সখিপুর
সখিপুরে কিশোরের অর্ধঝুলন্ত লাশ উদ্ধার
শরীয়তপুরের সখিপুর থানার চরকুমারিয়ায় বাড়ির পাশে আমের চারার সঙ্গে বাঁধা অবস্থায় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ১০টার সময় চরকুমারিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাহেরচরের নাজিমউদ্দীন মোল্যার কান্দিতে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে নারীর খণ্ডিত লাশ উদ্ধার
নিহত সাকিল বেপারী (১২) চরকুমারিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাহেরচরের নাজিমউদ্দীন মোল্যার কান্দির বাসিন্দা বাবুল বেপারির ছেলে।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, প্রতিদিন ৯টায় বাড়িতে আসে সাকিল। কিন্তু ঐদিন সে ১০টা বাজলেও বাসায় আসে নাই। তার বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে গিয়েছিল হয়তোবা। রাত বেশি হলেও সে বাড়িতে না আসায় তাকে খোঁজাখুঁজি করতে থাকে তার বাবা মা সহ প্রতিবেশীরা।
তার বাবা বাবুল বেপারী গরুর গোয়াল ঘরের দিকে গেলে ঘরের সঙ্গে আম গাছের সঙ্গে হাঁটুভাঙা করে ওরনা দিয়ে বাঁধা অবস্থায় তাকে দেখতে পায়।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
নিহতের বাবা ও মা বলেন, আমাদের ছেলে সাকিলকে কে বা কারা মাইরা আমাগো আমগাছের সঙ্গে ঝুলাইয়া রাখছে। আমাদের ছেলে অনেক ছোট। আমাদের আদরের ছিলো। কোন মান অভিমান নেই।
আমার ছেলে যখন রাতে বাড়িতে আসছেনা খোঁজাখুঁজি করে দেখি বাড়ির পাশে আমগাছের সঙ্গে কে জানি মাইরা লাশটি গলায় ওরনা পেচিয়ে ঝুলাইয়া রাখছে। আমাগো অনেক শত্রু আছে। তাই আমার ছেলেকে তারা মাইরা হালাইছে।
এ বিষয় সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, খবর পেয়ে আমরা অর্ধঝুলন্ত লাশটি উদ্ধার করেছি।
বুধবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সরকারি হাসপাতালে পাঠাই। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর রহস্য বোঝা যাবে।
এছাড়া এ বিষয় এখনো কোন অভিযোগ পাইনি।
আরও পড়ুন: কক্সবাজারে ট্রলারে ১০ লাশ উদ্ধারের ঘটনায় মামলা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ২
বিএল কলেজের পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
৭০৬ দিন আগে
সখিপুরের ইউএনও-ওসিকে সতর্ক করল হাইকোর্ট
হাইকোর্টের তলবে হাজির হয়ে টাঙ্গাইলের সখিপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। এরপর উচ্চ আদালত তাদের সতর্ক করে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন।
১৯৩২ দিন আগে