬০ হাজার টাকা ফেরত দেয়।
আরিফ জানান, আমরা আমাদের কিছু সময় দেয়ার অনুরোধ করেছিলাম কিন্তু শনিবার ২৫ জন লোক আমাদের উপর হামলা করে। তারা আমাদের মারধর করে এবং এক পর্যায়ে আমাদের উপর গুলি চালিয়ে পালিয়ে যায়।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন আলী জানান, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরিফের পায়ে ও খোকনের পেটে গুলি লেগেছে বলে জানান তিনি।
এ বিষয়ে অভিযোগ দায়েরের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: বালিয়াডাঙ্গীতে ভ্যানচালকের বাড়ি পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
২ বছর আগে
নিউইয়র্কে বাংলাদেশের রিকশা প্রদর্শনী
নিউইয়র্কের ব্রুকলীন ওয়াটার ফ্রন্ট আর্টিস্ট গ্যালারিতে বাংলাদেশের ঐতিহ্যবাহী বাহন রিকশা নিয়ে এক ভিন্নধর্মী প্রদর্শনীর আয়োজন করেছেন নিউইয়র্কের ফ্রিল্যান্স সাংবাদিক ও শিল্পী অ্যান্ডি আইজ্যাকসন।
৪ বছর আগে
মানিকগঞ্জে বাসচাপায় রিকশাচালক ও যাত্রী নিহত
মানিকগঞ্জ, ০৪ জানুয়ারি (ইউএনবি)- ঘিওর উপজেলার বানিয়াজুরি বগাধর এলাকায় বাসের চাপায় রিকশাচালক ও যাত্রী নিহত হয়েছেন।
৪ বছর আগে