মদ্যপানে মৃত্যু
মুন্সীগঞ্জে অতিরিক্ত মদ্যপানে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩
মুন্সীগঞ্জে অতিরিক্ত মদ্যপানের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও তিনজন অসুস্থ অবস্থায় মুন্সীগঞ্জ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে গতকাল (শুক্রবার) বিকেল পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন— টঙ্গীবাড়ি উপজেলার কাঁঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের কাঁঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬০), একই গ্রামের ইব্রাহিম মুন্সী (৬০) এবং সদর উপজেলার মহাকালী ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)।
এদের মধ্যে বাচ্চু বেপারী বৃহস্পতিবার রাতে এবং অন্য দুজন শুক্রবার মারা যান। অপরদিকে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ রহমতউল্লাহ বেপারীকে (৬০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর অসুস্থ আলামিন (৪৬) ও সিজানকে (২৮) স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ময়মনসিংহে মদ্যপানে ৩ জনের মৃত্যুর অভিযোগ
স্থানীয়রা জানান, হতাহতরা দীর্ঘদিন ধরে মদ্যপানে অভ্যস্ত ছিলেন।
কাঁঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের দাফন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, ‘ঢাকায় মৃত্যুর বিষয়টি শুনেছি, খোঁজ নেওয়ার চেষ্টা করছি।’
৯১ দিন আগে
ময়মনসিংহে মদ্যপানে ৩ জনের মৃত্যুর অভিযোগ
ময়মনসিংহের গফরগাঁওয়ে মদ্যপানে ৩ জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ মদি পাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম।
মদ্যপানে মৃতরা— হলেন উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের আব্দুর রশীদের ছেলে সুমন মিয়া (৩৫), একই ইউনিয়নের তামাদি পাড়ার কিতাব আলীর ছেলে আব্দুল জলিল (৫৩) এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সোহেলপুর গ্রামের মাসুদ মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৫০)।
আরও পড়ুন: ময়মনসিংহে অটোভ্যান ছিনতাইয়ে শিশুহত্যা, ৬ দিন পর লাশ উদ্ধার
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, বুধবার রাতে নিজাম উদ্দিন, জলিল, সুমন ও সজিব মিলে উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ মদি পাড়া গ্রামে মাদকের আসর বসায়। সেখানে ব্রাহ্মণবাড়িয়া সদরের নিজাম উদ্দিন মদ সরবরাহ করে। মদ খেয়ে সবাই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুমনের মৃত্যু হয়।
গফরগাঁও থেকে অচেতন অবস্থায় নিজাম ও জলিলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। তাদের মধ্যে সজিব গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শফিক উদ্দিন বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর দুই জনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এবং গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: জাবিতে আবাসিক হলের পাশ থেকে ইন্টারনেট কর্মচারীর লাশ উদ্ধার
৩০৩ দিন আগে
বিষাক্ত মদ্যপানে বগুড়ায় মৃতের সংখ্যা বেড়ে ১০
বগুড়ায় বিষাক্ত মদ্যপানের পৃথক ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ মঙ্গলবার ভোররাতে মারা গেছেন ৫৫ বছর বয়সী একজন।
১৭৬৮ দিন আগে
নারায়ণগঞ্জে অতিরিক্ত মদ্যপানে ছাত্রলীগ নেতাসহ মৃত ৩
সোনারগাঁয় উপজেলায় অতিরিক্ত মদ্যপানে ছাত্রলীগ নেতা ও তার ব্যক্তিগত গাড়িচালকসহ তিন যুবকের মৃত্যু হয়েছে।
১৭৯২ দিন আগে