একেএম মঈনুদ্দিন
ডিক্যাবের নতুন সভাপতি লোটাস, সাধারণ সম্পাদক মঈনুদ্দিন
ডেইলি সানের নির্বাহী সম্পাদক রেজাউল করিম লোটাস এবং ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) বিশেষ প্রতিবেদক একেএম মঈনুদ্দিন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)-এর নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে ২০২২ সালের নতুন এই কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
দৈনিক যুগান্তরের চিফ রিপোর্টার মাসুদ করিম ও চ্যানেল আইয়ের বিশেষ প্রতিবেদক পান্থ রহমানও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
চতুর্থবারের মতো ডিক্যাব সভাপতি নির্বাচিত হন লোটাস এবং মঈনুদ্দিন টানা দ্বিতীয়বারের মতো দৈনিক মানব জমিনের কূটনৈতিক প্রতিবেদক মিজানুর রহমানের বিপক্ষে জয়লাভ করেন।
নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সিনিয়র সাংবাদিক ফরিদ হোসেন।
আরও পড়ুন: বাংলাদেশ চাইলে জাতিসংঘ নির্বাচনী সহায়তা দেবে: মিয়া সেপ্পো
দুই নির্বাচন কমিশনার ডেইলি অবজারভারের বিজনেস এডিটর নিজামউদ্দিন আহমেদ এবং মাছরাঙা টিভির হেড অব নিউজ রেজোয়ানুল হক রাজা এসময় উপস্থিত ছিলেন।
বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের কূটনৈতিক প্রতিবেদক তৌহিদুর রহমান তার প্রতিদ্বন্দ্বী ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার ইসরাত জাহান উর্মিকে হারিয়ে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্য সদস্যরা হলেন- বাংলাভিশনের বিশেষ প্রতিবেদক আবু হেনা ইমরুল কায়েস, যুগ্ম সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), স্পাইস টিভির চিফ রিপোর্টার আহসান জুয়েল, কোষাধ্যক্ষ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার আশিকুর রহমান অপু, দপ্তর সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।
আরও পড়ুন: এটি বাংলাদেশের জন্য বড় এক বছর: ব্রিটিশ হাইকমিশনার ডিকসন
নির্বাচিত পাঁচ কার্যনির্বাহী সদস্য হলেন মো. তানজিম আনোয়ার (বাসস কূটনৈতিক প্রতিবেদক), মোরশেদ হাসিব হাসান (সিনিয়র রিপোর্টার, চ্যানেল ২৪), আতিকুর রহমান (দৈনিক জবাবদিহি কূটনৈতিক প্রতিবেদক), খুররম জামান (বার্তা ২৪ ডট কম কূটনৈতিক প্রতিবেদক) এবং এমএকে জিলানী (কূটনৈতিক প্রতিবেদক) দৈনিক সময়ের আলো)।
এর আগে বিদায়ী সভাপতি পান্থ রহমানের সভাপতিত্বে ডিক্যাবের এজিএম অনুষ্ঠিত হয়।
২ বছর আগে
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিকাবের শ্রদ্ধা
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) নতুন কমিটির সভাপতি পান্থ রহমান ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিনের নেতৃত্বে শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
৩ বছর আগে