বাদশা
চাঁদপুর প্রেসক্লাবের নতুন সভাপতি বাদশা, সাধারণ সম্পাদক পলাশ
চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের প্রতিনিধি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক হয়েছেন যমুনা টিভির কাদের পলাশ।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে বিদায়ী সভাপতি শাহাদাত হোসেন শান্তর সভাপতিত্বে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি উপদেষ্টা পরিষদ ও বিভিন্ন উপপরিষদ সমঝোতা কমিটির মাধ্যমে সবার সম্মতিতে সিদ্ধান্ত নিলে তা অনুমোদিত হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- জ্যেষ্ঠ সহ-সভাপতি সোহেল রুশদী (বিজয় টিভি), সহ-সভাপতি রিয়াদ ফেরদৌস (গাজী টিভি), মাহবুবুর রহমান সুমন (দৈনিক ইলশেপাড়), আলম পলাশ (প্রথম আলো), জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী (আলোকিত বাংলাদেশ), যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন লিটন (চাঁদপুর সকাল), মোরশেদ আলম (চ্যানেল আই), আবদুল আউয়াল রুবেল (প্রভাতী কাগজ), সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি (দীপ্ত টিভি), চৌধুরী ইয়াসিন ইকরাম ( চাঁদপুর কণ্ঠ), এ কে আজাদ (চাঁদপুর দর্পণ) ও তালহা জুবায়ের (এখন টিভি)।
এছাড়া, কোষাধ্যক্ষ হয়েছেন কে এম সালাউদ্দিন (চাঁদপুর দিগন্ত), প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম (এনটিভি), সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ (চাঁদপুর প্রবাহ), ক্রীড়া সম্পাদক এম আর ইসলাম বাবু (সুদীপ্ত চাঁদপুর), সাংস্কৃতিক সম্পাদক আবদুস সালাম আজাদ (বাসস), সমাজকল্যাণ সম্পাদক আশরাফুল হক (আমাদের অঙ্গীকার), আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আশরাফুল আলম (আজকালের খবর) এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক করা হয়েছে মাজহারুল ইসলাম অনিককে (ঢাকা টাইমস)।
কার্যকরী কমিটির সদস্য যথাক্রমে- জালাল চৌধুরী (জনকণ্ঠ), বি এম হান্নান (ইনকিলাব), ইকবাল পাটোয়ারী (সমকাল), গিয়াসউদ্দিন মিলন (আমার দেশ), শাহাদাত হোসেন শান্ত (মানবকণ্ঠ), জি এম শাহীন (এসএটিভি), মির্জা জাকির (যুগান্তর), লক্ষ্মণ চন্দ্র সূত্রধর (ভোরের কাগজ), আল-ইমরান শোভন (চ্যানেল টুয়েন্টি ফোর), মুনির চৌধুরী (দিনকাল), অ্যাডভোকেট শাহজাহান মিয়া (সংগ্রাম), রোকনুজ্জামান রোকন (চাঁদপুরজমিন), ওমর পাটওয়ারী (চাঁদপুর প্রবাহ), ফারুক আহমেদ (সময় সংবাদ), এম এ লতিফ (আমাদের সময়), মুনাওয়ার কানন (মাই টিভি) ও আবদুল ওয়াদুদ রানা (বৈশাখী টিভি)।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, অধ্যাপক দেলোয়ার আহমেদ, অধ্যক্ষ জালাল চৌধুরি, ইকবাল পাটোয়ারি, অ্যাডভোকেট সোহেল রুশদী, আল ইমরান শোভন, ইব্রাহীম রণি, গিয়াসউদ্দীন মিলন, রহিম বাদশা, লক্ষণ চন্দ্র সূত্রধর, তালহা যুবায়ের প্রমুখ।
আগামী এক বছরের জন্য গঠিত এ কমিটির দায়িত্ব শুরু হবে ১ জানুয়ারি থেকে।
৯৫ দিন আগে
‘রাজার’ মালিক এখন বাদশা
রাজাকে কিনেছেন বাদশা! কাকতালীয়ভাবেই বাদশা এখন রাজার মালিক। রাজা-বাদশার গল্প শুনে একটু অবাক হচ্ছেন তো? আসলে এই রাজা একটি ষাঁড়ের নাম। রাজার মতো চলাফেরা তার। তাইতো মালিক আদর করে তার নাম রেখেছেন রাজা । আর ক্রয়সূত্রে বাদশাই এখন রাজার মালিক। রাজার দাম পাঁচ লাখ হাঁকলেও বাদশা এটি চার লাখ ২০ হাজার টাকায় কিনেছেন।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের বারাজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকিয়া সুলতানা জুঁই তিন বছর ধরে ষাঁড়টি পালন করে আসছিলেন। গত কোরবানির ঈদে রাজার দাম উঠেছিল তিন লাখ টাকা।
আরও পড়ুন: লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
প্রতিবছর ঈদুল আজহা আসলেই দৈহিক আকৃতি ও দামের কারণে কিছু কিছু গরু আলোচনায় আসে। এদের আকর্ষণীয় নামও দেয়া হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। দৈহিক আকৃতির কারণে এবারের আলোচিত ষাঁড় হলো রাজা। এর উচ্চতা সাড়ে ৫ ফুট, দৈর্ঘ্য সাড়ে ৮ ফুট। ওজন ২৩ মণ। ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি কালো রঙের।
আরও পড়ুন: চাঁদা না দেয়ায় ফেনীতে গরু ব্যবসায়ীকে গুলি করে ‘হত্যা’
রাজার আগের মালিক জাকিয়া সুলতানা জুঁই জানান, ষাঁড়টি বড় করার ক্ষেত্রে তিনি স্বাভাবিকভাবে খড়, বুট ও ছোলার ভুসি, গম, চিটাগুড়, ভেজানো চাল, খৈল, নেপিয়ার ঘাসসহ প্রাকৃতিক খাবারই দিয়েছেন। মোটাতাজা করতে বিশেষ কোনো পদ্ধতি ব্যবহার করেননি। করোনার সময় না হলে ষাঁড়টির দাম আরও বেশি হতো বলে মনে করেন জাকিয়া।গরু ব্যবসায়ী বাদশা মিয়া জানান, ঢাকার এক মহাজনের সঙ্গে কথা বলে তিনি এটি কিনেছেন। গাড়ি পেলে ষাঁড়টি ঢাকায় পাঠিয়ে দেয়া হবে।
আরও পড়ুন: লালমনিরহাটে ড্রাগন ফল চাষে ‘আবু তালেবের’ সাফল্য
কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল ইসলাম বলেন, তিনি এ ষাঁড়টির ব্যাপারে জানেন। অফিস থেকে ষাঁড়টির সার্বিক খোঁজ-খবর রাখা হয়েছিল। পাশাপাশি ষাঁড়টির মালিককেও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছিল। করোনা না থাকলে ষাঁড়টির মূল্য আরও বেশি হত।
১৩৫৫ দিন আগে
বাঁশখালীতে আগুনে পুড়ে দোকান কর্মচারীর মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে দগ্ধ হয়ে দোকানের এক কর্মচারীর মৃত্যু হয়েছে।
১৫৫১ দিন আগে