গেমিং প্রসেসর
দেশব্যাপী পাওয়া যাচ্ছে সুপার অ্যামোলেড গেমিং ফোন রিয়েলমি ৮
ট্রেন্ডি রিয়েলমি ৮ এবং উচ্চ গুণমানের স্বীকৃতিপ্রাপ্ত রিয়েলমি সি২৫ এখন সর্বত্র পাওয়া যাচ্ছে। দেশের সকল আউটলেট এবং অনলাইন মার্কেট প্লেস থেকে ক্রেতারা এই ফোনগুলো কিনতে পারবেন।
চলমান পরিস্থিতিতে গ্রাহকদের জন্য হোম ডেলিভারি সুবিধা দিচ্ছে রিয়েলমি। হোম ডেলিভারি সুবিধা পেতে ০১৮৭৩৯০২৬৬৯ অথবা ০১৮১১১৯৩৭৭৫ নাম্বারে কল করুন। কেনার জন্য বিস্তারিত জানতে ক্লিক করুন- https://rebrand.ly/BuyNow_realme_8_C25
রিয়েলমি ৮ সাইবার সিলভার এবং সাইবার ব্ল্যাক এই দুটি রঙে পাওয়া যাচ্ছে এবং দাম মাত্র ২২,৯৯০ টাকা। রিয়েলমি সি২৫ এর দুটি ভ্যারিয়েন্ট – (৪+৬৪জিবি) ও (৪+১২৮) জিবির দাম যথাক্রমে মাত্র ১৩,৯৯০ টাকা ও ১৪,৯৯০ টাকা এবং ওয়াটার গ্রে ও ওয়াটার ব্লু এই দুটি রঙে পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: ঈদে এলো সুপার স্লিম স্টাইলিশ রিয়েলমি ৮ ও রিয়েলমি সি২৫
রিয়েলমি ৮ হেলিওজি ৯৫ গেমিং প্রসেসরযুক্ত প্রথম স্মার্টফোন যাতে রয়েছে ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। সুপার স্লিম এবং স্টাইলিশ রিয়েলমি ৮ এর ওজন মাত্র ১৭৭ গ্রাম ও পুরুত্ব ৮ মিলিমিটারের চেয়েও কম, যার ফলে ফোনটি খুবই হালকা। রিয়েলমি ৮ আসন্ন ঈদের সবচেয়ে ট্রেন্ডি এবং ফ্যাশনেবল স্মার্টফোন।
রিয়েলমি ৮ সিরিজটিতে ডিজাইনের ওপর নজর দেওয়া হয়েছে। বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো নিজেদের স্লোগান তাদের পণ্যে ফুটিয়ে তোলে, সেই অত্যাধুনিক ডিজাইনের আলোকে রিয়েলমি ৮-এর ব্যাকশেলে ‘ডেয়ার টু লিপ’ স্লোগান ব্যবহার করা হয়েছে। ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ফিউচুরিস্টিক ডিজাইন এবং ব্র্যান্ড স্পিরিট। পাশাপাশি, হেলিওজি ৯৫ গেমিং প্রসেসর থাকায় যেকোন হেভিগেম যেমন পাবজি, ফ্রিফায়ার, কলঅবডিউটি, অ্যাসফাল্ট নাইন দীর্ঘসময় অনায়াসে খেলা যাবে।
আরও পড়ুন: ঈদে আসছে স্লিম এবং ট্রেন্ডি রিয়েলমি ৮, সি২৫ এবং গেম প্রো কিট
রিয়েলমি ৮-এ রয়েছে ৬৪ মেগা পিক্সেলের প্রাইমারি সেন্সর, ১১৯-ডিগ্রীর সাথে ৮ মেগা পিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল, ম্যাক্রো লেন্স এবং বি অ্যান্ড ডব্লিউ পোর্ট্রেট লেন্সের ক্যামেরা সেটআপ। টিল্ট-শিফট মোড, স্টারি মোড, ট্রেন্ডি পোর্ট্রেট, ডুয়াল-ভিউ ভিডিও এবং এনহ্যান্সড ভিডিও স্টেবিলাইজেসন এর মতো অন্যান্য ফিচার ব্যবহার করে তরুণ ব্যবহারকারীরা চমৎকার সব ছবি এবং সবরকম ভিডিও ধারণ করতে পারবেন। স্মার্টফোনটিতে রয়েছে ৩০ ওয়াট ডার্ট চার্জযুক্ত ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের দুর্দান্ত ব্যাটারিযুক্ত রিয়েলমি ৮ ব্যবহারকারীদের দিবে ৪০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই সুবিধা এবং মাত্র ২৬ মিনিটে ৫০% পর্যন্ত চার্জ হয়ে যাবে।
অন্যদিকে, রিয়েলমি সি২৫ ৬,০০০ মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারিসহ সবচেয়ে নির্ভরযোগ্য অলরাউন্ডার ৪৮ মেগা পিক্সেল ক্যামেরা ফোন। এটি সি সিরিজের আপগ্রেডেড ফোন। রিয়েলমি সি২৫ ৪৮মেগা পিক্সেল ট্রিপল ক্যামেরা এবং টি ইউভি রাইনল্যান্ড উচ্চ নির্ভরযোগ্যতা প্রত্যয়ন প্রাপ্ত সি সিরিজের প্রথম স্মার্টফোন। দীর্ঘ আটমাস ব্যাপী গবেষণা এবং পরীক্ষার পরে টি ইউভি রাইনল্যান্ড এবং রিয়েলমি যৌথভাবে টি ইউভি রাইনল্যান্ড স্মার্টফোন হাই রিলায়াবিলিটি সার্টিফিকেশন তৈরি করেছে। টি ইউভি রাইনল্যান্ড স্মার্টফোন হাই রিলায়াবিলিটি সার্টিফিকেশনের প্রক্রিয়ায় ২৩ টি প্রধান পরীক্ষা অন্তর্ভুক্ত এবং রিয়েলমি সি২৫ সাফল্যের সাথে এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়েছে। সে কারণেই রিয়েলমি সি২৫ এর গুণগত মান নিঃসন্দেহে দুর্দান্ত।
আরও পড়ুন: ঈদে আরও দু’টি নতুন স্মার্টফোন আনছে রিয়েলমি
১৮ ওয়াট টাইপ-সি চার্জারের সাথে এতে রয়েছে ৬,০০০ মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি। ডিভাইসটিতে রয়েছে শক্তিশালী হেলিও জি৭০ গেমিং প্রসেসর এবং এই ফোন ৪৭ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে থাকতে পারে। তাছাড়া এতে আছে অ্যান্ড্রয়েড ১১ এর উপর ভিত্তি করে তৈরি করা রিয়েলমি ২.০, যা তরুণদের কাস্টমাইজড অভিজ্ঞতা উপভোগ করার সুযোগ দিবে। এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে, ফিঙ্গার প্রিন্ট সেন্সর, ফেসিয়াল রিকগনিশন, ফ্লিপ টু মিউট, ডুয়াল মোড মিউজিক শেয়ারসহ অসংখ্য আকর্ষণীয় ফিচার, যা ব্যবহারকারীদের জীবনযাত্রায় যোগ করবে নতুন মাত্রা।
৩ বছর আগে
ঈদে আসছে স্লিম এবং ট্রেন্ডি রিয়েলমি ৮, সি২৫ এবং গেম প্রো কিট
তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আসন্ন ঈদের বাজার মাতাতে বাংলাদেশে নিয়ে আসছে দারুণ দুটি স্মার্টফোন এবং প্রো গেমিং কিট। আগামী ২৬ এপ্রিল অনলাইন লঞ্চ ইভেন্টের মাধ্যমে বাজারে আসতে যাচ্ছে দারুণ স্টাইলিশ এবং দুর্দান্ত পারফরমেন্সের রিয়েলমি ৮। সাথে আসছে আপগ্রেডেড এন্ট্রি লেভেল সি সিরিজ থেকে রিয়েলমি সি২৫। পাশাপাশি, আসবে রিয়েলমি গেম প্রো কিট।
লাইভ লঞ্চ ইভেন্টে অংশ নিয়ে ব্র্যান্ড নিউ মোবাইল জিতে নিতে ক্লিক করুন: https://rebrand.ly/realme_8_and_C25_Launch_Event
৮ মিলিমিটারেরও কম পুরো, খুবই পাতলা দারুণ ডিজাইনের রিয়েলমি ৮-এ আছে শক্তিশালী হেলিও জি ৯৫ গেমিং প্রসেসর। সাথে থাকছে সুপার অ্যামোলেড ফুল স্ক্রিন ডিসপ্লে। বাংলাদেশে এই প্রথম জি ৯৫ + সুপার অ্যামোলেড ডিসপ্লের ফোন বাজারে আসতে যাচ্ছে। তাই, রিয়েলমি ৮ হবে এবারের ঈদের অন্যতম আকর্ষণ। এই ফোনের গেমিং প্রসেসর সুপার-ফাস্টর্যািম এবং শক্তিশালী এআই এর সমন্বয়ে মোবাইল গেম প্রেমীদের জন্য অবিশ্বাস্য গেমিং অভিজ্ঞতা প্রদান করবে। রিয়েলমি ৮ হ্যান্ডসেটটি মূলত এইট সিরিজের একটি স্মার্টফোন। এইট সিরিজের ফোনগুলোতে হাই-রিজোলিউশন ক্যামেরা, টিল্ট শিফট এবং স্টারি মোডের পাশাপাশি ডুয়াল ভিউ মোড রয়েছে এবং এই সিরিজ থেকে রিয়েলমি ৮প্রো এই মাসের শুরুতে বাজারে আনাহয়। ৮ প্রো তার ১০৮ মেগাপিক্সেল আলট্রা কোয়াড ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি প্রেমীদের মন জয় করে নিয়েছে।
রিয়েলমি ৮-এর সাথে বাজারে আসবে সি সিরিজের আপগ্রেডেড স্মার্টফোন রিয়েলমি সি২৫। রিয়েলমিসি২৫ টিউভি রাইনল্যান্ড উচ্চ নির্ভরযোগ্যতা স্মার্টফোন প্রশংসাপত্র প্রাপ্তস্মার্টফোন এবং ৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরাসহ প্রথম সি সিরিজের স্মার্টফোন। সি২৫ এ আছে বিশাল ডিসপ্লে এবং ব্যবহারকারীদের জন্য অবিশ্বাস্য সব কাস্টমাইজেশন অপশনস।
এছাড়াও সি২৫ এ থাকছে মেগা ব্যাটারি, যার সাহায্যে এই ফোন ৪৭ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে থাকতে পারে। ব্যবহারকারীরা এই ফোনে তাত্ক্ষণিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফ্লিপ টু মিউট, ডুয়াল মোড মিউজিক শেয়ার, অ্যাপ লক এবং হাইড এর মতো সুবিধাজনক বিভিন্ন ফিচার পাবেন।
এই ফোনগুলো ছাড়াও রিয়েলমি গেমারদের জন্য রিয়েলমি কুলিং ব্যাক ক্লিপ এবং রিয়েলমি মোবাইল গেম ফিঙ্গার স্লীভস নিয়ে আসছে। রিয়েলমি মোবাইল গেম ফিঙ্গার স্লীভস বিশেষত এমন গেমারদের জন্য ডিজাইন করা হয়েছে যাদের হাতঘেমে যায়। এই গেমিংকিটের সাহায্যে একজন গেমার মসৃণভাবে গেম নিয়ন্ত্রণ করতে পারবেন কারণ এই স্লীভসগুলো বৈদ্যুতিক পরিবাহিতা এবং উচ্চ সংবেদনশীলতা নিশ্চিত করে।
এসব কারণেই আসন্ন ঈদে রিয়েলমির নতুন স্মার্ট ডিভাইসগুলো নিশ্চিতভাবেই বাজার মাতাবে।
৩ বছর আগে
সারা দেশে পাওয়া যাচ্ছে রিয়েলমি নারজো ২০
তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি এক গ্র্যান্ড অনলাইন লঞ্চিং ইভেন্টের মাধ্যমে বাজারে তাদের গেমিং মাস্টার রিয়েলমি নারজো ২০ নিয়ে এসেছে।
৩ বছর আগে