স্বতন্ত্র প্রার্থী
নোয়াখালীতে পরাজিত স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে পিটিয়ে হত্যার অভিযোগ
নোয়াখালীর সোনাইমুড়ীতে শাহিদুজ্জামান পলাশ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাথায় ভারী কোনো বস্তুর আঘাতে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (১৩ জানুয়ারি) রাত ১০টার দিকে সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাটেশ্বর গ্রাম থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: চট্টগ্রামে বাসায় ঢুকে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৩
শাহিদুজ্জামান পলাশ সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসনের সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে পরাজিত স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট ছিলেন এবং ওই গ্রামের জামাল হোসেনের ছেলে।
নীয়রা জানায়, পলাশ নাটেশ্বর গ্রামের জামাল হোসেনের ছেলে। পাঁচ বছর আগে সৌদি আরব থেকে দেশে আসেন তিনি। এরই মধ্যে ইতালি যাওয়ার জন্য টাকাও জমা দিয়েছিলেন। সদ্য শেষ হওয়া সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভুইঁয়া মানিকের পক্ষে একটি কেন্দ্রে এজেন্টের দায়িত্বে ছিলেন পলাশ।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ
পলাশের ফেসবুক আইডি দেখে নির্বাচনে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। মৃত্যুর কিছুক্ষণ আগেও তিনি ‘অল মানিক ভাই’ লিখে একটি পোস্ট করেছিলেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার মাথা ভারী কোনো জিনিস দিয়ে আঘাত করা হয়েছে।
আরও পড়ুন: রূপগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
তিনি আরও জানান, পলাশ স্ত্রী-সন্তানদের নিয়ে শ্বশুর বাড়িতে থাকতেন। তার বাড়িতে একটি মুরগির খামার ছিল। শনিবার বিকালে কয়েকটি মুরগি বিক্রি করার পর খামারে কর্মরত দুই কর্মচারী সন্ধ্যায় চলে যায়। এরপর থেকে পলাশ একা খামারে ছিলেন। রাত ৮টার দিকে স্ত্রীকে ফোন করে তিনি জানান, খামার থেকে একটি হাঁস পার্টিতে যাবেন। তারপর বাড়ি ফিরবেন। এরপর রাত ১০টার দিকে স্থানীয় লোকজন তার ঘরের পাশে পলাশের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে।
বিষয়টি নিয়ে আমরা কাজ করছি এবং হত্যার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বাঘায় স্ত্রীর ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
৯ মাস আগে
পরাজিত স্বতন্ত্র প্রার্থী ওলি'র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
নির্বাচনি সভায় আপত্তিকর বক্তব্যের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও'র বিরুদ্ধে আদালতে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের এমপি ও নবনিযুক্ত গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
আরও পড়ুন: নাটোরে ধর্ষণ চেষ্টার মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়া যুগ্ম জেলা জজ নজরুল ইসলামের আদালতে এই মামলা দায়ের করেন তিনি।
বাদির আইনজীবী আব্দুল জব্বার মামুন রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনি প্রচারণার সময় গত ২৬ ডিসেম্বর সদর উপজেলার সুহিলপুরে নির্বাচনি এক সভায় উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা বক্তব্য দিয়েছেন ফিরোজুর রহমান।
আরও পড়ুন: অস্ত্র মামলায় খালাস পেলেন রিজেন্টের শাহেদ
তার ওই আপত্তিকর বক্তব্যে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সম্মানহানি হয়েছে। তাই ফিরোজুর রহমানকে তার আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে গত ২৮ ডিসেম্বর থেকে তাকে পর পর তিনটি নোটিশ পাঠানো হয়।
আরও পড়ুন: ৪ সপ্তাহ মামলা পরিচালনা করতে পারবেন না ২ আইনজীবী
কিন্তু তিনি সেই নোটিশ আমলে নেননি। তাই র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সম্মানহানি করায় আদালতে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা দায়ের করা হয়েছে। আগামী রবিবার এই মামলার শুনানি করবেন আদালত।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রীর যাবজ্জীবন
৯ মাস আগে
দুর্নীতির প্রতিবাদ করব, সংসদে নিপীড়িতদের পক্ষে কথা বলব: ব্যারিস্টার সুমন
হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, দুর্নীতির প্রতিবাদ করব এবং সংসদে নিপীড়িতদের পক্ষে কথা বলব।
বুধবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: যুবলীগের কেন্দ্রীয় কমিটি থেকে ব্যারিস্টার সুমনকে অব্যাহতি
ব্যারিস্টার সুমন বলেন, ‘আমার ভূমিকা আগের মতোই থাকবে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, নিপীড়িত মানুষের পক্ষে কথা বলা এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন।’
কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন জানতে চাইলে তিনি বলেন, ‘একটি বা দুটি নয়। বাংলাদেশে কেউ কাজ করতে চায় না। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে বিবেচনা করেন, তাহলে আমি অনেক কাজ করতে পারব।’
আরও পড়ুন: হবিগঞ্জ-৪ আসন: ব্যারিস্টার সুমনকে আবারও শোকজ
তিনি বলেন, ‘মাত্র পাঁচ বছর সংসদ সদস্য। আমি যদি খারাপ পারফর্ম করি, মানুষ আমাকে বের করে দেবে।’
পাঁচ বছরের জন্য জনগণ তাকে দায়িত্ব দিয়েছে বলেও মনে করেন ব্যারিস্টার সুমন।
আরও পড়ুন: সালাম মুর্শেদীর বাড়ি: দুটি ভিডিও সরাতে ব্যারিস্টার সুমনকে নির্দেশ
৯ মাস আগে
ঢাকা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আওলাদকে শপথ পড়াতে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনে ভোটের ফল স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত।
পাশাপাশি এ নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনকে অবিলম্বে শপথ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১০ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
আরও পড়ুন: ১০ মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদন শুনানির জন্য গ্রহণ করতে হাইকোর্টের নির্দেশ
আদালত আদেশে বলেছেন, রিটকারী সানজিদা খানম চাইলে যথাযথ নিয়মে হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করতে পারবেন।
এর আগে সকালে গেজেট স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ বাতিল চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন আওলাদ হোসেন।
আওলাদের আইনজীবী খুরশীদ আলম খান জানান, হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করা হয়।
ইসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। সানজিদা খানমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এবিএম আলতাফ হোসেন, মোতাহার হোসেন সাজু, আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
আরও পড়ুন: বিকৃত সুরের ‘কারার ঐ লৌহ-কপাট’ গান সব অনলাইন প্লাটফর্ম থেকে অপসারণের নির্দেশ হাইকোর্টের
এর আগে মঙ্গলবার ঢাকা-৪ আসনের জাতীয় সংসদ নির্বাচনের ফল স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে আসনটির ১৮টি কেন্দ্রে ভোটে অনিয়মের ঘটনা ১০ দিনের মধ্যে তদন্তের নির্দেশ দেন আদালত। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ থেকে বিরত থাকতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়।
নৌকার প্রার্থী আইনজীবী সানজিদা খানমের রিটের শুনানি নিয়ে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বুধবার সকালে ঢাকা-৪ আসনের ভোটের ফল স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আবেদন করেন বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন।
আরও পড়ুন: বগুড়ার বিএনপির নিখোঁজ দুই নেতার অবস্থান জানাতে হাইকোর্টের নির্দেশ
পরে চেম্বার বিচারপতি শুনানি নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
সূত্রাপুর (ডিএসসিসি ওয়ার্ড ৪৭, ডিএসসিসি ওয়ার্ড ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯ ও ডেমরা উপজেলা নিয়ে গঠিত ঢাকা-৪ আসন। এই আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সানজিদা খানমকে পরাজিত করে বেসরকারিভাবে বিজয়ী হন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন।
আওলাদ হোসেন মোট ভোট পান ২৪ হাজার ৭৭৫টি। সানজিদা খানম নৌকা প্রতীক নিয়ে ভোট পান ২২ হাজার ৫৭৭টি। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা লাঙল প্রতীক নিয়ে পান ৭ হাজার ৭৯৮ ভোট।
রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সারা দেশে নির্বাচন মোটামুটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টে রিট করেন নৌকার প্রার্থী আইনজীবী সানজিদা খানম।
আরও পড়ুন: ময়মনসিংহ-৯ আসনে আ. লীগ প্রার্থী আবদুস সালামের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের
৯ মাস আগে
রাজশাহী-২ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা
রাজশাহীর-২ আসনে (সদর) ১১২টি কেন্দ্রের সবকটির ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে কাঁচি প্রতীকের প্রার্থী শফিকুর রহমান বাদশা নির্বাচিত হয়েছেন।
রবিবার (৭ জানুয়ারি) বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষে ১১২টি কেন্দ্রের ফলাফলে ৫৫ হাজার ১৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন তিনি।
আরও পড়ুন: ভোট দিলেন মমতাজ, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান এমপি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা নৌকা প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৪২৩ ভোট।
আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশার কাছে প্রতিদ্বন্দ্বিতায় হেরে যান ১৪ দলের মনোনীত নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশা।
শফিকুর রহমান রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি।
আরও পড়ুন: ৪০ শতাংশ ভোট পড়েছে, সরকারের সহযোগিতার প্রশংসা সিইসির
৯ মাস আগে
ফেনীতে স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে প্রিসাইডিং কর্মকর্তার হাতাহাতি, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
ফেনী-৩ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্ল্যাহর সঙ্গে প্রিসাইডিং কর্মকর্তার হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ওই কমিটিকে ঘটনাটি সরে জমিনে তদন্ত করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে অনুরোধ করেছেন।
আরও পড়ুন: ইবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের হাতাহাতি, শ্রদ্ধাঞ্জলি ভাংচুর
রবিবার (৭ জানুয়ারি) নির্বাচনি এলাকা সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের ভোরবাজার আইনজীবী বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, ফেনীর সোনাগাজী উপজেলার ৯ নম্বর নবাবপুর ইউনিয়নের ভোরবাজার আইনজীবী বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার আমির হোসেনকে ডেকে বের করে এনে মারধর করেন। চোখে আঘাত করার অভিযোগ উঠেছে ফেনী-৩ আসনে স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী হাজী রহিম উল্যাহর বিরুদ্ধে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়।
আরও পড়ুন: বরিশালে আ.লীগ-ছাত্রলীগের হাতাহাতি, ছবি তোলায় ৩০ সাংবাদিককে অবরুদ্ধ
ঈগল মার্কার প্রার্থী হাজী রহিম উল্যাহ বলেন, প্রিজাইডিং অফিসার জাল ভোট দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এজন্য উনার বিরুদ্ধে অনুসন্ধান কমিটির কাছে মৌখিকভাবে অভিযোগ দেওয়া হয়েছে।
প্রিজাইডিং অফিসার আমির হোসেন বলেন, এই কেন্দ্রে তিন হাজার ৬৫৮ মহিলা-পুরুষ ভোটার রয়েছে। ভোট গ্রহণের নারী-পুরুষের জন্য আটটি বুথ রাখা হয়েছে। সকাল থেকে ভোটাররা এসে ভোট দিচ্ছিলেন, হঠাৎ করে ঈগল মার্কার প্রার্থী হাজী রহিম উল্যাহ সাত থেকে আটজন যুবকসহ অতর্কিতভাবে ভোটকেন্দ্রে প্রবেশ করে আমাকে ভোটকেন্দ্র থেকে বের করে জিজ্ঞেস করলেন, জাল ভোট কেন দেওয়ার নির্দেশ দিয়েছেন?
আরও পড়ুন: এসসিবিএ ইফতার পার্টিতে হাতাহাতির ঘটনায় বিএনপিপন্থী ২৪ আইনজীবীর বিরুদ্ধে মামলা
এমন কথা বলে তিনি রিটার্নিং কর্মকর্তাকে মোবাইল ফোন করে আমার বিরুদ্ধে মৌখিক অভিযোগ দেন। আমি এমন নির্দেশ দেয়নি বলা মাত্রই ঈগল মার্কার প্রার্থী হাজী রহিম উল্যাহ আমার মুখে থাপ্পড় মেরে আমার ডান চোখে আঘাত করেন এবং কয়েকবার থাপ্পড় মারার জন্য হাত তুলেন। পরে তিনি গালাগালি করে ঘটনাস্থল ত্যাগ করে চলে যান।
ওই কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) আহ্বায়ক, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব ও পুলিশের সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার, সোনাগাজী উপজেলা নির্বাচন কর্মকর্তা, সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত কমিটির সদস্য করা হয়েছে।
আগামী ৩ কার্যদিবসের মধ্যে উক্ত ঘটনার সরেজমিন তদন্ত পূর্বক বিস্তারিত প্রতিবেদন জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট দাখিলের অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় বিজয় দিবসে ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি
৯ মাস আগে
চট্টগ্রামে ম্যাজিস্ট্রেটকে ঘুষ দেওয়ার চেষ্টা, স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আটক
চট্টগ্রামের সাতকানিয়ার স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে বিতরণের জন্য নিয়ে যাওয়া ৫ লাখ টাকা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ম্যাজিস্ট্রেটকে ঘুষ দেওয়ার চেষ্টার অপরাধে মো. মঈনুল ইসলাম চৌধুরী নামে একজনকে আটক করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের চিববাড়ী সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী এ অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুন: সিলেটে লিফলেট বিতরণের সময় বিএনপির ৪ নেতা-কর্মী আটক
আটক মঈনুল ইসলাম জিজ্ঞাসাবাদে চট্টগ্রাম-১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের ঈগল প্রতীকের পক্ষে ভোটারদের বিতরণের উদ্দেশে এসব টাকা নিচ্ছিলেন বলে জানান।
একপর্যায়ে বিষয়টি ধামাচাপা দিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘুষ দেওয়ার প্রস্তাব দেন তিনি। যদিও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আটক ব্যক্তির জবানবন্দি অস্বীকার করেছেন স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব।
আরও পড়ুন: ঢাকায় ৩০টি ককটেল ও ২৮টি পেট্রোলবোমা জব্দ, আটক ৩: র্যাব
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, মোবাইল কোর্টের টিমকে দেখে পালাচ্ছিলেন ওই ব্যক্তি। ধাওয়া করে তাকে আটক করা হয়। তার সঙ্গে থাকা একটি কালো ব্যাগ তল্লাশি করে ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের জন্য নিচ্ছিলেন বলে জানান।
তবে স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব বিষয়টি অস্বীকার করেছেন। ঘুষ প্রস্তাবের দায়ে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে জব্দ করা ৫ লাখ টাকা সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সিলেটে ৭০ বস্তা ভারতীয় চিনি জব্দ, ট্রাকচালক আটক
৯ মাস আগে
শিবপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্প ও সমর্থকদের বাড়ি-ঘরে ভাঙচুর, আহত ১০
নরসিংদী-৩ (শিবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লার নির্বাচনি ক্যাম্পে এবং সমর্থক কর্মীদের বাড়িতে ভাঙচুর ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০জন।
শনিবার বিকালে শিবপুর উপজেলা দুলালপুর ইউনিয়ন এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: নরসিংদী রেলস্টেশনে বিএনপির সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশ আহত, আটক ৩০
স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা জানান, বিকালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আফজাল, মুক্তার মেম্বার ও নাসির মেম্বার, লতিফ এর বাড়িতে নৌকার সমর্থক কর্মীরা হামলা চালায়। এতে আহত হয় ১০ জন।
তিনি জানান, আহতদের মধ্যে মেরাজ উদ্দিন ভূইয়াকে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিলে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আরও পড়ুন: নরসিংদীতে গোয়েন্দা পুলিশ হেফাজতে নারীর মৃত্যু
স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা আরও জানান, নির্বাচনের আগের দিন এই ধরনের ঘটনার ফলে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার পাঁয়তারা করছে নৌকার সমর্থকরা।
এই ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি এবং দোষীদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।
আরও পড়ুন: নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা
সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. সজীব ইউএনবিকে বলেন, তিনি এই বিষয়ে জানেন এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে র্যাব, বিজিপি, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করার জন্য যাচ্ছেন বলে জানান।
আরও পড়ুন: নরসিংদীতে সুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে মূল্যবান মালামাল
৯ মাস আগে
ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে ছাত্রলীগের হামলার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিওর কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার(৪ জানুয়ারি) সন্ধ্যায় শহরের কাউতলীর স্টেডিয়াম মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকালে শহরের টেংকের পাড় থেকে জেলা ছাত্রলীগের একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের কুমারশীল মোড়, হাসপাতাল রোড, কোর্ট রোড, টি. এ রোড এলাকা হয়ে স্টেডিয়াম এলাকায় যায়। এসময় মিছিল থেকে ছাত্রলীগের কর্মীরা ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিওর (কাঁচি) মার্কার কেন্দ্রীয় নির্বাচনী অফিসে হামলা চালায়।
এসময় তারা অফিসে ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে অফিসে থাকা লোকজন আতঙ্কিত হয়ে কলাপসিবল গেইট ও শাটার লাগিয়ে আত্মরক্ষা করেন। পরে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: বরিশাল-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা-গুলির অভিযোগ
৯ মাস আগে
মাশরাফিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী ফয়জুল
নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি বিন মুর্তজাকে সমর্থন জানিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নড়াইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ফয়জুল আমির লিটু।
শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় বাড়িতে সংবাদ সম্মেলনে এ কথা জানান ফয়জুল আমির লিটু।
এ সময় তিনি মাশরাফিকে সমর্থন জানিয়ে তার অনুসারী ও সমর্থকদের নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার অনুরোধ জানান।
আরও পড়ুন: সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর সভায় হামলার অভিযোগ আ. লীগ প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে
লোহাগড়া উপজেলা আাওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ার্যমান সৈয়দ ফয়জুল আমির লিটু সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের সমস্যা ও লিভারের রোগে আক্রান্ত। এতে তার পরিবার তাকে এই নির্বাচনে অংশগ্রহণ না করার পরামর্শ দিয়েছেন।
মঙ্গলবার আপিল বিভাগ থেকে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থিতা ফিরে পেয়েছেন বলে জানান তিনি। তাই নির্বাচনে অংশ নিতে প্রস্তুতির জন্য যে সময় দরকার, এখন আর সেটা নেই বলে মনে করেন এ প্রার্থী।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে আইবিএফবি নেতাদের আলোচনা সভা
তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি বিন মুর্তজাকে সমর্থন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও জানান, তাকে কোনো চাপ দেওয়া হয়নি, তিনি স্বেচ্ছায় এ সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন: ৭ জানুয়ারি জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ‘ভালো নির্বাচনের’ সাক্ষী হবে বিশ্ববাসী: ওবায়দুল কাদের
৯ মাস আগে