গান
গান গেয়ে জাবি শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফ মাহমুদের মুক্তির দাবিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থীদের লাঞ্ছিত করার প্রতিবাদে মিছিল বের করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গান গেয়ে এই প্রতিবাদ মিছিল করেন তারা।
দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন শিক্ষক-শিক্ষার্থীরা।
প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু বলেন, 'আজকে আমরা নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা হত্যার প্রতিবাদ করছি। একই সঙ্গে সরকারের মিথ্যাচারের নিন্দা জানাচ্ছি। আমরা ছাত্রদের দেখানো পথে হাঁটব এবং ক্ষমতাসীনদের মিথ্যাচার মেনে নেব না।’
এছাড়া ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম রাব্বানী আবৃত্তি করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত ‘বিদ্রোহী’ কবিতা।
শহীদ মিনার এলাকা থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে আবার সেখানে গিয়ে শেষ হয়।
'আমরা করব জয়' গানটিও গেয়েছেন প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থীরা।
৪ মাস আগে
দর্শকদের সুরের মূর্ছনায় বুঁদ করতে ঢাকায় আসছেন অঞ্জন দত্ত
দর্শকদের সুরের মূর্ছনায় বুঁদ করতে ১১ মে গান গাইতে আসছেন দুই বাংলার নন্দিত গায়ক, অভিনেতা, পরিচালক ও লেখক অঞ্জন দত্ত। তার সঙ্গে কনসার্টে আরও গান গাইবেন কাকতাল ও আহমেদ হাসান সানি।
সেদিন সন্ধ্যায় ঢাকা এরিনায় ‘অঞ্জন দত্ত মেট্রোপলিস ভলিউম-২’ কনসার্টে গান গাইবেন তিনি।
এর আগে একাধিকবার বাংলাদেশে গান করতে এসেছেন অঞ্জন দত্ত। সবশেষ গত বছরের ৩০ সেপ্টেম্বর ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ কনসার্টে গান গাইতে আসেন তিনি। উক্ত কনসার্টে আরও ছিলেন আহমেদ হাসান সানি।
আরও পড়ুন: জীবনের গল্প নিয়ে টিভি চ্যানেলে শিগগিরই আসছেন অঞ্জন দত্ত
আশির দশকের শুরুর দিকে বিনোদন জগতে আত্মপ্রকাশ করেন অঞ্জন দত্ত। বহু সিনেমায় তিনি অভিনয় করেছেন। নির্মাতা হিসেবেও মুগ্ধ করেছেন দর্শকদের। আর সংগীতশিল্পী হিসেবেও তিনি এপার-ওপার দুই বাংলায় সমান জনপ্রিয়।
কনসার্টের আয়োজন করেছে অ্যাসেন, আর্কলাইট ইভেন্টস এবং জির্কুনিয়াম। এ কনসার্টের গেট সেট রকে দুটি ক্যাটাগরিতে টিকিট বিক্রি হচ্ছে। যেখানে রেগুলার টিকিটের দাম রাখা হয়েছে ১ হাজার ৫০০ টাকা এবং ভিআইপি ক্যাটাগরির টিকিটের দাম রাখা হয়েছে ৩ হাজার টাকা।
এ বিষয়ে অ্যাসেনের ফাউন্ডার ও সিইও আনন্দ চৌধুরী বলেন, ‘দর্শকদের জন্য স্মরণীয় একটি সন্ধ্যা উপহার দিতে এ কনসার্টের আয়োজন করা হচ্ছে। আশা করছি চমৎকার একটি অনুষ্ঠান উপভোগ করবেন ঢাকার শ্রোতারা।’
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে গেট সেট রকে কনসার্টের অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট বিক্রিতে ভালো সাড়া পাওয়া যাচ্ছে।’
কনসার্টের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে অ্যাসেন, আর্কলাইট ইভেন্টস এবং জির্কুনিয়ামের ফেসবুক পেজে।
আরও পড়ুন: ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া ও আতিকের ‘পেয়ারা সুবাস’
ঈদ উপলক্ষে হইচই’র পর্দায় ‘মহানগর-২’
৯ মাস আগে
কাজী শুভর কণ্ঠে বাবুর শততম গান
কণ্ঠশিল্পী কাজী শুভর ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান রয়েছে।
এরমধ্যে তার কণ্ঠে একটি গান ব্যাপ জনপ্রিয়তা পায়। আর সেই গানটির গীতিকার আরিফ হোসেন বাবু। তার প্রথম লেখা ও সুরে প্রথম গানটি উঠে শুভর কণ্ঠে।
২০২১ সালে শুরু হওয়া আরিফ হোসেন বাবুর ক্যারিয়ারের শততম গান রিলিজ হতে যাচ্ছে ১ মার্চ। আর এই বিশেষ গানে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ।
আরও পড়ুন: বন্দরনগরীতে আসছে জয় বাংলা কনসার্ট
‘ও আমার প্রিয়া রে’ শিরোনামের রোমান্টিক গানটি এরিন মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হবে। গানটির সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ।
মিউজিক ভিডিও নির্মাণ করেছেন পাভেল মাহমুদ। ক্যামেরায় ছিলেন ইয়াসিন বিন আরিয়ান। মিউজিক ভিডিওর মডেল হয়েছেন শুভ মেহেরাজ ও ঐশি।
গানটি ও আরিফের শততম গান গাওয়া প্রসঙ্গে ইউএনবিকে কাজী শুভ বলেন, ‘খুব ভালো লাগছে যে আরিফের শততম গান রিলিজ হচ্ছে। তার ক্যারিয়ারের প্রথম গানটি আমি গেয়েছে। এরসঙ্গে যোগ হলো তার শততম গান। বেশ ভালো লাগছে যে তিনি অল্প সময়েই নিজের পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে পারছেন। সামনে আমাদের আরও বেশ কিছু ভালো গান প্রকাশের অপেক্ষায় রয়েছে।’
উল্লেখ্য, কাজী শুভ ও আরিফ হোসেন বাবু জুটির বেশ কিছু গান ইতোমধ্যে শ্রোতাপ্রিয় হয়েছে এর মধ্যে বরিশাল, কন্যারে আমার বেশ জনপ্রিয়তা পায়।
আরও পড়ুন: ভারতের বিখ্যাত গজলশিল্পী পঙ্কজ উদাস আর নেই
ফারিণ-প্রীতম জুটির ‘কাছের মানুষ দূরে থুইয়া’
৯ মাস আগে
বগুড়ায় গানের তালে তালে গরুর ‘র্যাম্প শো’
বগুড়ায় গানের তালে তালে গরুর ‘র্যাম্প শো’ অনুষ্ঠিত হয়েছে।
ব্যতিক্রমী এই র্যাম্প শোতে দেখা গেছে, গানের তালে শতাধিক গরু হাজার হাজার দর্শনার্থীর সামনে হাঁটছে। হাঁটার সময় সঙ্গে থাকা গরুর মালিকরা তাদের গরুর জাত, বয়স ও দাম সবাইকে জানিয়ে দিচ্ছেন।
পরে র্যাম্প শো শেষে মালিকরা তাদের গরু নিজ নিজ স্টলে নিয়ে যান।
শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে টিএমএসএস বিনোদন পার্কে ‘বিডিএফএ উত্তরবঙ্গ গরু মেলায়’ এ র্যাম্প শোর আয়োজন করা হয়।
আরও পড়ুন: বগুড়ায় চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা
শুক্রবার সকাল থেকেই ২১৬টি স্টলে বিভিন্ন জাতের গরু, মহিষ, ছাগল, দুম্বাসহ অন্যান্য শখের পশু নিয়ে প্রদর্শনী শুরু করেন খামারিরা।
খামারিরা ব্রাহমা, আরসিসি, নর্থ বেঙ্গল গ্রে, শাহীওয়াল, সিজারিয়ান, ভুট্টীসহ দেশি-বিদেশি বিভিন্ন জাতের গরু মেলায় দেখা গেছে। মেলার মাঠে ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণ ছিল ১ হাজার ৪০০ কেজি ওজনের অস্ট্রাল গরুকে ঘিরে। এ ছাড়াও শিং বড় কয়েকটি গরু দেখতে সাধারণ মানুষ ভিড় করেন।
রিয়াদ হাসান নামে এক শিক্ষার্থী বলেন, ‘অনেক মেলা দেখেছি কিন্তু এই প্রথম গরু মেলা দেখলাম। মেলায় গরুর বিভিন্ন প্রজাতি চিনলাম।’
বগুড়া ভান্ডার অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী ও উত্তরবঙ্গ গরু মেলার প্রধান সমন্বয়ক তৌহিদ পারভেজ বিপ্লব বলেন, মেলায় উত্তরবঙ্গের ১৬টি জেলার খামারিরা তাদের বিভিন্ন জাতের গরু নিয়ে এসেছেন।
তিনি আরও বলেন, এখানে মোট ২১৬টি স্টল রয়েছে। মেলার প্রধান আকর্ষণ গরুর র্যাম্প শো। শনিবার পর্যন্ত মেলা চলবে। মেলার ফাঁকে ফাঁকে গরুর র্যাম্প শো চলবে।
তিনি বলেন, এর আগে, বেলা ১১টার দিকে মেলার উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।
বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক ডা. এমদাদুল হক তালুকদার, এসিআই এগ্রিবিজনেসের প্রেসিডেন্ট ড. এফ এইচ আনসারি।
ব্যতিক্রমী এ মেলায় হাজার হাজার দর্শক অংশ নেন।
আরও পড়ুন: বগুড়ার শিবগঞ্জে নদী থেকে গ্রেনেড উদ্ধার
বগুড়ায় ময়লার ভাগাড়ের পাশ থেকে লাশ উদ্ধার
১ বছর আগে
বাংলা গানের বৈচিত্র্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চেয়েছি: অর্ণব
ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্ম কোক স্টুডিওর মাধ্যমে উদীয়মান প্রতিভারা একত্রে কাজ করে ম্যাজিক্যাল সংগীত তৈরি করে নতুন দর্শকদের সামনে উপস্থাপন করার সুযোগ পান। ২০০৮ সালে কোক স্টুডিও’র যাত্রা শুরু হওয়ার পর সেই সাফল্যের ধারাবাহিকতায় ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে আসে কোক স্টুডিও বাংলা।
এরই মধ্যে কোক স্টুডিওর দুটি সিজন সফলতার সঙ্গে শেষ হয়েছে। তৃতীয় সিজন আসবে ২০২৪ সালে। তার আগে নিজেদের সফলতার পরিসংখ্যান জানাতে এক আলাপের আয়োজন করে তারা।মঙ্গলবার বিকালে ঢাকার একটি রেস্তরাঁয় এই আলাপে ছিলেন সংগীতশিল্পী অর্ণব এবং কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের হেড অব মার্কেটিং আবীর রাজবীন।
আরও পড়ুন: বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে ঢাকায় সৌদি আরবের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল
অর্ণব বলেন, ‘এদেশের তরুণদের মধ্যে গান শোনার অনেক ভিন্নতা তৈরি হয়েছে। তারা অনেক ধরনের গান শুনতে চায়। আমরা বাংলা গানের বৈচিত্র্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চেয়েছি। সেটি কতটুকু পেরেছি তা দর্শক বলতে পারবেন। কোক স্টুডিও বাংলা বিশ্বের সামনে তুলে ধরছে বাংলা সংগীত ও শিল্পীদের।’
কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং প্রধান আবীর রাজবীন গণমাধ্যমকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ৩ লাখের বেশি কথোপকথন, হাজারো ফ্যান আর্ট, মিউজিক ও ড্যান্স কাভার এবং যন্ত্রসংগীতের মাধ্যমে কোক স্টুডিও বাংলা একটি প্রাণবন্ত ও সংযুক্ত কমিউনিটি তৈরি করেছে। এই কমিউনিটি প্ল্যাটফর্মটির গানগুলোর প্রতি নিজেদের ভালোবাসা সবসময় তুলে ধরছে। প্রথম দুই সিজনে আমরা অভূতপূর্ব সমর্থন ও সাড়া পেয়েছি। এতে আমরা সৃজনশীল ক্ষেত্রে নতুন কিছু করার প্রেরণা পাই।’
শুরু হওয়ার পর থেকেই বৈচিত্র্যময় ধারার প্রতিভাদের একত্রিত করে সৃজনশীল ও নতুন ধারার সংগীত সৃষ্টির মাধ্যমে সংগীত জগতে আলোড়ন তৈরি করে প্ল্যাটফর্মটি। যুগান্তকারী দুটি সিজনে কোক স্টুডিও বাংলা সংগীত জগতে দিয়েছে নতুন প্রাণের ছোঁয়া, অতিক্রম করেছে দেশের সীমানা, প্রশংসা কুড়িয়েছে ভক্ত ও শিল্পী সবার কাছ থেকেই। এখন পর্যন্ত চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন অঞ্চলের গান প্ল্যাটফর্মটিতে পরিবেশিত হয়েছে।
এতে অংশ নিয়েছেন প্রায় ১০০ জন শিল্পী, যার মধ্যে আছেন অনিমেষ রায়, হামিদা বানু, আলেয়া বেগম, মুকুল মজুমদার ঈশানসহ অনেক আড়ালে থাকা রত্ন। তাদের কারো কারো ক্যারিয়ারই শুরু হয়েছে এর মাধ্যমে। দুই সিজনের ২০টির বেশি গান প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ৩টি গাড়ি পুড়েছে: ফায়ার সার্ভিস
ফিলিপাইনে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৯
১ বছর আগে
গানটি ইলহামের জন্য লেখা আমার চিঠি: তিশা
‘আমি জানি না আমার অনুভূতি গুছাইয়া লিখতে পারব কি না। কিন্তু এই গানটা আমাদের জন্য আজীবন একটা বিশেষ কিছু হয়ে থাকবে। প্রফেশনাল এই মিউজিক ভিডিওর কাজে আমাদের ইলহামের প্রথম অ্যাপিয়েরেন্স।’(আমাদের ইলহামের প্রথম কোনো প্রফেশনাল কাজে অ্যাপিয়েরেন্স এই মিউজিক ভিডিওতে।)- কথাগুলো পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী তার সোশ্যাল মিডিয়ায় একটি গান শেয়ার করে লিখেছেন। যে গানের নাম ‘জোছনার ফুল’।
মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার কন্যা ইলহাম নুসরাত ফারুকীকে এই গানের মাধ্যমে প্রথমবারের মতো কোনো অফিসিয়াল মিউজিক ভিডিতে দেখা গেছে। চরকির অফিসিয়াল পেজে গানটি মুক্তি পেয়েছে ৮ নভেম্বর রাতে।
আরও পড়ুন: আমার একটা প্রশ্ন আছে, অশ্লীল কোনটা?: ইধিকা
গানটি নিয়ে তিশার মন্তব্য জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘এই গানের প্রতিটা লাইনই আমার অনুভূতির কথা বলেছে। এটা নিয়ে আলাদা করে বর্ণনা দেওয়ার বা বলার কিছু নেই। এই গানের কথাগুলো একটা চিঠি। জোছনার ফুল গানটি ইলহামের জন্য লেখা আমার চিঠি। বৃহৎ অর্থে এটা সব কন্যাদের জন্যই তার মায়ের চিঠি।’
চরকিতে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টে জনপ্রিয় ১২ জন নির্মাতা ভালোবাসার গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল ফিল্ম বানাচ্ছেন। এই পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে আছেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি নিজে নির্মাণ করেছেন দুটি সিনেমা ‘অটোবায়োগ্রাফি’ ও ‘মনোগামী’।
এরই মধ্যে ‘অটোবায়োগ্রাফি’-এর ফার্স্ট লুক, টিজার মুক্তি পেয়েছে। প্রদর্শিত হয়েছে বুসান ও মুম্বাইয়ের ফিল্ম ফেস্টিভ্যালে। প্রশংসিত হয়েছে সেখানে। ‘জোছনার ফুল’ গানটি গেয়েছেন ও লিখেছেন শারমিন সুলতানা সুমি। গানের সুর করেছে শারমিন সুলতানা সুমি ও পাভেল আরিন এবং সংগীতায়োজনে ছিলেন পাভেল আরিন।
আরও পড়ুন: কোক স্টুডিও বাংলা ও নচিকেতার কনসার্ট সরাসরি টফিতে
১ বছর আগে
প্রকাশ্যে এলো 'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমার গান
১৩ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি। এরই মধ্যে উন্মুক্ত হয়েছে এর ট্রেলার। যা বেশ আলোচনা তৈরি করেছে।
এবার প্রকাশ্যে এলো সিনেমাটির ‘কী কী জিনিস এনেছো দুলাল’ শিরোনামের গানটি। শান্তনু মৈত্র’র সঙ্গীতায়নে গানটিতে কণ্ঠ দিয়েছেন ঊর্মি চৌধুরী। কোরাসে কণ্ঠ দিয়েছেন অদিতি বসু ও সানহিতি নাস্কার।
আরও পড়ুন: প্রেক্ষাগৃহে ১৩ অক্টোবর বঙ্গবন্ধুর বায়োপিক মুক্তি
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। অন্যদিকে ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদকে দেখা যাবে।
এছাড়াও অন্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগর দেশের শতাধিক শিল্পী।
আরও পড়ুন: ৫০ বছর পূর্তিতে সোলসের পঞ্চম গান ‘হাওয়াই মিঠাই’
৪৮তম টরন্টো উৎসবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠিত
১ বছর আগে
লন্ডনে গানে গানে মাতালো 'সোলস'
লন্ডনের মাইল অ্যান্ড স্টেডিয়ামে হাজার হাজার দর্শক-শ্রোতাদের গানে গানে মাতালো দেশের জনপ্রিয় ব্যান্ডদল সোলস।
রবিবার (৯ জুলাই) লন্ডনে ঈদ আনন্দমেলা আয়োজনে অংশ নেয় সোলস। প্রায় ২০ হাজার দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।
অনুষ্ঠানের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন লন্ডনে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম। এ সময় তিনি সোলসের সদস্যদের হাতে ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সম্মাননা তুলে দেন।
‘এ এমন পরিচয়’ গানটি দিয়ে অনুষ্ঠান শুরু করে ব্যান্ডটি। এরপর একে একে ‘বৃষ্টি দেখে অনেক কেঁদেছি, কেন এই নিঃসঙ্গতা, ব্যস্ততা দেয় না অবসরসহ জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। এই অনুষ্ঠানের মধ্যে দিয়েই সোলসের ৫০ বছর পূর্তির আয়োজন শুরু হয়েছে। এ উপলক্ষে লন্ডনবাসীদের সিলেটি ভাষার ‘কিতা ভাইসাব’ গানটি উপহার দেয় ব্যান্ডটি। এ সময় হাজারো কণ্ঠে গানটি স্টেডিয়াম জুড়ে অন্যরকম উন্মাদনা সৃষ্টি করে। এই আয়োজনে প্রয়াত ব্যান্ড লিজেন্ড আইয়ূব বাচ্চুকে উৎসর্গ করে ‘একদিন ঘুম ভাঙা শহরে’ গানটি পরিবেশন করেন সোলস সদস্যরা।
আরও পড়ুন: এবারের ঈদে আসিফ ইকবালের বাজিমাত
১ বছর আগে
ঈদে জেমসের নতুন গান ‘সবই ভুল’
রোজার ঈদে আবারও প্রকাশ হতে যাচ্ছে জেমসের নতুন আরও একটি গান। আর জেমসের গান মানেই তার ভক্তদের জন্য ঈদে বাড়তি আনন্দ। ‘সবই ভুল’ শিরোনামে গানটি চাঁদ রাতে উন্মুক্ত হবে বসুন্ধরা ডিজিটালের ইউটিউব প্লাটফর্মে। জেমস এবং বিশু শিকদারের যৌথভাবে কথায় গানটির সুর করেছেন জেমস নিজেই।
১৭ এপ্রিল (সোমবার) বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২ এর কনফারেন্স রুমে জেমসের আসন্ন নতুন গানটি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে বসুন্ধরা ডিজিটালের পক্ষ থেকে জেমসের হাতে স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে গানটির আনুষ্ঠানিক প্রকাশের তারিখও ঘোষণা করা হয়।
মাহফুজ আনাম জেমস বলেন, ‘গতবারের গানটি থেকে যে প্রতিক্রিয়া পেয়েছে সেটি মাথায় রেখে নতুন এই গান করা। কাজের স্বাধীনতা ছিলো বলে সময় নিয়েছি ভালো কিছু উপহার দেয়ার জন্য। এই প্ল্যাটফর্মের ভবিষ্যতে আরও কিছু একক গান তাদের সঙ্গে করব।’
বসুন্ধরা ডিজিটাল চ্যানেলের জন্য বেশ কয়েকটি গানের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জেমস। তার প্রথম গানটি প্রকাশিত হয়েছিলো গেলো বছরের ঈদ উল ফিতরে। পরবর্তীতে অন্যান্য গানগুলো এই চ্যানেল থেকেই প্রকাশিত হবে।
আরও পড়ুন: প্রয়াত গীতিকার বিশুর দুই মেয়ের দায়িত্ব নিলেন জেমস
আবারও নতুন গান নিয়ে আসছেন জেমস
কপিরাইট লঙ্ঘনের অভিযোগে বাংলালিংকের বিরুদ্ধে জেমসের মামলা
১ বছর আগে
মমতাজের কণ্ঠে মাতৃত্বের গল্প, ইউটিউবে প্রকাশিত ‘মা’ চলচ্চিত্রের গান
চলচ্চিত্রে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি। আবার একই সময়ে বাস্তবেও তিনি মাতৃত্বের অনুভবের সাক্ষী হয়েছেন। ফলে ছবিটি তার মনে বিশেষ জায়গা দখল করে নিয়েছে। সেই চলচ্চিত্রের নাম ‘মা’।
যেটি মুক্তি পাচ্ছে আগামী ১৯ মে। গত ৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।
মুক্তির বার্তা দিয়ে নির্মাতা অরণ্য আনোয়ার শুরু করেছেন প্রচারণার কাজ। ইতোপূর্বে প্রকাশ করেছেন শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন এবং ট্রেলার।
আরও পড়ুন: রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমণি
এবার প্রকাশ্যে এলো ছবিটির বিশেষ গান ‘সোনার কাঠি রূপার কাঠি জাদুর কাঠি রে’।
শুক্রবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের দিনে গানটি উন্মুক্ত করা হয়েছে ইউটিউবে। এতে ‘মা’ পরীর মাতৃত্বের গল্পের বিভিন্ন অংশ উঠে এসেছে। গ্রামীণ পরিবেশে বিভিন্ন আচার পালনেও দেখা গেছে অভিনেত্রীকে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন ফোকসম্রাজ্ঞী মমতাজ। মাহী ফ্লোরার লেখা এ গানের সুর করেছেন মাহাদী ও মুনতাসির, কম্পোজিশনে মুনতাসির।
উল্লেখ্য, ‘মা’ চলচ্চিত্রের গল্পটা মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। যেখানে যুদ্ধের নির্মমতার পাশাপাশি মা-সন্তানের অকৃত্রিম আবেগের চিত্র ফুটে উঠেছে।
গত বছরের জানুয়ারিতে শুরু হয়েছিল ছবিটির শুটিং।
আরও পড়ুন: এই সিনেমার জার্নিটা আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে: পরীমণি
পরীমণির বিছানা ও বালিশে রক্তের দাগ
১ বছর আগে