বাংলাদেশ পুলিশ
স্পিড গান ব্যবহারে এবার ঈদযাত্রা নিরাপদ ছিল: বাংলাদেশ পুলিশ
পুলিশ স্পিড গান ব্যবহারসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
বৃহস্পতিবার (২০ জুন) পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) এনামুল হক সাগরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক থাকায় ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতিরিক্ত গতিকে সাধারণত সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয় এবং অননুমোদিত যানবাহন প্রতিরোধ ও সড়কে স্পিড গান ব্যবহারের মাধ্যমে যানবাহনের গতি নিয়ন্ত্রণের কারণে সড়ক দুর্ঘটনা কমেছে।
আরও পড়ুন: ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে কাজ করছে পুলিশ: আইজিপি
তথ্য অনুযায়ী, পুলিশ ১৩ জুন থেকে ১৮ জুন পর্যন্ত ৫৫৬টি স্থানে স্পিড গান ব্যবহার করেছে এবং এই সময়ের মধ্যে অতিরিক্ত গতির কারণে ১ হাজার ৪৫৮ জনকে বিচারের মুখোমুখি করা হয়েছে।
এছাড়া যাত্রী পরিবহনের জন্য ৫৮৩টি অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে ২০১৪ স্পটে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং ৭ হাজার ১০২টি মামলা জমা পড়ে।
আরও পড়ুন: সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশ সফল: আইজিপি
৪ মাস আগে
নির্বাচনে বাংলাদেশ পুলিশ ইসির অধীনে কাজ করবে: আইজিপি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশ নির্বাচন কমিশনের (ইসি) অধীনে কাজ করবে।
তিনি বলেন, কমিশন যে রকম আদেশ দেবে সে অনুযায়ী দায়িত্ব পালন করবে।
আরও পড়ুন: সাইবার ক্রাইম মোকাবিলায় প্রতিটি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে হবে: আইজিপির প্রতি রাষ্ট্রপতি
শুক্রবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের ওয়েজখালীর পুলিশ লাইনে অসহায় পরিবারের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
আইজিপি বলেন, পুলিশের সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে। একটা সময় ছিল যখন দেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের হলি খেলা চলছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।
তিনি বলেন, জঙ্গিবাদ দমনে পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থা মিলেমিশে কাজ করছে। নির্বাচনকালেও সেভাবে পালনের জন্য প্রস্তুতি রয়েছে। নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। সে অনুযায়ী আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ একটি শতবর্ষী প্রতিষ্ঠান। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেছে। একসময় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও সুন্দরবন জলদস্যু ও সন্ত্রাসীদের আখড়া ছিল।
তিনি আরও বলেন, পুলিশের এখন লজিস্টিক সাপোর্ট বেড়েছে। প্রযুক্তি ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।
আরও পড়ুন: সকলের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ: আইজিপি
সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গবাদিপশু বহনকারী যানবাহন থামানোর বিষয়ে সতর্ক করেছেন আইজিপি
১ বছর আগে
অপরাধীরা ভালো পথে আসতে চাইলে সুযোগ দেওয়া হবে: আইজিপি
বাংলাদেশ পুলিশের মহাপরিচালক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, জলদস্যুদের আত্মসমর্পণ প্রক্রিয়ার মধ্যদিয়ে প্রধানমন্ত্রী দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বিষয়ে যে জিরো ট্রলারেন্স নীতি ঘোষণা করেছে, এর আলোকে আমরা কাজ করছি।
তিনি বলেন, যদি কোনো অপরাধী ভালো পথে ফেরত আসতে চায়, তাহলে তাকে অবশ্যই সুযোগ দেওয়া হবে। এ কারণে আমরা দস্যুমুক্ত সুন্দরবন ঘোষণা করতে পেরেছেন।
এছাড়া যেসব জলদস্যু আত্মসমর্পণ করেছে, তাদের মধ্যে কেউ কি অপরাধে জড়িয়ে যাচ্ছে কিনা আমরা তাদের প্রতি দৃষ্টি রেখেছি।
আরও পড়ুন: ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে: আইজিপি
বুধবার (৩ মে) বিকাল ৩টার দিকে কক্সবাজার জেলা পুলিশ কার্যালয় প্রাঙ্গনের সাংবাদিকদের এক প্রেসব্রিফিংকালে তিনি একথা বলেন।
এসময় কক্সবাজার পুলিশ সুপার ছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন’র তিন ব্যাটালিয়নের অতিরিক্ত ডিআইজিরা উপস্থিত ছিলেন।
রোহিঙ্গা ক্যাম্প সহ দেশে নানা অপরাধ বিষয়ে আইজিপি বলেন, মাদকের বিরুদ্ধে সারাদেশে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সব আইনশৃংঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। সকলে মিলে দেশে ভাল কাজগুলো করছি।
তিনি আরও বলেন, অপরাধ যেখানে সংগঠিত হচ্ছে সেখানে পুলিশ পৌছে যাচ্ছে। অপরাধ করে কেউ ছাড় পাবে না। যে যত বড় অপরাধী হউক না কেন পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে।
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের বিভিন্ন কৌশলে প্রথমে অপরাধীদের তালিকা করি। যদি ওই অপরাধের প্রমাণ মেলে তাদের সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হচ্ছে।
এছাড়া কোন ঘটনা যদি সংঘটিত হলে কাউকে আমরা ছাড় দিচ্ছি না।
তিনি বলেন, অপরাধী যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে আইনশৃঙ্খলার স্বাভাবিক গতি ভঙ্গ করার চেষ্টা করবে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ভাসমান ট্রলার থেকে ১০ জনের লাশ উদ্ধারের ঘটনায় আইজিপি বলেন, মহেশখালী ট্রলারের যে ১০ জনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা যাই হোক না কেন ১০টি প্রাণহানি তো হয়েছে। ঘটনাটি আমি শুনার পর আমি ডিআইজিকে দ্রুত তদন্ত করতে বলেছি। এবং সিআইডি টিম পাঠিয়েছি।
এই ঘটনায় সকল ডিপার্টমেন্ট গুরুত্ব সহকারে কাজ করছে। এই ঘটনায় বেশ কয়েকজন আসামি ধরা পরছে। তারা ১৪৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এই ঘটনায় তদন্ত চলছে। আমরা আশা করছি এই তদন্তে ভালো কিছু আসবে।
সম্প্রতি সময়ে টেকনাফ অপহরণের বিষয়ে আইজিপি বলেন, কোন ঘটনা ঘটলে সেটা আমরা কাজ করছি। এই ঘটনায় তদন্তে আমাদের বেশ সফলতাও এসেছে। এই ঘটনা গুলো যারা ঘটাচ্ছেন তাদের চিহ্নিত করার কাজ চলছে। এই ঘটনায় যে জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। এজন্য সবাইকে অনুরোধ করবো, প্রয়োজনে জরুরি সেবা ৯৯৯ মাধ্যমে আমাদের জানান।
আরও পড়ুন: নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে কঠোর ব্যবস্থা: আইজিপি
সিটি নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ নেই: সিলেটে আইজিপি
১ বছর আগে
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সে বাংলাদেশ পুলিশ: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সে বাংলাদেশ পুলিশ। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে পুলিশের সক্ষমতায় রয়েছে ঈর্ষনীয় সফলতা। হোলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পর থেকে দেশে যেসব সন্ত্রাসী ও জঙ্গি কর্মতৎপরতা দেখা দিয়েছিল, তা পুলিশ সফলতার সঙ্গে মোকাবিলা করেছে।
আরও পড়ুন: আইজিপি আবদুল্লাহ আল-মামুনের মেয়াদ বাড়ল দেড় বছর
শুক্রবার সুনামগঞ্জের শাল্লা থানা ক্যাম্পাসে নবনির্মিত ভবন স্টুডিও এপার্টমেন্ট উদ্বোধনকালে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশ ওইসব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে সক্ষম হয়েছে।
আইজিপি আরও বলেন, আপনারা জানেন যে পার্বত্য জেলা বান্দারবানের গহীন জঙ্গলে অনেক শক্তিশালী সন্ত্রাসীরা আস্তানা গেড়েছিল, বাংলাদেশ পুলিশ তাও সফলভাবে প্রতিহত করেছে। আমাদের পুলিশ বাহিনী এখন আন্তর্জাতিক মানের।
তিনি বলেন, আমি যখনই শাল্লায় আসি, মা ও মাটির গন্ধ পাই। আমি শাল্লার সন্তান, এখানের কাদামাটি, আলো-বাতাসে বড় হয়েছি। দিনের পর দিন হাওরের মুক্ত বাতাসে চষে বেড়িয়েছি। তাই শাল্লা নিয়ে আমি সর্বদাই গর্ববোধ করি।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে।
শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ঢাকা থেকে হেলিকপ্টারে করে শাল্লার শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। পরে শাল্লা থানা পুলিশের আবাসিক ভবন স্টুডিও অ্যাপার্টমেন্ট উদ্বোধন শেষে দুপুর ১২টায় নিজ বাড়ি শ্রীহাইল গ্রামের উদ্দেশে যাত্রা করেন।
আরও পড়ুন: ২১ ফেব্রুয়ারিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশ কর্মকর্তাদের আইজিপি
বিশ্ব ইজতেমায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: আইজিপি
১ বছর আগে
বিশ্ব ইজতেমায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: আইজিপি
বিশ্ব ইজতেমা নিরাপদে ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
তিনি বলেন, পুলিশ, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন সবার সঙ্গে সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে আমরা একযোগে কাজ করছি।
আরও পড়ুন: বড়দিনকে কেন্দ্র করে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: আইজিপি
বুধবার (১১ জানুয়ারি) গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং বিদেশি মেহমানদের আবাসস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
এছাড়া পরিদর্শনকালে বিশ্ব ইজতেমার ‘নিরাপত্তা পরিকল্পনা’ পুস্তকের মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ও তাবলীগের মুসল্লিরা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ১৩ থেকে ১৫ জানুয়ারি।
ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব ২০ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: আইজিপি আবদুল্লাহ আল-মামুনের মেয়াদ বাড়ল দেড় বছর
উন্নত সেবা দিতে থানাগুলোকে 'সার্ভিস ডেলিভারি সেন্টার' বিবেচনা করুন: আইজিপি
১ বছর আগে
পুলিশের সার্জেন্ট পদে চাকরি: জনবল নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ
বাংলাদেশ পুলিশে সার্জেন্ট পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে। আবেদন করা যাবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত।
বাংলাদেশ পুলিশে ‘সার্জেন্ট’ পদে জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ
পদের নাম: সার্জেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
দক্ষতা: মোটরসাইকেল চালনায় দক্ষতা ও কম্পিউটার চালনায় পারদর্শী
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
আরও পড়ুন: বাংলাদেশ পুলিশে নিয়োগ: ৬ পদে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে চাকরির সুযোগ
শারীরিক যোগ্যতা
উচ্চতা: পুরুষ ৫ ফুট ৮ ইঞ্চি এবং নারী ৫ ফুট ৪ ইঞ্চি
বুকের মাপ: স্বাভাবিক ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত ৩৪ ইঞ্চি
ওজন: বয়স ও উচ্চতার সঙ্গে অনুমোদিত পরিমাপ অনুসারে
দৃষ্টিশক্তি: ৬/৬
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা নয়)
আরও পড়ুন: খুলনায় বিডিজবস চাকরি মেলায় ১ হাজার জনের চাকরির সুযোগ
বয়স: ২২ ডিসেম্বর ২০২২ তারিখে ১৯-২৭ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর
আবেদনের জন্য প্রার্থীর বয়স ২০২২ সালের ২২ ডিসেম্বর তারিখে ১৯ থেকে ২৭ বছর হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। ২০২০ সালের ২৫ মার্চ তারিখে যাদের বয়স ২৭ বছর পার হয়নি, তারাও আবেদন করতে পারবেন।
পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি। নারী প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনের জন্য কমপক্ষে স্নাতক পাস হতে হবে আগ্রহী প্রার্থীদের। মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত হলে এ পদের জন্য আবেদন করতে পারবেন না।
আবেদনপদ্ধতি: আগ্রহী প্রার্থীদের অনলাইনে এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এরপর প্রার্থীদের কয়েক ধাপে নির্বাচন করা হবে। ২৫ নভেম্বর থেকে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ২২ ডিসেম্বর পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্জেন্ট পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন করলে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল করা হবে।
আরও পড়ুন: ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি: পূবালী ব্যাংকে ৭৭ পদে চাকরি, আবেদন ফি নেই
১ বছর আগে
৯৯৯-এ অভিযোগ পেয়ে ২ ভুয়া পুলিশ আটক
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে এক কলার ফোন করে অভিযোগ জানালে, পুলিশ পরিচয়দানকারী দুই প্রতারককে আটক করে রংপুরের মিঠাপুকুর থানার পুলিশ।
রবিবার সকাল সাড়ে সাতটায় রংপুরের মিঠাপুকুর থানাধীন কোনাপাড়া থেকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তাদের এলাকায় দুই ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে ঘোরাঘুরি করছে। পুলিশ পরিচয়দানকারী ব্যক্তিরা আসামি ধরতে এসেছে বলে এলাকাবাসীকে জানায়।
আরও পড়ুন: ৯৯৯-এ কল, চলন্ত ট্রাকে ‘ধর্ষণের শিকার’ প্রতিবন্ধী তরুণী উদ্ধার
তাদের আচরণে স্থানীয় লোকজনের মধ্যে সন্দেহ সৃষ্টি হলে তারা ৯৯৯ নম্বরে ফোন করে সবকিছু বিস্তারিত জানায়।
৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি মিঠাপুকুর থানায় জানিয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায়। সংবাদ পেয়ে মিঠাপুকুর থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে ওই দুই ব্যক্তিকে আটক করে।
আরও পড়ুন: ৯৯৯-এ কল, বিপুল পরিমাণ নকল সারসহ কারখানার সন্ধান
পরে মিঠাপুকুর থানার এ.এস.আই নুর আলম ৯৯৯-কে ফোনে জানান, তারা ঘটনাস্থল থেকে পুলিশ পরিচয় দেয়া দুই ব্যক্তিকে আটক করেন। আটককৃতরা হল- মিঠাপুকুর থানার হেতমপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে দুলাল মিয়া (৩০) এবং একই থানার পাতাসন দুর্গাপুর গ্রামের মৃত নুরুজ্জামান ছেলে কামরুজ্জামান (৩১)।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
৩ বছর আগে
করোনা পরবর্তী শারীরিক জটিলতায় সিনিয়র এএসপির মৃত্যু
করোনা পরবর্তী শারীরিক জটিলতা নিয়ে লাইফ সাপোর্টে থাকা বাংলাদেশ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইসরাত জাহান তন্বী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।
৩ বছর আগে
চাকরি চলে যাওয়ায় আত্মহত্যার চেষ্টা, ৯৯৯ ফোনকলে উদ্ধার
চাকরি চলে যাওয়ায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা প্রচেষ্টাকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ তে এক যুবকের ফোনকল পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে ঢাকার সবুজবাগ থানা পুলিশের সদস্যরা।
৩ বছর আগে
রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিলেন যুবক, পুলিশের সহায়তায় উদ্ধার
ঢাকার খিলখেত এলাকায় অজ্ঞান অবস্থায় পড়েছিলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে কাজের উদ্দেশে ঢাকায় আসা এক যুবক। পরে এক পথচারীর ফোন কলে ওই যুবককে উদ্ধার করে পুলিশ।
৩ বছর আগে