ভুট্টা
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু
চুয়াডাঙ্গায় ভুট্টা শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বশির আলী নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলার মদনা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত বশির আলী পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা গ্রামের আফসার আলীর ছেলে।
আরও পড়ুন: দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ইউপি সদস্য শামসুল হক জানান, মদনা গ্রামের উত্তর পাড়ার ইলার উদ্দীনের বাড়ির ছাদে ভুট্টা শুকানোর কাজ করছিলেন বশির আলী। ছাদের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে তার শরীরে স্পর্শ করলে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়ে যান। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ডা. সাদিয়া তাকে মৃত ঘোষণা করেন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হবে।
আরও পড়ুন: খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে বউ-শাশুড়ির মৃত্যু
ফরিদগঞ্জে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
৪০৫ দিন আগে
চুয়াডাঙ্গায় ২শ’ বিঘা জমির পান ও ভুট্টা পুঁড়ে ছাই
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার খাদিমপুর মাঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২'শ বিঘা জমির ভুট্টা ও পানের বরজ পুড়ে ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) উপজেলার খাদেমপুর ইউনিয়নের বানাতখাল মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত চাষীদের দাবি, এতে অন্তত ৫ কোটির টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিসসহ ৪টি ইউনিট প্রায় ৫ ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে স্থানীয়দের অভিযোগ, মাঠের পাশে ‘বানাত’ নামে একটি খাল আছে। সেই বানাত খাল দীর্ঘদিন পানিশূন্য থাকায় আগুন নিয়ন্ত্রণ আনতে বিপাকে পড়তে হয় ফায়ারসার্ভিস কর্মীদের। কৃষকদের পানের বরজে স্থাপন করা পানির সেচ পাম্প থেকে পানি উত্তোলন করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় ফায়ার সার্ভিস।
আরও পড়ুন: বান্দরবানে আগুনে পুড়ল ৩০টি দোকান ও ১৫টি ঘর
এঘটনায় খাদেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুর রহমান লোটাস জোয়াদ্দার জানান, সকাল সাড়ে ১০ টায় হঠাৎ পানের বরজে আগুন দেখতে পায় স্থানীয় কৃষকেরা। মাঠে উপস্থিত কৃষকদের সহযোগীতায় আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে দীর্ঘ চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার সেন্টু মিয়া জানান, দুপুরে খবর পেয়ে চুয়াডাঙ্গা থেকে ২টি ইউনিট ও আলমডাঙ্গার ২ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস। তদন্ত করে ক্ষয়ক্ষতির মোট পরিমাণ ও আগুনের সূত্রপাত জানা যাবে।
আরও পড়ুন: চট্টগ্রামে হানিফ পরিবহনের বাসে আগুন
মাগুরায় গবাদিপশু বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে স্কুলছাত্রের মৃত্যু
৭৪৮ দিন আগে
ফল আর্মিওয়ার্মের আক্রমণে উদ্বিগ্ন চুয়াডাঙ্গার ভুট্টা চাষিরা
আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের ভুট্টা খেত ধ্বংস করে ২০১৮ সালে বাংলাদেশে আসা মারাত্মক পোকা ফল আর্মিওয়ার্ম জেলার কৃষকদের উদ্বেগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। গত বছরের তুলনায় এ বছর দ্রুত এই পোকা ছড়িয়ে পড়ছে।
১৯৬৫ দিন আগে