আড়াইহাজার
আড়াইহাজারে ত্রিমুখী সংঘর্ষ, ৩ পুলিশসহ আহত ২০
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথমদিনে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় তিন পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় এ ঘটনা ঘটে। এসময় অবরোধকারীরা দুটি বাস ভাঙচুর করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়ককের পাঁচরুখীতে বিএনপি নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করে। বিএনপি নেতা-কর্মীরা সড়কের উপর গাছের গুঁড়ি, সিমেন্টের পিলার ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে। এসময় লাঠিসোটা হাতে তারা সরকার বিরোধী শ্লোগান দিতে থাকে।
আরও পড়ুন: মানিকগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে আহত ১০, আটক ৫
একই সময়ে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা মিছিল বের করলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। এ সময় একটি বিআরটিসি বাসসহ দুটি বাস ভাঙচুর করে অবরোধকারীরা।
আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, মঙ্গলবার বিএনপি নেতা-কর্মীরা লাঠিসোঁটা হাতে ঢাকা-সিলেট মহাসড়ক ব্যারিকেড দিয়ে আগুন জ্বালিয়ে বিএনপি নেতা-কর্মীরা অবরোধ করছেন। তাদের নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের উপর হামলা চালায় তারা।
তিনি জানান, এ সময় তারা তিন পুলিশ সদস্য কুপিয়ে আহত করে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এবিষয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বিএনপি নেতা-কর্মীরা টায়ার জ্বালিয়ে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।
তিনি বলেন, বিএনপিকে ছত্রভঙ্গ করে দেওয়ার সময়ে তাদের দেশীয় অস্ত্রের আঘাতে ও ককটেল বিস্ফোরণে আমাদের তিন পুলিশ সদস্য গুরুতরসহ ছয়জন আহত হয়।
পুলিশ সুপার আরও বলেন, বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে পর্যন্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। নারায়ণগঞ্জের বর্তমানে সার্বিক পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়ুন: মাতুয়াইলে বিএনপি-পুলিশ সংঘর্ষে ৪ পুলিশ আহত, আটক ৩০
কিশোরগঞ্জে বিএনপি-আ. লীগ-পুলিশের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
১ বছর আগে
নারায়ণগঞ্জে মুদি ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মুদি ব্যবসায়ী হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তাররা হলেন-সোনারগাঁ উপজেলার গোয়ালপাড়া গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে মো. জহিরুল ইসলাম জহির (৩৪) এবং আড়াইহাজার উপজেলার বারোইপাড়া গ্রামের মৃত হক সাহেবের ছেলে ইউনুস (৩০)।
আরও পড়ুন: নেত্রকোনায় বাবাকে হত্যার পর মাটিচাপা, ছেলে গ্রেপ্তার
র্যাব-১১ (মিডিয়া) এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) কর্মকর্তা রিজওয়ান সাঈদ জিকু জানান, এলিট ফোর্স সোমবার রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার ও মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
র্যাবের ওই কর্মকর্তা জানান, আসামিদের সঙ্গে ভিকটিম আমির হোসেনের দীর্ঘদিনের বিরোধ ছিল।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আসামি আমির হোসেনকে তার বাসা থেকে ফোন করে।
পরে তাকে হত্যা করে লাশ নারায়ণগঞ্জের মাদবদী এলাকার জাকির হোসেনের ধানখেতে ফেলে দেয়।
রবিবার নিহতের স্ত্রী জাকিয়া আক্তারের অভিযোগের প্রেক্ষিতে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া আসামি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
র্যাব কর্মকর্তা আরও জানান, পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আড়াইহাজার থানায় মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ইসলামাবাদের আদালত থেকে ইমরান খান গ্রেপ্তার
মুক্তিযোদ্ধা শফিউদ্দিন হত্যার ২০ বছর পর খুনি গ্রেপ্তার
১ বছর আগে
নারায়ণগঞ্জে ‘ডাকাত’ সন্দেহে গণপিটুনিতে নিহত ৩
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ইলুমদীতে বৃহস্পতিবার ভোরে গণপিটুনিতে তিন সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছে।
নিহতদের মধ্যে দুজন হলেন জেলার সোনারগাঁও উপজেলার জহিরুল (৩৫) ও মফিজুল (৩০)।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে স্থানীয় লোকজন ওই তিনজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের চ্যালেঞ্জ করে। একপর্যায়ে তারা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধরে ফেলে এবং গণপিটুনিতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায় বলে ওসি জানিয়েছেন।
আরও পড়ুন: বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৯
ফরিদপুরে ৮ ‘ডাকাত সদস্য’ গ্রেপ্তার
২ বছর আগে
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবল নিহত ও অপর তিনজন আহত হয়েছেন।
৩ বছর আগে