গাড়িচাপা
সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনকালে চাঁদপুরে গাড়িচাপায় শিক্ষার্থী আহত
চাঁদপুরের মতলবে সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনকালে গাড়িচাপায় সালাউদ্দিন প্রধানীয়া (১৮) নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন।
সোমবার (১২ আগস্ট) দক্ষিণ উপজেলার মতলব বাইপাস সড়কের পানির ট্যাংকি মোড় এলাকায় এই দুঘর্টনা ঘটে।
আরও পড়ুন: গাজীপুর কারাগারে বিদ্রোহের চেষ্টা, গোলাগুলিতে ২২ বন্দি আহত
আহত শিক্ষার্থী সালাউদ্দিন প্রধানীয়া উপজেলার ঢাকিরগাঁও গ্রামের বাসিন্দা এবং মতলব সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানান, তারা কয়েকজন মিলে মতলব বাইপাস সড়কের পানির ট্যাংকি মোড়ে যানযাহন নিয়ন্ত্রণে ট্রাফিকের দায়িত্ব পালনকালে গাড়িচাপায় সালাউদ্দিন প্রধানীয়ার বাম পায়ের হাঁড় ভেঙে গুরুতর আহত হন। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা গুরুতর হওয়ায় ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়।
আরও পড়ুন: মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গোলাগুলি, আহত ৫
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
৪ মাস আগে
সাভারে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ঢাকার সাভারে গাড়িচাপায় নাহিদ মাহমুদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: যশোরে মাটিবাহী ট্রাক্টরচাপায় গৃহবধূ নিহত, আহত ৩
নিহত নাদিম মানিকগঞ্জের সিঙ্গাইর থানার জামির্তা এলাকার মোহসীন আলীর ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেন দিয়ে নাহিদ মাহমুদ যাচ্ছিলেন। তিনি মহাসড়কের পুলিশ টাউনের সামনে গেলে একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, মোটরসাইকেল আরোহীকে চাপা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। একইসঙ্গে পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংর্ঘষে নিহত ২
৭ মাস আগে
সিরাজগঞ্জে গাড়িচাপায় ভ্যানচালক নিহত
বগুড়া-নগরবাডী মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় বেলাল হোসেন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
রবিবার (২৮ এপ্রিল) সাড়ে ১১টার দিকে উল্লাপাড়া পৌর এলাকার কাওয়াক বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: আইনগত সহায়তা পাওয়া করুণা নয় অধিকার: আইনমন্ত্রী
নিহত বেলাল উপজেলার শ্যামগাঁতি গ্রামের আব্দুস সোবাহানের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এম এ ওয়াদুদ বলেন, ভ্যান নিয়ে বেলাল কাওয়াক বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বেলাল মারা যান।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলালের লাশ উদ্ধার করেছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: যশোরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
রিকশাচালকদের স্যালাইন-পানি ও ছাতা বিতরণ করলেন ডিএনসিসি মেয়র
৭ মাস আগে
সিলেটে গাড়িচাপায় স্কুলছাত্রী নিহত
সিলেটের ওসমানীনগরে গাড়ির চাপায় ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে সিলেট-ঢাকা মহাসড়কের কাগজপুরে এ ঘটনাটি ঘটে।নিহত বৃষ্টি দাশ (১২) উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ভাগলপুর গ্রামের মদন দাশের মেয়ে এবংবেগমপুর শরৎ সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সকাল ৭টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে সিলেট-ঢাকা মহাসড়কের কাগজপুর ব্রিজের পাশে অজ্ঞাত গাড়িচাপা দেয় বৃষ্টিকে। এ সময় বৃষ্টির স্কুলব্যাগ ছিটকে এক পাশে পড়ে যায়। অন্যান্য শিক্ষার্থীরা রাস্তার পাশে বৃষ্টির স্কুলব্যাগ দেখে স্থানীয়দের জানালে রাস্তার পাশে বৃষ্টির লাশ দেখতে পায় তারা।স্থানীয়দের ধারণা, অজ্ঞাত কোনো গাড়ি বৃষ্টি দাশকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে এবং ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।বেগমপুর শরৎ সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, প্রাইভেট পড়তে যাওয়ার পথে অজ্ঞাত গাড়ী চাপায় আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী বৃষ্টি দাশ নিহত হয়। এই মর্মান্তিক দূর্ঘটনায় বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।এই বিষয়ে শেরপুর হাইওয়ে থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)পরিমল চন্দ্র দেব বলেন, খবর পেয়ে পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: কামরাঙ্গীরচর থেকে ২ তরুণের লাশ উদ্ধার
সিরাজগঞ্জে তরুণের বস্তাবন্দি লাশ উদ্ধার
২ বছর আগে
স্কুলের মাঠে গাড়িচাপায় শিক্ষিকা-শিক্ষার্থী নিহত, আহত ৪
মানিকগঞ্জের শিবালয়ে স্কুলের মাঠে কোম্পানির গাড়িচাপায় শিক্ষিকা ও শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার সকালে উপজেলার আব্দুল আলীম মেমোরিয়াল স্কুলে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ভাকলা গ্রামের আওলাদ হোসেনের স্ত্রী ও স্কুলের শিক্ষিকা ফাতেমা আক্তার এবং শিবালয় উপজেলার টেপড়া গ্রামের সহিদুল ইসলামের মেয়ে ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী জারিন তাসনিম (৭)।
আরও পড়ুন: রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন জানান, ঠিকাদারী প্রতিষ্ঠান এন ডি ই কোম্পানির ওই গাড়িটি স্কুল কর্তৃপক্ষকে ভাড়া দিয়ে স্কুলের মাঠেই রাখা হতো। সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা খাবার বিরতির সময় মাঠে আসে। এসময় গাড়ির চালক গাড়িটিকে স্কুল থেকে বের করার উদ্দেশ্যে চালু করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিক্ষার্থী তাসনিম নিহত হয়। আর শিক্ষিকা ফাতেমাসহ আরও পাঁচ জন গুরুতর আহত হলে তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষিকা ফাতেমা মারা যান।
আরও পড়ুন: বাসচাপায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থী নিহত, আহত ৪
এসময় স্কুলের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক পালিয়ে যেতে সক্ষম হলেও গাড়িটির চালককে আটক করেছে এলাকাবাসী।
ওসি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
২ বছর আগে
কুমিল্লায় দায়িত্বরত অবস্থায় গাড়িচাপায় এসআই নিহত
কুমিল্লার দাউকান্দিতে দায়িত্বরত অবস্থায় অজ্ঞাত গাড়িচাপায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম (৪৫) দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এবং শেরপুর জেলা সদরের এতাবিয়া গ্রামের কাজিম উদ্দীনের ছেলে।
আরও পড়ুন: নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ নিহত
দাউদকান্দি হাইওয়ে থানার ডিউটি অফিসার আবদুস ছোবহান জানান, ‘আমরা যখনই খবর পাই যে একজন দায়িত্বরত পুলিশ সদস্য রাস্তার মাঝখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তখনই পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।’
আরও পড়ুন: রাজধানীতে ট্রাকের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত
হাসপাতালে পৌঁছানো মাত্র চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
২ বছর আগে
গাজীপুরে গাড়িচাপায় শিশুসহ নিহত ২
গাজীপুরে মিনিবাসের সঙ্গে টেম্পুর সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছে। বুধবার সকালে মহানগরের বাসন থানার ইটাহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- টেম্পু যাত্রী স্থানীয় কড্ডা নান্দুন এলাকার বাসিন্দা গাউছ মিয়ার স্ত্রী মারুফা বেগম (৫৪) এবং একই এলাকার বাসিন্দা নূর আলমের ছেলে মো. লিমন (১২)। লিমন নাওজোর মেধা বিকাশ কিন্ডারগার্টেনের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
আরও পড়ুন: মানিকগঞ্জে গাড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
বাসন থানার উপপরিদর্শক (এসআই) মো. মতিউজ্জামান জানান, বুধবার সকালে টেম্পুটি যাত্রী নিয়ে মহানগরের কোনাবাড়ি এলাকা থেকে চান্দনা-চৌরাস্তা এলাকায় যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটা এলাকায় পেছন থেকে তাকওয়া পরিবহনের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা যাত্রীবাহী টেম্পুকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই লিমন নিহত এবং মারুফা গুরুতর আহত হন। পরে এলাকাবাসী মারুফাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: আশুগঞ্জে গাড়িচাপায় ২ চালকল শ্রমিক নিহত
কানাডায় মুসলিম পরিবারের ৪ জনকে গাড়িচাপা দিয়ে হত্যা
২ বছর আগে
মানিকগঞ্জে গাড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
মানিকগঞ্জের বিসিক শিল্প নগরী এলাকায় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে অজ্ঞাত গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের নয়াডিঙ্গি এলাকার ঠান্ডু মিয়ার ছেলে হাবিবুর রহমান হাবু (৩৬) ও সদর উপজেলার রাজিবপুর এলাকার লাল চাঁন মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩৫)।
নিহত আনোয়ার হোসেনের ভাই আব্দুল হামিদ বলেন, আনোয়ার হোসেন পেশায় একজন গরু ব্যাপারী। গরু বিক্রির টাকা নিয়ে মোটরসাইকেলে করে মানিকগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে বিসিক শিল্পনগীর এলাকায় গাড়িচাপায় তার ভাইসহ দুজন মারা যান।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নাটোরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
৩ বছর আগে
আশুগঞ্জে গাড়িচাপায় ২ চালকল শ্রমিক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় গাড়িচাপায় দুই চালকল শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে উপজেলার সোনারামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহততের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন- দিনাজপুর সদর উপজেলার আব্দুল মালেকের ছেলে হায়দার আলী (৩০)। নিহত অপজনের বয়স আনুমানিক ২৮ বছর হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনারামপুর এলাকার খান রাইস মিলে কাজের জন্য ওই পাঁচজন বাসে করে বুধবার সকালে আশুগঞ্জ আসেন। সোনারামপুর এলাকার রাজমনি হোটেলের সামনে এসে তারা বাস থেকে নামেন। পরে হেঁটে রাইস মিলে যাওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। বাকি তিনজন গুরুতর আহত আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, কোন গাড়ি চাপা দিয়েছে-সেটি নিশ্চিত হওয়া যায়নি। গাড়িটি শনাক্তকরণের চেষ্টা চলছে।
পড়ুন: মুন্সিগঞ্জে আগুনে শিশু নিহত, মা-মেয়ে দগ্ধ
নাটোরে ২ মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩
৩ বছর আগে
কানাডায় মুসলিম পরিবারের ৪ জনকে গাড়িচাপা দিয়ে হত্যা
কানাডায় গাড়িচাপা দিয়ে এক মুসলিম পরিবারের চার সদস্যকে হত্যা করা হয়েছে। দেশটির পুলিশ এ ঘটনাকে ‘পূর্ব-পরিকল্পিত’ হত্যাকাণ্ড বলে জানিয়েছে।
স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় অন্টারিও প্রদেশের লন্ডন শহরে এ ঘটনা ঘটে।
কানাডিয়ান পুলিশ সোমবার জানিয়েছে, একটি পিকআপ ট্রাকের চালক ওই মুসলিম পরিবারের পাঁচ জনের উপরে গাড়ি চালিয়ে দেয়। এতে ওই পরিবারের চার জন মারা যান এবং একজন গুরুতর আহত হন।
আরও পড়ুন: পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩০
পুলিশ জানায়, ট্রাকের চালক ইচ্ছা করে তাদেরকে লক্ষ্য করে ট্রাকচাপা দিয়েছে কারণ তারা মুসলিম।
কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার রাতে এই ঘটনার পর পার্শ্ববর্তী পার্কিং থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মেয়র এড হোল্ডার বলেছেন, ‘এটি মুসলমানদের বিরুদ্ধে চলমান গণহত্যাগুলোর মধ্যে একটি ঘটনা। এ ঘটনার মূলে রয়েছে অবর্ণনীয় বিদ্বেষ।’
আরও পড়ুন:প্রতিশোধ নিচ্ছে ইরান: ইরাকে মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা
নিহতরা হলেন সালমান আফজাল (৪৬), তার স্ত্রী মাদিহা (৪৪), তাদের মেয়ে ইয়ামনা (১৫), ৭৪ বছর বয়সী এক বৃদ্ধা। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আহত ফয়েজ।
এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যেই যুবক এই সন্ত্রাসীমূলক ঘটনাটি করেছে তিনি একটি গোষ্ঠীর সাথে জড়িত, যারা তাকে কাজটি করতে প্রভাবিত করেছে। আমাদের সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে সম্প্রদায়ের প্রতিটি সদস্যকে অবশ্যই এই ঘটনার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে।’
আরও পড়ুন: বুরকিনা ফাসোতে ১০০ বেসামরিক মানুষকে হত্যা
এ ঘটনার নিন্দা জানিয়ে অন্টারিও প্রদেশের মুখ্যমন্ত্রী ডগ ফোর্ড টুইট বার্তায় বলেছেন, অন্টারিওতে ঘৃণা ও ইসলামবিদ্বেষের কোনো স্থান নেই।
এক টুইটে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘অন্টারিও প্রদেশের লন্ডনের খবর শুনে আমি মর্মাহত। ঘৃণিত এ ঘটনায় যারা প্রিয়জনদের হারিয়েছেন, আমরা তাদের পাশে আছি। হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির পাশেও আছি আমরা।
পুলিশের সুপারিনটেনডেন্ট পল রাইট বলেছেন, ধারণা করা হচ্ছে, মুসলিম হওয়ার কারণেই তাদেরকে হত্যার টার্গেট করা হয়েছে। পুলিশ সম্ভাব্য এ সন্ত্রাসী হামলার অভিযোগ খতিয়ে দেখছে।
৩ বছর আগে