বেইলি ব্রিজ
পাথরবোঝাই ট্রাকের ভারে ভেঙে পড়ল বেইলি সেতু
বরিশাল বানারীপাড়া সড়কে পাথরবোঝাই ট্রাকের ভারে একটি বেইলি সেতু ভেঙে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বুধবার ভোরে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কের পাথরবোঝাই ট্রাকটি পিরোজপুর থেকে বরিশালে আসার পথে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে পোয়াপাড়া বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে
স্থানীয়রা জানায়, বরিশাল সদরের সাথে বানারীপাড়া ও পিরোজপুরের নেছারাবাদসহ বেশ কয়েকটি উপজেলায় যোগাযোগের একমাত্র মাধ্যম এ সড়ক। এক দশক আগে মাধবপাশা ইউনিয়ন পরিষদসংলগ্ন খালের ওপর ঝুঁকিপূর্ণ সেতুটি সংস্কারের জন্য উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। ওইসময় সড়কের পাশে বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে বেইলি সেতুটি নির্মাণ করা হয়। ওই সেতু দিয়ে এতদিন গাড়ি চলাচল করছিল। তবে অস্থায়ী বেইলি সেতুটি ভেঙে পড়ায় বরিশালের সঙ্গে নেছারাবাদ ও বানারীপাড়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, নিহত ৩
বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, সেতুটি ভেঙে খালে পড়ে রয়েছে। ট্রাক উদ্ধারের চেষ্টা চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেতু সংস্কার না করা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হচ্ছে না।
৩ বছর আগে
নগরকান্দায় বালুভর্তি ট্রাকের ভারে ভেঙে পড়ল বেইলি ব্রিজ
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জুঙ্গুরদি বাসস্ট্যান্ড ও নগরকান্দা সদরের মধ্যবর্তী কুমার নদের ওপর স্থাপিত একমাত্র বেইলি ব্রিজটি ভেঙে পড়েছে।
৩ বছর আগে
রাঙ্গামাটিতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, নিহত ৩
রাঙ্গামাটির কুতুকছড়ির বাজার সংলগ্ন এলাকায় ইটের কংকর বোঝাই ট্রাক পারাপারের সময় বেইলি ব্রিজ ভেঙে নদীতে পড়ে মঙ্গলবার চালকসহ তিনজন নিহত হয়েছেন।
৩ বছর আগে