চকরিয়া
চকরিয়ায় বজ্রপাতে কিশোরীর মৃত্যু
কক্সবাজারের চকরিয়ায় বজ্রপাতে রোখসানা আক্তার নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোরালখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রোখসানা আক্তার (১৬) ওই এলাকার জাকের আহমদের মেয়ে।
সাহারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামাল হোসেন বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যার দিকে বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছিলেন রোখসানা। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
আরও পড়ুন: খুলনায় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
গজারিয়ায় বজ্রপাতের কৃষাণীর মৃত্যু, স্বামী ও ছেলে আহত
১ মাস আগে
চকরিয়া ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
কক্সবাজারের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ২টার দিকে পূর্ব বড় ভেওলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কক্সবাজারমুখী একটি ট্রেন চট্টগ্রাম থেকে আসছিল। এ সময় চকরিয়ার পূর্ব বড় ভেওলায় ট্রেনটি পৌঁছালে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় অজ্ঞাত এক ব্যক্তি। তাৎক্ষণিক তার পরিচয় নিশ্চিত করতে পারেননি স্থানীয়রা।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
চকরিয়ার ষ্টেশন মাস্টার ফরহাদ চৌধুরী জানান, তিনি নিহতের ভিডিও ক্লিপ পেয়েছেন। লোকবল না থাকায় বিষয়টি তদারকি করার সুযোগ পাননি।
কক্সবাজার আইকনিক রেল স্টেশন মাষ্টার গোলাম রাব্বানী বলেন, ‘চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। তবে তার পরিচয় পাওয়া যায়নি। মানুষের অসচেতনতার কারণে এই দুর্ঘটনা গুলো ঘটছে।’
আরও পড়ুন: সিলেটে ট্রেনে কাটা পড়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু
২ মাস আগে
চকরিয়ায় বাস ও লেগুনার সংঘর্ষে ৪ জন নিহত
কক্সবাজারের চকরিয়ায় হারবাংয়ে লেগুনা ও বাসের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের হারবাং ইউনিয়নের উত্তর হারবাংয়ের কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রোদ্র।
নিহতরা হলেন- চকরিয়া হারবাং উত্তর করমহরী পাড়ার মোস্তাক আহমদের ছেলে রিদুয়ান, একই ইউনিয়নের সামাজিক পাড়ার রশিদ আহমেদের ছেলে আবু বক্কর, বাদশা মিয়ার ছেলে জয়নাল আবেদীন, বত্তাতলীর মোজাফফর আহমদের ছেলে মহিউদ্দিন।
আরও পড়ুন: কক্সবাজারে লবণবোঝাই ট্রাকে ১৮ কেজি ক্রিস্টাল মেথ জব্দ, আটক ২
তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।
এসআই বলেন, কক্সবাজারে হারবাং এলাকায় আনন্দ ভ্রমণে আসা জাকির ট্রাভেলের বাস ও চট্টগ্রামমুখী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে গিয়ে ৪ যাত্রী নিহত হন। আহত হন প্রায় ৮ জন।
তিনি আরও বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও গাড়ি দু’টি জব্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: কক্সবাজারে বিজিবি'র অভিযানে ৭০ হাজার ইয়াবা জব্দ, আটক ১
১১ মাস আগে
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যু
কক্সবাজার চকরিয়ার ডুলাহাজারা পাগলিরবিলে মাইক্রোবাস ও মিনি ট্রাকের সংঘর্ষে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ডুলহাজারা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোয়াদুল ওমাম (৩৩) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার শাহাজান চৌধুরীর ছেলে। তিনি চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালের মেডিকেল অফিসার ছিলেন।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানায়, কক্সবাজারগামী যাত্রীবাহী মাইক্রোবাস ও চট্টগ্রামমুখী মিনি ট্রাকের সংঘর্ষে সোয়াদুল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: নাটোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
হোসেনপুরে সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের রহস্যজনক মৃত্যু
১ বছর আগে
চকরিয়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে প্রাণ গেল ২ ভাইয়ের
কক্সবাজারের চকরিয়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (৯আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দক্ষিণ বহদ্দারকাটা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত দুই ভাই চকরিয়ার বিএমচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দক্ষিণ বহদ্দারকাটা এলাকার আনোয়ার হোসেনের ছেলে শাহাদাত হোসেন (৫০) ও শহিদুল ইসলাম (২২)।
বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মদ জাবেদ।
আরও পড়ুন: বরিশালে সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসক নিহত
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মদ জাবেদ জানান, ট্যাংক ভর্তি হওয়ায় তারা দুই ভাই পরিষ্কার করতে নামে। প্রথমে ছোট ভাই ট্যাংকে নামেন। কিন্তু অক্সিজেন সংকটে পড়ে তিনি উঠতে পারেননি। তাকে বাঁচাতে নেমে বড় ভাইও অক্সিজেন সংকটে পড়েন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই ভাইকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক গোলাম মাওলা তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, দুই ভাইয়ের লাশের সুরাতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানান ওসি।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রাকচাপায় বাইসাইকেল চালক নিহত
১ বছর আগে
চকরিয়ায় পাহাড় ধসে ভাই-বোনের মৃত্যু
কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ধসে দুই সহোদর ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগস্ট) বিকাল সোয়া ৪টার দিকে বরইতলী ইউনিয়নের সবুজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সবুজপাড়া এলাকার নাজিম উদ্দিনের সন্তান মোছাম্মদ তাবাচ্ছুম (১) ও মোহাম্মদ সাবিদ (৫)।
হারবাং পুলিশ ফাঁড়ির পরিদর্শক কাইছার হামিদ বলেন, নাজিম উদ্দিনের বাড়িটি পাহাড়ের পাদদেশে। দীর্ঘ সাত থেকে আট বছর ধরে মাটির ঘর তৈরি করে সেখানে বসবাস করছিলেন নাজিম।
আরও পড়ুন: পাবনায় ‘অবৈধ বালুর স্তুপে’ চাপা পড়ে ২ শিশুর মৃত্যু
বিকালে বাড়িতে তার দুই শিশু ঘুমাচ্ছিল। নাজিম উদ্দিন ও তার স্ত্রী বাড়ির উঠানে কাজ করছিলেন। এ সময় পাহাড় ধসে পড়লে ওই দুই শিশু মাটির নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন মাটি সরিয়ে তাদের লাশ উদ্ধার করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, শিশু দুটির লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: বাঁশখালীতে অতি বৃষ্টিতে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু
১ বছর আগে
চকরিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
কক্সবাজারের চকরিয়ায় গ্রীন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বানিয়াছড়ায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক ইমন চৌধুরী।
নিহতরা হলেন- হাফেজ মোহাম্মদ ইসমাঈল সিদ্দীকি ও আরমান শাকিল। তাদের বাড়ি বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায়।
ইমন চৌধুরী বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়া অংশে কক্সবাজারগামী গ্রীন লাইন পরিবহনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
আরও পড়ুন: কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
১ বছর আগে
কক্সবাজারে দুই ডাকাত গ্রুপের সংঘর্ষে নিহত ১
কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারায় পূর্ব শত্রুতার জেরে দুই ডাকাত দলের সংঘর্ষে এক ডাকাত নিহত হয়েছেন। সোমবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে ডুলাহাজারার দুমখালী রিজার্ভ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আমির হোসেন ডুলাহাজারার দুমখালী রিজার্ভ পাড়ার বাসিন্দা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. জুয়েল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবদুর রহমান গ্রুপের সাথে আমির হোসেন গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় একজন নিহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে চকরিয়া ডুলাহাজারা এলাকার ডাকাত দল আবদুর রহমান গ্রুপের সাথে আরেক ডাকাত দল আমির হোসেন গ্রুপের শত্রুতা ছিল। কিছুদিন আগে আমির হোসেন গ্রুপের এক ডাকাত আবদুর রহমান গ্রুপের একজনকে মারধর করেছিল। সেই শত্রুতা থেকে সোমবার রাতে আমির হোসেনকে পেয়ে হামলা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আমির হোসেন মারা যায়।
পড়ুন: ই-কমার্সের মাধ্যমে কত টাকা পাচার ও পাচারকারীদের তথ্য জানতে চান হাইকোর্ট
চট্টগ্রামে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণী আটক
২ বছর আগে
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস চালক নিহত, আহত ৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার জোড়আমতল এলাকার কেএসআরএম কারখানার সামনে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল আবসার (৩৫) কক্সবাজারের চকরিয়া থানার বাশঘাটি গ্রামের শাহ আলমের ছেলে।
আহতরা হলেন রায়হানা বেগম (৪০), দেলোয়ারা বেগম (৪৫), মোঃ খায়রুল ইসলাম (৩০) আরিফুল ইসলাম (৩২) এবং সিদরাতুল মুনতাহা (২৫)। তাদের বাড়ি কক্সবাজার।
স্থানীয়রা জানায়, সকালে ঢাকা থেকে আসার সময় দ্রুতগতির নোহা মাইক্রোবাস মহাসড়কের পাশে দাড়াঁনো একটি লরীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক মারা যান। এসময় আহত হয় পাঁচ যাত্রী।
বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে জোড়আমতল এলাকায় দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক চালকের মৃতদেহ উদ্ধার এবং আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গাড়ি দুটি থানা হেফজতে রাখা হয়েছে।
পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যান চাপায় নিহত ৩
৬ ভাই নিহতের মামলায় পিকআপ মালিক গ্রেপ্তার
২ বছর আগে
৬ ভাই নিহতের মামলায় পিকআপ মালিক গ্রেপ্তার
কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ছয় ভাই নিহতের ঘটনার মামলায় পিকআপ মালিক মাহমুদুল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই। মামলাটি করেছিলেন নিহতদের ছোট ভাই প্লাবন সুশীল।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই কক্সবাজারের বিশেষ পুলিশ সুপার সারোয়ার আলম। এদিন দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি চকরিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজীব কুমার দে মামলাটি পিবিআইকে তদন্তের আদেশ দেন। এরপর পিবিআই মামলাটির নথি পেয়ে তদন্তে নামে।
আরও পড়ুন: চকরিয়ায় সড়ক দুর্ঘটনা: আরেক ভাই রক্তিমও মারা গেলেন
বিশেষ পুলিশ সুপার সারোয়ার আলম জানান, ছয় ভাই নিহতের ঘটনায় তাদের ছোট ভাইয়ের করা মামলায় পিকআপ মালিক মাহমুদুল করিমকে চকরিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ভোরে বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে পিকআপ চাপায় পাঁচ ভাই ঘটনাস্থলেই নিহত হন। এর কয়েকদিন পর আহত আরেক ভাই রক্তিমও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দুর্ঘটনার দিন রাতেই তাদের ছোট ভাই প্লাবন সুশীল চকরিয়া থানায় চালকসহ অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন।
আরও পড়ুন: কক্সবাজারে পিকআপের চাপায় ৫ ভাই নিহতের ঘটনায় সেই চালক আটক
২ বছর আগে