লালপুর
লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে ৩ শিশু নিখোঁজ
নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই ভাইসহ তিন শিশু নিখোঁজ হয়েছে।
বুধবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় এই ঘটনা ঘটে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস নদীতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।
নিখোঁজ দুই শিশু দিপু (১১) ও ওপু (১০) মহেষপুর গ্রামের কালাম সরদারের এবং সরদারের ছেলে জয় (১০)।
এলাকাবাসী জানায়, দুপুরে চার শিশু রামকৃষ্ণপুর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে এক শিশু উঠে আসলেও দিপু, ও ওপু নিখোঁজ হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জেলেদের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে।
উদ্ধার অভিযানে অংশ নিতে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবিরি দলকে তলব করা হয়েছে বলে জানান লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ।
৪ মাস আগে
নাটোরে নিজ ঘর থেকে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার
নাটোরের লালপুরে নিজ ঘর থেকে শিউলি বেগম (২৩) নামে এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৯ জুন) নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
শিউলি উপজেলার কামারহাটি গ্রামের দুবাই প্রবাসী সোহানুর রহমানের স্ত্রী।
আরও পড়ুন: দিনাজপুরে নদীর তীর থেকে যুবকের লাশ উদ্ধার
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, সোহানুর রহমানের স্ত্রী শিউলি বেগম স্বজনদের সঙ্গে স্বামীর বাড়িতে থাকতেন।
গত পাঁচ দিন ধরে শ্বশুর বাড়ির লোকেরা বেড়াতে যাওয়ায় মামা পরিচয়ে অজ্ঞাত ব্যক্তি শিউলির বাসায় থাকতে শুরু করেন।
তিনি বলেন, সকালে প্রতিবেশীরা বাড়ির দরজা খোলা দেখে ভেতরে গিয়ে নিজ ঘরের খাটে শিউলির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে কথিত মামাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
ওসি বলেন, পুলিশের ধারণা শিউলি বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় পাহারাদারের হাত-পা পোড়া লাশ উদ্ধার
রাতারগুলে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
৪ মাস আগে
নাটোরে প্রবাসীর স্ত্রীকে ‘শ্বাসরোধ করে’ হত্যা
নাটোরের লালপুরে শিউলি বেগম (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জুন) সকালে উপজেলার আব্দুলপুর কামারহাটি গ্রামে তার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ শিউলি বেগম ওই গ্রামের প্রবাসী সোহানুর রহমানের স্ত্রী।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, শনিবার সকালে প্রতিবেশীরা ঘরের দরজা খোলা দেখতে পান। এরপর ভেতরে গিয়ে দেখেন, খাটের ওপর শিউলির লাশ পড়ে আছে। এরপর তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তার লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তিনি জানান, শিউলির বাড়িতে গত ৫ দিন ধরে অজ্ঞাত এক ব্যক্তি মামা পরিচয়ে থাকতে শুরু করে। ঘটনার পর থেকে সেই মামাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
পুলিশের ধারণা, ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
৪ মাস আগে
চিরকুটে মোবাইল নম্বর দিয়ে ১০টি বৈদ্যুতিক মিটার চুরি
নাটোরে লালপুরের বিভিন্ন গ্রাম থেকে ১০টি বৈদ্যুতিক মিটার চুরি করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা যোগাযোগের জন্য চিরকুটে মোবাইল নম্বর লিখে রেখে গেছেন। তবে চিরকুটে দেওয়া নম্বরে যোগাযোগ করলে ভুক্তভোগীদের কাছে টাকা দাবি করেছে তারা।
মঙ্গলবার (২৬ মার্চ) ভোরের দিকে উপজেলার চাঁদপুর, কলসনগর, সাতপুকুরিয়া, ভবানীপুর, কালুপাড়া, শালেশ্মর ও বিভাগ গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলেট ওসমানী বিমানবন্দরে রিয়ালসহ প্রবাসীর ব্যাগ চুরি, আরেক প্রবাসী আটক
এভাবে চুরির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগীরা হলেন- আমিরুল ইসলাম, বাচ্চু বিশ্বাস, আব্দুল লতিফ, সেকান্দার আলী, আব্দুর রহমান, মিজানুর রহমান, মুক্তার আলী, খোয়াজ হাজী ও আমির।
ভুক্তভোগীরা জানান, চুরি হওয়া মিটারের ফাঁকা জায়গায় একটি চিটকুট লিখে রেখে যায় তারা। এতে লেখা ছিল 'এই মিটার নিতে হলে ০১৯৪০-৯৭৪৮৯৭ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে হবে।
ওই মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে মিটারের জন্য ৮ হাজার টাকা বিকাশ করলে মিটার ফেরত দেওয়ার কথা জানায় দুর্বৃত্তরা।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, মিটার চুরির অভিযোগ আসেনি তার কাছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: কুমিল্লায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, মূলহোতাসহ আটক ৫
শিবালয়ে কবর থেকে কঙ্কাল চুরি, স্থানীয়দের মাঝে ক্ষোভ
৭ মাস আগে
নাটোরে স্বাস্থ্যকর্মীকে গলা কেটে হত্যা
নাটোরের লালপুরে মাহমুদা শারমিন বিথি (৩২) নামে এক স্বাস্থ্যকর্মীকে গলা কেটে হত্যা করেছে দুবৃত্তরা।
পুলিশ জানায়, লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার একটি বেসরকারি জেনালের হাসপাতালে স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন বিথি।
বৃহস্পতিবার রাতে ডিউটি শেষে বরমহাটী গ্রামে তার বাড়িতে ফেরার পথে নিখোঁজ হন তিনি। সকালে পৌর এলাকার তোফাকাটা মোড়ে রাস্তার পাশের একটি ডালের জমিতে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে কৃষি শ্রমিকরা পুলিশে খবর দেন।
পরে পুলিশ গিয়ে এলাকাটি ঘিরে ফেলে এবং রাজশাহী সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নাটোরে হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন
নাটোরে পণ্যবাহী নছিমন আগুন দিয়েছে দুর্বৃত্তরা
১১ মাস আগে
নাটোরের লালপুরে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
নাটোরের লালপুরে মোটরসাইকেল গ্যারেজে রাখাকে কেন্দ্র করে সৃষ্ট বাকবিতণ্ডায় ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে লালপুর উপজেলায় নান্দরায়পুরে আয়োজিত মনসা মেলায় এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল হোসেন (২৬) কসমেটিকস ব্যবসায়ী।
আরও পড়ুন: নাটোরের সিংড়ায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন জানান, সনাতন ধর্মাবলম্বীদের মনসা পূজা উপলক্ষে লালপুর উপজেলার নান্দরায়পুর মনসা মন্দিরে চলছে মনসা মেলা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে মেলায় মোটরসাইকেল গ্যারেজ করতে যান কসমেটিকস ব্যবসায়ী নাজমুল হোসেন।
তিনি আরও বলেন, এ সময় গ্যারেজ মালিক জিয়ার সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে নাজমুলকে ছুরিকাঘাত করেন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযুক্তকে ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান উজ্জল হোসেন।
আরও পড়ুন: নাটোরে ইপিজেডের নারী কর্মীকে কুপিয়ে হত্যা
১ বছর আগে
মোটরসাইকেলকে বাসের ধাক্কায় একই পরিবারে নিহত ৩
নাটোরের লালপুর উপজেলায় মোটরসাইকেলকে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার বিকালে উপজেলায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বিরোপাড়া গ্রামের শহিদুল ইসলাম(৬০), তার ছেলে সোহাগ (৩৫) ও নাতি ইভান(৫)।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহতলালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান জানান, বিকেল সাড়ে ৩টার দিকে লালপুরগামী যাত্রীবাহী বাসটি তিনজন বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সোহাগ ও তার ছেলে ইভান নিহত হন।
পরে গুরুতর আহত শহিদুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলেও জানান ওসি।
আরও পড়ুন: দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
সড়ক দুর্ঘটনায় গীতিকবি ও সাংবাদিক বিশালের মৃত্যু
২ বছর আগে
লালপুরে অ্যানথ্রাক্স আতঙ্ক, ৫ গ্রামে টিকাদান
অ্যানথ্রাক্স আতঙ্কে দিন কাটছে নাটোরের লালপুর উপজেলার দেলুয়া গ্রামের অর্ধশত পরিবারের। অসুস্থ্য একটি গরু জবাই করে মাংস বিতরণের পর গ্রামের বেশ কয়েকজন নারী পুরুষের শরীরে দেখা দিয়েছে অ্যানথ্রাক্সের মত উপসর্গ। রোগটির বিস্তার রোধে আক্রান্ত গ্রামসহ চারিদিকের পাঁচটি গ্রামে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি।
গত ৭ জুলাই নাটোরের লালপুর উপজেলার দেলূয়া গ্রামের কৃষক মইদুল ইসলামের একটি গাভি অসুস্থ্য হয়ে পড়ে। রোগাক্রান্ত ওই গাভিটি জবাই করে মাংস বিতরণ করা হয় আত্মীয় স্বজন ও প্রতিবেশিদের মাঝে। অবশিষ্ট মাংস বিক্রি করে দেয়া হয়। এরপর থেকেই ওই মাংস কাটা ও নাড়াচাড়ার সঙ্গে জড়িতদের হাতে পায়ে ও মুখে ফোসকা পড়া ঘায়ের সৃষ্টি হতে থাকে। আতঙ্ক ভর করে মানুষের মাঝে। আক্রান্তরা ছুটে যান হাসপাতালে। চিকিৎসকের পরামর্শে আক্রান্ত গৃহবধূ মনোয়ারা বেগম, কৃষক শাখাওয়াত হোসেন, গৃহবধূ বিলকিস বেগম, কৃষক মোহন আলী, হাবিবুর রহমান ভোলা ও আফতাব হোসেন নিজ নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের বয়স ৩০ থেকে ৪৫ এর মধ্যে। গরু কাটার পর থেকে এ রোগ দেখা দিলেও রোগটি সম্পর্কে নিশ্চিত নন বলে জানান গাভীর মালিক মহিদুল ইসলাম।
আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্ত আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৫৩
২ বছর আগে
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত এবং চার জন আহত হয়েছেন। জেলার সিংড়া ও লালপুর উপজেলায় রবি ও সোমবার এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আব্দুল আজিজ (৩০), আব্দুল কুদ্দুস (৪০), আওলাদ হোসেন (১৮)। তবে তাৎক্ষণিভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
সিংড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জামিল আকতার জানান, সকালে নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম মুচিপাড়া এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে একটি ট্রাক যাত্রীবাহী একটি ইজিবাইককে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচরে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ইজি বাইক চালক আব্দুল আজিজ নিহত হন। এ ঘটনায় স্থানীয়রা আহত তিন জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে যাত্রী আব্দুল কুদ্দুসের মৃত্যু হয়।
হতাহতরা ইজিবাইকে করে গরু কিনতে হাটে যাচ্ছিলেন বলে জানায় হতাহতদের পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: বালি বোঝাই ট্রাক উল্টে চাঁপাইনবাবগঞ্জে নারী নিহত
এদিকে, রবিবার রাতে লালপুর উপজেলার চাঁদপুর এলাকায় মাটিবাহী ট্রাক্টর উল্টে আওলাদ হোসেন নামে চালকের সহকারী নিহত হন। এই দুর্ঘটনায় চালকসহ আরও দুজন আহত হন।
উভয় দুর্ঘটনায় আহত চার জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
২ বছর আগে
নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই
নাটোরের লালপুরে চালককে হত্যা করে নতুন কেনা অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার রাতে উপজেলার ঘাটচিলান এলাকার একটি আখ খেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত অটোভ্যানচালক মিলন হোসেন (৩০) বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: সিঁধ কেটে ঘরে ঢুকে চালককে হত্যা, অটোরিকশা ছিনতাই
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান জানান, মহিষভাঙ্গা এলাকার ভ্যান চালক মিলন হোসেন কয়েকদিন আগে একটি নতুন ভ্যান ক্রয় করেন। শনিবার বিকালে ভাড়া খাটার জন্য ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করলে পুলিশ অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে রবিবার রাতে লালপুর উপজেলার ঘাটচিলান এলাকায় রাস্তার পাশের আখ ক্ষেতে মিলনের লাশের সন্ধান পায় পুলিশ।
আরও পড়ুন: বগুড়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
ভ্যান ছিনিয়ে নেয়ার জন্যই মিলনকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন ওসি মোনোয়ারুজ্জামান।
পরে সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে।
২ বছর আগে