ধর্ষণ চেষ্টা
যশোরে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, গণপিটুনি
যশোরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষণ চেষ্টাকারীকে গণপিটুনি দিয়েছে জনতা। মঙ্গলবার দুপুরে উপজেলার লেবুতলা ইউনিয়নে কাঁঠাল বাগানে ঘটনাটি ঘটেছে।
ধর্ষণ চেষ্টাকারী সরোয়ার হোসেন (৪৫) সদর উপজেলার লেবুতলা দক্ষিণ পাড়ার বাসিন্দা।
আরও পড়ুন: দুই ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা
পুলিশ জানায়, লেবুতলার একটি শিশু মেয়েকে ফুসলিয়ে কাঁঠাল বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে সরোয়ার। এসময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এসে সরোয়ারকে গণপিটুনি দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এছাড়া গণপিটুনিতে আহত সরোয়ার এখন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আলমঙ্গীর হোসেন বলেন, সরোয়ারকে আটক করে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ২
মাদারীপুরে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার
২ বছর আগে
চলন্ত বাসে ধর্ষণ চেষ্টা: সহকারীর পর এবার বাস চালক গ্রেপ্তার
সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় শনিবার চালক শহীদ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিআইডি) পুলিশ।
৪ বছর আগে