বিএমআরসি
‘বঙ্গভ্যাক্স’ মানবদেহে ট্রায়ালের অনুমোদন
মানবদেহে গ্লোব বায়োটেক লিমিটেডের ‘বঙ্গভ্যাক্স’ টিকার ট্রায়ালের অনুমোদন দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)।
মঙ্গলবার বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল- বিএমআরসি’র পরিচালক অধ্যাপক ড. মো. রুহুল আমিনের সই করা চিঠিতে এ কথা জানা যায়।
প্রতিষ্ঠানটির কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন জানান, আজ মানবদেহে ‘বঙ্গভ্যাক্স’ টিকা প্রয়োগের নৈতিক অনুমোদন দেয়া হয়েছে। এখন আমরা ক্লিনিকেলের অনুমোদনের জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরে আবেদন করব। অনুমোদন পেলেই বঙ্গভ্যাক্স টিকা মানবদেহে প্রয়োগ শুরু করব।
প্রাথমিক ফলাফলে এই টিকা ডেল্টাসহ বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ১১টি ভেরিয়েন্টের বিরুদ্ধে শতভাগ কার্যকর বলে দাবি করেছে উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড।
বঙ্গভ্যাক্স টিকার অ্যানিমেল ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। বিএমআরসিতে ট্রায়ালের প্রতিবেদনও জমা দিয়েছে।
আরও পড়ুন: শর্ত পূরণ করলে ‘বঙ্গভ্যাক্সের’ ট্রায়ালের অনুমতি: বিএমআরসি
সারাদেশের স্কুলে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
২ বছর আগে
দেশে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি পেল কোভ্যাক্সিন
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভারত বায়োটেকের উদ্ভাবিত ‘কোভ্যাক্সিন’ টিকা বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি পেয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড রিসার্চ কাউন্সিল ( বিএমআরসি) এই অনুমতি দিয়েছে।
মঙ্গলবার বিএমআরসি চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মোদাচ্ছের আলী ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত ১৮ জুলাই ভারতীয় কোম্পানি ভারত বায়োটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা ‘কোভ্যাক্সিন’ বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য নীতিগত অনুমোদন পেয়েছে।
তিনি আরও বলেন, কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশন ( সিআরও ) প্রতিষ্ঠান আইসিডিডিআর,বি কয়েকমাস আগে এই টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন চেয়েছিল। এজন্য তারা প্রয়োজনীয় তথ্য-উপাত্ত উপস্থাপন করেছে।
তবে বিএমআরসির নৈতিক অনুমোদন পেলেও ট্রায়াল শুরুর আগে ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে তাদের অনুমোদন নিতে হবে বলে সৈয়দ মোদাচ্ছের আলী জানান।
আরও পড়ুন: কোভিশিল্ডের রপ্তানি ব্যাহত হওয়ায় কোভ্যাক্সিন প্রদানে আগ্রহী দোরাইস্বামী
বাংলাদেশকে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে কাজ করছি: দোরাইস্বামী
৩ বছর আগে
শর্ত পূরণ করলে ‘বঙ্গভ্যাক্সের’ ট্রায়ালের অনুমতি: বিএমআরসি
বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক উৎপাদিত করোনাভাইরাসের টিকা বঙ্গভ্যাক্সের মানবদেহে পরীক্ষা চালানোর অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)। তবে আনুষ্ঠানিকভাবে অনুমতি পাওয়ার আগে তাদের কিছু শর্ত পূরণ করতে হবে।
বুধবার বিএমআরসি এ তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুন: টিকা নিলে ভয় নেই, বরং না নিলেই ভয়: স্বাস্থ্যমন্ত্রী
বিএমআরসির পরিচালক অধ্যাপক ডা. রুহুল আমিন বলেছেন, সরাসরি অনুমতি দেয়া হয়েছে বলা যাবে না। তবে শর্ত দেয়া হয়েছে। ভুল ত্রুটি ঠিক করলে আমরা অনুমতি দিয়ে দেব। শর্ত পূরণ করলে অনুমোদন দেয়া হবে।
আরও পড়ুন: করোনাভাইরাস দূর করতে ভ্যাকসিন নিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
বিএমআরসির অনুমতি পেলে খুব শিগগিরই শতাধিক মানুষের ওপর দেশিয় এই টিকার ট্রায়াল চালানো হবে। এজন্য কিছু বেসরকারি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: টিকা নিতে এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৭৪ হাজার মানুষ: স্বাস্থ্য অধিদপ্তর
এর আগে গত ১৭ জানুয়ারি টিকার ট্রায়ালের জন্য নৈতিক ছাড়পত্র পেতে ১০ হাজার পৃষ্ঠার প্রটোকল পেপার বিএমআরসির কাছে জমা দেয় গ্লোব বায়োটেকের পক্ষে নিয়োজিত একটি গ্রুপ। কিন্তু এরপর এ টিকা নিয়ে বিশেষ কোনো অগ্রগতির খবর আর আসেনি।
৩ বছর আগে
করোনার ভ্যাকসিন: তিন সপ্তাহেও ‘বঙ্গভ্যাক্স’ ট্রায়ালের অনুমোদন মেলেনি
বঙ্গভ্যাক্সের করোনা ভ্যাকসিন ভলান্টিয়ারদের মাঝে ক্লিনিকাল ট্রায়ালের জন্য বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি) অনুমোদন চাওয়া হয়েছে জানিয়ে বঙ্গভ্যাক্স টিকা আবিষ্কারক টিমের প্রধান কাকন নাগ বৃহস্পতিবার বলেছেন, তিন থেকে চার দিনে অনুমোদন হওয়ার কথা থাকলেও গত তিন সপ্তাহেও তা অনুমোদন হয়নি।
৩ বছর আগে
করোনার টিকা: ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি পেল দেশের গ্লোব বায়োটেক
পরীক্ষণমূলক প্রয়োগের (ক্লিনিক্যাল ট্রায়াল) জন্য করোনাভাইরাসের টিকা উৎপাদনের অনুমতি পেয়েছে বাংলাদেশের গ্লোব বায়োটেক লিমিটেড।
৩ বছর আগে