কৃষাণী
গজারিয়ায় বজ্রপাতের কৃষাণীর মৃত্যু, স্বামী ও ছেলে আহত
মুন্সীগঞ্জের গজারিয়ায় বজ্রপাতে হালিমা বেগম (৫০) নামে এক কৃষাণীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে স্বামী ও পুত্র।
শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর দিকে উপজেলার ভবেরচরের শ্রীনগরে ঘটনাটি ঘটে।
এদিকে গুরুতর আহত স্বামী আব্দুল হান্নানকে (৭০) গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার পায়ের একটি অংশ পুড়ে গেছে।
আরও পড়ুন: মেহেরপুরে বজ্রপাতে পৃথক স্থানে ২ জনের মৃত্যু
ছেলে রমজান (৯) সুস্থ আছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, টিপটিপ বৃষ্টির মধ্যেই বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন স্বামী-স্ত্রী ও তাদের ৯ বছরের ছেলে। এসময় বজ্রপাতে স্বামী-স্ত্রী দুইজনেই শরীর ঝলসে গুরুতর আহত হন এবং সঙ্গে থাকা তাদের ছেলে স্তব্ধ হয়ে যায়। পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কৃষাণী হালিমাকে মৃত ঘোষণা করেন। স্বামী আব্দুল হান্নানকে হাসপাতালে ভর্তি করা হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: হবিগঞ্জে বজ্রপাতে ১ জনের মৃত্যু
২ মাস আগে
কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহিণীরা এখন কৃষাণী
কুড়িগ্রামে এবার পরপর পাঁচ দফা বন্যায় ব্যাপক ক্ষতির শিকার হয়েছে কৃষির ওপর নির্ভরশীল পরিবারগুলোর। কাজের খোঁজে অন্য জেলায় বেরিয়ে পড়েছেন পুরুষরা। আর গৃহিণীরা সংসারের অনটন মেটাতে এখন হয়ে উঠেছেন কৃষাণী। লেগে পড়েছেন বিকল্প চাষাবাদে।
৩ বছর আগে