চট্টগ্রাম আবাহনী
ড্র নিয়ে মাঠ ছাড়লো ঢাকা মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী
কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২২-২৩ আসরের ম্যাচে মুখোমুখি হয় ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম আবাহনী লিমিটেড।
শনিবার নির্ধারিত সময় শেষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুইদল।
আরও পড়ুন: ফুটবল কিংবদন্তি পেলে ৮২ বছর বয়সে মারা গেছেন
ম্যাচের শুরুতে কোনঠাসা হয়ে পড়ে বন্দর নগরের ক্লাব চট্টগ্রাম আবাহনী।
ম্যাচের দুই মিনিটে গোলরক্ষক পাপ্পু লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় চট্টগ্রাম আবাহনী।
তবুও ম্যাচে প্রথম গোলের দেখা পায় আবাহনী।
ম্যাচের ২৯তম মিনিটে ডেভিড গোল করে দলকে এগিয়ে নেন। তবে সে লিড স্থায়ী হয় মাত্র দুই মিনিট।
ম্যাচের ৩২তম মিনিটে মোহামেডানকে সমতায় ফেরান সুলেমান দিয়াবেতে। তবে বিরতিতে যাওয়ার পূর্বে ম্যাচে দ্বিতীয় বারের মতো লিড নেয় চট্টগ্রাম আবাহনী।
ম্যাচের ৪৫+৩ মিনিটে বাম্বার গোলে ২-১ গোলে লিড নিয়ে বিরতিতে যায় চট্টগ্রাম আবাহনী।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে মোহামেডান।
ম্যাচের ৫৯তম মিনিটে মানিক মোল্লা গোল করলে সমতায় ফেরে মোহামেডান।
নির্ধারিত সময়ে আর কোনো দল গোলের দেখা না পেলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দুই দলকে।
আরও পড়ুন: সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
১ বছর আগে
ফেডারেশন কাপ ফুটবল: শেখ রাসেলকে হারিয়ে সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনী
ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল ম্যাচে শেখ রাসেল ক্রীড়াচক্রকে ০-২ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে চট্টগ্রাম আবাহনী।
৩ বছর আগে