ধর্ষণ চেষ্টা
যশোরে ফের শিশু ‘ধর্ষণের চেষ্টা’, পুলিশি হেফাজতেও অভিযুক্তের ওপর চড়াও স্থানীয়রা
যশোরে তিন দিনের ব্যবধানে আবারও এক চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্তকে পুলিশি হেফাজতে নেওয়া হলেও পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে তাকে ধোলাই দেওয়ার চেষ্টা করে বিক্ষুব্ধ জনতা।
ঘটনাটি ঘটেছে শনিবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামে।
অভিযুক্ত যুবকের নাম তরিকুল ইসলাম। স্থানীয়রা তাকে আটকের পর পুলিশ তাকে কোতোয়ালি থানায় নিয়ে যায়। এ সময় এলাকাবাসী তাকে ছিনিয়ে নিয়ে ক্ষোভ মেটানোর চেষ্টা করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আটক তরিকুল (২৭) চৌগাছা উপজেলার বাতিবিলা গ্রামের বাসিন্দা। তিনি ভেকুটিয়া গ্রামে ভাড়া থাকেন এবং এয়ারপোর্ট এলাকার একটি রেস্তোরাঁয় বাবুর্চির কাজ করেন।
ভুক্তভোগীর পরিবারও একই বাড়িতে ভাড়া থাকে।
আরও পড়ুন: শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিয়ে অভিযুক্তকে পুলিশে সোপর্দ
স্থানীয়রা জানান, রাতে তরিকুল ওই চার বছরের শিশুকে অশ্লীল ছবি দেখায় এবং ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে গিয়ে তরিকুলকে ধরে পিটুনি দেয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে তরিকুলকে হেফাজতে নেয় এবং যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে থানায় নিয়ে যায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন জানান, এর আগেও তরিকুল ওই শিশুকে অশ্লীল ছবি দেখিয়েছে, যা শিশুর পরিবার জানত না। পরিবারের সঙ্গে কথা বলে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত বুধবার বিকেলে যশোরে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরের বিরুদ্ধে চার বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ নিয়ে তুলকালাম ঘটে। অভিযুক্ত নিজেও কিশোর।
এর আগে, তিনদিন আগে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করা হয়।
ভুক্তভোগী ও অভিযুক্ত শহরের সার্কিট হাউজপাড়া এলাকার বাসিন্দা। ওই ঘটনায় অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
৭ দিন আগে
যশোরে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, গণপিটুনি
যশোরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষণ চেষ্টাকারীকে গণপিটুনি দিয়েছে জনতা। মঙ্গলবার দুপুরে উপজেলার লেবুতলা ইউনিয়নে কাঁঠাল বাগানে ঘটনাটি ঘটেছে।
ধর্ষণ চেষ্টাকারী সরোয়ার হোসেন (৪৫) সদর উপজেলার লেবুতলা দক্ষিণ পাড়ার বাসিন্দা।
আরও পড়ুন: দুই ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা
পুলিশ জানায়, লেবুতলার একটি শিশু মেয়েকে ফুসলিয়ে কাঁঠাল বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে সরোয়ার। এসময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এসে সরোয়ারকে গণপিটুনি দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এছাড়া গণপিটুনিতে আহত সরোয়ার এখন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আলমঙ্গীর হোসেন বলেন, সরোয়ারকে আটক করে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ২
মাদারীপুরে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার
৮৩০ দিন আগে
চলন্ত বাসে ধর্ষণ চেষ্টা: সহকারীর পর এবার বাস চালক গ্রেপ্তার
সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় শনিবার চালক শহীদ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিআইডি) পুলিশ।
১৫৪৮ দিন আগে