তাক লাগালেন
প্রতি গাছে ৪ মণ কুল, তাক লাগালেন শ্রবণপ্রতিবন্ধী কৃষক
কুল বা বরই। নাম শুনলেই জিভে জল আসতে পারে অনেকের। টক-মিষ্টি স্বাদের এই ফল চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘনা ইউনিয়নের আরশনগর গ্রামের কৃষক হোসেন সরদার। শ্রবণপ্রতিবন্ধী এই কৃষকের প্রতিটি গাছে কুল ধরেছে দুই থেকে চার মণ। যে কুল পাইকারী বাজারে প্রতি কেজি বিক্রি হয়েছে ১৪০ টাকা দরে।
১৭৯৭ দিন আগে