কৃষাণী
ধান কুড়িয়ে আনার সময় বজ্রপাতে কৃষাণীর মৃত্যু
চাঁদপুরে ধান কুড়িয়ে আনার সময় বজ্রপাতে বিশাখা রাণী সরকার (৩৫) নামে এক কৃষাণীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) কচুয়া উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহতের বিশাখা উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের নাহারা গ্রামের হরিপদ সরকারের স্ত্রী।
নিহতের পরিবাররের সদস্যরা জানান, দুপুরে বিশাখা বাড়ি থেকে বের হয়ে ফসলের মাঠ থেকে ধান কুড়িয়ে আনার সময় নাহারা গ্রামের পূর্ব বিলে বৃষ্টি ও বজ্রপাতের কবলে পড়েন। এ সময় হঠাৎ বজ্রপাতের আওয়াজে তিনি মাটিতে লুটিয়ে পড়েন ও জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কিশোরগঞ্জ হাওরে ধানকাটার সময় বজ্রপাতে ৩ জনের মৃত্যু
হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহেল রাণাবলেন, ‘তার শরীরে কোথায়ও বজ্রাঘাতের কোনো চিহ্ন নেই। বজ্রপাতের বিকট আওয়াজে তার মৃত্যু হতে পারে।’
৩ দিন আগে
গজারিয়ায় বজ্রপাতের কৃষাণীর মৃত্যু, স্বামী ও ছেলে আহত
মুন্সীগঞ্জের গজারিয়ায় বজ্রপাতে হালিমা বেগম (৫০) নামে এক কৃষাণীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে স্বামী ও পুত্র।
শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর দিকে উপজেলার ভবেরচরের শ্রীনগরে ঘটনাটি ঘটে।
এদিকে গুরুতর আহত স্বামী আব্দুল হান্নানকে (৭০) গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার পায়ের একটি অংশ পুড়ে গেছে।
আরও পড়ুন: মেহেরপুরে বজ্রপাতে পৃথক স্থানে ২ জনের মৃত্যু
ছেলে রমজান (৯) সুস্থ আছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, টিপটিপ বৃষ্টির মধ্যেই বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন স্বামী-স্ত্রী ও তাদের ৯ বছরের ছেলে। এসময় বজ্রপাতে স্বামী-স্ত্রী দুইজনেই শরীর ঝলসে গুরুতর আহত হন এবং সঙ্গে থাকা তাদের ছেলে স্তব্ধ হয়ে যায়। পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কৃষাণী হালিমাকে মৃত ঘোষণা করেন। স্বামী আব্দুল হান্নানকে হাসপাতালে ভর্তি করা হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: হবিগঞ্জে বজ্রপাতে ১ জনের মৃত্যু
১৯৫ দিন আগে
কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহিণীরা এখন কৃষাণী
কুড়িগ্রামে এবার পরপর পাঁচ দফা বন্যায় ব্যাপক ক্ষতির শিকার হয়েছে কৃষির ওপর নির্ভরশীল পরিবারগুলোর। কাজের খোঁজে অন্য জেলায় বেরিয়ে পড়েছেন পুরুষরা। আর গৃহিণীরা সংসারের অনটন মেটাতে এখন হয়ে উঠেছেন কৃষাণী। লেগে পড়েছেন বিকল্প চাষাবাদে।
১৫৮৩ দিন আগে